নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা দেশ, অজানা শহর। অচেনা পথে অবিরত মানুষের মুখ। এই ইমারতের ভীরে, রাজপথে নগরে, আমি এক অচেনা আগন্তুক।

ম ইসলাম

ম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সমর্পণ

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯



আমার খুব বেশি দরকার নেই তোমাকে।

বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলে কখনও,
আমার সাথে ভিজো।
সুরেলা অবগাহনে ভেসে যেতে চাইলে,
হৃদয় দিয়ে কান পেতে খুজো।

হারিয়ে গেলে কখনও না বলে কোথাও,
দুয়ারটা খোলা রেখো।
ইচ্ছেধিকারে ফিরে না এলে,
বিষন্নতায় দুঃখ করে রেখো।

অবাধ্য প্রেমিকের অবাধ্যতা শাসনে নিও,
এলোমেলো মনের শিহরন গুলো,
থাকে থাকে সাজিয়ে দিও।

চোখের জলের মুছে দিও দাগ,
মাঝে মাঝে শ্বাস ফেলো বুকে,
হৃদয় দিয়ে নত হতে চাইলে দাঁড়িও সম্মুখে।

আমার খুব বেশি দরকার নেই তোমাকে।

শীতের সন্ধ্যায় উষ্ণতা হয়ে কাছে এসো,
মাঝে মাঝে খুব যখন ক্ষরণ হবে বুকে,
তখন একটু ভালবেসো

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলে কখনও,
আমার সাথে ভিজো।
সুরেলা অবগাহনে ভেসে যেতে চাইলে,
হৃদয় দিয়ে কান পেতে খুজো।

............................................... হায় হায় এতো আমার শঙ্খচিল নিয়ে টানাটানি ???

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

ম ইসলাম বলেছেন: একটু বুঝিয়ে বলুন।

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ব্লগে বিচরন করুন,
ছবি তে পাবেন শঙ্খচিল কি ভাবে বিচরন করছে
.........................................................................
যাষ্ট মজা করলাম

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪

ম ইসলাম বলেছেন: হা হা হা..যাব আপনার ব্লগে। ধন্যবাদ।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪

সাহিনুর বলেছেন: দারুন একটি কাল্পনিক প্রেম।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

ম ইসলাম বলেছেন: কাল্পনিক নয়, বাস্তব চাওয়া! ধন্যবাদ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

মীর সাজ্জাদ বলেছেন: এত সুন্দর ভাবে চাইলে, আবদার করলে মনের মানুষ তো কিছুতেই দূরে থাকতে পারবে না।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

ম ইসলাম বলেছেন: পারে কেউ কেউ! এরা দিতে জানে কিনা জানি না তবে নিতে জানে না।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

মুরসালিন সানি বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.