নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

একটি কুড়িয়ে পাওয়া ভাললাগা কবিতা

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২



ভবঘুরে

তোমার আকাশ আমার মতই মেঘলা,
অভিমান শিউলি ফুলের মতো ছড়ানো।
ভালবাসা ছেড়ে গেছে আমাদের,
তবু ছায়াটাকে বয়ে নিয়ে বেড়ানো।

বোঝা লাগে পৃথিবীর ব্যথা সব,
সময়ের খতিয়ানে করি মাপ।
হাতে হাত পরিণয়ে লাগে ভয়,
বাম দিকে চেপে ধরে অনুতাপ।

কথা বাকি, বয়ে গেছে বহুকাল,
দুটো ঠোঁট সরে আছে দূরে দূরে।
ঘর আছে, ঘর নেই তবু ঘরে,
দু'শালিক অভিশাপে ভবঘুরে।

মৃন্ময় দাস

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

ফেনা বলেছেন: অসধারণ।
কবিতাটার জন্য ভাললাগা।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: ম ইসলাম ,



কুড়িয়ে পাওয়া কবিতায় ভাললাগা ।
সুন্দর লিখেছেন মৃম্ময় ।
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্যে ।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪

ম ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

আখেনাটেন বলেছেন: ভালবাসা ছেড়ে গেছে আমাদের,
তবু ছায়াটাকে বয়ে নিয়ে বেড়ানো
-- চমৎকার।

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.