নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

রঙ্গ রচনাঃ স্বামী

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১


ভুমিকাঃ স্বামী একটি গৃহপালিত ও স্ত্রীভক্ত প্রাণী। পুরুষমানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে ব্যবহার করা যায়।

খাদ্যঃ এরা সর্বভুক প্রাণী হলেও চুমু ও আদর খেতে খুব পছন্দ করে। অনেক ক্ষেত্রে এরা স্ত্রীর সযত্নে তৈরী করা ‘ঢপ’ ও ‘বার’ সানন্দে ও তৃপ্তি সহকারে খেয়ে হজম করে।

আকৃতিঃ এদের সাধারণত একটি ভুঁড়ি, শক্ত ঘাড়, দুর্বল মেরুদণ্ড এবং টুপি পরবার উপযোগী মাপসই একটি মাথা থাকে।

প্রকৃতিঃ এরা সাধারনতঃ নিরীহ, শান্তিপ্রিয় ও ঝগড়াঝাঁটিতে অপটু হয়ে থাকে। বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পর সেই সিংহ দুর্গারূপিণী স্ত্রীর বাহনে পরিনত হয়। তাই এরা স্ত্রী-প্রভুর অবাধ্য হয়ে চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিনমিনে স্বভাবের মিনসে হয়ে থাকে। এরা পুরনো কথার দিন-ক্ষণ, নাড়ি-নক্ষত্র সেভাবে মনে রাখতে পারে না বলে ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয়। সাধারণত নারীদের প্রতি এদের একটু দুর্বলতা দেখতে পাওয়া যায়। কোন মহিলার অনুরোধ বা আবদার এরা সহজে ফেলতে পারে না।

উপকারিতাঃ স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্যপ্রয়োজনীয় একটি প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ, যেমন প্যান পরিস্কার, ফ্যান পরিষ্কার প্রভৃতি করে থাকে। এছাড়া এরা স্ত্রীর চোখে আইলাইনার, আইশ্যাডো প্রভৃতি লাগিয়ে দিয়ে, শাড়ির কুঁচি ধরে স্ত্রীকে রূপচর্চাতে সাহায্য করে। এরা ভ্রমণের সময়ে কুলীরূপ ধারণ করে ভারী ব্যাগ বহন করে, কখন বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায়। এদেরকে বিবাহ করে অনেক অতি সাধারণ নারী বিদেশভ্রমণ ও বসবাসের সুযোগ পায়। কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতিনাতনি প্রতিপালন, ঘর পাহারা, বারবার দোকানে গিয়ে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনা – এই ধরনের গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়ে থাকে।

অপকারিতাঃ অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাত করে বাড়ী ফেরে। অনেকে আবার বাড়ীতে অফিসের কাজও নিয়ে আসে। তাই এরা স্ত্রীকে তাদের চাহিদামতো সময় দিতে পারে না। অধিকাংশ স্বামীই স্ত্রীকে শপিং- এ নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে। তাদের শাড়ী, গয়না কেনার যথাযথ সঙ্গী হতে পারে না।

উপসংহারঃগৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল। যে আবিষ্কারক ‘স্ত্রী’ নামক ‘দামি’ পোষমানানোর ‘যন্তর’-টি আবিষ্কার করেছিলেন, তাঁর কাছে পৃথিবীবাসি চিরকৃতজ্ঞ থাকবে।

(সংগ্রহীত)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


তেমন কিছু হয়নি, রংগ'র বদলে বিরক্তিকর লেগেছে

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


এই গার্বেজ আপনি সংগ্রহ করেছেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ম ইসলাম বলেছেন: লেখাটা ওপার বাংলার। কার লেখা জানি না। Google Plus থেকে সংগ্রহ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: রম্য লেখা হলেও আমার মোটেও হাসি পায়নি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

ম ইসলাম বলেছেন: এই লেখা পড়ে পুরুষদের হাসার কথাও না। নির্মম সত্য কথা গুলো তিতা হয়। আমিও হাসিনি।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

নীল আকাশ বলেছেন: আরো একটা বাস্তব সত্য কথা নীচে দিলাম:-

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩২

ম ইসলাম বলেছেন: এই দয়ার মুল্যায়নটা যদি এরা করত!

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

নীল আকাশ বলেছেন: করে তো! :( ১৯ থেকে ২০ হলে আপনার সাথে বিয়ে হয়ে যে তার জীবনে সব চেয়ে বড় ভূল করেছে সেটা ২৪ ঘন্টায় ২৪x১০০ বার বুঝিয়ে দিবে। এবং সে ছাড়া আর কোন মেয়ে যে আপনার সাথে সংসার করতো না সেটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে করিয়ে দিবে। :((

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

ম ইসলাম বলেছেন: সে আর বলতে! কানটা পচে গেছে ভাই এই কথা শুনতে শুনতে। তাই তো শোনাই বাদ দিসি!

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১০

চাঙ্কু বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.