নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট কথা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২


একঃঃ
একজন সাধারন মানুষের জীবনেও কিছু অসাধারন গল্প থাকে। কিন্তু মানুষটা সাধারন বলে তার অসাধারন গল্পগুলো কেউ জানতে পারে না।

দুইঃ
কান্না একটা গুন। সরলতার প্রকাশ, আত্মসমর্পণের ভাষা, নির্মলতার লক্ষণ, হৃদয়ের নির্যাস, ব্যথার উপশম, দুঃখের ক্ষরণ।

তিনঃ
ব্যাথার আগুনে ঘি ঢেলে সে আগুনকে উষ্কে দেয়ার মত মানুষের অভাব নেই। সে আগুনে পানি ঢেলে আগুনটা নিভিয়ে দেয়ার কত মানুষের বড়-ই অভাব।

চারঃ
মানুষ উচ্চাকাঙ্ক্ষী হলে স্বার্থপর ও বিবেকবোধহীন হয়ে যায়।

পাঁচঃ
অন্তঃসার শুণ্য মানুষেরাই দাম্ভিকতা দেখায়।

ছয়ঃ
শরীরে যখন কামনা থাকে, চোখ ও মন তখন নির্লজ্জ হয়ে যায়।

সাতঃ
স্বার্থ আর কামনার উপর প্রতিষ্ঠিত সম্পর্ক গুলোর কোন স্থায়িত্ব নেই।

আটঃ
লম্পট বা চরিত্রহীন হওয়ার জন্য শরীর বিক্রির দরকার নেই। একটা নির্লজ্জ মনই যথেষ্ঠ।

নয়ঃ
বিশ্বমানবতা রাজনীতির কাছে জিম্মি। মানুষের ভালবাসাটাও কখনও কখনও স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়ে। যাকে বলে Prostitution.

দশঃ
দুষ্ট লোকের আচরন বোঝা অপরাধ, চরিত্র বোঝা অপরাধ, ভুল ধরিয়ে দেওয়া অপরাধ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টুকরো কথা গুলো
বৃহৎ অর্থ বহন করে।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

বাকপ্রবাস বলেছেন: সবগুলো সুন্দর এবং অর্থবোধক। দশ নাম্বারটা সবচেয়ে বেশী ভাল লেগেছে

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ওমেরা বলেছেন: অর্থপূর্ণ কথা গুলো বেশ ভাল লাগল।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

সুমন কর বলেছেন: হুম, সহমত।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬

হাফ হাতা শার্ট বলেছেন: ছোট ছোট কথা,বড় বড় অর্থ
প্রথমটা আমার কাছে বেস্ট ছিল

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: দশ টাই চমৎকার।
বিশেষ করে এক আর দস অসাধারন।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: ম ইসলাম,



ছোট কথায় বড় সত্য ...............

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ছোট ছোট কথাগুলাই বড় অসাধারণ

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.