নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরেধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরে ধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

মিঠুন চাকমা

মিঠুন চাকমা › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'মদিনা সনদ' বা 'নবীজীর পথ' অনূযায়ী দেশ চালানো' এবং মানবতার জয়-কিছু বিনীত মন্তব্য

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

১৩ এপ্রিলের পত্রিকায় প্রকাশ



"প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)

তার মদিনা সনদ ও বিদায় হজের ভাষণে যেভাবে বলে গেছেন, ঠিক সেভাবেই এদেশ

চলবে'।”(সূত্রঃসমকাল)

বিডিনিউজ২৪ডটকম এই খবরের প্রতিবেদন লিখতে শিরোনাম করেছে:"দেশ চলবে

নবীজীর দেখানো পথে: শেখ হাসিনা"



প্রধানমন্ত্রীর এই বক্তব্য জানার পর থেকে আমি মদিনা সনদ নিয়ে জানার

চেষ্টা করলাম। পড়ার চেষ্টা করলাম নবী হজরত মুহম্মদ(সাঃ) সম্পর্কে।



প্রায় সকল ধর্মেরই একই সাধারণ বিষয়বস্তু তা হচ্ছে 'মানবতা', 'কল্যাণ',

'পরোপকার'। তাই ধর্ম নিয়ে বেশি জানারও চেষ্টা করিনা। মূলতঃ আমরা বিভিন্ন

বা সকল ধর্মাবলম্বীরা যে ধর্মই পালন করি না কেন, তা অবস্থার ফেরে,

বাস্তবতার কারনে বা সমাজবাস্তবতার কারণে রূপ নেয় 'মানবতা বিবর্জিত'

'অপরের বা 'অপর ধর্মের বা সম্প্রদায়ের অকল্যাণ সাধন' ইত্যাদিতে। এবং

অনেকসময় ধর্মের দোহাই দিয়েই তা সম্পাদিত হতেই দেখা যায়।



বর্তমানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ধর্ম নিয়ে কথা

বলা বা মন্তব্য করা বিষম দায় হয়েই দাড়িয়েছে। তাই এই বিষয় নিয়ে মত দেবার

চেষ্টা করেও আমি মন্তব্য প্রদান থেকে দূরে থেকেছি।

অন্য অনেক বিষয়ে জানাশোনার চেষ্টার পাশাপাশি আমি ধর্ম নিয়েও ধারণা রাখার

চেষ্টা করি। তবে অবশ্যই বিশেষজ্ঞ পর্যায়ের ধারণা আামি রাখবো না বা রাখতে

সমর্থ নই এটা স্বীকার করি অকপটে, বিনয়াবশতঃ নয়।



কিন্তু আজ একটি বই পড়ে সেই বইয়ের আলোকে কিছু মন্তব্য করতে খুব ইচ্ছে করছে

বিধায় মন্তব্য না করা থেকে বিরত থাকতে পারলাম না।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী অর্থে বা কী বোঝাতে এই 'মদিনা সনদ' এবং

'নবীজীর দেখানো পথে' দেশ চালানো কথা বলেছেন আমার জানা নেই । তবে ধারণা এই

যে বর্তমানে ধর্ম নিয়ে তোলপাড় অবস্থা সৃষ্টি হওয়ায় বোধকরি তিনি এই কথাটি

বলেছেন।



কিন্তু এই সস্তা জনপ্রিয়তা অর্জনের সস্তা কথাবার্তা শুনে তো আর দেশ

চালানো যায় না বা সমস্যার সমাধান হতে পারে না!



বাস্তবে এটাই তো ঠিক এবং একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী বলার চেয়ে নিজেকে

'মানবতাবাদী' এই পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, এই বিশ্বাস রেখেই

বলছি, আদতেই 'নবীজীর দেখানো পথে' যদি দেশ চালানো যেত তবে বোধকরি এতদিন

সকল সমস্যার সমাধানই হয়ে যেত!



নবীজী কেমন, তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তা নিয়ে জ্ঞানতাপস ডক্টর

মুহম্মদ শহীদুল্লাহ তার 'আদর্শ মানব' প্রবন্ধে কী লিখেছেন তার উদ্ধৃতি

দিচ্ছি।



তিনি(এখানে নবীজীর কথাই বলা হয়েছে) ছিলেন আদর্শ ভদ্রলোক। তিনি সকলের

আগে সালাম করতেন। একজন শিষ্য বলেছেন, ' আমি বহুদিন চেষ্টা করেছি, তাঁকে

আগে সালাম করতে, কিন্তু তা পারিনি; তিনি আগে সালাম করতেন। এমনকি ছোট

ছেলেপুলেদেরকেও তিনি সালাম করতেন। কারও সঙ্গে হাত মিলালে তিনি কখনও আগে

হাত সরিয়ে নিতেন না।সকল সময়ে হাসিমুখে লোকদের সঙ্গে আলাপ করতেন; কখনও

মলিন মুখ করতেন না।...। ...। তাঁর মধুর ব্যবহারে তাঁর অনেক শত্রু মিত্র

হয়ে যেত।"(সূত্রঃ মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত ডক্টর মুহম্মদ

শহীদুল্লাহ-এর বই 'নবী করীম হযরত মুহম্মদ(দঃ)'। সম্পাদনা-মুহম্মদ

সফিয়্যুল্লাহ)



এখন হযরত মুহম্মদ(সাঃ) এর এই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি তা

পুরুষ বা নারী যে-ই হোন না কেন তিনি যদি দেশ চালাতেন তবে দেশের সকল

সমস্যা কি সমাধান হয়ে যেত না!



দেশের বর্তমান যারা শাসক-পরিচালক এবং শাসক-পরিচালক হবার জন্য চেষ্টা করেন

তাদের চারিত্রিক বৈশিষ্ট্য উপরে উল্লেখিত চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কি

মিল রয়েছে? দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী তো দেখাদেখি হলেই

মুখ ফিরিয়ে নেন! সাধারণ সৌজন্যতাও তারা পরস্পরকে দেখান না!

সুযোগ পেলেই মুখে তারা খৈ ফুটান!



সকল ধর্মের অমীয় বাণী তো এটাই যে বিনয়ী হও, দাম্ভিকতা পরিহার কর,

দ্ষে-হিংসা পরিহার কর, শত প্রলোভনেও রাগান্বিত হয়ো না। 'নবীজী'র পথও তো

এটাই। কিন্তু 'দেশ চলবে নবীজীর দেখানো পথে' বলার পরে তা কাজে কর্মে না

দেখালে সে কথা বলার কী মানে?



যাহোক, এমন স্পর্শকাতর বিষয়ে এবং দেশের বর্তমান শাসনকাঠামোর পরিচালককে

নিয়ে এমন কথা বলা কেমন শোনাবে জানি না। তবে আসলে এই ন্যূনতম সমালোচনা

করাটাও শ্যেন নজর না কেড়ে যেন সুনজরে ইতিবাচকভাবে আকর্ষিত হয় তা-ই

মন্তব্যকারীর বিনীত ইচ্ছা!



মানবতার জয় হোক! সদ্ধর্মের বিজয় হোক!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

অন্য পুরুষ বলেছেন: ++ ভালো।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

মিঠুন চাকমা বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

আমি মেহমান বলেছেন: সবার জয়ের কথা বল্লেন! আওয়ামী জয়ের কথা বল্লেন না এটা কেমন কথা?

মদিনা সনদ আর নবীজীর পথে - যারা আছে তাদেকে গলা ফাটাতে হয়না। আর যারা নাই তাদেরকে অবশ্যই বলতে হবে নইলে লোকজন জানবে কিভাবে?

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮

মিঠুন চাকমা বলেছেন: ভাই, কোথায় সবার জয়ের কথা বললাম!

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০২

বাংলার হাসান বলেছেন: চমৎকার লিখেছেন।

এখানে খোঁচা দিয়ে দেখতে পারেন Click This Link

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

মিঠুন চাকমা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনার লেখাটি পড়েছি্।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৭

মরেনো বলেছেন: আপনার লেখাটা খুব ভাল লাগলো।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১

মিঠুন চাকমা বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

প্রীতম ব্লগ বলেছেন: আপনার লেখা পড়লাম, ভালো লেগেছে। তবে একটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দেওয়াটা দ্বায়িত্ব মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয়তা অর্জন করার জন্য প্রায়শই সস্তা কথাবার্তা বলেন, কথাটিতে তেমন ভূল নেই, তবে এক্ষেত্রে তিনি যাঁর কথা বলেছেন, তিনি(আল্লাহ পাক উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানবকূলের সর্বশ্রেষ্ঠ ব্যাক্তিত্ব এবং উনার সম্বন্ধে বলা সকল বক্তব্যই শ্রেষ্ঠ বক্তব্য, কখনোই তা সস্তা হতে পারে না। এখানেই ছিলো আপনার বক্তব্যের প্রজ্ঞাহীনতা।
আপনার ভবিষ্যত মঙ্গলকামনায়।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

মিঠুন চাকমা বলেছেন: প্রীতম ব্লগ ভাই,

আমি হজরত মুজম্মদ(সাঃ) বিষয়ে বা তার কথা বিষয়ে 'সস্তা কথা' বলিনি। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সস্তা জনপ্রিয়তা পাবার জন্য 'নবীজী'র বা 'মদিনা সনদের' কথা বলেছেন বলেছি।

এখানে বলে রাখা দরকার হজরত মুহম্মদ(সাঃ) শুধু কথা বলে 'মহান মানব' হিসেবে বিশ্বে পরিচিতি পাননি। তিনি কথা এবং কাজে একই ছিলেন বলেই তাকে 'আল আমিন' বলা হতো।

আর আমাদের যারা দেশের নেতৃত্বে আসেন তারা মুখে বড় বড় 'নীতিকথা'র বুলি কপচান। কিন্তু বাস্তবে তারা কথা ও কাজে একই থাকেন না। মুখে বলেন এক কথা, কাজ করেন অরেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার পরষ্পরের প্রতি আচরণের উদাহরণ টেনে আমি সেই কথাটিই বলতে চেযেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.