নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গদ্য কবিতা-ভালবাসা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১


আমার জন্য তোমার চুল বাধতে হবে না। খোপাটা এলোমেলো করেই এসো। এলোচুলেই ভাল লাগে তোমাকে। মেখো না কোন সুগন্ধি শরীরে। তোমার ঐ পরিশ্রান্ত বা শান্ত দেহের নিজস্ব তোমার স্বতন্ত্র গন্ধটাই আমার প্রিয়।

তুমি কাজল চোখে কখনও তাকিও না আমার দিকে। আমি তোমার অলঙ্কারহীন কালো চোখেই আমার মরনকে খুজে নেব। আমার জন্য তোমাকে কোন উপটান মাখতে হবে না। তুমি যতটুকু-যা, তাই আমার জন্য যথেষ্ট।

আমার সাথে কথা বলতে তোমাকে কখনও সাজাতে হবে না কোন শব্দমালা। যদি তোমার কথায় কোন ভুল হয়, বা খেই হারিয়ে ফেলো, তাই সই! তবু তুমি আমার জন্য নিজেকে আরোপিত কোন যন্ত্র বানিয়ে ফেলো না।

তুমি যা আছো তাই থাকো। একটু এলোমেলো, চলনে বলনে। বা একটু হিংসুটে-স্বার্থপর, ভালবাসার প্রশ্নে।

তুমি থাকো তোমার মত করে। ঠোঁটের কোনে একটু হাসি নিয়ে বা একটু আদুরে অভিমানী হয়ে।

আমি তোমার অস্তিত্বে-মনে, তোমাতেই বিলিয়েছি সামগ্রিক তোমাতে। বাড়তি কোন বাহুল্যের রাখিনি কোন প্রত্যাশা।

এ আমার প্রেম নয়,
তোমার জন্য ভালবাসা!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভীষণ রোমান্টিক ব্যাপার!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

ম ইসলাম বলেছেন: তাই?

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

সুদীপ কুমার বলেছেন: ++++

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: নাটক জীবনের মত
কিন্তু
জীবন নাটক নয়..

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

ম ইসলাম বলেছেন: কিন্তু মাঝে মাঝে জীবনটাকে নাটক ভাবলে ক্ষতি কি!

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: স্নিগ্ধ্ব ভাবনা!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা জানবেন।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছবিটি দেখে আমার বিয়ে করে হানিমুন করতে ইচ্ছে করছে আমাদের কক্সবাজারে। B-)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

ম ইসলাম বলেছেন: ইচ্ছে বাস্তবায়ন করতে কেউ কি নিষেধ করেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.