নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা নিরন্তর

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯


তোমার বুক পকেটের মেঘ গুলোরই
বৃষ্টি ঝরে রোজ দুপুরে।
আমার একলা নদীর ঢেউগুলো সব
তোমারই চেপে রাখা দীর্ঘশ্বাসের অনুরণন।
যে নীরবতা হৃদয়কে ভাসিয়ে রাখে অসীম শূন্যতায়,
যে অপেক্ষা দূরত্বকে পৌঁছে দেয়
এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের সুদূরপানে,
কেন প্রতিনিয়ত কৃতদাসী হই তার আগ্রাসী চরণতলে!
একটা বৃষ্টি নামাতে পারো?
অথবা তীব্র কোন জলোচ্ছ্বাস?
ধুয়ে মুছে নিংড়ে পবিত্র হোক
শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু
অভিমান,স্মৃতি, শূণ্যতা, উদ্ভ্রান্ততা।
আর না হয়,
ভালোবাসাটাই তীব্র উচ্ছাসে আছড়ে পড়ে
মিশে যাক নায়াগ্রা প্রপাতের অশান্ত স্রোতধারায়।

ক্লান্ত আমি স্নিগ্ধ ভোরের সূর্য খুঁজি।
কান পেতে থাকি -
প্রবল ঝড়ের তিনদিন পর
পুব আকাশে মুচকি হেসে ওঠা সূর্যটার কন্ঠে
রাগ ভৈরবী শুনবো বলে।


মন্তব্য ৩১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

উম্মে সায়মা বলেছেন: ভালোবাসাই ছড়িয়ে পড়ুক দিগদিগন্তে। অভিমান ধুয়ে মুছে যাক। কবিতা ভালো লেগেছে আপু (সামুতে ভালোবাসার ইমো নেই কেন B-))
প্রথম হয়েছি। চা পাওনা আপু :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ সায়মা আপু।
যার কথাতে এতো ভালোবাসা তার জন্য ইমোর কি দরকার!!!
চা-টা পাওনা রইলেন।
ভার্চুয়ালি না, দেখা হলে তখন নিজে বানিয়ে খাওয়াবো।
অনেক ভালোবাসা... :)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৪

মনিরা সুলতানা বলেছেন: নিরন্তর অপেক্ষা'র এক ঠাস বুননের গল্প এটা ;
চেপে দীর্ঘশ্বাসের অনুরণনে যেমন একলা নদীতে ঢেউ আসে ,ঠিক তেমনি ভৈরব রাগে'র অভিলাষে ও উচাটন হয় সে ।

নিরন্তর অপেক্ষা'র এই কবিতা আসছে ফাগুনে
বাসন্তী বন্দনা হোক -

অনেক অনেক ভালোবাসা মিথী মনি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মিথী_মারজান বলেছেন: ফাগুনের বাসন্তী বন্দনা তো আজই পেয়ে গেছি আপু আপনার সুন্দর কবিতায়।
চমৎকার হয়েছে আপু!
আর এই অসম্ভব সুন্দর মন্তব্যটির জন্য আমার আন্তরিক ভালোবাসা।
শুভেচ্ছা নিরন্তর প্রিয় আপু আমার।:)

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা আপু কিন্ত আফসোস আমি সুন্দর করে একটা কমেন্ট করতে পারলাম না আপু !! কোন ভাষাই খুঁজে পেলাম না। ধন্যবাদ আপু।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৮

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি সহ্য করে সুন্দর হয়েছে বললেন এতেই চলবে।
এর চেয়ে সুন্দর করে আর কিছু বলতে হবে না আপু।
আপনাকে ধন্যবাদ মন্তব্যটার জন্য।
ভাল আছেন নিশ্চয়ই।:)

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

জাহিদ অনিক বলেছেন:



কবিতায় একদিন বৃষ্টি নামুক
শব্দের বর্ষনে একদিন ভিজে যাক পৃথিবী
কয়েকটি শব্দ পায়ে আছড়ে পড়ে নিয়ে আসুক জলোচ্ছ্বাস
বেহালার তারে ভর করে একদিন খুব করে কানে বাজুক রাগ ভৈরবী।


অনেক সুন্দর কবিতা হয়েছে মিথি আপু ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

মিথী_মারজান বলেছেন: খুব ভাল হবে তাহলে ভাইয়া।
তখন নতুন করে জন্ম নেবে অন্যরকম কবিতার।
তখন আমার লেখার বিষন্নতা কাটিয়ে আমি হয়ে যাব অন্য আরেক মিথী।

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটির জন্য।:)

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৩

জাহিদ অনিক বলেছেন:


তাই!!
তাহলে আমরা খুব করে অপেক্ষায় আছি আপু, অন্য এক মিথিকে দেখার জন্য।
একদম বিষাদহীন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৭

মিথী_মারজান বলেছেন: হুম, বুঝেছি।
এই মিথী আপু ভাল না।
আর সবসময় আপুটা পঁচা লিখে।
হা হা।

ভাল থাকবেন ভাইয়া।
হৃদয় দিয়ে অনুভব করি আপনার আন্তরিকতা।
অ-নে--ক ধন্যবাদ।:)

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০১

নূর-ই-হাফসা বলেছেন: আপু সত্যি একটা বৃষ্টি হলে মন্দ হয় না । আপনার সাথে বৃষ্টির অপেক্ষায় থাকলাম ।
দারুন কবিতা । বেশ ভালো লাগলো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯

মিথী_মারজান বলেছেন: ওকে আপু।
একসাথে ভিজে ভিজে ঝেড়ে মুছে ফেলা যাবে সব না মন খারাপের আবেগ।


অনেক ধন্যবাদ আপুনি।
শুভেচ্ছা।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার মুর্ছনায় মুগ্ধতা! শব্দের আর্তনাদ প্রান্তরে প্রান্তর!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫০

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা।
সুন্দর মন্তব্যটিতে অনেক ভালোলাগা।

শুভেচ্ছা।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৫০

মলাসইলমুইনা বলেছেন: নদীতো আত্মীয়, এই কবিতা পড়ে প্রবল ঝড়ের তিন দিন পর আকাশে ওঠা সূর্যের রাগ ভৈরবী শোনার মতো তিনদিন অপেক্ষা করা যায় না কবিতার ভালোলাগা জানাতে | অনবদ্য কাব্যিকতার ঠাস বুননে অপেক্ষা, প্রতীক্ষা, দীর্ঘশ্বাস আর ভালোবাসার কবিতাও অনবদ্য | এই কবিতার পেছনে ভুতের কিল না থেকেই পারে না |ভাবছি কন্দকাটা, কানি ভুত, মেনি ভুত বা অন্য কোন ভুতের কিলে এই সুন্দর কবিতাটা হলো | খুব ভালো লাগলো কবিতা |

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

মিথী_মারজান বলেছেন: ঐ ভুতটার তো নাম জানিনা!
আচ্ছা, আজ থেকে ওর নাম আমি দিলাম মিথী ভুত।
হা হা হা।
আর, ওরে বাবা!
আপনি দেখছি আমার কতগুলো ফ্রেন্ডকে চেনেন!

যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে লেখাটা স্বার্থক হবে।
অ-নেক ধন্যবাদ প্রিয় নদীতো আত্মীয়।
সবসময় ভাল থাকুন।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।:)

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৫

আটলান্টিক বলেছেন: কবিতা বুঝি না :( :(
গল্প লিখেন।আমি গল্প পড়ি :)
(সহজসরল মন্তব্য)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মিথী_মারজান বলেছেন: কবিতার ফরমেটে লিখতেই আমার ভালোলাগে ভাইয়া।

ধন্যবাদ আপনার সহজ সরল মন্তব্যে।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়িয়া মুগ্ধ!! ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মিথী_মারজান বলেছেন:
মুগ্ধতায় অনুপ্রেরিত হলাম।


বি হ্যাপি ডিয়ার বাদশা ভাই।;)

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে মিথী আপু।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো আছেন নিশ্চয়ই!:)

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়ার টেম্পোটা কোথাওকোথাও ছেড়ে গ্যাছে। অন্যথায় ভালো প্রয়াস। ভালো লেগেছে।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০১

মিথী_মারজান বলেছেন:
তাই বুঝি!!!
আর,বাহ্! আপনিতো তাহলে খুব সুন্দর করে কবিতা পড়েন!
সুন্দর করে যদি পড়তে পারতাম তাহলে মনে হয় ব্যাপারটা এড়াতে পারতাম।
তবে, এরপর চেষ্টা করবো।
অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য আর সেইসাথে মন্তব্যটির জন্য।
ভালো থাকবেন।:)

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০

শিখা রহমান বলেছেন: মিথীমনি কি দারুণ সুন্দর বিষণ্ণ একটা কবিতা!! প্রথম লাইন দুটো সবচেয়ে ভালো লেগেছে। বুকপকেটের মেঘগুলো আমাকে দিওতো। অনেক ভালোলাগা আর ভালোবাসা থাকলো।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৬

মিথী_মারজান বলেছেন:
আপুনি!!!!
আপনাকে পেয়ে খুব ভালো লাগলো।
ভালো আছেন নিশ্চয়ই!
বুকপকেটের মেঘগুলো তো পঁচা আপু, আপনি চাইলেও তো আমি দিবোনা!
আপনার জন্য অন্তরের অন্ত:স্হল থেকে শুধু ভালোবাসা।
লাভ ইউ আপুনি।:)

১৫| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার জলোচ্ছ্বাসে সকল অভিমান দ্রবীভূত হয়ে যাক!
বুকপকেটের মেঘ, বৃষ্টি ঝরায় - চমৎকার ভাবনা!
কবিতার শুরু আর শেষটা চমৎকার হয়েছে।
কবিতায় দ্বাদশ ভাল লাগা + +

১৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৫১

মিথী_মারজান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
মহান আল্লাহ্ আপনার দোয়া কবুল করুন।
ভালোলাগা সেইসাথে কৃতজ্ঞতা জানবেন।:)

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: চমৎকার

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
আর অনেক অনেক শুভেচ্ছা জানবেন।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.