নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরেধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরে ধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

মিঠুন চাকমা

মিঠুন চাকমা › বিস্তারিত পোস্টঃ

আমাকে সাবধান করার মাধ্যমে সন্মানিত ব্লগার কী বোঝাতে চাচ্ছেন?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

প্রিয় বিডিনিউজ২৪.কম ব্লগ এডমিন,

আমি এই ব্লগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে লেখালেখি করি আমার মনের খোরাকের জন্য। এবং আমি যা লেখি তা একান্তই আমার নিজস্ব মত।

কয়েকদিন আমি থুমাচিঙ মারমা ধর্ষন ও খুনের ঘটনাটি ব্লগারদের জ্ঞাত করার জন্য একটি পোস্ট দিই। সেই পোস্টের উপর অনেক সন্মানিত ব্লগার মতামত দিয়েছেন। অধিকাংশ লেখা থুমাচিঙ মারমা ধর্ষন ও খুনের বিচার সংশ্লিষ্ট না হয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা সংশ্লিষ্ট লেখাই বেশী এসেছে।

আমি মনেকরি এতে ব্লগ পাঠকগণ উপকৃতই হয়েছেন।

কিন্তু আমার লেখার উপর একজন মন্তব্যকারী, সন্মানিত ব্লগার যা লিখেছেন আমি তার উদ্ধৃতি দিচ্ছি,



প্রিয় মিঠুন দা, আমি আপনাকে বলেছিলাম যে, এই ব্লগ সহ অন্যান্য ব্লগে আপনাদের সরব উপস্থিতির কারনটা কিন্তু আমার মত অনেকের মতই অজানা নয়। তাই সাধু সাবধান।




লেখাটির লিংক

Click This Link

ব্লগারে মন্তব্য আমাকে যারপরনাই বিস্মিত করেছে।পার্বত্য চট্টগ্রামের একটি রাজনৈতিক দলের সাথে সক্রিয় জড়িত বলে কি আমি ব্লগে লেখালেখি করতে পারবো না? আমি কি ব্লগে সরবভাবে উপস্থিত হতে পারবো না?

এভাবে আামাকে সাবধান করার মাধ্যমে সন্মানিত ব্লগার কী বোঝাতে চাচ্ছেন?

আমার লেখায় কোনো অনুচিত বক্তব্য বা কোনো ধরণের ক্ষতিকারক লেখা থেকে থাকলে তা লিখে এবং আমার লেখার সমালোচনা করে জানালে কি ভালো হয় না? আমার লেখায় ব্যবহৃত তথ্য খন্ডন করে আমাকে সমালোচনা না করে আমার প্রতি সাবধান প্রদান ঘোষণায় আমি বিব্রতবোধ করছি।



এ বিষয়ে সবার মতামত কামনা করছি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

ধান শালিক বলেছেন: ইট ভাটার মালিক বাংগালী। ইউপিডিএফ ঐ ইট ভাটার মালিকের কাছে বাৎসরিক চাদা দাবী করেছিল। পরিমান ১ লক্ষ টাকা। গত বছর এটার পরিমান ছিল ৫০ হাজার। মালিক ইতোমধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। টাকা নিয়েছেন অমল চাকমা (ইনি সম্ভবতঃ পলাশপুর-খেদাছড়া রামগড়ের এরিয়া কমান্ডার)। বাকী ৮০ হাজার দিতে একটু দেরি এবং সেটা নিয়ে দরকষাকষি করতে চেয়েছিলেন মালিক। উনাদের পছন্দ হয়নি। তাই সদল বলে ৮-১০ জনের একটি সশস্ত্র গ্রুপ ইট ভাটা বন্ধ করতে গিয়েছিলেন। কোন কথা না বলে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি তারপর পুর্ব পরিকল্পিত ভাবে গুলি করা হয়। এক জন স্পট ডেড। আরেকজনের পেট ছিদ্র হয়েছে, হাতে গুলি লেগেছে, তৃতীয় জনেরও হাতে গুলি লেগেছে ব্যাপার টা সত্য কি মিথ্যা আপনি উত্তর দেন নি , শুধু কেউ একজন আপনাকে শাসিয়েছে এই অভিযোগ এনেছেন। আপনার জন্য জবাব সেখানেই আছে । খুঁজে দেখুন ।পাহাড় বাংলাদেশের বাইরে নয় ,সেখানে শান্তিতে বসবাসের অধিকার সকল বাংলাদেশির রয়েছে। হোক সে পাহাড়ি অথবা বাঙ্গালী ।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

ধান শালিক বলেছেন: ইট ভাটার মালিক বাংগালী। ইউপিডিএফ ঐ ইট ভাটার মালিকের কাছে বাৎসরিক চাদা দাবী করেছিল। পরিমান ১ লক্ষ টাকা। গত বছর এটার পরিমান ছিল ৫০ হাজার। মালিক ইতোমধ্যে ২০ হাজার টাকা পরিশোধ করেছেন। টাকা নিয়েছেন অমল চাকমা (ইনি সম্ভবতঃ পলাশপুর-খেদাছড়া রামগড়ের এরিয়া কমান্ডার)। বাকী ৮০ হাজার দিতে একটু দেরি এবং সেটা নিয়ে দরকষাকষি করতে চেয়েছিলেন মালিক। উনাদের পছন্দ হয়নি। তাই সদল বলে ৮-১০ জনের একটি সশস্ত্র গ্রুপ ইট ভাটা বন্ধ করতে গিয়েছিলেন। কোন কথা না বলে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি তারপর পুর্ব পরিকল্পিত ভাবে গুলি করা হয়। এক জন স্পট ডেড। আরেকজনের পেট ছিদ্র হয়েছে, হাতে গুলি লেগেছে, তৃতীয় জনেরও হাতে গুলি লেগেছে ব্যাপার টা সত্য কি মিথ্যা আপনি উত্তর দেন নি , শুধু কেউ একজন আপনাকে শাসিয়েছে এই অভিযোগ এনেছেন। আপনার জন্য জবাব সেখানেই আছে । খুঁজে দেখুন ।পাহাড় বাংলাদেশের বাইরে নয় ,সেখানে শান্তিতে বসবাসের অধিকার সকল বাংলাদেশির রয়েছে। হোক সে পাহাড়ি অথবা বাঙ্গালী ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

মিঠুন চাকমা বলেছেন: ডিয়ার ধানশালিক,
নিচে ইউিপিডিএফএর বিবৃতি পড়ুন।

প্রেস বিজ্ঞপ্তি

মাটিরাঙ্গা ইটভাটায় শ্রমিক হত্যার নিন্দা, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের দাবি

পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রেস সেকশান থেকে আজ শনিবার ২৬ জানুয়ারি প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার মাটিরাঙ্গার ১০ নং বটতলীতে সংঘটিত নৃশংস ঘটনায় এক ইটভাটা শ্রমিক ও অপর দুই শ্রমিকের আহত হবার ঘটনায় নিন্দা, দোষী ব্যক্তিদের শাস্তি, নিহত- আহতদের যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করা হয়েছে।

বটতলীতে সংঘটিত উক্ত ঘটনার সাথে ইউপিডিএফ’কে জড়িয়ে কোন কোন নিউজ সাইটে খবর পরিবেশনকে বস্তুনিষ্ট নয়, দুঃখজনক এবং পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে তা ইউপিডিএফ-এর পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। খেটে-খাওয়া শ্রমজীবী মানুষের ওপর পরিচালিত যে কোন ধরনের অন্যায় ও জোর জবরদস্তির বিরুদ্ধে ইউপিডিএফ সব সময়ই সোচ্চার-- এ নীতিগত অবস্থান পুনঃব্যক্ত করে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে ইউপিডিএফ আহ্বান জানিয়েছে।

মিডিয়ায় প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উক্ত নৃশংস ঘটনার পর পরই ঘটনাস্থল হতে বহু দূরের হরিধন মারমাপাড়া ও হেমাঙ্গপাড়ায় নিরীহ পাহাড়িদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং তা স্পষ্টতই সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অপপ্রয়াস বই কিছু নয়। পাহাড়ি গ্রামে হামলাকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানিয়েছে ইউপিডিএফ। পুরো ঘটনা অবহিত না হয়ে উত্তেজনার বশে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে কায়েমী স্বার্থবাদী চক্রের গুটিতে পরিণত না হবার জন্য ইউপিডিএফ সেটলারসহ সবার প্রতি আহ্বান জানিয়েছে। সাম্প্রদায়িকতা সৃষ্টির যে কোন অপচেষ্টার বিরুদ্ধে ইউপিডিএফ পাহাড়ি-বাঙালি উভয়কে সজাগ ও সংযত থাকারও আহ্বান জানিয়েছে।

বার্তা প্রেরক

নিরন চাকমা
প্রচার ও প্রকাশনা বিভাগ
ইউপিডিএফ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.