নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে যেমন

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪০



একেকটা দুপুর যেন আরো বেশি নির্জন।
সন্ধ্যেটাতেও আবীর রঙে গোধূলী সাজেনা আজকাল।
ভোরের সূর্যটা ঠিক শৈত্যপ্রবাহের মত থমথমে।
তোমার কাছেও কি তাই?
আমার রাতগুলো স্বপ্নহীন, বিবর্ণ।
আবছায়া কুয়াশায় আচ্ছন্ন চারিপাশ।
তোমার বুকেও কি এমন বিষন্নতা জাগে?
বিছানার শূন্য বালিশ অথবা জোনাকীর নিভু আলোয় -
কখনো কি হাত বাড়িয়ে প্রিয় স্পর্শ খোঁজ?
নি:সঙ্গ চাঁদের মুখপানে ঝাপসা চোখ রেখে
যেভাবে আমি খুঁজে ফিরি হারিয়ে যাওয়া সুর।

নাকি সব ছেড়ে বেশ আছো নিজেকে নিয়ে!
যেভাবে আমি প্রতিনিয়ত বেঁচে থাকার চেষ্টা করি।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

শায়মা বলেছেন: বেঁচে থাকাটাই দারুণ সুন্দর!!!

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

মিথী_মারজান বলেছেন: অবশ্যই তাই।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটির জন্য।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: কোনো রকমে বেঁচে থাকাটাই বড় কথা।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মিথী_মারজান বলেছেন: কোন রকম বেঁচে থাকাটা কখনোই জীবনের মূল উদ্দেশ্য হতে পারে ননা।এটা মনে হয় জীবনের সাথে আপোষ করার মত একটা ব্যাপার।

ধন্যবাদ ভাইয়া।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মো: নিজাম গাজী বলেছেন: লেখনীর মধ্যে এক প্রকার কষ্ট ও চরম বিরহের ছাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মিথী_মারজান বলেছেন: তাই নাকি ভাইয়া!!
জেনে খুব ভাল লাগল।:)

অনেক ধন্যবাদ লেখাটি পড়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
আপনার জন্যও শুভ কামনা।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

ওমেরা বলেছেন: কষ্টের কবিতা হলেও সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মিথী_মারজান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ওমেরা।
শুভেচ্ছা রইল।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

তারেক_মাহমুদ বলেছেন: একাকীত্ব বিষণ্ণতায় ভরা একটি কবিতা

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মিথী_মারজান বলেছেন: অনুভূতি শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া। :)

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

নাহিদ০৯ বলেছেন: খুব সুন্দর আর গুছানো চাপা কষ্ট!! ছুয়ে গেলো মন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

মিথী_মারজান বলেছেন: কষ্ট বুঝি গোছানো হয়!
আমিতো কষ্টকে এলোমেলো হিসাবে জানি।

অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা রইল। :)

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন: তাই নাকি ভাইয়া!!
জেনে খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ লেখাটি পড়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
আপনার জন্যও শুভ কামনা।

হ্যা প্রিয়া আপু তাই। আপনি খুব ব্যথাময় সুন্দর কবিতা লিখেছেন। আপনার জন্য সবসময় শুভকামনা প্রিয়া লেখক।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১২

মিথী_মারজান বলেছেন: শুভ কামনার জন্য আরেকবার ধন্যবাদ ভাইয়া।

ভাল থাকবেন।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা কবিতা +।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
কৃতজ্ঞতা জানবেন।:)

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

তারেক ফাহিম বলেছেন: ব্যাথাতুর কবিতা :((

অামার কাছে সময়পুযোগী মনে হয়।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
কিন্তু ব্যাথাতুরকে সময়োপযোগী ভাবার কারণ কি ভাইয়া?

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




কিছু কিছু কবিতা এমনই হয় - নিঃসঙ্গ ।

তবে বেঁচে নয় , জীবন নিয়ে আমরা শুধু থেকেই যাই.......... থাকার চেষ্টা করি ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাইয়া।
তবুও জীবন কেটে যায় সবকিছুকে উপেক্ষা করে, তার নিজের মত করে।

অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন। :)

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:



একাকিত্বের একটা সুন্দর রূপ আছে। সেই রূপ মেখে নিন অঙ্গে !

কবিতা ভাল লেগেছে ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৭

মিথী_মারজান বলেছেন: হা হা।
খুব মজা লাগল কথাটা ভাইয়া।

কবিতা ভালোলাগায় অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইল। :)

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: মিথী আপু :P কবিতাখানি পড়িয়া সুপার লাইক প্রদান করা হইল। :)

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

মিথী_মারজান বলেছেন: ওয়াও বাদশা ভাই, আপনাকেও সুপার ধন্যবাদ। :)

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

উম্মে সায়মা বলেছেন: কিছু প্রশ্নের উত্তর কখনোই মেলেনা। তবু জীবন বয়ে যায় জীবনের নিয়মে.....
ভালো লাগা আপু :)

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১০

মিথী_মারজান বলেছেন: সুন্দর কথা।
ভালবাসা সায়মা আপু। :)

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: কি সুন্দর বিরহের কবিতা । শীতের বিষন্নতা কবিদের মন বুঝি বিষন্ন করে দিচ্ছে । তবে বসন্তের আগমন ঘটুক সেই কামনা র ইলো । কবিতায় অনেক ভালো লাগা ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ হাফসা আপু।
সুন্দর শুভেচ্ছা বার্তায় আমার আন্তরিক ভাললাগা রইল।
ভাল থাকবেন। :)

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: বেচে থাকা সত্যি অসাধারণ ব্যাপার। আমরা হয় তো তাই বেচে থাকি বা থাকার চেষ্টা করি ।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

মিথী_মারজান বলেছেন: খুব গভীর কথা খুব সুন্দর করে বললেন ভাইয়া।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভ কামনা।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫

অজানিতা বলেছেন: একরাশ বিষণ্ণতা এসে ছেয়ে গেলো যেন!
কষ্টকথনে ভালোলাগা জানবেন আপু!

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ অজানিতা আপু।
আপনার নিকটা খুব কাব্যিক, আমার খুব ভাললাগে।

শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন। :)

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

জাহিদ অনিক বলেছেন:

মন খারাপ করার কবিতা।
কবিদের ধরে জেলে পুরে দেয়া উচিত,নিজের মন খারাপ হলে এরা পুরো জাতির মন খারাপ করে দিতে চায়।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

মিথী_মারজান বলেছেন: ভাগ্যিস! আমি কবি নই!
আর তারপরও জেলে ঢুকিয়ে দিলে চিৎকার করে হেঁড়ে গলায় গান গাইব -'আমি বন্দী কারাগারে...'
আর তখন বিরক্ত হয়ে পুলিশ আপনাকে এ্যারেস্ট করবে আমার বিরুদ্ধে অভিযোগ করে জেলখানার শান্তি নষ্ট করার জন্য।
হা হা হা।

ভাল থাকবেন ভাইয়া।
অনেক ধন্যবাদ। :)

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: মায়াবী সুন্দর কবিতা!

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন।:)

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: নিঃসঙ্গ
একাকী
এক কবিতা;
নিশ্চুপ ঠায় দাড়িয়ে ; অথচ কি সুন্দর !! কী যে সুন্দর !!!

লেখায় ভালোলাগা মিথী মনি ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

মিথী_মারজান বলেছেন: সুন্দর তো আপনার মনে আপু।
তাই তো এত সুন্দর করে ভাবতে পারেন, বলতে পারেন।

অান্তরিক ধন্যবাদ আপু।
ভালোবাসা।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের আকুতিগুলো অনেক সময় দুঃখ হয়ে ঝরে পড়ে। কিন্তু আফসোস! সেই দুঃখ বোঝার মত মানুষ খুব কমই আছে! এসব বোঝার মত মানুষকে আপন করে পাওয়া সাতজনমের ভাগ্য। কবিতায় প্লাস।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৮

মিথী_মারজান বলেছেন: সাতজনমের ভাগ্য তো তারই যে মন উজার করে ভালবাসতে জানে।
ভালবাসা পেয়েও যে মর্ম বোঝেনা, সেই তো একজন সত্যিকারের হতভাগা।

অনেক ধন্যবাদ মাননীয় সম্রাট।
শুভ কামনা সবসময়ের জন্য।:)

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: মিথী আপু,খুব ভাল লেগেছে কবিতাটি।কিছু কিছু কবিতা পড়ে মনের মাঝে যে অনুভুতি হয় তা প্রকাশ করা সত্যি অনেক কঠিন।
মনের মাঝে অনেক কথার ভিড়ে সব প‌্যাচ লেগে যায় তাই আর শুধু ভাল লাগল ছাড়া কিছুই বলা হয় না।
অনেক ভাল থাকুন।আর মাঝে মাঝে দারুন সব কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়ে যান।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

মিথী_মারজান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
অনুভব করেছেন লেখাটি এটাই আমার জন্য অনেককিছু।
এত সুন্দর করে উৎসাহ দেবার জন্য আরো একটি ধন্যবাদ।
আমি ভাল আছি ভাইয়া।
আপনিও সবসময় অনেক ভাল থাকবেন।:)

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৭

জুন বলেছেন: হা হা হা মিথী মারজান কেউ প্রিয় স্পর্শ খোজে না, তারা নতুন স্পর্শের সন্ধানে হাত বাড়িয়ে রাখে ক্ষীন একটু সুতোয় পুরনো সম্পর্ককে ঝুলিয়ে রেখে #:-S
মুনিরার মন্তব্যের সাথে সহমত ।
আর অনেক ভালোলাগা রইলো আপনার কবিতায় ।
+

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

মিথী_মারজান বলেছেন: আসলেই কি তাই আপু!
কেউ কেউ তো প্রিয় স্পর্শের স্মৃতি নিয়ে অথবা অপেক্ষায় নির্দ্বিধায় একটা জীবন পার করে দিতে পারে।
এত সুন্দর করে অনুভূতি আর ভালোলাগা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
শুভ কামনা আপনার জন্য। :)

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই শীতে দারুণ কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শীতের শুভেচ্ছা।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

সৈয়দ ইসলাম বলেছেন: ভালো লাগার কবিতা ভালো না লেগে কোথায় যায়।
চিরন্তন শুভকামনা থাকলো।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

মিথী_মারজান বলেছেন: অনেক অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
আপনার জন্যও শুভ কামনা।

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০১

আটলান্টিক বলেছেন: আইনষ্টাইন বলেছেন নোবেল প্রাইজ পাওয়া থেকে লেকের কাছে একানিরিবিলি বেঁচে থাকা অনেক ভাল।আমিও বেঁচে আছি।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

মিথী_মারজান বলেছেন: নোবেল প্রাইজ পাওয়াটা সম্মানের আর লেকের কাছে একা নিরিবিলি থাকতে পারাটা বেশ মনোরম।
সঙ্গী বা প্রিয়জনের সাথে থাকতে পারাটা আনন্দের আবার একা বাঁচতে শিখে নেয়াটাও একধরনের স্বকীয়তা।
জীবনের প্রতিটা স্টেজের একটা নিজস্ব সৌন্দর্য আছে।
তবে আফসোস আমরা তা সবসময় মেনে নিতে খুব কষ্ট পাই।

বেঁচে থাকা প্রতিটা মুহূর্ত খুব সুন্দর হোক আপনার।
শুভ কামনা আপনার জন্য।

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভ কামনা।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৬

পার্থ তালুকদার বলেছেন: হাহাকার মাখা কবিতা ।
ভাল হয়েছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন। :)

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

তারেক ফাহিম বলেছেন: টিপ টিপ শিশিরের শব্দ শুনে রাত পার করে দিই।

খুব একাকিত্ব মনে হয় নিজেকে। :((

কবিতা মন খারাপ করে দিলো। :((
তবে পড়ে মজা পেলাম। :``>>

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

মিথী_মারজান বলেছেন: একাকীত্ব দূর হোক।
সুন্দর হোক আপনার আগামীর পথচলা।
আপনার জন্য শুভকামনা।

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার কবিতা ব্লগে মুক্তি পাওয়ার সাথে সাথে গরম গরম পড়তে পাড়ি নাই। :(



কবিতা খুব সুন্দর হয়েছে++++
শুভ কামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

মিথী_মারজান বলেছেন: হিমশীতল কবিতা ঠান্ডাতেই পূর্ণতা পায়।

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল।
ধন্যবাদ এবং শুভেচ্ছা ভাইয়া।

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭

মলাসইলমুইনা বলেছেন: নদীতো আত্মীয় মিথি, মুক্ত আমি, রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে !!! যার ব্লগ স্লোগান তার থেকে এতো বিষন্ন কবিতা পড়ে মনটা আরো অনেক বেশি বিষন্ন হতেই পারতো | কিন্তু সেটা হবার আগেই ভালো হয়ে গেলো কবিতার শেষ লাইনটা পড়ে | হ্যা, বেঁচে থাকার জন্য টিকে থাকার যুদ্ধটাই জীবনের সবচেয়ে সাফল্যের একটা কাজ | শীতলক্ষ্যার ক্লান্ত শ্রান্ত বয়ে যাওয়া স্রোতের ছল ছল ছন্দেইতো সেই কথা লিখা | মিথি, বিষন্নতাকে ছাপিয়ে আপনার লেখার মধ্যে জীবনের বেঁচে থাকার স্বার্থকতার সেই কথাটা গাঁথা আছে দেখেই বেশি ভালো লাগলো | বেঁচে থাকাটাও আনন্দের| সবশেষে, আবারো ধন্যবাদ নতুন বছরের প্রথম লেখার জন্য |

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নদীতো আত্মীয়।
আপনার প্রতিটা কথাই সবসময় অনুপ্রেরণাদায়ক হয়।
আসলে, দুঃখ-সুখ মিলিয়েই জীবনের স্বার্থকতা।
শুধু সুখের আধিপত্যও একসময় জীবনকে একঘেয়ে হতে বাধ্য করে।
ব্যক্তিগতভাবে আমি সুখী মানুষ।
মাঝে মাঝে ভুতে কিলায় আর তখন এভাবে লিখি। :)

অনেক অনেক ভাল থাকুন সবসময়।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


কবিতা পড়ে কষ্টে নীল হয়ে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

মিথী_মারজান বলেছেন: আর আপনি আমার এমন হাল্কা কবিতা পোস্টে কমেন্ট করেছেন তাই কমেন্টটি দেখার আগেই আমি ভয়ে নীল হয়ে গিয়েছিলাম।
আমি এখনো কনফিউজড।

ধন্যবাদ চাঁদগাজী সাহেব।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

নীল-দর্পণ বলেছেন: বিষাদ মাখা ভাললাগা রেখে গেলাম!

১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ নীল-দর্পণ আপু।
ভাল আছেন আশাকরি।

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: নতুন কবিতা চাই ! :)

৩১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

মিথী_মারজান বলেছেন: অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
কিছুদিন পর ব্লগে এলাম তাই দেরীতে রিপ্লাই দেবার জন্য দুঃখিত।

এমন আন্তরিক অনুপ্রেরণা পেয়ে খুব ভাল লাগল।
ভাল থাকবেন ভাইয়া।
কৃতজ্ঞতা। :)

৩৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: "আমার রাতগুলো স্বপ্নহীন, বিবর্ণ" - এমন যখন হয়, তখন আসলেই ভোরের সূর্যটা ঠিক শৈত্যপ্রবাহের মত থমথমে হয়ে যায়, দুপুরগুলো আরো বেশী নির্জন মনে হয়, সন্ধ্যেটাও আবীরহীন হয়ে যায়। কষ্টের অনুভূতি, কিন্তু খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।
বেঁচে থাকাটাই দারুণ সুন্দর!!! - প্রথম মন্তব্যটাই একটা চমৎকার মন্তব্য, এবং এর সাথে আমি পুরোপুরি একমত।
সঙ্গী বা প্রিয়জনের সাথে থাকতে পারাটা আনন্দের আবার একা বাঁচতে শিখে নেয়াটাও একধরনের স্বকীয়তা। জীবনের প্রতিটা স্টেজের একটা নিজস্ব সৌন্দর্য আছে - ২৫ নং প্রতিমন্তব্যে এ কথাগুলো খুবই চমৎকার বলেছেন!
কবিতাটা পড়ে মনে হলো, শেষ লাইন দুটো নাহলেই বুঝি ভাল হতো, যদিও ৩০ নং মন্তব্যে মলাসইলমুইনা কবিতার শেষ লাইনটি সম্পর্কে যা বলেছেন, সেটাও সত্য।
২, ৯ও ৩১ নং প্রতিমন্তব্যগুলো ভাল লেগেছে।
বিষণ্ণতার কবিতায় ভাল লাগা রেখে গেলাম। + +

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

মিথী_মারজান বলেছেন: আমি আসলে কবিতা লিখবো এমনটা ভেবে কখনো কিছু লিখতে পারিনা।
কবিতার ছাঁচে ফেলে লিখি ঠিকই তবে এগুলো ঠিক কবিতা না।
আমার তাৎক্ষণিক মনের অব্স্হা বা ঠিক সে সময়ের কিছু ভাবনাগুলোই আমার লেখা।
একটা ব্যাপার খেয়াল করেছেন কিনা জানিনা, আমার বেশিরভাগ লেখাগুলোই যেন বলতে থাকা কোন কথা।
কোনটা নিজের সাথে, আবার কোনটা হয়ত: অদৃশ্য কাউকে পাশে রেখে বলা।
এই লেখাটিতেও শেষের লাইনদুটি আমি ঠিক সেসময়ে কোন একজনকে বলতে চাচ্ছিলাম।
সামনাসামনি যা বলতে পারিনা সেগুলোই লেখাতে ঝেড়ে হালকা হই।

অনেক ধন্যবাদ এসব এলোমেলো ভাবনার লেখাগুলোতে অনুপ্রেরণা দেবার জন্য।
শুভেচ্ছা সেইসাথে কৃতজ্ঞতা।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.