নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ন\'টি অনুকথা!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭




একঃ
আকাশের সব তারারা জানে তোমার কথা।
অলংকারহীন এ প্রণয়ে সাজবে যদি,
বিষণ্ণতায় দুঃখ মেখে
ফিরে যাবে যদি কোলাহলে,
তবে এ অবেলায় কেন এলে?

দুইঃ
ব্যাকুল তৃষ্ণা নিয়ে হেটেছি অনেক পথ-
জীবন নিয়ে বাজি ধরে আগন্তুক বেসে।
প্রেম তো এক জলাঞ্জলির নাম!
প্রতিবার হেরে গেছি কৃষ্ণচূড়া ভালবেসে।


তিনঃ
বুকের ভেতর নির্জন কোলাহল,
আর কত দূরে নিয়ে যাবি, বল?

চারঃ
এখনও তোমার শরীরের ঘ্রাণ
লেগে আছে আমার বুক পকেটে!

পাঁচঃ
ভালবাসেনি, না বাসুক!
তবু ভালবাসি তারে।

ভালবাসি শুধু
ভালবাসার অধিকারে।

ছয়ঃ
থাকবে নাকি দুঃখ হবে,
রাত পোহালে ভুলে যাবে,
কার কি তাতে?

আমিও পারি দুঃখ হতে,
মনের ঘরে আগুন দিতে,
কার কি তাতে?

সাতঃ
ইচ্ছে হলেই আমি এখন কাঁদতে পারি।
এবং ইচ্ছে না হলেও!
ইচ্ছেরা এখন ভীষণ নিয়ন্ত্রনে আমার!

আটঃ
এ তোর কেমন খেলা বল,
ইচ্ছে হলেই ছুড়ে দিস!
সারাজীবনের অভিশাপ তোকে,
তুই কারও প্রেমে পড়িস!

নয়ঃ
অজানা দেশ, অজানা শহর।
অচেনা পথে অবিরত মানুষের মুখ।

এই ইমারতের ভীরে, রাজপথে নগরে,
আমি এক অচেনা আগন্তক।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: একদম শেষের লাইন দুটি খুব ভাল লাগল

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

ম ইসলাম বলেছেন: শুনে খুশি হলাম। ধন্যবাদ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ২, ৫ বেশি ভাল লেগেছে। ++
শুভ কামনা জানাবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

ম ইসলাম বলেছেন: আপনার জন্যও শুভ কামনা। ধন্যবাদ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

ওমেরা বলেছেন: সব কয়টাই ভাল লাগল ছবিটাও খুব সুন্দর ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

ম ইসলাম বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা আপনার জন্য। ধন্যবাদ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

সনেট কবি বলেছেন: সুন্দর+

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১২

Sujon Mahmud বলেছেন: নান্দনিক সৃষ্টি.... শুভ কামনা রইলো

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২২

ম ইসলাম বলেছেন: আপনার জন্যও শুভ কামনা। ভাল থাকবেন। ধন্যবাদ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

নজসু বলেছেন: অনুকবিতা ভালো লেগেছে।
৩ নম্বরটা আমার কাছে অন্যরকম ভালো লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে এবং শুভ কামনা রইল।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা।
সব মিলিয়ে মনোমুগ্ধকর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

ম ইসলাম বলেছেন: এটা কিন্তু ফাঁকিবাজি পোষ্ট না! হা হা হা...

শুভ কামনা রইল আপনার জন্য এবং অনেক ধন্যবাদ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বেশ!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

ম ইসলাম বলেছেন: হয়ত! ধন্যবাদ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

চাঙ্কু বলেছেন: ফডুডা সুন্দর আছে! পেলাচ!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

ম ইসলাম বলেছেন: আপনার জন্যও পেলাস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.