নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরেধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরে ধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

মিঠুন চাকমা

মিঠুন চাকমা › বিস্তারিত পোস্টঃ

এক অবরুদ্ধ অবস্থার মধ্যে আছি, এখন মতামত দেয়াই অস্বস্তিকর হয়ে দাড়িয়েছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪







বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এখন কেমন?



এ নিয়ে কথা বলাটাও এখন অস্বস্তিকর বলেই মনে হচ্ছে।



একদিকে সবচেয়ে সেনসেটিভ বিষয় ‘ধর্ম’ বা তার অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ বা কথা বলা হচ্ছে। এ বিষয়ে কথা বললেই ভয়। কারণ ধর্ম এমন একটি বিষয় যা সবচেয়ে সেনসেটিভ। এ বিষয়ে তাই এখন ব্লগে লেখালেখি না করাটাই এখন আবশ্যিক।



কিন্তু অন্যদিকে দেশের সার্বিক অবস্থা নিয়ে যখন কথা বলতে চাই তখনও দেখি তাতে ‘দুই ভাগ’ করে রাখা হয়েছে সকল পাঠক-দর্শক-লেখকদের। আপনি যদি এই পক্ষে না হন তবে আপনি ওই পক্ষে। অর্থাৎ আপনি ‘স্বাধীনতার’ শক্তির পক্ষে না হলে আপনি স্বাধীনতার শক্তির বিপক্ষে।



স্বাধীনতা কী এতা ঠুনোকা বিষয়? যে আমি তার পক্ষে না বিপক্ষে তা মাতামাতি করলেই তার সমাধান হবে?



সবকিছু দেখেশুনে এখন মন্তব্য বা বক্তব্য না করাটাই মানানসই বলেই মনে হয়। কিন্তু এই অবস্থায় মন্তব্য না করেই বা কী করে থাকি?



এ যে আমার দেশের সমস্যা। এ যে আমার ভবিষ্যতের সমস্যা।



এ যে আমার অধিকারের হিস্যা প্রাপ্তি না অপ্রাপ্তির বিষয়।



দেশের এই অবস্থার বদল হবে আশাকরি। আশাকরি মতামত দেয়া বা মত প্রকাশের সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মামুনুর রশী২৪৩৭ বলেছেন: দেশের দুটি অংশ থাকলে কিহবে প্রত্তেকেরই নিজস্ব মতামত আছে। এই অপশক্তির ভয় দেখালে যাদের সাহস আছে তারা আজ মুখ না খুলে চুড়ি পরে ঘরে বসে থাকলে তারুণ্য আবার ঘুমিয়ে যাবে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

মিঠুন চাকমা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তেব্যর জন্য।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মিঠুন চাকমা বলেছেন: আপনাদের সবার সাথে নিচের লিংকটি শেয়ার করতে ইচ্ছে করছে।

জনপ্রিয় কমিউনিটি বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগের প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ব্লগারদের নিরাপত্তা চেয়ে ঢাকার একটি থানায় সাধারণ ডায়েরি করেছেন৷ সোমবার এক সংবাদ সম্মেলনের পর আইনের দ্বারস্থ হলেন তিনি৷

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

দুরন্ত-পথিক বলেছেন: আপনি লীগ না হলে অবশ্যই রাজাকার হয়ে যাবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

মিঠুন চাকমা বলেছেন: হা হা হা হা বলেছেন ভালো।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

মদন বলেছেন: অনেকাংশেই ঠিক।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

মিঠুন চাকমা বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

হাঁড় = ঘাঁড় বলেছেন: না ভাই, মতামত দেয়া অস্বস্তিকর নয়,
বরং কিছু নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট এজেন্টা বাস্তবায়নের জন্য আপনাকে আক্রমণ করবে, এই আরকি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

মিঠুন চাকমা বলেছেন: সমস্যাটি হচ্ছে সমস্যার গভীরে গিয়ে আমরা আলোচনা করিনা। বাইেরর বিষয়গুলো নিয়েই বেশি মশগুল থাকি।
আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.