নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

আমার সুপার হিরো বাবা

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১

আব্বা গো... ও আব্বা...। উহ্ উহ্....। ভাল্লাগে না গো বাবা...।

জ্বর আর গা হাত-পা ব্যথা নিয়ে আমার এমন ক্যা- ক্যু মার্কা বিড়বিড়ানি শুনে আমার মেয়ে পরম মমতায় নাকি বিরক্ত হয়ে জানিনা তবে অবাক হয়ে আমার কাছে এসে বলল - ' তোমার বাবা তো বিদেশে থাকে মাম্মিন। 'জান' তো তুমি ডাকলে শুনবে না।(একমাত্র আদরেের নাতনী হিসাবে আহ্লাদের চোটে আমার আব্বু তার নাতনীকে 'জান' বলে ডাকেন। আর আমার মেয়েও নানাজানকে শর্টকাটে 'জান' বলে ডাকে)। আমার বাবাকে ডাকো...'।
মেয়েটাকে কিভাবে বোঝাই, নিজের বাবারে ডাকতে যেই শান্তি,অন্য কাউকে ডাকলে কি আর সেই শান্তি লাগে!

শরীর খারাপ হলে সবাই কমবেশি ঘ্যান-ঘ্যান, প্যান-প্যান করে। শুনতে সত্যিকারেই বিরক্ত লাগে। শুধু আমার আব্বুকেই সবসময় দেখি শরীর খারাপ হলে গলা ছেড়ে দুই লাইন গান গায় -
' এই জ্বালা আর প্রাণে সহে না.... রে....। এই জ্বালা আর প্রাণে সহে না...।'
আর বিছানায় শুয়ে চিৎকার করে আমাদের সবাইকে কাছে ডাকে। ' কই গো আমার ছাওয়াল-পাল রা। আহারে, কত কষ্ট করে মানুষ করসি, একটু আসো না রে বাবা-রা। আমার পাশে একটু শুয়ে থাকো।' আব্বুর এই ডাক শুনলে সাথে সাথে আমরা ভাই-বোনরা হাসতে হাসতে আব্বুর পাশে শুয়ে পড়ি। এরপর শুরু হয় আম্মুর পালা। আব্বু আবার গলা ছেড়ে ডাকে -
' কই গো, আমার বিবি কই? একটু এদিকে আসো না মিথীর আম্মা।'
এরপর আবার গান করে - ' এই জ্বালা আর প্রাণে সহে না রে...'
আম্মু কাছে এসে মিষ্টি হেসে আব্বুর কপালে হাত রাখে। এরপর কি খেতে চায় জেনে নিয়েই রান্নাঘরে চলে যায়।

***(দাদী বেঁচে থাকতে শুরু হত দাদীর পালা। আমার আব্বু ডাকতো, 'ও মা, মা! একটু কাছে বসেন না।
দাদী আব্বুর কাছে চলে আসতেই দাদীর কোলে মাথা রেখে আব্বু শুয়ে থাকত আর দাদী তার বুড়ো ছেলের আধ টাকলা মাথায় হাত বুলিয়ে দিত)।

এরপর শুরু ফোন করা।
প্রথম ফোনটা অবশ্যই সেজ ফুফুর কাছে। প্রতিবার এই একই কথা - ' ওরে বু রে, ভাইটার যে এত শরীর খারাপ একটু তো দেখতেও আসলা না। শোন, কামাল ভাই কে নিয়ে চলে আসো। তোমার ভাবী মজার মজার রান্না করবে আজ।'

এমন করে একসময় দেখা যায় যে আমরা সবাই একখাটে চিৎ-পটাং হয়ে এই ওয়ার্ল্ডের বেস্ট আব্বুকে ঘিরে শুয়ে থাকি। মেহমান, গান, হৈ-চৈ, আর আড্ডা মিলেমিশে অসুস্হ ঘরের পরিবেশটা এক্কেবারে আনন্দে একাকার হয়ে যায়।
ইস্! এইসব মনে করতেও কত শান্তি। আলহামদুলিল্লাহ্।

আমার এই বুড়ি কালেও আমার যে কোনো অসুখে আমার আব্বু ফোন করলেই বলবে, - ' আহারে, আমার বেটুনটার শরীর খারাপ রে,
কথা বইলো না বাবা, চুপ করে শুয়ে থাকো। ওলই ওলই ওলই...( এই ওলই ওলই টা হল বাচ্চাদের জন্য একটা ঘুম পাড়ানি ছড়া, যেটা বলে আমার দাদী সবসময় বাচ্চাদের আদর করে ঘুম পাড়াতো)।

ওহ্! আরেকটা গান আমার আব্বু খুব সুন্দর করে গলা ছেড়ে গায় - (যখন আমরা তাকে শপিং এ নিয়ে টর্চার করি)
' বিষ কিনতাম,বিষ খাইতাম তো ভাই,
বিষ কিনতাম তো, পয়সা নাই...'।



বি.দ্র: এটা আমার চেহারাবই থেকে কপি পেস্ট করা। যেহেতু আমি আনন্দময় কিছু লিখতে পারিনা তাই এটা এখানে পোস্ট করে মন খারাপের লেখাগুলোর কুফা কাটানোর চেষ্টা করা হল। আর দ্বিতীয় কারণ হল, এই দুই দিন ব্লগে কপি পেস্ট করা নিয়ে যত কমপ্লেইন হয়েছে তার প্রেক্ষিতে আমিওও দিলাম এই কপি পেস্ট পোস্ট।:P

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: কপি পেস্ট থেকে যদি ভালো কিছু হয়
তাহলে কপি পেস্ট ঈ চলুক !!!

কি আহ্ললাদি লেখা রে বাবা ,অনেক মায়ার ,অনেক হৃদয়ের কাছের লেখা !!!!
অনেক ভালোলাগা !!!

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪

মিথী_মারজান বলেছেন: অনেক ভালবাসা জানবেন আপু।

হুম। ঐ একটাই আছে আহ্লাদের জায়গা।
আমার আব্বু একটা দারুণ মানুষ!
এক ফুঁ- তে সব কষ্ট দূর করে দিতে পারে।( আমার ক্ষেত্রে)
সত্যিকারের সুপার হিরো আমার।:)

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২০

মলাসইলমুইনা বলেছেন: বাহ্, আব্বুকে নিয়ে অনেক ভালো লাগার একটা লেখা লিখলেন | এই রকম সুপার হিরো একটা বাবা আমারও ছিল অনেক দিন আগে| কোনো কিছুই প্রায় করতে দিতে চাইতেন না আমাদের কাউকে | কিন্তু জ্বর টর কখনো হলে কি যে আকুল হতেন | আমাদের কাছে ডাকতেন | আম্মাকে খুবই ঘন ঘন যেয়ে জানতে হত কি লাগবে | আশ্চর্য আব্বা একটা গানও গাইতেন ! আমাদের বাবারা সবারই মনে হয় একই রকম | আপনার লেখাটা নিয়ে আর কিছু বললাম না |প্রিয় মানুষগুলোকে নিয়ে লেখা কখনোই খারাপ হয় না | আর আপনিতো খারাপ করে মনে হয় লিখতেও পারেন না | ছোট ছোট বর্ণনাগুলো খুবই ভালো লাগলো | আমার এরকম লেখা আর না লিখলেও চলবে | আপনি সবটাই প্রায় লিখেছেন ! হাঃ হাঃ হাঃ, এটা কিন্তু তাই আমারো লেখা ! রাগ করবেন না কিন্তু আমার এই কথা শুনে !

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪

মিথী_মারজান বলেছেন: ওয়াও!
অনেক মিলে গেল তো!
আসলে সবার বাবা-ই যার যার অবস্হানে বেস্ট।

আচ্ছা, কি গান গাইতেন আপনার বাবা?
অবশ্যই লিখবেন বাবার কথাগুলো।
লেখা গুলো অন্তত: ভালবাসার শ্রদ্ধাঞ্জলি হিসাবেই জমা থাকুক।
যেখানেই থাকুন না কেন, অনেক অনেক ভাল থাকুক আপনার বাবা।
দোয়া রইল।

আর শোনেন, আপনার কাউন্সেলিং এর ফলাফল স্বরূপ আমার এই পোস্ট।:)
ধন্যবাদ দিলে কম বলা হবে আপনাকে।
অনেক অনেক ভাল লাগা রইল।:)

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৪

মলাসইলমুইনা বলেছেন: @ মিথি_মারজান : প্রিয় ব্লগার মনিরা সুলতানার : কি আহ্ললাদি লেখা রে বাবা ,অনেক মায়ার ,অনেক হৃদয়ের কাছের লেখা !!!! অনেক ভালোলাগা !!! মন্তব্যটুকু আমার মন্তব্যের পরে পড়তে হবে |নো মোর নো লেস ! আমি ওর মতো করে লিখতে পারিনা তাই ধার করলাম |

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৯

মিথী_মারজান বলেছেন: হা হা।
ঠিক আছে।
দুই বার পড়লাম।
দুই জনের হিসাবেই।

প্রিয় দুইজনকেই এত্ত এত্ত ভালবাসা আমার পক্ষ থেকে।:) :)

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

রিএ্যাক্ট বিডি বলেছেন: কেমন বন্ধু!! Man's Best Friend | New Bangla Short Film 2017 | Team Rohitpur
Video Link: https://youtu.be/LkYuPuN1xUk
Hope you guys will Enjoy this :)

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৬

মিথী_মারজান বলেছেন: দেখলাম ভাই।
থিমটা হয়ত: ভাল ছিল কিন্তু অভিনয় শিল্পীদের আরো দক্ষ হওয়া দরকার ছিল।
সবচেয়ে বড় কথা আপনি এখানে কে বা কিভাবে জড়িত?

এভাবে মন্তব্যে লিংক না দিয়ে বরং একটা পোস্ট দিতে পারেন।
এতে সবাই ব্যপারটা সহজে জানবে।
শুভ কামনা রইল।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আমার আব্বা ও আমাদের বোন দের আমার ভাই বোনের ছেলে মেয়ে র সবার সুপার হিরো ছিলেন ।
তবে আব্বার অসুখ করলে ,একেবারেই চুপচাপ হয়ে যেতেন । মা সব বুঝে নিয়ে ঠিকঠাক মত সব করতেন , আর আমাদের বাসা হয়ে যেত একেবারেই নিস্তব্ধ ।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৫

মিথী_মারজান বলেছেন: আমার আব্বুও আমার কাজিনদের সুপার হিরো।
আমার অন্য চাচারাও অনেক ভাল কিন্তু আব্বুর মত এত মজা করে না সবসময়।
তাই আমার কাজিনদের সাথে আব্বুর শেয়ার নিয়ে ঝগড়া হয় আমার।
আব্বু অনেক রোমান্টিক ও বটে।তাই আম্মুকেও কখনো এত বুঝে চলতে দেখিনি।

আমার আব্বু সহজে রাগ হয়না। তবে কোন সময় রাগ করলে তখন আবার পুরো বাড়ি থমথমে হয়ে যায়।
আমি ছাড়া কেউ সামলাতে পারে না।

আপনার আব্বা- মা'র প্রতি শ্রদ্ধা রইল আপু।:)

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫১

মনিরা সুলতানা বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: @ মিথি_মারজান : প্রিয় ব্লগার মনিরা সুলতানার : কি আহ্ললাদি লেখা রে বাবা ,অনেক মায়ার ,অনেক হৃদয়ের কাছের লেখা !!!! অনেক ভালোলাগা !!! মন্তব্যটুকু আমার মন্তব্যের পরে পড়তে হবে |নো মোর নো লেস ! আমি ওর মতো করে লিখতে পারিনা তাই ধার করলাম |

ইশ এই যে আপনি কত্ত কত্ত সুন্দর করে অফিসিয়াল ভাষায় ,চমৎকার করে লিখেন ; আর কি চাই !!! বলেন !!!
আচ্ছা আসুন একটা সমঝোতায় আসি , মার্জিত অফিসিয়াল ভাষার প্রয়োজনে আপনার মন্তব্য আমি কপি পেস্ট করব
আর এমন সাধারন গুলো আমার ঠিক আছে ' ম্যান ফ্রম লস এঞ্জেলেস " ভাইয়া ?

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৪

মিথী_মারজান বলেছেন: মনিরা সুলতানা আপু, থাক থাক!
এভাবে বলবেন না।
ভাইয়া লজ্জা পাবেন তো।
উত্তর একটাই আসবে ভাইয়া ভাল লেখেন না।
হা হা হা।

দারুণ বলেছেন মনিরা সুলতানা আপু।
ভাইয়া রাজি হলে আমিও কপি পেস্ট এর সুযোগ পেতে চাই।

কি বলেন মি: মলাসইলমুইনা ভাইয়া?B-)

৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১১

মলাসইলমুইনা বলেছেন: মিথি_মারজান :আপনার ব্লগের সাহায্য নিতে হলো | আমার প্রিয় ব্লগার মনিরা সুলতানাকে একটু জানিয়ে দেবেন প্লিজ : আমার সব লেখার থেকে সব ধরণের কোট - কেটে চিরে, কম বেশি, এক বা অনেক লাইন, লাইনের পর লাইন (কনসিভেবল) সব ধরণের উদ্ধৃতি দেবার অনিঃশেষ ক্ষমতা মনিরা সুলতানাকে দেওয়া আছে অনেক আগে থেকেই |আমি কি সেটা বলিনি -ওকে, এখন আবার তাহলে বললাম | নো কোশ্চেন আস্কড |

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৩

মিথী_মারজান বলেছেন: মনিরা সুলতানা আপুউউউ, আমাকে সাক্ষী মানিয়া ভাইয়া আপনাকে কপি পেস্ট এর ক্ষমতা দিয়াছেন।
এবার খুশি তো!
সদ্বব্যহার শুরু করুন।

জানিয়ে দিয়েছি ভাইয়া।
হা হা হা।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৫

মলাসইলমুইনা বলেছেন: থ্যাংকু, থ্যাংকু | অনেক থ্যাংকু |

১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৩

মিথী_মারজান বলেছেন: অলওয়েজ মোস্ট ওয়েলকাম। :)

৯| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫০

মলাসইলমুইনা বলেছেন: @ মিথি_মারজান: এই রকম শক্তিশালী হাত নিয়ে আমার লেখার কপি পেস্টের সুযোগ ? বাংলা ভাষা যাদের দিয়ে হলো মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের একুশে শহীদ সবাইকে এমন কষ্ট দিলেন আপনি ? প্লিজ আপনার রিকোয়েস্ট উইথ ড্র করুন | মনিরা সুলতানাকে ওটা আগে থেকেই দেওয়া তাই আজ না করা গেলো না ! এখানে কোনো শ্রেণী স্বার্থ, ধর্ম, বর্ণ, কোনো জাতি, বা জাতীয়তাবাদের ব্যাপার নেই জানবেন |

১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৯

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
যা বলেন না আপনি!
এ যুগের শরৎচন্দ্র।
মস্ত বড় কথা শিল্পী।
:)

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: আমি আবার অসুখে বাবাকে ডাকিনা।
সারাক্ষণ মাগো করতে থাকি।
ভালো লেগেছে আপনার পোস্ট।

১৩ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৮

মিথী_মারজান বলেছেন: আমি সেই ছোটবেলা থেকে এখনও সমান্য ব্যথা পেলে এমনকি ভয় পেলেও 'আব্বু' বলেই আগে ডেকে উঠি।
একবার আমি আর আমার ফ্রেন্ড রিক্সায় ছিলাম।
হঠাৎ পেছন থেকে এক রিক্সা এসে ধাক্কা দেয়ায় আমি 'ও মা গো' না বলে 'আব্বু' বলে ডেকে ওঠায় আমার ফ্রেন্ডটা আশেপাশে তাকিয়ে আমার আব্বুকে খুঁজতে শুরু করেছিল। হা হা হা।

আম্মু অবশ্যই স্পেশাল।
তবে আমার বাবা আমার আলাদা একটা ফ্যাসিনেশনের জায়গা।

অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা জানবেন।:)

১১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

মিথী_মারজান বলেছেন: আমার প্রাণপ্রিয় বাবা- কে নিয়ে লেখা।
ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগছে ভাইয়া।

অনেক ধন্যবাদ। :)

১২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

বানেসা পরী বলেছেন: আংকেল কি মজার মানুষ রে!!!
কি সুন্দর গলা ছেড়ে গান গায়।
আমার বাবাকে আপনাদের বাসায় সাতদিন রেখে আসব আপি।
আংকেলের সাথে বন্ধু পাতিয়ে দিয়েন তো!
আর হ্যাঁ, গানও শিখিয়ে দিতে হবে কিন্তু!

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
পাগলী মেয়ে একটা!
সব বাবা-ই বেস্ট।
আমার আব্বুর ভালবাসা আর আনন্দের প্রকাশটা একটু বেশি।
তাই বলে কি যাদের প্রকাশ কম তারা ভাল বাবা না?
মোটেও তা নয়।
তবে আমার আব্বু কিন্তু প্রচন্ড বন্ধুবৎসল।
আপনার বাবা আব্বুর ফ্রেন্ড হয়েও যেতে পারেন।

ভালবাসা জানবেন বানেসা পরী।:)

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার নিয়ে ললেখা পড়লাম।।আপনার বাবার জন্য শুভ কামনা রইল।।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ।
খুব খুশি হলাম বাবার জন্য শুভ কামনা পেয়ে।

আপনার জন্যও শুভেচ্ছা।
ভাল থাকবেন।:)

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

জাহিদ অনিক বলেছেন:

ভাল থাকুক সকল বাবা, ভাল থাকুক সকল সন্তান।

মনিরা সুলতানা বলেছেনঃ কি আহ্ললাদি লেখা রে বাবা ,অনেক মায়ার ,অনেক হৃদয়ের কাছের লেখা !!!!

আসলেই তাই

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫১

মিথী_মারজান বলেছেন: আমাদের বাবা-মেয়ের সম্পর্কটা আসলেই অনেক আহ্লাদের, ঢংয়ের আর ভালবাসার।
খুনসুটি আর ঝগড়াঝাটি ও কম হয়না।

আপনার খুব সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইল।
ভাল থাকবেন।:)

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

সুমন কর বলেছেন: লেখা ভালো লাগল।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

মিথী_মারজান বলেছেন: জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ আপনাকে। :)

১৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনাদের সুখী পরিবার ভালো থাকুক

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ এত সুন্দর করে দোয়া করার জন্য।
আপনার জন্যও শুভ কামনা।:)

১৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯

নীল-দর্পণ বলেছেন: হা হা হা...অনেক মজা পেলাম পরে।

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন সবাইকে :)

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ নীল-দর্পণ।
আপনিও ভাল থাকবেন। :)

১৮| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপন সন্তানকে মা ও বাবা উভয়েই জান দিয়ে ভালবাসে। বেশীরভাগ ক্ষেত্রে মায়ের ভালবাসাটা সহজে অনুভূত, বাবারটা ততটা নয়। আপনার বাবার ক্ষেত্রে হয়তো ব্যাপারটা উল্টো, নয়তো বাবারটা অধিকতর ইনটেন্স।
আমি এক জায়গায় একটা মন্তব্যে লিখেছিলামঃ “Mothers' love is indeed unconditional, perpetual and eternal! Fathers’ love is like a closed envelope that usually goes unread and his gestures unobserved; his feelings go largely unperceived during his lifetime.”
আপনি ও আপনার বাবা উভয়ে ভাগ্যবান/ভাগ্যবতী।

১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৮

মিথী_মারজান বলেছেন: অনেক সুন্দর করে বলেছেন আপনি সেজন্য প্রথমেই আন্তরিক ধন্যবাদ।
বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানেরা মায়ের সাথে বেশি সহজ হয় কিন্তু আমরা ভাইবোনরা বিশেষ করে আমি এক্ষেত্রে একটু আলাদা।
বাবার ভীষণ ন্যাওটা আমি এই বয়সেও।
আমার বাবা এমন, ধরুন, বাইরে গেলাম আইসক্রিম খাবো, আব্বুও ঠিক আমাদের মত উৎসাহ নিয়ে খাবে।
বন্ধুবান্ধবের সাথে কোন প্ল্যান আমাদের, আব্বু নিজে যেচে সেসবের সব ব্যবস্থা করে দিবে এবং সেইসাথে আম্মুর পারমিশনও নিজ দায়িত্বে ম্যনেজ করে দিবে।
যত আব্দার, যত বাহানা, যত অভিযোগ সবকিছু মায়ের আগে বাবার সাথে শেয়ার করি আমি।
আম্মুকে তো অবশ্যই অনেক ভালোবাসি তবে ছোটবেলা থেকেই বাবাকে পেয়েছি আমরা পরম বন্ধু হিসাবে।
হয়ত: আব্বু এতটা সহজে মিশতো জন্যই আম্মুকে আরেকটু কঠোর হতে হতো আমাদের শাষণ করার ক্ষেত্রে।
তবে আমরা সত্যিকারেই ভাগ্যবান বাবার এমন সান্নিধ্যে বেড়ে উঠতে পেরেছি জন্য।
আলহামদুলিল্লাহ্।
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।

রিপ্লাই দেরিতে দেবার জন্য আন্তরিক দুঃখিত।
কমেন্টটি আগেই দেখেছি।
আসলে বাবাকে নিয়ে সবসময় এত বেশি বলতে চাই আমি তাই সময় নিয়ে রিপ্লাই দিতে চাচ্ছিলাম।
একটু ব্যস্ত সময় কাটাচ্ছি তাই আজও মনখুলে বাবাকে নিয়ে বলতে পারলাম না।

আপনি ভালো থাকবেন।
আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
আপনার ও আপনার পরিবারের জন্যও দোয়া ও শুভেচ্ছা রইলো।



১৯| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: বাবার ভীষণ ন্যাওটা আমি এই বয়সেও - সেটা জেনে খুব ভাল লাগলো।
মেয়েরা সাধারণতঃ বাবার ভক্তই হয়ে থাকে, তবে ছেলেরা মায়ের। যাহোক, মা বাবার প্রতি ভালবাসাটা এমন নয় যে একজনকে দিলে আরেকজনেরটা কমে যাবে।
আমার রমজানের স্মৃতি-৪ পোস্টে একটা পুরনো লেখার লিঙ্ক সংযোজন করেছি, সম্ভব হলে পড়ে দেখবেন।
ভাল থাকুন, সপরিবারে। ঈদের শুভেচ্ছা---

১৪ ই জুন, ২০১৮ দুপুর ২:২৭

মিথী_মারজান বলেছেন: মা - বাবার প্রতি ভালবাসাটা এমন নয় যে একজনকে দিলে আরেকজনেরটা কমে যাবে - চমৎকার বলেছেন।
অবশ্যই আপনার লিংকটি পড়ে নিবো।
অগ্রিম ঈদ শুভেচ্ছা আপনাকেও।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.