নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরেধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

ভবিষ্যতের আবরণ উন্মোচিত হয় ধীরে ধীরে, অথচ মানুষকে কাজ করে যেতে হয় দিন থেকে দিনে

মিঠুন চাকমা

মিঠুন চাকমা › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণ এক নাম্বার থেকে মৃত্যুর হুমকি পেলাম

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০১৪



‪#‎স্ট্যটাস‬ ‪#‎ব্যক্তিগত‬ ‪#‎অধিকার‬



আজ গ্রামীণ একটি নাম্বার থেকে মৃত্যুর হুমকি পেলাম। নম্বরটি হলো- ০১৭৯৮২৫১১০৯



বিকাল ঠিক ৩.৩৪ ‍মিনিটে উক্ত নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন ধরি। অপর প্রান্ত থেকে বলা হয় আমি কোথায় আমি কোথায় আছি, খাগড়াছড়িতে আছি কী না।



এরপরই খারাপ ভাষায় গালি চলতে থাকে। আমি শান্ত থেকে তাকে প্রশ্ন করি যে তিনি কে, কী জন্য ফোন করছেন। এরপরই তিনি বলেন যে, তিনি আমাকে খুন করবেন। আমার ছবি নাকি তার কাছে রয়েছে।

এ কথা শোনার পরে আমি বার বার তাকে প্রশ্ন করি তিনি কেন আমাকে খুন করতে চাইছেন।



তিনি ফোন লাইন কেটে দেন। আমি আবার ফোন করি। এবার তিনি বলেন যে, তিনি ক্রশফায়ারে আমাকে খুন করবেন। বন্দুকের গুলিতে খুন করবেন।

আমি বার বার তার পরিচয় জানাতে বলি। কিন্তু অপরপ্রান্ত থেকে কোনো সাড়া আসেনি।



বিষয়টিকে হালকা চোখে দেখার অবস্থা আছে কী না জানি না।



তবে অন্তত কেউ জানুক যে উক্ত নাম্বার থেকে কেউ অামায় হুমকি দিয়েছে। তাই এই ‪#‎স্ট্যাটাস‬



আর কেউ যদি উক্ত ফোন নাম্বার ট্রেস করতে পারেন বা কোন এলাকা থেকে উক্ত নাম্বারের মালিক ফোন করেছেন তা জানলেও চলবে।



ধন্যবাদ সবাইকে

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

হেডস্যার বলেছেন:
সোজা থানায় গিয়ে জিডি করেন।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: থানায় জিডি না করে ব্লগে লিখে কী ফল হবে? থানায় জিডি করুন এবং স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করে রাখুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

মিঠুন চাকমা বলেছেন: আপনাকে ধন্যবাদ। জিডি করার আগে পাবলিক প্লেসে দিয়ে দিলাম। এতে সবাই জানবে। একে একে অনেকজনকে ফোন করে বা খোজ নিয়ে তথ্যটি দেয়া থেকে বাচা গেল। তাছাড়া দেশের যা অবস্থা!

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৬

মিঠুন চাকমা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১১

মনিরুল হাসান বলেছেন: পোস্টের শিরোনামে 'হুমকি'র বদলে লেখা - "হুমিক পেলাম"। :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬

মিঠুন চাকমা বলেছেন: ঠিক করলাম!
অাপনাকে ধন্যবাদ।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এখন সময় খারাপ। চামচিকারাও পেশাদার খুনি পুষতে পারে। সরকারি লোকের কথা নাই বা কইলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

মিঠুন চাকমা বলেছেন: ঠিক বলেছেন। অার পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষিতে 'হুমকি'র ঘটনা স্বাভাবিক তাও অামার মনে অাছে

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

বোকা মামা বলেছেন: আমার এক বন্ধুর কা্ছে এই রকম একটা ফোন এসেছে.....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

মিঠুন চাকমা বলেছেন: ডিজিটাল যুগ তো!

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

In2the Dark বলেছেন: কিছুদিন আগে আমার সাথে এরকমই কিছু হয়েছিল।

কেউ যদি এমন ঘটনার মুখোমুখি হয় তবে তার মনের অবস্থা কি হয় শুধু সেই জানে।

আমি মনে করি আপনি পোষ্টটি করে ভুল করেননি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

মিঠুন চাকমা বলেছেন: অাপনাকে ধন্যবাদ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

মিজভী বাপ্পা বলেছেন: জিডি করেছেন কি? আর নইলে জিডি করার পর র‌্যাব-১ এ যোগাযোগ করুন। যতদূর জানি এইসব অপকর্ম নাকি সাইবার ক্রাইমের আওয়তা ভুক্ত। উনারাই ট্রেস করে আনতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.