নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভালবাসাহীনতা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১



মাঝে মাঝে খুব মনে পড়ে তোমাকে।
উদাসী বসন্তে কিছু স্মৃতি উড়ে বেড়ায় বাতাসে।
সেই বাতাস আমার সম্মুখ দিয়ে যায় আসে।
তবে এটা নতুন কিছু না।
সে আমি প্রায়ই শ্বাস নিই নিষিদ্ধ বায়ুতে!
কার্যত আমি তোমাকে মনে করতে চাই না।
আমি কিছু ইস্পাতের রঙ লাগিয়েছি স্নায়ুতে।

থেকে থেকে খুব কাঁদতে ইচ্ছে হয় নিরবে।
বুক ভেসে হু হু করে সব নিষেধাজ্ঞার বেড়া ডিঙিয়ে।
তবে তা তোমার ভাবনায় নয়।
তুমি তো একদা হৃদয়হীন পাথর ছিলে!
আমি কাঁদতে চাই, কোন একদিন পথভ্রষ্ট হয়ে,
কোন একদিন ভুল করেছিলাম বলে।

কত গল্প ছড়ানো আমার পথে!
আমি আর সে গল্প ছুঁয়েও দেখিনা!
তোমাকে নিয়ে
কাব্যগুলো কোন এক অসতর্ক মুহূর্তে লেখা হয়েছিল বলে,
আমি এখন সতর্কতায় সেই ভ্রষ্ট পথ এড়িয়ে,
নিরবে, লজ্জায়, নত মুখে, যাই চলে।

ইদানিং আমি মাতাল হই। লাম্পট্যের পথও খোলা আছে।
তবে তা তোমার বিরহে নয়।
নষ্ট হওয়া আমার স্বভাবেই ছিল মনে হয়।
মুলত তুমিই আমাকে এই পথে নিয়ে এসেছ,
তোমার ছলায়, কলায়!
আমিও মুখিয়ে ছিলাম নষ্ট পথে পা রাখতে,
তোমার ভালবাসাহীনতায়!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

বলেছেন: কবিতার ভাবটা ভালো কিন্ত প্রথম ও শেষের মিলটা একটু অসামঞ্জস্য মনে হলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৭

ম ইসলাম বলেছেন: আসলে কি, লিখতে গিয়ে মিল খুজিনি। অনুভূতিতে যা এসেছে, লিখে ফেলেছি। আমার অনেক লেখাতেই এমন অনেক অসামঞ্জস্য আছে। সামঞ্জস্য আনতে গেলে আরোপিত হয়ে যায়। সেটা আমি পারি না। যা বলতে চেয়েছি সেটা প্রকাশ করাটাই আমার লেখা।

ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৭

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৩

সূর্যালোক । বলেছেন: কবি কি আগে থেকেই ভেবে নিয়েছিলো ভালবাসাহীনতায় নষ্ট পথে পা বাড়াবে ! ভাল লিখেছেন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

ম ইসলাম বলেছেন: যদি জানতাম ও চোখে তাকিয়ে ডুবে যাব,
তবে আমি দৃষ্টিহীন হয়েই থাকতাম.......

ধন্যবাদ

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

শুভ্র বিকেল বলেছেন: সুন্দর লিখেছেন, ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

ম ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

ম ইসলাম বলেছেন: আবেগ নয় এটা। আক্রোশ!

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.