নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

গন্তব্যহীন

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৩:১৩



নিশুতি রাতের নি:স্তব্ধতাকে পাশ কাটিয়ে
চাইমবেলের টুংটাং শব্দের মতো জেগে থাকে কোন এক স্টেশন।
মধ্যরাতের নির্জনতায় ধীরে ধীরে কমতে থাকে
চায়ের দোকানের দিনমান কোলাহল।
ক্রেতাশূন্যতায় ঝিমিয়ে পরে ফেরীওয়ালাদের দৌরাত্ম্য,
দূরন্ত কুকুরেরাও ক্লান্ত হয়ে গা এলিয়ে দেয়
গৃৃহহীন ঘুমন্ত মানুষের সারিতে।
যেখানে একটা সময়ে পেটের ক্ষুধা ধামাচাপা দিয়ে
হতাশ মুখে ঘরমুখী হতে বাধ্য হয় দুঃখিনী নিশিকন্যাটিও।
চাঁদহীন ঘন অমাবস্যা রাতে ছাতিম পাতার ফাঁকফোকরে
জোনাকের মত দিব্যি লুকোচুরি খেলে সোডিয়ামের নিয়ন আলো।
নিষ্পাপ ঘুমে নিমগ্ন শিশু মুখ গুঁজে রাখে বিশ্রামাগারে মায়ের বুকে,
পাশে বাবা সজাগ থাকে মশা তাড়ানোর অতন্দ্র প্রহরী হয়ে।
সৌম্য সুদর্শন প্রৌঢ়ের সামান্য খুশখুশে কাশিতে সচেতন হয়ে
পরম মমতায় তার বুকে হাত রাখে আশীতিপর বৃদ্ধা সঙ্গী।
অন্যপাশে নবদম্পতির লাজুক বউটি!
স্বামীর কাঁধে মাথা রেখে বাহুতে আঙ্গুল খুঁটে খুঁটে,
নিবিড় মনে গেঁথে চলে স্বপ্নসুখের কাব্য।

অপেক্ষা দুর্নিবার!
ট্রেন আসে, ট্রেন যায়।
কেউ কেউ দূরে চলে যায়,
আবার কেউবা ফিরে আসে অস্তিত্বের ঠিকানায়।
সবুজ বাতি, লাল বাতির সাথে তাল মিলিয়ে
বাঁশির তীব্র হুইসেল নিবিড় থেকে আরো নিবিড়তর হয়।
কেবল এককোণে বসে উদাসপানে চেয়ে থাকে
ঘর বিবাগী অভিমানী মধ্যবয়সী এক নারী।
হাতের মুঠোয় ছোট্ট লাল ট্রলি ব্যাগটা আঁকড়ে ধরে
মধ্যরাতের প্ল্যাটফর্মের সে যেন আজ গন্তব্যহীন যাত্রী।

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:১৯

ব্লগ মাস্টার বলেছেন: অসাধারন ।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৯

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ব্লগ মাস্টার।
শুভেচ্ছা জানবেন।:)

২| ১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৩০

রুদ্র নাহিদ বলেছেন: ভালোই। স্টেশনে প্রত্যেক কর্নারে একেকটি গল্প থাকে।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৩

মিথী_মারজান বলেছেন:
ঠিক বলেছেন রুদ্র নাহিদ।
ধন্যবাদ।
ভালো থাকবেন।:)

৩| ১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৫:১৭

কালের সময় (২) বলেছেন: খুব ভালই লিখছেন।

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৪

মিথী_মারজান বলেছেন:
ধন্যবাদ কালের সময় (২)।
শুভেচ্ছা জানবেন।:)

৪| ১৬ ই মার্চ, ২০১৮ ভোর ৬:১৮

রাবেয়া রাহীম বলেছেন: কঠিন বাস্তবতার নিখুঁত বর্ণনা কলমের আচড়ে ফুটে উঠেছে ।

অনেক ভাল লাগা কবিতায়

১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:১৭

মিথী_মারজান বলেছেন:
অনেক ভালো লাগলো আপু আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে।
ভালো আছেন নিশ্চয়ই।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।:)

৫| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!!!!
কবিতার ভাজে ভাজে উদাস এক স্টেশনের প্রতি কোনায় রয়ে যাওয়া গল্পগুলো উঠে এসছে-
গন্তব্যহীনের ও গন্তব্য থাকে কেবল হাত বাড়িয়ে হাত ছোয়ার প্রতীক্ষা ..

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২০

মিথী_মারজান বলেছেন:
গন্তব্যহীনের জন্যও কোন না কোন গন্তব্য ঠিকই অপেক্ষা করে থাকে, তবে কখনো কখনো,ইগো বা আত্মসম্মান অথবা অবহেলা নাহয় অভিমান মানুষকে সেই গন্তব্য থেকে বহুদূরে বিভ্রান্তের মত টেনে নিয়ে যায়।
সুন্দর গোছানো মন্তব্যটিতে অনেক অনেক ভালোলাগা।
আর প্রিয় মন আপুর জন্য আমার সবসময়ের ভালোবাসা।:)

৬| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ
দারুণ

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৩

মিথী_মারজান বলেছেন:
ধন্যবাদ দীপঙ্কর বেরা।
শুভেচ্ছা রইল।:)

৭| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: আজ সকালে উঠেই অতি চমৎকার একটি কবিতা পড়লাম। খুবই মনোরম অনুভূতির অভিব্যক্তি, মধ্যরাতের রেল স্টেশনের খুবই মনোমুগ্ধকার একটি ধারা বর্ণনা, সেই সাথে অপেক্ষমান যাত্রী, দিনশেষে ক্লান্ত ফেরীওয়ালা এবং ঘোরাঘুরি করা অন্যান্য মানুষদের মনঃচিন্তা নিয়ে দার্শনিক বিশ্লেষণ, সবই খুব অনুপমভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিটা কোথা থেকে নিয়েছেন জানিনা, তবে সেটাও খুব সুন্দর হয়েছে।
কবিতায় ভাল লাগা + +

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩০

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ খায়রুল আহসান সাহেব।
আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে।
ছবিটা গুগল থেকে নেয়া। আর আমি কেন যেন প্রতিবারই ছবি কার্টেসি দিতে ভুলে যাই। তবে আমার ব্লগে ব্যবহৃত প্রতিটি ছবিই গুগল মামার কাছ থেকে মামা বাড়ির আব্দারের মত নিজের অধিকার ভেবে না উল্লেখ করে নিয়ে নেওয়া।
এরপর থেকে কার্টেসি উল্লেখ করতে সচেতন থাকবো, না হয় আবার মামী লাঠি নিয়ে এলে পালাই পালাই বলে দৌঁড়াতে হবে। হা হা হা।

৮| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: ট্রেন, রেল স্টেশন, অপেক্ষাগারে অপেক্ষমান যাত্রী, এসব নিয়ে লিখতে আমারও খুব ভাল লাগে। আমার একটি প্রিয় কবিতা থেকে কয়েকটি লাইনঃ
"ধীরে ধীরে ট্রেন চলে গেলো ঘরঘর করে,
হুইসল দিয়ে।
অদৃশ্য হয়ে গেলো, অপলক আমার দৃষ্টিকে
অতিক্রম করে।
প্ল্যাটফর্মের হৈ চৈ কোলাহলও থেমে গেলো।
কুকুরগুলো আবার শুয়ে পড়লো যে যার মত
একপাশে সরে গিয়ে।
কুলিদের দৌড়ঝাঁপ, হৈ চৈ, সবই থেমে গেলো।
আমিও ফিরলাম বাড়ী, মনের ক্যানভাসে এঁকে নিয়ে
ট্রেনের জানালায় মাথা রাখা এক বিমূর্ত প্রতিমার ছবি!"

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩

মিথী_মারজান বলেছেন: বেশ কিছুদিন আগে আপনার একটা রেলওয়ে জংশন নিয়ে কবিতা পড়েছিলাম। বোনাড়ি পাড়া স্টেশন বা এমন কি যেন একটা নাম।(আন্তরিক দুঃখিত স্টেশন আর কবিতাটির নাম সঠিক মনে করতে পারছিনা জন্য)। তবে আপনার শৈশব স্মৃতি আর বর্তমান অবস্হা নিয়ে লেখা সেই কবিতাটি আমাকে খুব স্পর্শ করেছিলো। বললে বিশ্বাস করবেন কিনা জানিনা, এই লেখাটি পোস্ট করার সময়ও আমার সংশয় হচ্ছিলো এটা ভেবে যে,স্টেশন নিয়ে আপনার লেখা খুব সুন্দর একটা কবিতা এই ব্লগে অলরেডি আছে।

আপনার কবিতার লাইনগুলো অসম্ভব সুন্দর।
যদিও আমি এখনো মনে করতে পারছিনা এটা সেই কবিতার লাইনগুলোই কিনা!!(সত্যি সত্যি দুঃখিত)
তবে আজ অবশ্যই আপনার সেই সুন্দর কবিতাটি আরেকবার পড়বো।
অনেক ধন্যবাদ আপনার চমৎকার কবিতার লাইনগুলো শেয়ার করার জন্য।

৯| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০১

খায়রুল আহসান বলেছেন: স্বামীর কাঁধে মাথা রেখে পরম নির্ভরতায় স্বপ্নসুখের কাব্য গেঁথে চলা লাজুক বউটির পাশাপাশি অপেক্ষাগারের এক কোণে বসে উদাসপানে চেয়ে থাকা ঘরবিবাগী, অভিমানী মধ্যবয়সী গন্তব্যহীন এক নারীর উদাসী ভাবনার বৈপরীত্যটুকু অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন, এজন্য কবি বিশেষ ধন্যবাদ প্রাপ্য, এবং কবিতাটি বিশেষ ভাল লাগা + +।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

মিথী_মারজান বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন।
এগুলো সবই এক মধ্যরাতের হুটহাট ভাবনার ফসল।
মাঝেমাঝে সবকিছু বিপরীত ভাবে ভাবতে আমি ভালোবাসি।
আর সেসব ভাবনাগুলো নিয়েই আমার এই সামান্য লেখার প্রচেষ্টা।
কারো কাছে ভালোলাগলে এটা আমার জন্য অবশ্যই বিশেষ পাওনা।

পরপর আপনার তিনটি মন্তব্য পেয়ে খুব আপ্লুত হলাম।
কেউ এত ভালোবেসে লেখাটি নিয়ে ভাবছে বা কিছু বলতে চাইছে ব্যাপারটা আমার খুব ভালো লাগলো।
যদিও আপনি বরাবরই নিবিষ্ট পাঠক।

অনেক ধন্যবাদ আর প্রাণঢালা শুভেচ্ছা।:)

১০| ১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারন! গন্তব্যহীন যাত্রী হিসাবে বড্ড অসহায় লাগছে।
শুভেচ্ছা নেবেন।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০০

মিথী_মারজান বলেছেন: গন্তব্য জিনিসটা আসলে খুব অন্যরকম একটা ব্যাপার।
গৃহহীন মানুষেরা দূর্বিসহ জীবন যাপন করে ঠিকই তবে গন্তব্যহীন জীবন হয় বিভ্রান্তিকর!
আমরা সবাই মনেহয় সঠিক গন্তব্য খুঁজে ফেরা একেকজন মানুষ।

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
সেইসাথে আন্তরিক শুভ কামনা।:)

১১| ১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কাব্য।

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০১

মিথী_মারজান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা নিরন্তর।:)

১২| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮

খায়রুল আহসান বলেছেন: হ্যা, আমার সেই কবিতাটির নাম ছিল বোনারপাড়া রেলওয়ে জংশন এবং আপনি সেই কবিতায় লেখকের মমতামাখা স্মৃতিচারণ এর প্রতি খুব সুন্দর কথা দিয়ে শ্রদ্ধা জানিয়েছিলেন, সেটা আমার বেশ মনে আছে।
না, ৮ নং মন্তব্যে উদ্ধৃত লাইনগুলো সেই কবিতার নয়। এটা অন্য একটা কবিতার অংশ, যা সামুতে প্রকাশ করিনি।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ।
আপনি লিংক দেবার আগেই আমি কবিতাটি আবার পড়ে এসেছিলাম।
অসাধারণ সুন্দর।
আর আবারও দু:খ প্রকাশ করছি নামটি ভুল বলার জন্য।।

৮নং মন্তব্যের লাইনগুলো পড়ে কবিতাটি পড়ার লোব হচ্ছে।
আশাকরি আমরা সেটা অচিরেই সামুতে পাবো।:)

একটু আগে আপনার আজকের প্রকাশিত দূর্দান্ত একটি কবিতা পড়লাম।
মুগ্ধ হয়েছি আপনার কবিতায়।

ভালো থাকবেন।:)

১৩| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

শায়মা বলেছেন: কে সেই নারী?

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

মিথী_মারজান বলেছেন:
ওরে বাবা!
মিলিয়ন ডলার কোয়েশ্চেন!!!
হা হা হা।
আমাকে ভেবে নিন আপু।
মাঝে মাঝে আমারও এমন ঘর বিবাগী আর গন্তব্যহীন হতে ইচ্ছা করে।:-P

শুভেচ্ছা আপু।
ভালোবাসা।:)

১৪| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

মিঃ সালাউদদীন বলেছেন: গন্তব্যহীন যাত্রী ফিরে পাক তার ঠিকানা ! অসাধারন কাব্য ।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ মিঃ সালাউদদীন।
আপনার সদিচ্ছায় গন্তব্য ফিরে পাক চেনা অচেনা সব উদাসী গন্তব্যহীনেরা।
আপনার জন্য শুভ কামনা।:)

১৫| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনকে দেখার এ নির্লিপ্ততা, অনুভবের গভীরে যেতে সাহায্য করে বৈকি!
তৃতীয় একজনের চোখে নিজেকে তুলে ধরাটা আমার খুব ভাললাগে ;)
প্রিয় সিনিয়র খায়রুল আহসান ভাইয়ের সাথে মন্তব্য প্রতিমন্তব্যে ভাললাগা :)
শায়মাপুর মিলিয়ন ডলার কোশ্চেনের উত্তরে দিল ঠান্ডা :P হা হা হা

দারুন কবিতা! মুগ্ধতাটুকু অপ্রকাশ্যই রয়ে গেল!

+++++++++

১৬| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
আপনার মন্তব্যটিতেও আমি মুগ্ধ।
এত সুন্দর করে ভালোলাগা প্রকাশ করলেন,কিছুই তো আর অপ্রকাশ্য রইলোনা।

শুভেচ্ছা আর ভালোলাগা রইলো আপনার সুন্দর আন্তরিকতায়।
ভালো থাকবেন।:)

১৭| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: আমিও ঘর বিবাগীদের একজন!

তবে স্টেশনে যাইনা! এমন বিবাগ দিনে আমি যমুনা ফিউচার পার্কে ঘুরে বেড়াই একা একা। আইসক্রিম খাই। ঘুরে ঘুরে দোকান দেখি বা বসে থাকি একাকী কোনো রেস্টুরেন্টে। বিবাগ ফিরে গেলেই বাড়ি ফিরে আসি।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২০

মিথী_মারজান বলেছেন:
চিমটি শায়মা আপু!
ঘর বিবাগী মেন্টালিটির জন্য।
আমিতো মাঝে মাঝে ঘরে থেকেই বিবাগী হই। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা গানটির মতো মনে মনে পাড়ি জমাই দূর দূরান্তের অজানা গন্তব্যে।
আবার মেয়ের চুলের ঘ্রাণের নেশা জাগলে বৈরাগ্য কমে যায়।
বাইরে যাই, আইসক্রীম খাই এটাও মিলে গেলো ভীষণভাবে।
(যদিও আমি চরম সুখেও আইসক্রীমের সঙ্গ ছাড়িনা)
আর,তারপরও মন বেশি বিক্ষিপ্ত হলে শেষ সম্বল গাইডের মতো সামুই আমার শেষ ভরসা।
এখানে এসে লগ ইন করে বুক ভরে শ্বাস নিয়ে ঘর বিবাগী ভুত ছাড়াই।

ভালোবাসা আপু।:)

১৮| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রোদ্দূর মিছিল বলেছেন: বর্ণনাশৈলীটা মুগ্ধ হবার মতো। গল্প-উপন্যাসের ছাঁচে ঢেলে আরও কিছু দূর গড়িয়ে নিয়ে গিয়ে একটা কোনও প্লটে ফেলে দিলেও বেশ উপভোগ্য হবে বলে মনে হচ্ছে।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৬

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ রোদ্দুর মিছিল।
সুন্দর মন্তব্যটিতে আমার ভালোলাগা রইলো।:)

১৯| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । আর মন্তব্যগুলোও বেশ ভালো লাগলো ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৯

মিথী_মারজান বলেছেন:
ধন্যবাদ নীলপরি।
আপনাকে পেয়েও আমার খুব ভালো লাগলো।
ব্লগের এই ইন্টারএ্যাকশনটাই আমাকে সবসময় বেশি টানে।:)

২০| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন আপু ।
স্টেশন এর নিত্য কাহিনী ফুটে উঠেছে ।
এক কথায় অসাধারণ ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩০

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
আশাকরি ভালো আছেন।
সুন্দর মন্তব্যে ভালোলাগা রইলো।:)

২১| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: @শায়মা,
বিবাগ ফিরে গেলেই বাড়ি ফিরে আসি - আপনার "বিবাগ" কি এতটাই বাধ্যগত, যে বাড়ী ফেরার সময় হলেই সে ফিরে যায়? :)

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৫

মিথী_মারজান বলেছেন:
বিবাগ তো কখনোই বাধ্যগত নয় তবে অশান্ত মনকে খানিকটা নিজস্বতা উপভোগ করার সুযোগ দিয়ে বৈরাগ্য বশে আনার যাদু জানি আমরা।:P
বাকীটুকু শায়মা আপুই ভালো বলতে পারবেন।
আবার ধন্যবাদ।:)

২২| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: অবেলার ট্রেন চলে গেলে আর কিছু করার থাকে না....... ;)


কবিতায় অসম্ভব ভাল লাগা রইল মিথী আপু। :)

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

মিথী_মারজান বলেছেন:
ডিপেন্ড করে ইচ্ছাশক্তি আর মানুষ ভেদে।
কেউ কেউ হাল ছেড়ে দেয়, কেউবা আবার পায়ে হেঁটেই গন্তব্যে রওনা করে।
আবার কাউকে ধরে ধরে গন্তব্যে পৌঁছে দিলেও পালিয়ে গিয়ে গন্তব্য হারায়।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা।:)

২৩| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮

নূর-ই-হাফসা বলেছেন: খায়রুল ভাইয়ের মন্তব্য টা বেশ মজার লাগলো ।
শায়মা আপুর এমন ঘর বিবাগী ও টাও দারুন । নিজের জন্য কিছুটা সময় আসলেই দরকার । আর তা যদি হয় এমন ভাবে নিজমনে ঘুরে বেড়ানো ,তাহলে তো মজারি ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

মিথী_মারজান বলেছেন:
মাঝে মাঝে সবারই ঘর বিবাগী হতে মন চায় মনে হয়।
তবে হ্যাঁ, প্রবল ইচ্ছাশক্তি দিয়ে এই দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হয়।
হা হা হা।

২৪| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: গন্তব্যহীন হওয়ার দুর্ভাগ্য যেন কারো না হয়। আপনার কবিতাটা বিষাদময়! কিন্তু লিখেছেন দারুণ! কবিতা ভাল লাগার সাথে আরও একটা ভালোলাগাকে যোগ করে মনটাকে খুশি করে নিলাম। বাংলাদেশের জয়ের কথা কি উল্লেখ করে বলতে হবে? প্লাস।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৬

মিথী_মারজান বলেছেন:
গন্তব্যহীনতার দূর্ভাগ্য যেন আর কারো না হয়, আমিন।
আর অবশ্যই এটা সেলিব্রেশন টাইম ভাইয়া।
বাংলার টাইগারদের প্রতি শুভেচ্ছা আর ভালোবাসা।
আপনাকেও ধনবাদ মাননীয় সম্রাট।
আনন্দ মোবারক।:)

২৫| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:০০

জাহিদ অনিক বলেছেন:

সত্যি বলতে কবিতাটা ভালো লেগেছে।
জীবন বিষন্ন হয়েগেলে সব ছেড়েছুড়ে পালাতে ইচ্ছে করে, প্লাটফর্মে গেলে আবার পিছুটান ধরে বসে
আর যায় না যাওয়া--

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১২

মিথী_মারজান বলেছেন:
হুম, গন্তব্যহীন হওয়টা কোন ভাল লক্ষণ নয়।
তারপরও যারা সাহস করে বেড়িয়ে পড়ে, আমি তাদের সাহসের তারিফ করি।
যদিও তারা খানিকটা হতভাগ্যও বটে!

প্রিয় কবির ভালোলাগাটা বিশাল বড় পাওনা।
অনেক ধন্যবাদ ভাইয়া।:)

২৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১০

সুমন কর বলেছেন: ভালো লেগেছে তবে শেষের দিকে বেশি.....

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৪

মিথী_মারজান বলেছেন:
ধন্যবাদ সুমন কর।
শুভেচ্ছা জানবেন।:)

২৭| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৭

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা মিথী আপু।অনেক ভাল লেগেছে।

২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার ভালোলেগেছে জেনে আমারও খুব ভালো লাগছে।
সুন্দর থাকুন, ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।:)

২৮| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৭

মলাসইলমুইনা বলেছেন: পোস্ট করার প্রথম দিনের এই কবিতা পড়া আর প্রায় একবছর পর মন্তব্য করার মধ্যে যে দেরি তা খানিটা সাধ আর সাধ্যের মহাসাগর সমান দূরত্বের কারণেই হলো মনে করলে খুবই ভালো লাগবে | গভীর রাতের এক নিঃসঙ্গ রেলস্টেশনে মানুষের আনাগোলায় পুরো জীবনের ছবিই অনবদ্য করে এঁকেছেন | জীবনের আসা যাওয়ার মতোই রেল স্টেশনের আসা যাওয়া | মাঝে মাঝেই একটা জীবনের মতোই রেল স্টেশনেও সব থাকতেও যাতায়াত জীবনের ঘাত প্রতিঘাতে যেন গন্তব্যহীন হয়ে উঠে নানা কারণেই | জীবনের সেই গন্তব্যহীনতা অনবদ্য এক উদাসী সুর হয়ে বেজেছে আপনার কবিতায় | গন্তব্যহীন শিরোনামের আপনার কবিতায় আমার ভালোলাগা গন্তব্য লিখেই পাঠালাম |

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৪

মিথী_মারজান বলেছেন: প্রিয় নদীতো আত্মীয়,
কি হয়েছে কিছুই তো বুঝলাম না!
আপনার সাথে কোন কথা নেই!
সব পোস্ট ড্রাফ্ট করেছেন কেনো!!!
এভাবে না বলে কি চলে যেতে আছে!!!
আমরা বুঝি কেউ না!

অপেক্ষায় থাকলাম আপনার ফিরে আসার।
অনেক অনেক মিস্ করছি আপনাকে।
জলদি ফিরে আসুন, প্লিজ, প্লিজ, প্লিজ!!!

২৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভাল লাগলো

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৫

মিথী_মারজান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।:)

৩০| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
শুভকামনা জানবেন।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২১

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ।
আপনার জন্যও শুভেচ্ছা।:)

৩১| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৬

নীলাদ্রী হীমান বলেছেন: ঘর বিবাগী অভিমানী,এত অভিমান জমলো কোথা??

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
ভালোবাসার খুব গহীনে অভিমানগুলো লুকানো থাকে নীলাদ্রী।
কখনো অবহেলায় আবার কখনোবা শুধুই কবিতায়।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.