নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

চলো প্রিয়, আজ আমরা একটা কিছু হই

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:০৬

সমুদ্র সৈকতে মুখ থুবড়ে প’ড়ে থাকা জেলিফিশ কিংবা
নিখুঁত সরলরেখার মতো এই জীবন
আর ভালো লাগে না আমার,
চলো প্রিয়, আজ আমরা যুগল গরনাই মাছ কিংবা বক্ররেখা হই!

চলো মজে আসা দুঃখিনী নদীর পাড়ে
মটরশূটির ক্যানভাসে বিমূর্ত শৃঙ্গারচিত্র হ’য়ে
পৃথিবীর রঙ শুষে গোধূলি নামিয়ে
জ্যোৎস্নার চাদর টেনে নিই গায়ে।

চলো বাউরি বাতাস হ’য়ে
রবিশস্যের ক্ষেতে বিলি কাটি,
বনে বনে পাতায় পাতায় তুলি মূর্ছনা
অদম্য কিশোরের ঘুড়ি শূন্যে ভাসিয়ে রাখি।

আর না হয় বাউকুড়ানি হই, ধুলো আর ঝরাপাতা উড়াই
উড়াই প’ড়ে থাকা প্রত্যাখ্যাত ছেঁড়া প্রেমপত্র,
পাখির পালক, শিমুল তুলা, প্রজাপতির ভাঙা পাখা, আরও কত কী
যা দেখে মানুষেরা জন্ম দেবে অলৌকিক সব আখ্যান!

যদি ঝড় হতে চাও, তাতেও আপত্তি নেই
শীতের একঘেয়ে শান্ত বৃষ্টির মতো জীবনে
ঝড়ের বৈচিত্র্য নিশ্চয় মন্দ লাগবে না আমার।

চলো প্রিয়, এবেলায় রোদ্দুর হই, ওবেলায় বৃষ্টি
আপনা-আপনি সুখের রামধনু উঠবে হৃদয়াকাশে!

চলো প্রিয়, আজ আমরা একটা কিছু হই….



ঢাকা।
০৮.০২.২০২৩

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৫৯

স্মৃতিভুক বলেছেন: খুব ভালো লেগেছে আপনার কবিতাটা, মিলন। কয়েকটা লাইন কি যে অদ্ভুত সুন্দর - ভিজুয়ালাইজ করার মতো!

কত্তদিন পর "বাউকুড়ানি" শব্দটা দেখলাম, ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন।

আপনাকে ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০১

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৮

শেরজা তপন বলেছেন: বেশ তবে চলো যাই...
ভাল লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০২

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:০২

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.