নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

লক্ষ্য যখন জয়লাভ।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

আগ্রহটা বেড়ে গিয়ে,
আত্মবিশ্বাসে দিলো হানা,
সংকটময় পরিস্থিতি উদয় হলো,
তা কিছুতেই শুনলো নাতো মানা।

স্বপ্ন যেনো ঘুমে বেহুশ,
পড়েছে তাতে মরীচিকা,
যা হয় ভালোর জন্যই,
তবে হতে হবে উত্তমরূপে উদ্যোমী সেই চালিকা।

কঠিন সময়ে জ্বলে উঠা,
ভাগ্যবানদের সহায়ক মেজাজি স্বভাব,
এমনটি করতে পারলেই,
উষ্ণতার তীব্রতায় সেই হবে একমাত্র নবাব।

দুশ্চিন্তা, ভয়, ভীতি বাধা দেয়,
সামনে এগিয়ে জয়ের পথটাতে,
অসুস্থতা নিয়ে মনে যায়না আগানো,
তাই জয়কে রাখতে হবে মাথার মগজটাতে।

যতই সংকট, যতই হতাশা সম্মুখে এসে,
ভয় দেখিয়ে যাক,
জয়ই তোমার একমাত্র লক্ষ্য,
এই চিন্তাটা সর্বদাই মনের ভেতর রাখ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬

আখেনাটেন বলেছেন: বিপদে যে না করি আমি ভয়। লিখতে থাকুন।

টাইপো:

স্বপ্ন; উত্তমরূপে; উদ্যোমী;

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আশাবাদী কবিতা।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

মীর সাজ্জাদ বলেছেন: এত আশা মনের ভেতর,
কোনটা কবে পূরণ করবো,
তা ভেবে কুল পাই না।

ধন্যবাদ ভাই, আশাগুলোর কথা মনে করিয়ে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.