নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বড় হয়ে গেছি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭


বড় হয়ে গেছি।
এখন আর বৃষ্টিতে ভিজে বল খেলি না।

বড় হয়ে গেছি।
এখন আর ঢিল মেরে কারও গাছের ফল চুরি করি না।

বড় হয়ে গেছি।
এখন আর ইচ্ছে হলেও গাছে উঠি না।

বড় হয়ে গেছি।
এখন আর মসজিদে নামাজ পড়তে গিয়ে বাইরে আড্ডা দেই না।

বড় হয়ে গেছি।
এখন আর কান মলে দিয়ে কেউ বলে না, এত দুষ্ট হয়েছিস কবে থেকে?

বড় হয়ে গেছি।
এখন আর চৈত্রের খা খা দুপুরে নাটাই ঘুড়ি নিয়ে খেলি না।

বড় হয়ে গেছি।
এখন আর বেণি দোলানো বালিকাদের দিকে আড় চোখে তাকাই না।

বড় হয়ে গেছি।
এখন আর ঘন্টার পর ঘন্টা পুকুরে সাতার কাটি না।

বড় হয়ে গেছি।
এখন আর বিজলি চমকালে, মেঘ ডাকলে ভয় পাই না।

বড় হয়ে গেছি।
এখন আর পুকুরে ঢোঁড়া সাপ দেখে ঢিল মারি না।

বড় হয়ে গেছি।
এখন আর ঝড়ের পরে কোন ফলের গাছের নিচে ফল কুড়াতে দাঁড়াই না।

বড় হয়ে গেছি।
এখন আর স্কুল পালানোর দরকার পড়ে না।

বড় হয়ে গেছি।
এখন আর খাল সেচে মাছ ধরি না।

বড় হয়ে গেছি।
এখন আর সন্ধ্যায় দেরি হলে মায়ের ভয়ে চুরি করে বাড়িতে ঢুকি না।

বড় হয়ে গেছি।
এখন আর সন্ধ্যায় কেউ পড়তে বসতে বলে না।

বড় হয়ে গেছি।
এখন আর বিকেলে খেলার মাঠে বন্ধুর সাথে ঝগড়া করি না।

বড় হয়ে গেছি।
এখন আর বিদ্যুৎ গেলে আড্ডা দেয়ার জন্য হুড়মুড় করে বাড়ি থেকে বের হই না।

বড় হয়ে গেছি।
এখন আর কারও ভুতের গল্প শুনে গা ছমছম করে না।

বড় হয়ে গেছি।
এখন আর গোসল শেষে কেউ জোর করে গামছাটা কেড়ে নিয়ে মাথা মুছে দিতে দিতে বলে না,
মাথাটাও মুছতে শিখিস নি!

বড় হয়ে গেছি।
এখন আর কেউ অনেক দিন পর দেখে বলে না, কত বড় হয়ে গেছিস!

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

ম ইসলাম বলেছেন: লেখার প্যাটার্নটা ধার করা। কথা গুলো আমার। ধন্যবাদ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


বিয়ে করেছেন তো? বড় হওয়ার মাপকাঠি কিন্তু এটাই!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

ম ইসলাম বলেছেন: আর একটা বিয়ে করার চিন্তাভাবনা করছি। আর একবার বড় হতে ইচ্ছে করছে।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

চেংকু প্যাঁক বলেছেন: ++++++++++++++

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

সাইন বোর্ড বলেছেন: বড় তো একদিন সবাইকে হতেই হয়, অাপনিও হয়েছেন । মাঝ থেকে কবিতাটা প্রাপ্তি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

ম ইসলাম বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আর একটা বিয়ে করার চিন্তাভাবনা করছি। আর একবার বড় হতে ইচ্ছে করছে। "

-মনের কথাটা প্রকাশ করেছেন ব্লগে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

ম ইসলাম বলেছেন: হা হা হা.....

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: ভালো লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

ম ইসলাম বলেছেন: শুভ কামনা।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২২

পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের শৈশবগুলি সব একই। এই জেনারেশন এসবের স্বাদ পেল না। আমাদের বড় হওয়াটা যদি মিষ্টি হয়, তাহলে ওদেরটা রূঢ় বাস্তব ।

শুভকামনা আপনাকে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ম ইসলাম বলেছেন: এই আক্ষেপটা আমরা করছি। ওরা কি করছে? ওরা ওদের মত বড় হচ্ছে। ওদের জগতে। আসলে জেনারেশনের মুল্যয়নটা আপেক্ষিক। হ্যা, আফসোস তো একটা আছেই! আমাদের সন্তান আমাদের মত করে বড় হচ্ছে না।

ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামন।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

আখেনাটেন বলেছেন: অাসলেই তাই বড় হয়ে গেছি।

এখনকার প্রজন্ম কিন্তু এগুলো করে না। এরা আগেই বড় হয়ে গেছে। :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

ম ইসলাম বলেছেন: ঠিক বলেছেন। এই প্রজন্ম অনেক আগেই বড় হয়ে যাচ্ছে।

ধন্যবাদ।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: আর একটু বড় হন, দেখবেন তখন এগুলি নিয়ে আফসোস করে এত সময় নষ্ট করে কোন লেখাও লিখবেন না ;) :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৮

ম ইসলাম বলেছেন: সময় নষ্ট বলতে আপনি কি বোঝাতে চাইছেন, একটু খোলাসা করে বলবেন? সবাই কি আর আপনার মত করে বড় হবে?

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: তাহলে আমিও বড় হয়ে গেছি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

ম ইসলাম বলেছেন: মাশাল্লাহ! সুস্থ থাকুন!

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: বড় হয়ে গেলে কত কিছু মিস করতে হয়।
বড় না হওয়াই ভাল ছিল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

ম ইসলাম বলেছেন: বড় না হয়ে উপায় কি! কেউ তো আর টেনে ধরে নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.