নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরেধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরে ধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

মিঠুন চাকমা

মিঠুন চাকমা › বিস্তারিত পোস্টঃ

রিং ক্রিং ক্রিং ড্রিবলোমেসি: বিষয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী ফোনালাপ

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০১





প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে। ফোন করেছেন দুপুর একটা থেকে আধঘন্টা ধরে।







যে সময়ে ফোন করেছেন সে সময়টি হচ্ছে সরকারী নিয়ম মতে লেইজার টাইম বা দুপুরের খাবার বিরতির। কিন্তু খালেদা জিয়া ফোন রিসিভ করেননি।বোধকরি সে সময় তিনি সরকারী নিয়মমতে খাবার বিরতিতে ছিলেন! অথবা অন্য কারণেও তিনি ফোন ধরতে পারেননি।







বিরোধীদলের পক্ষ থেকে বলা হচ্ছে, আজ ২৬ অক্টোবর রাত নয়টায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গুলশানে দলের কার্যালয়ে উপস্থিত থাকবেন। অনুরোধ জানানো হয়েছে, সে সময়ে শেখ হাসিনা যেন ফোন করেন।







এ নিয়ে এখন পত্রিকা নিউজ মিডিয়া সরব!







এসব দেখে আমি দিলাম ফেসবুকে নিচের স্ট্যাটাস!







'এতদিন শুনলাম পিংপং ডিপ্লোমেসির কথা, বল কার কোর্ট থেকে কার কোর্টে এ নিয়েও কথা শুনেছি। এখন শুনছি 'রিং ক্রিং ক্রিং' কার রিসিভার থেকে কার রিসিভারে...'







এখন চলছে ড্রিবলিং ডিপ্লোমেসি! মেসির মতো সবাই ড্রিবলিং করেই যাচ্ছেন!







দেখা যাক কী হয়!







শেষের গোলটা কে দেয়!শেষ বাঁশি ....







জনতা হাত তালি দিতে, দুয়ো দিতে বা হল্লা করতে কিন্তু প্রস্তুত! অথবা ... নতুবা....



নতুন সংযোগ- কিছুক্ষণ আগে প্রাপ্ত খবরে জানা গেল, খালেদা জিয়া সন্ধ্যা ছয়টায় শেখ হাসিনাকে ফোন করবেন

ডেইলী স্টারের ব্রেকিং নিউজে লেখা রয়েছে-



BREAKING: BNP Chairperson Khaleda Zia to call Prime Minister Sheikh Hasina at 6:00pm today





ড্রিবলিং

ড্রিবলিং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৩

মিঠুন চাকমা বলেছেন: ড্রিবলিঙে এখন শেখ হাসিনা এগিয়ে। বল এখন শেখ হাসিনার কাছে।

তবে পিংপং নীতিমতে বল এখন খালেদার কাছে। তিনি কিভাবে ব্যাট করবেন তা দেখা যেতে পারে।


২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৮

মিঠুন চাকমা বলেছেন: আপাতত যা চলছে চলুক!

ড্রিবলিং ড্রিবলিং ড্রিবলিং
গোল! হাততালি!
উফ! একটুর জন্য ! দুয়ো দুয়ো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.