নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বেওয়ারিশ বেদনা

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২


সেই যে আমার দুঃখ গুলো বড় অনাদরে রেখেছিলে,
তারপর থেকে আমি নষ্টদের খাতায় নাম লিখিয়েছি।
বুকে সর্বনাশের নেশা ছিল,
চোখে রঙ ছিল,
একটা স্বপ্নও ছিল।
কিন্তু সেই যে আমার কষ্টগুলোকে বড় অবহেলা করেছ,
তারপর থেকে আমি আর ফিরে আসিনি।
দৃষ্টিহীন অন্ধ আবেগ,
হিসেবের ফুলঝুরি,
উল্লাসিত অন্ধকার পথ,
আমাকে আর আলো দেয়নি।

এখন আর আত্মগ্লানিতে ভুগি না।
ন্যায়নীতি বোধও তুলে রেখেছি
শুভ্রতায় মুড়ে।

বেহিসেবি হিসেবের জীবনে
স্মৃতিরা এখন বড় বেশি কথা বলে!
আর মাঝে মাঝে সমস্ত চেতনা জুড়ে
এক বেওয়ারিশ আগুন জ্বলে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় আর প্রানবন্ত কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.