নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

দেয়াল

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭



সুউচ্চ এক দেয়াল
সদর্পেতে দাঁড়িয়ে হাসে আজ দু'জনার মাঝে।
আর্তনাদ করে লাভ নেই প্রিয়তম
শুনবে না কেউ তীব্র হাহাকার।
আমিও করেছি বুকফাটা চিৎকার
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার।
বিরুদ্ধে ছিলাম দুজনেই সোচ্চার
লাভ নেই আর ভেঙ্গে ফেলার চেষ্টার।
অশান্ত মনের করুণ দু:খ স্মারক
রয়ে গেছে তাই কালের সাক্ষী হয়ে।
অবহেলা আর অবিশ্বাসের ইট,
অধৈর্য আর আত্ম-অহংকারে
খুব মজবুত গাঁথুনি দেয়ালটার।
অভিযোগের সাথে পাল্লা দিয়ে সুদূর উচ্চতায়
চাইলেও আর কোনদিন দেখা হবেনা যে দুজনার।
অবিচল দুটি হৃদয় আজও হয় যদি অপ্রশমিত
তবে তাই হোক, তবে তাই হোক, প্রাণপ্রিয়।
দুপাশে দুজন মধ্যখানেতে বিগলিত থাক দেয়াল।
প্রজাপতি হয়ে বাতাসে ভাসুক গোপন অনুশোচনা -
'কেন দেয়াল শক্ত বাঁধনগুলো সংসারে মেলেনা!'

মন্তব্য ৫৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯

রাতুল_শাহ বলেছেন: কে এই দেয়াল নির্মাণ করেছে?
জানলে উপকৃত হতাম।
কোন ভাটার ইট, কোন নদীর বালু, কোন ব্রান্ডের সিমেন্ট জানা যেত।

যাইহোক কবিতাটি বেশ উপভোগ্য।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
দেয়াল নির্মাতা হল কোন এক সময়ের দুই প্রিয়জন।
অবিশ্বাসের ইট, অবহেলার বালু আর আত্ম অহংকার ব্র্যান্ডের সিমেন্ট।
উপভোগ্য কবিতাটি যে কোন প্রিয়জন/ প্রেয়সীর সাথে যৌথ নির্মাণ সম্ভব।:P
(আবার পারলে বইলেন না যে সবার জন্য আমি এমনটা চাই)

এমন মজার মন্তব্যের জন্য ধন্যবাদ রাতুল_শাহ। :)

২| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

অর্ক বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা। শুভেচ্ছা রইলো। ছবিটা ভারি সুন্দর! এর শিল্পীর জন্যেও শুভেচ্ছা রাখলাম।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ অর্ক।
আপনার জন্যও শুভ কামনা।

ছবিটা আমার কাছেও ভাল লেগেছে।
শিল্পীরর প্রতি কৃতজ্ঞতা আর আমার পক্ষ থেকেও অচেনা সেই শিল্পীর প্রতি শুভেচ্ছা রইল।:)

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চেষ্টা থাকলে সব দেয়ালই ধ্বসিয়ে দেয়া সম্ভব। নিদেনপক্ষে ফাটল তো ধরানোই যায়।

চমৎকার লেখা। ছবির কথা আর কী বলব? অসাধারণ!

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

মিথী_মারজান বলেছেন: হুম। ঠিক কথা।
আমি শুধু বলতে চেয়েছি সম্পর্কের ক্ষেত্রে দুজনকেই যত্নবান হতে হয়।

অনেক ধন্যবাদ মাননীয় সম্রাট।
শুভ কামনা আপনার জন্য। :)

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: খুব সুন্দর।
কষ্টগুলো সুন্দরই হয়তো।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

মিথী_মারজান বলেছেন: কষ্ট কি সত্যিই সুন্দর হয়?
কবিতায় কষ্টগুলো ভাল লাগলেও বাস্তবে তো আমি কষ্টকে একটুও সুন্দর দেখিনা আপু।
কি জানি! হয়ত: সুন্দর করে ভাবতে পারিনা তাই।

অনেক ধন্যবাদ কঙ্কাবতী রাজকন্যা।
কষ্টমুক্ত থাকুন সারাজীবন। :)

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪

ফয়সাল রকি বলেছেন: বিরহ!

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০

মিথী_মারজান বলেছেন: :|

৬| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২

নূর-ই-হাফসা বলেছেন: অসাধারণ লিখেছেন আপু । দেয়াল ভাঙতে হলে দুই জনকেই চেষ্টা চালাতে হবে । একার পক্ষে কখনোই সম্ভব না ।

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

মিথী_মারজান বলেছেন: কৃতজ্ঞতা জানবেন আপু।
অনেক অনেক ধন্যবাদ আর ভালবাসা। :)

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

গঢভবণণ বলেছেন: https://youtu.be/ooBJjcAyCoQ

আপনি কি 3D তে অঙ্কন করতে চান? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সবচেয়ে সহজ ভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে এক মিনিটেই অঙ্কন করতে পারবেন আপনার ইচ্ছ মতো 3D আ্যাট।এবং পাঠিয়ে দিতে পারবেন আপনার বন্ধুর নিকট। আর অবাক করে দিন আপনার বন্ধুকে।

https://youtu.be/ooBJjcAyCoQ

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

মিথী_মারজান বলেছেন: আপাতত ইন্টারেস্টেড না।
ধন্যবাদ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শেষ দুটি লাইন বেশি ভাল লেগেছে।

শুভ কামনা।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ মাইনুল ইসলাম আলিফ।


আপনার জন্যও শুভেচ্ছা রইল।:)

৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন++


শুভ কামনা রইল।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।:)

১০| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: শুভেচ্ছা ও কৃতজ্ঞতা সবকিছু গ্রহন করা হল।


ভাল থাকুন, মারজান। :)

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫২

মিথী_মারজান বলেছেন: ভাল লাগল আপনার আরেকটি সুন্দর শুভেচ্ছা বার্তা।

আপনিও ভাল থাকবেন।
কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি।
আমি শাহরিয়ার নামে একজন ভাইয়াকে চিনি।
আমার কলিগ ছিলেন।
লেখালিখি করেন বলেও জানতাম।
আপনি কি সেই শাহরিয়ার ভাইয়া?
মারজান বললেন জন্য এমনটা মনে হল।
(ভুল হয়ে থাকলে আমি দুঃখিত)

১১| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গঢভবণণ বলেছেন: https://youtu.be/ooBJjcAyCoQ

আপনি কি 3D তে অঙ্কন করতে চান? আপনার উত্তর যদি হ্যা হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সবচেয়ে সহজ ভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়ে এক মিনিটেই অঙ্কন করতে পারবেন আপনার ইচ্ছ মতো 3D আ্যাট।এবং পাঠিয়ে দিতে পারবেন আপনার বন্ধুর নিকট। আর অবাক করে দিন আপনার বন্ধুকে।

https://youtu.be/ooBJjcAyCoQ


লেখক বলেছেন: আপাতত ইন্টারেস্টেড না।
ধন্যবাদ।

=p~ =p~ =p~

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
কি করব রে ভাই!
কি যে বলতে হয় এসব প্রতি উত্তরে জানি না তো!

১২| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ ! দেয়াল। দেয়ালের ভাবনাটা ভালো লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ জাহিদ অনিক।

আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল।
শুভেচ্ছা রইল।:)

১৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: এতোকিছু জেনে লাভ নেই।মারজান নামে একজনকে চিনতাম...তার সমন্ধে বলতে চাচ্ছি। আমাকে আপনার সহব্লগার হিসেবে জানুন।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

মিথী_মারজান বলেছেন: ঠিক আছে ভাইয়া।
তবে বিরক্ত করে থাকলে স্যরি।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: নূর ই হাফসা আপু বলার আগ পর্যন্ত ভাবছিলাম কোন পুরুষ কবির লেখা!! পরে বুঝলাম লেখাটা কোন আপুর।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৫

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
তাই নাকি!

১৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আমিও এমন বোকা! প্রোপিকে একটা পরী বসে আছে সেটাও খেয়াল করিনি!

২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৯

মিথী_মারজান বলেছেন: এমনটা হতেই পারে।
কোন সমস্যা নেই।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

সাহসী সন্তান বলেছেন: দূর্দান্ত ছন্দময় কবিতা! খুব সুন্দর... :)

শুভ কামনা জানবেন!

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ সাহসী সন্তান।

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
ভাল থাকবেন। :)

১৭| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

মনিরা সুলতানা বলেছেন: কাল রাতে পড়েছিলাম মিথী
ভাললাগা ভালোলাগা ভালবাসা ।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

মিথী_মারজান বলেছেন: ওহ্! আপু!!
এত ভালবেসে কথা বলেন কিভাবে?
সব সময় মন ছুঁয়ে যায়।
অনেক অনেক ভালবাসা আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনার আন্তরিক ভালবাসায়।
(আপনাকে জড়িয়ে ধরার ইমো হবে আপু) :)

১৮| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতার চেয়ে কবিতার নামটাই সুন্দর।

২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আপনার কথাটি মাথায় থাকবে এবং পরবর্তীতে আরেকটু ভাল লেখার চেষ্টা করব।

ধন্যবাদ। :)

১৯| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মলাসইলমুইনা বলেছেন: সব কঠিন দেওয়ালগুলো কাঁচের দেয়ালের মতো স্বচ্ছ হোক | হৃদয়ের কষ্টের, কান্নার শব্দে ঝন ঝন করে ভেঙে গিয়ে জোড়া দিয়ে দিক সব ভেঙে যাওয়া হৃদয় ! মিথি _মারজান (আমার নদীতো আত্মীয়) শীতলক্ষ্যার অবিরাম স্রোতের মতো অবিরাম ভালো লাগা কবিতায় |

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মিথী_মারজান বলেছেন: মাঝে মাঝে কি যে এলোমেলো সব বলি না!
আচ্ছা, ভাল কথা।
নদীতো আত্মীয়'র মত অদ্ভুত কথাটায় আপনি নিশ্চয়ই মনে মনে হেসেছেন, তাই না!

শীতলক্ষ্যার পানির বর্তমান দূষণ সম্পর্কে আপনার আইডিয়া আছে? হা হা হা।
হুম, লেখাটা তেমনি হয়েছে।

সবসময় আপনার উপস্হিতি ভাল লাগে।
অনেক ভাললাগা আপনার শুভ কামনায়। :)
ভাল থাকবেন সবসময়। :)

২০| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

চাঁদগাজী বলেছেন:


প্রতিদিন কি ইটের উপর ইট জমা হচ্ছে?

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৪

মিথী_মারজান বলেছেন: আপনি কমেন্ট করলে সেটা পড়ার আগেই এতটা আতংকিত হই যে আমার মনে হয় কোন ভাইভা বোর্ড ফেইস করছি।
হা হা হা।

এমন সম্পর্কগুলেতে আসলে তাই হয়।
একের পর এক ইট জমা হতে থাকে।

অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
আপনি একজন সম্মানিত সিরিয়াস ব্লগার তাই এসব (আমার) হালকা পাতলা লেখায় আপনার কমেন্ট দেখে উপরের কথাগুলো বলেছি।
আশাকরি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। :)

২১| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

উম্মে সায়মা বলেছেন: এ দেয়াল একবার তৈরি হয়ে গেলে আর সহজে ভাঙ্গা যায়না...
কবিতা ভালো হয়েছে। শুভ কামনা রইল।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ উম্মে সায়মা।

আপনিও আমার শুভেচ্ছা জানবেন। :)

২২| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,



হ্যা... সব মানুষের সম্পর্কের মাঝে একটা অলিখিত দেয়াল থাকে । এ দেয়াল অতিক্রম করে একে অপরে বিলীন হওয়া জীবনে খুব একটা হয়ে ওঠেনা । অদৃশ্য এ অশক্ত দেয়ালের দু'ধারে থাকা দু'টি হাতের ছোঁয়া যতোটুকু না কাছের , তারও চেয়ে যোজন যোজন দূরে পড়ে থাকে মনের ছোঁয়া !

কবিতার লিখন শৈলী মোটামুটি লাগলো ।
আর, ১ নম্বর মন্তব্য ও প্রতিমন্তব্য দারুন হয়েছে ।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টটির জন্য।

১ নং এর সুন্দর প্রশ্নটা সৃজনশীল পদ্ধতির ছিল। তাই প্রশ্নপত্র থেকেই উত্তরটা টুকে নিতে পেরেছি।
হা হা হা।

লেখার মান টা যে ভাল হয়নি সেটা আমারও মনে হয়েছে ভাইয়া।
আরো ভাল করার আপ্রাণ চেষ্টা করব।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।:)

২৩| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা থাকবে ভাল লেখার।

২৪| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৫

রাসেল উদ্দীন বলেছেন: ভালবাসার কংক্রিট দিয়ে যে প্রচীর গড়ে উঠেছে, তা শীশা ঢালা প্রাচীরের মত। মহাপ্রলয় এসে দুমড়ে মুচড়ে দেয়, তবুও ভাঙ্গে না।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

মিথী_মারজান বলেছেন: সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভেচ্ছা জানবেন। :)

২৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬

এফ.কে আশিক বলেছেন: বেশ ভালো লিখেছেন
শুভকামনা কবি...।

২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

মিথী_মারজান বলেছেন: সুন্দর করে উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনিও আমার শুভেচ্ছা জানবেন।
ভাল লাগা রইল। :)

২৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:০৫

মলাসইলমুইনা বলেছেন: মিথি_মারজান (আমার নদীতো আত্মীয়) আমি এখানে থাকি একটা বড় লেকের খুব কাছে | নর্থ সাউথে এই লেক প্রায় তিনশো মাইল | আমাদের পাশের যে শহরে লেকটা এসে শেষ হয়েছে সেই শহরটার নাম সাউথ হেভেন | পাহাড় আর লেকের মাখামাখিতে সত্যি যেন স্বর্গ এসে নেমেছে এখানে | লেকের পারে কত যে আপেল গাছ! মাঝে মাঝে যখন সেই পথে হাটি টুপ্ করে সামনে আপেল পরে ! কখনো কখনো কুড়িয়ে নেই |মনে হয় স্বর্গও বুঝি এমনি হবে শান্ত সুন্দর | কিন্তু মিথি_মারজান, ওই মাথা ধরিয়ে দেওয়া সুন্দর লেকের পাড়ে দাঁড়িয়েও আমার কেন যেন সবসময় ছোটবেলায় শীতলক্ষ্যার পাড়ে কাটানো দিনগুলোর কথা মনে পরে | তাই আপনার লেখা পড়ে প্রিয় শীতলক্ষ্যার মেটাফোর | যতই সাতটি লাশ ভেসে উঠুক ওর বুকে, যতই ক্লেদাক্ত কেমিক্যাল মিশুক ওর জলে তবুও ওটা সত্যিই আমার প্রিয় এক নদী |আপনার লেখাতেও তাই শীতলক্ষ্যার স্রোতের মতো ভালোবাসা |

২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

মিথী_মারজান বলেছেন: ইস! কি সুন্দর করে লেকটার কথা বললেন।
আপেল ভর্তি গাছ কখনো ছবি ছাড়া দেখিনি, তবে আপনার বর্ণনা শুনে মনে হল এইতো আপনাকে আপেল কুড়িয়ে নিতে দেখলাম।
অন্যরকম ভাল লাগল আপনার মন্তব্যটিতে।
তবে শীতলক্ষ্যা নিয়ে যে কথাটি বললেন সেটার সৌন্দর্য আর ভালবাসা সবকিছু ছাপিয়ে গেছে।
এত ভালবাসার কাছে কেনকিছুর তুলনা চলেনা।
কোন ধন্যবাদ বা কৃতজ্ঞতা না। অনেক ভালবেসেে আপনার মেটাফোরটি অনুভব করলাম।
আমাদের দেশে এখন হালকা শীতের আমেজ।
এমন স্নিগ্ধ সকালের মত সুন্দর হোক আপনার (আমার নদীতো আত্মীয়) প্রতিটি সময়।:)

২৭| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: "প্রজাপতি হয়ে বাতাসে ভাসুক গোপন অনুশোচনা" - চমৎকার ভাবনা!
ছবিটা চোখের সাথে সাথে মনেও গেঁথে বসে, বেহালার করুণ সুর বাজিয়ে যায়।
কবিতায় ভাল লাগা ++

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:০০

মিথী_মারজান বলেছেন: খুব ভালো লাগলো আপনাকে এখানে পেয়ে।
এই লেখাটি তেমন একটা সুগঠিত না আর একদমই হুট করে লেখা।
যতবার পড়ি কিছুটা এলোমেলো লাগে তারপরও ঠিক করে নিতে ইচ্ছা করেনা।
মনেহয়, থাক্ না!
একেক সময়ের অনুভূতি হুবহু সেভাবেই সাজিয়ে রাখতে ভালোবাসি আমি।
যেন বহু বছর পর পড়লে ঠিক ঐ সময়টা আর অনুভূতিটা তেমনভাবেই অনুভূত হয় সেজন্য।
আপনি যে কতটা মনযোগী পাঠক তা বলার অপেক্ষা রাখেনা।
পুরো কবিতাটির মেইন আক্ষেপটা আমিও এই লাইনটাতেই খুঁজে পাই।

দিন দিন কৃতজ্ঞতার বাঁধনে বেঁধে চলেছেন।
মহান আল্লাহ্'র কৃপায় সবসময় সুন্দর থাকুন, দোয়া করি।:)

২৮| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:২৬

খায়রুল আহসান বলেছেন: "আপনি কমেন্ট করলে সেটা পড়ার আগেই এতটা আতংকিত হই যে আমার মনে হয় কোন ভাইভা বোর্ড ফেইস করছি" (২০ নং প্রতিমন্তব্য) -- :D
১ নং মন্তব্য ও প্রতিমন্তব্য-দুটোই ভাল লেগেছে।

২৯| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৪

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
শ্রদ্ধেয় চাঁদগাজি সাহেবকে আমি যেমন শ্রদ্ধা করি ঠিক তেমনটাই ভয় পাই তার কমেন্টের ধরণ।
তবে তার গঠণমূলক কমেন্টগুলো আসলেই প্রশংসার দাবীদার।
উনাকে কখনো কোন তোষামোদি করে বা মিথ্যা প্রশংসা করে কমেন্ট করতে দেখিনি আর এটা ঠিক যে সত্য বেশিরভাগ সময় একটু তিতাই হয়।
একচুয়েলি উনার কমেন্ট না, নিজের লেখাকে ভয় পাই জন্যই উনাকে এভাবে বলেছি।

অনেক ধন্যবাদ আপনাকে এত মজা করে কমেন্ট আর রিপ্লাইগুলো পড়ার জন্য।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.