নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

দাঁড়াও পথিক!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯


আমি মানুষটা খুব সাধারণ, খুব এলোমেলো আর খুব তুচ্ছ এক মানুষ। তাতে কোন আফসোস নেই। শুধু একটাই আফসোস করি সব সময়, আমি মানুষকে খুব বিশ্বাস করি আর বেশির ভাগ ক্ষেত্রে চিনতে ভুল করি।

তবু, মানুষের প্রতি বিশ্বাস হারাই না।
যখন মনে হয়, পথ হারিয়ে ফেলেছি তখন কিছু অনাকাঙ্ক্ষিত আদর, ভালবাসা আর সম্মান আমাকে পথ চলতে সহায়তা করে।
আমি পথ চলি।
বেঁচে থাকি।

বহু দুর্যোগে বহুবার ভেঙ্গে পড়েছি। এবং বহুবার ভেঙ্গে পড়ে দেখেছি, প্রতিবার আমাকে একা দাঁড়াতে হয়েছে। শুধু আমি না, সব মানুষকেই একা দাঁড়াতে হয়। সত্যিকার অর্থে, মনের কষ্টের ভাগ আসলে কারও সাথেই করা যায় না। নিজেকেই বয়ে বেড়াতে হয় আজীবন।

খুব সাধারণ একজন মানুষ আমি। ইচ্ছে গুলো সাধারণ, স্বপ্ন গুলো সাধারণ, চাওয়া গুলো সাধারণ। তারপরও কখনও কখনও ইচ্ছে, চাওয়া, স্বপ্ন গুলো সীমা ছাড়িয়ে যায়।

অহংকার, প্রতারনা, স্বার্থপরতা বোধ গুলোকে অপছন্দ করি। বুঝতে পারলে সেই মানুষগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি।

যারা মানুষের দুর্বলতাকে অপব্যবহার করে তাদের প্রতি প্রচণ্ড রাগ আমার।

নৈতিকতা, বিশ্বস্ততা, সততা যাদের মধ্যে নেই তাদের প্রতি আমার কোন দুর্বলতা বা সহানুভূতি নেই।

স্পষ্টবাদিতা পছন্দ করি। মিথ্যে বলাটা অপছন্দ করি। যদিও আমিও ঠেকায় বে-ঠেকায় মিথ্যে বলি।

মানুষের নির্মমতা, নিষ্ঠুরতা বুকে আঘাত করে। প্রিয় মানুষের উপেক্ষা, অবহেলা সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

কারও প্রতি নৈতিকতার দায় থাকলে মেটানোর চেষ্টা করি। কেউ ভুল বুঝলে খারাপ লাগে।

ভালবাসায় ভালবাসি।

ভাবতে ভাল লাগে। সমস্যার সমাধান করতে ভাল লাগে। কিন্তু আমার ভাবনার গভীরতা কম আর সমস্যার সমাধানের দক্ষতা আরও কম।

আমি স্থির মানসিকতার মানুষ নই। তাই বারবার হোচট খাই।

অপদার্থ হিসেবে দুর্নাম আছে আমার। কিন্তু আমি জানি আমি পদার্থই। সবার মত আমার শরীরও কার্বন, ফসফেট, আয়রন, ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এবং আরও কিছু মৌল দিয়ে তৈরি।

আমার কথায় ভুল হয়, চলতে ফিরতে ভুল হয়, সিদ্ধান্ত নিতে ভুল হয়, সমাধানে ভুল হয়। বেঁচে থাকাটা মনে হয় ভুলেরই সমষ্টি। সমস্ত চেতনায় ভুল গুলো জমা হয়, শুদ্ধ করতে পারি না।

আমি রাগি। একটুতেই রেগে যাই। কিন্তু সে রাগ আতশবাজির মত। জ্বলে মুহূর্তেই নিঃশেষ হয়ে যায়। আবার অনাকাঙ্ক্ষিত একটু ভালবাসায় চোখে জল চলে আসে।

সব ধরনের গান শুনতে ভালবাসি। সিনেমা দেখতে ভালবাসি।

প্রযুক্তি বিষয়ে জানতে ভালবাসি। বিজ্ঞান ভালবাসি।

বই পড়াটা নিয়মের নিয়মের মধ্যেই থাকে। তাই গল্প, উপন্যাস কবিতা ভালবাসি।

আর ভালবাসি লিখতে। অদৃশ্য প্রেমিকার কাছে গোপন চিঠি বা কবিতা বা রাগ অনুরাগের আখ্যান। অথবা......
থাক।

লেখার চর্চা করতে ভালবাসি।

আমার ভেতরে নৈতিকতার ঘাটতি আছে।
সততা ও বিশ্বস্ততার অভাব আছে।
লজ্জা শরম, মান অপমানবোধও কিছুটা কম আছে।
হিংসা, দ্বেষ, স্বার্থপরতা, তাও মনে হয় আছে খানিকটা।
কিন্তু আমার ভেতরে একটা মন আছে।
সেটা মানুষের।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো পড়ে, নিজেকে প্রকাশ করেছেন খুব সু্দর ভাবে।
বিশ্বাস অবিশ্বাস্য অনেক কিছুর মধ্য দিয়েই প্রবাহিত আমাদের জীবন।

লোকে বলে বিশ্বাসের ঘরে হয়না চুরি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩০

ম ইসলাম বলেছেন: আমার বিশ্বাসের ঘরে চুরি হয়েছিল। তাই তো নিজেকে চিনেছি।

ধন্যবাদ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: “যখন সত্য এসে মিথ্যার সামনে দাড়ায়,
মিথ্যা বিলুপ্ত হয়, অার মিথ্যা তার প্রকৃতগত কারনে বিলুপ্ত হবেই”
- সূরা বানি ইসরায়িলঃ - ৮১

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.