নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

নীতির মাঝে করোনা।

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১২


শংকার মাঝে শৃঙ্খল ভেঙে
মানছি না যারা স্বাস্থ্যবিধি,
নানান ছলে অযুহাত দিয়ে
লোক দেখানো, একদল মিথ্যাবাদী।

ড্রেনের কাজেও ভীড় জমানো
উৎসুক এই বীর জাতি,
কভিড উনিশ দেখবো বলে
ঘর ছেড়ে রাজপথে থাকি।

গুজব রটাই গুজব ছড়াই
মাথায় যেন মগজ কম,
বেখেয়ালি সব চিন্তাধারা
মিলাতে পারি না লগারিদম।

প্রবাহিত হয় সাহসিকতা
রক্তে রক্তে টেনে আনি,
ছোঁয়াচে রোগে করিনা ভয়
মৃত্যু দেখেও চোখে নেই পানি।

শিরায় শিরায় ছুটির আমেজ
আড্ডাবাজির ভেলকি খেলে,
মাদক এখনো সহজলভ্য
এলকোহলে অনুমতি মেলে।

কি হল দেশের, আরো কি হবে?
চিন্তায় অভিভাবক, মুরুব্বিরা,
আমাদের ভাবনায় নেই তারা
ঝুঁকিতে কাটাচ্ছে দিন বিনা পাহারা।

ঘরেই থাকি ঘরেই রাখি
সামর্থের বিচারে সাহায্য করি,
জনসমাগম এড়িয়ে চলে
আসুন ভাইরাসমুক্ত দেশ গড়ি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: চমতকার।

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে

১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩

মীর সাজ্জাদ বলেছেন: শুকরিয়া।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৬

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।

অনেকদির পর আপনাদের সান্নিধ্যে।

প্রথম লাইনে দুটি বানান ঠিক করে দিন প্লিজ।

১৩ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১১

মীর সাজ্জাদ বলেছেন: জ্বি দাদা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। সময়ের অভাবে আসতে পারিনা ব্লগে। বানান দুটো ঠিক করে দিলাম, ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.