নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

অভিমানী

২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৭

চাওয়ার নেশায় মেতে উঠি
অবাধ্য হই বার বার,
রুপের পাগল সবাই হলো
মনের বেলায় কে কার!

তবুও তো ভাই প্রেম হলো
রঙ এলো তাই এই মনে,
হাজার রুপে মুগ্ধ হয়ে
মন বদলাই ক্ষণে ক্ষণে।

রুপ রসে ডুবে আমি
ভাবছি এটাই জীবন,
ধোকা দিয়ে পাচ্ছি মজা
হারাচ্ছি আপনজন।

বুঝবো আমি যেদিন আমার
থাকবে না কেউ পাশে,
নিঃসঙ্গতার চুড়ায় বসে
কাঁদবো অভিশাপে।

সময় থাকতে যদি আমার
বুদ্ধি বিবেক বাড়ে,
জীবন গড়ে করবো আপন
ভালোবাসবো যারে।

প্রানের বেথায় কাতর হয়ে,
অস্থিরতা কেঁপে মরে,
অভিমানী হতে আজ তাই,
খুবই ইচ্ছে করে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৩৮

হাবিব বলেছেন: ভাই পোস্ট দুইবার হয়ে গেছে। একটা কেটে দিন।

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩

মীর সাজ্জাদ বলেছেন: কেটে দিয়েছি। ধন্যবাদ।

২| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৪

মীর সাজ্জাদ বলেছেন: অনেক দিন পর আবার আসলাম ব্লগে। আপনার মন্তব্য বরাবরের মত পেয়ে খুব ভালো লাগলো।

৩| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, চমৎকার।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৫৩

মীর সাজ্জাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.