নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

যাও, তোমাকে মুক্তি দিলাম!

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯



যখন গোসল শেষে আয়নার সামনে দাড়াবে,
ঠায় দাড়িয়ে কিছুক্ষন,
আনমনে চুলে চিরুনি বোলাবে।
তখন একবারও কি আমার কথা মনে পড়বে না?

যখন ঐ রুক্ষ, এলোমেলো চুলের রিক্সাওয়ালার সাথে
দরদাম করে হেরে যাবে,
যখন আনমনে রিক্সায় উঠবে,
আর ঐ এবড়োথেবড়ো রাস্তায় জীর্ন রিক্সার দুলুনিতে,
অথবা
যখন বাড়ি ফিরবে ক্লান্ত, অবসন্ন হয়ে,
হাতব্যাগটা ছুড়ে ফেলে সোফায় বসবে,
পাখাটা ছেড়ে, মাথাটা হেলে দেবে পেছনে,
চোখ বুজে, অবসাদে,
তখন একবারও কি আমার কথা
উকি দেবে না মনে?

সব সারা হলে, অবসরে, বেখেয়ালে,
যখন মুঠোফোনটা হাতে তুলে নেবে,
একটু গান শোনা বা একটু নেটে ঢোকার ছলে।
বা ঠিক ঘুমিয়ে পড়ার মুহুর্তে,
হাই তুলে অন্ধকারে শুন্য চোখে তাকিয়ে,
বা তোমার ঘুমেই, স্বপ্নে।
তখন একবারও কি আমি হানা দেবো না
তোমার অবচেতন মনে?

তারপরও
যদি হানা না দেই তোমার ঘুমে,
যদি আমাকে মনে না পড়ে অবহেলায়,
যদি আমাকে একটুও না ভাব বিষন্ন হয়ে,
জেনে যাব,
আমি, তোমার কাছে আমি অসম্পুর্ন ছিলাম।

আর আমি আড়ালে থেকে,
হৃদয়টাকে শুন্য করে,
যাও, তোমাকে মুক্তি দিলাম।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

নষ্টজীবন® বলেছেন: দারুণ প্রেমের কবিতা, ভালো লাগলো

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৪

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: ম ইসলাম ,



বলতেই হয় কবিতাটি সুন্দর হয়েছে । সহজবোধ্য , ভাবের আনুপার্বিক সামঞ্জস্যে ঘাটতি নেই ।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।

৩| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:

মোটামুটি, চারিদিকে প্রেমের কবিতার ছড়াছড়ি

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২

ম ইসলাম বলেছেন: ডিজিটাল যুগ বস! মানুষ এখন প্রতিদিন তিনটা ক্রাশ খায়, চারবার ছ্যাঁকা খায়! কবিতা ছাড়া এরা যাবে কোথায়?

৪| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৭

গগণ আলো বলেছেন: সে তো মুক্তিই চেয়েছিল...

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

ম ইসলাম বলেছেন: ঠিক ধরেছেন! কিন্তু তার মুক্তি চাওয়া অপ্রকাশিত ছিল। নিরবতায় অনেক প্রশ্ন ঝড় তোলে!

৫| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
সহজ সরল ভাষা।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

ম ইসলাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.