নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

জল জোছনার কাব্য

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪



ইচ্ছা করে জল জোছনায়
ডুব সাঁতারে স্নান করি।
সযতনে ঝেড়ে ফেলি বেদনার বিষাদ মলিন বেশ।
রন্ধ্রে, গন্ধে প্রতিটা অঙ্গ জুড়ে মাখি
স্বপ্নসুখের মাদকতা।
উদ্ভ্রান্ততাকে বন্দি করে হাতের মুঠোয় নিয়ে
এক ফুঁয়ে বাতাসে উড়াই দীর্ঘশ্বাসের স্মৃতি।
পেজা তুলোর মেঘগুলো সব নোনা বৃষ্টির স্বাদে
প্রবল উচ্ছাসে জোয়ার তুলুক
তোমার বুক পাজরের বাঁধে।
সঠিক করে বলতে পারো!
জোছনায় ঠিক কতটা বৃষ্টি ঝরলে -
তোমার নিষ্ফলা হৃদয়ে
বীজ ফুঁড়ে প্রাণ পাবে ভালোবাসার বুনো চারা?




ছবি সূত্র : ইন্টারনেট

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: অসাধারণ কবিতা উপহার দিয়েছেন মিথী আপু!!! :)


কবিতায় ++++



শুভ কামনা রইল।।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

মিথী_মারজান বলেছেন:
কে বলে রে এই কথা!!!
ভাইয়া! আপনারা হচ্ছেন কবি মানুষ।
আর আমিতো শুধু এমনি এমনি ডায়েরিতে লেখার মত লিখি।

অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক শুভেচ্ছা।:)

২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


পাথরের বুকে বৃক্ষ জন্মে না; চাষী জানেন কোথায় গাছ লাগাতে হয়; কবিতা ভালো লেগেছে

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

মিথী_মারজান বলেছেন:
ও মাই গড!!!
অনেক ধন্যবাদ চাঁদগাজি সাহেব।
বৃক্ষ না হোক, পাথরের বুকে সামান্য লতা পাতা আর বুনো ফুলও মাঝে মাঝে অনেক মনোরম দেখায়।
এই আনন্দই বা কম কিসে!

আপনার ভালোলেগেছে এটা জানাটাও কম আনন্দের নয়।
আবারো ধন্যবাদ।
ভালো থাকবেন।:)

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

সৈয়দ তাজুল বলেছেন: আপুনি,
চমৎকার কবিতা। ভালোলাগা অফুরান।
ভাল থাকুন নিরন্তর।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার ভালোলেগেছে জেনে ভালো লাগছে।
আপনার জন্যও শুভেচ্ছা।
অনেক অনেক ভালো থাকবেন আপনও।:)

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

মনিরা সুলতানা বলেছেন: হ্যালো চন্দ্রমোহিয়ান বালিকা !!!
ভালোলাগা ভালোলাগা আর ভালোবাসা।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫১

মিথী_মারজান বলেছেন:
লাভ ইউ আপু।
এত্ত এত্ত এত্ত বেশি ভালোবাসা.....।:)

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

মুগ্ধতা! জল জোছনার মতোই আলতো ছুঁয়ে রইল :)

+++++

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫

মিথী_মারজান বলেছেন:
ওয়াও!
অনেক সুন্দর মন্তব্য!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।:)

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চন্দ্রমোহিয়ানের জোছনার কাব্য ভাল লাগল।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

মিথী_মারজান বলেছেন:
ভাইয়া!!!
মনে আছে আপনার!
নাকি মনিরা আপুর কথাটা কপি করলেন!:p

অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো আছেন নিশ্চয়ই!
শুভ কামনা।:)

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: পড়লাম।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৩

মিথী_মারজান বলেছেন:
পড়ার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।:)

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

দিবা রুমি বলেছেন:
ভাল লাগলো বোন।

অতুলনীয় সুন্দর হয়েছে।

প্লাসের বন্যা++...

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ দিবা রুমি আপু।
এমনিতেই ভাসাভাসির ওপরে মনটা থাকে তারউপর আবার বন্যা আমি কিন্তু সাঁতার জানিনা আপু!:P
হা হা।
এটা মনেহয় আমার ব্লগে আপনার প্রথম কমেন্ট।
নাইস টু মিট ইউ।
আবার কথা হবে নিশ্চয়ই।
অনেক অনেক শুভ কামনা।:)

৯| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: কঠিন কবিতা।
আমার সাধারণ মাথায় এতো কঠিন কথা গুলো ঢুকবে না।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

মিথী_মারজান বলেছেন:
তাই বুঝি!!!
কেনো ভাইয়া, আপনি চাঁদ দেখেন না!
কখনো ইচ্ছা করেনি জোছনার জোয়ারে ভাসতে!
অবশ্য এটা যার যার ব্যক্তিগত পছন্দ।
আচ্ছা থাক ভাইয়া, এটাতো আর পরীক্ষারর পড়া না যে কষ্ট করে মাথায় ঢুকাতে হবে।
এসব পড়ার চেয়ে বরং রিলাক্স মুডে থাকুন সেটাই ভালো হবে।

লেখাটি পড়ে আবার কমেন্টও করেছেন, এজন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।:)

১০| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




কবিতার গা-গতরে জোছনার আলো তেমন না ছড়ালেও ভাবের কথারা জলকেলি করে গেছে ।
কবি নিজেই কি বলতে পারবেন , ঠিক কতোটা ডুব সাঁতারে শেষের চারটি লাইন তুলে আনা যায় জল ও জোছনার ভেতর থেকে ?

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

মিথী_মারজান বলেছেন:
কঠিন কমেন্ট ভাইয়া।
উত্তরটা জানা নেই আমার।
ঠিক যেমনটা জানা নেই আমার নিজের প্রশ্নটারও উত্তর।
অনেক অনেক ভালোলাগা শুধু আপনার উপস্হিতিটার জন্য।
অ-নে-ক ধন্যবাদ।:)

১১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

দিবা রুমি বলেছেন:
কী কও?

এ বন্যা তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে ঠিক, তবে তোমার ডুবে যাওয়ার আশংকা নেই।

মজা দিলে অনেক।
ভাল থাকো অনেক অনেক।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

মিথী_মারজান বলেছেন:
ওয়াও!
বেশ মজার তো!
হা হা।

অনেক ধন্যবাদ আপু।
আপনিও ভালো থাকবেন।

১২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।:)

১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা । আপনার কবিতা পড়েই কি এখন তুমুল ঝড় নামছে । এখুনি বৃষ্টি নামবে আপু ।
অনেক সুন্দর কথাগুলো । ভীষণ ভালো লাগা

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২৫

মিথী_মারজান বলেছেন:
বাহ্!
তাই যদি হয়, তাহলেতো এটা প্রেয়ারের মত কাজ করবে!
বেশি বেশি বৃষ্টি নামুক আর সবার মনে জেগে উঠুক ভালেবাসার বুনো চারা।।

অনেক ভালোবাসা জানবেন আপুনি।
শুভ কামনা সব সময়ের জন্য।:)

১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: মিষ্টি কবিতায় ভালো লাগা আপু :) ++

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মিথী_মারজান বলেছেন:
হতে পারে মিষ্টি, তবে তা আপনার গোলাপ জামুনের মত সুন্দর নয়!;)
অনেক অনেক ভালোবাসা মিষ্টি, লক্ষ্মী আপু আমার।:)

১৫| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

নীহার দত্ত বলেছেন:


খুব ভালো লাগলো জল জোছনার কাব্য

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।:)

১৬| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

সামিয়া বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপু।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ সামিয়া আপু।
খুব ভালো লাগলো আপনাকে পেয়ে।
শুভেচ্ছা।:)

১৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

সফেদ বিহঙ্গ বলেছেন: ভাল লেগেছে.....

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

মিথী_মারজান বলেছেন:
ধন্যবাদ সফেদ বিহঙ্গ।
অনেক অনেক শুভ কামনা।:)

১৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও!! দারুণ ভাবনা।মুগ্ধতা রেখে গেলাম আপু।শুভেচ্ছা নেবেন।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও শুভেচ্ছা অফুরান।:)

১৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: যেটা প্রথম কমেন্ট বলা হয়নি।ছবিটি কবিতাটির সঙ্গে একেবারে পরিপূরক। ভাল থাকুন।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

মিথী_মারজান বলেছেন:
আমার কাছেও ছবিটিকে লেখাটির সাথে মানানসই মনে হয়েছে।
আবারো ধন্যবাদ আপনার মতামত এবং ভালোলাগা শেয়ার করার জন্য।
আপনিও ভালো থাকবেন ভাইয়া।:)

২০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নিষ্ফলা হৃদয় মরুভূমির নামান্তর; সেখানে কী করে চারাগাছ জন্মাবে?

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

মিথী_মারজান বলেছেন:
আমারতো মনে হয় জোছনার অনেক ক্ষমতা আছে।
জল ঝরিয়ে নিষ্ফলা হৃদয় উর্বর না করতে পারলেও, এ্যাটলিস্ট খটমটে মনটা অন্তত: ভেজাতে তো পারবে!
পৃথিবীতে প্রতিনিয়ত কত মিরাকলই তো ঘটছে।
আশা বেঁধে রাখতে দোষ কি!

অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।:)

২১| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা আপু।
অনেক ভাল লাগল।+++

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মিথী_মারজান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া আমার।
অনেক অনেক শুভ কামনা।:)

২২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ইচ্ছে হল এক ধরণের গঙ্গাফড়িং ---------------

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর বলেছেন তো ভাইয়া!
এজন্যই বোধহয় এত আনন্দ নিয়ে আমরা এর পিছু পিছু ছুটে বেড়াই।
অনেক ধন্যবাদ।
শুভ কামনা।:)

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯

খায়রুল আহসান বলেছেন: "জোছনা হারিয়ে যায় আকাশে জল এলে
দুটোর দেখা মেলে কেবল সাগরের জলে।
জোছনার আলোয় ভাসে সাগরের বুক
নাবিকের মনে ভাসে ফেলে আসা মুখ।
জোছনার আলোয় রূপোলী ঢেউ খেলে,
বিমূর্ত ছবি আঁকে জল জোছনা মিলে।"

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

মিথী_মারজান বলেছেন: অসাধারণ সুন্দর!
আর তারচেয়েও মন খারাপের কথা হলো, ইদানিং আমার নিজের ব্লগেই আসা হয়না তাই এত দেরীতে মন্তব্যটি দেখতে হলো!
আপনার জল ও জোছনা কবিতাটি আরো অনেক বেশি সুন্দর।
আমারটা ব্যক্তিক আর আপনারটা সার্বজনীন!
তবে আমি সত্যিই খুব আনন্দিত এত সুন্দর একটি কবিতার উদ্ভব আমার ব্লগের মন্তব্য থেকে হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
সবসময়ের শুভ কামনা জানবেন।:)

২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪

জাহিদ অনিক বলেছেন:


ব্লগে আপনার চাঁদ নিয়ে কবিতা ও লেখাগুলো পড়তে পড়তে এমন অনেকটা হয়েছে যে, চাঁদের কথা ভাবলেই কোথাও না কোথাও মিথি আপুর কথা মাথায় এসে যায়।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩

মিথী_মারজান বলেছেন: ওয়াও!
জাস্ট লাভ দিস কমপ্লিমেন্ট ভাইয়া!
অনেক অনেক ভালোবাসা জানবেন আমার সামান্য লেখায় এত বেশি ভালোবাসা প্রকাশ করার জন্য।:)

২৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: আমি আপনার প্রথম পোস্ট 'মিনতি" পড়েও একটা কমেন্ট রেখে এসেছিলাম। আশাকরি, একবার সময় করে পড়ে দেখবেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৬

মিথী_মারজান বলেছেন: অনেক অনেক দু:খিত।
আমার ব্লগে মনেহয় নোটিফিকেশন ঝামেলা হচ্ছে।
একটুও বুঝতে পারিনি ঐ কমেন্টটির ব্যাপারটা।
এমনকি সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন এটাও আপডেট হচ্ছোনা বহুদিন ধরে।
আপনার আন্তরিকতা তুলনাহীন।
কৃতজ্ঞতায় আবদ্ধ করে চলেছেন দিনের পর দিন।
আপনার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনের প্রত্যাশা করি মহান আল্লাহ্'র কাছে।
ভালো থাকবেন।:)

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কে এই কবি??? পাঠক তাহাকে চেনে না!!:(

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭

মিথী_মারজান বলেছেন: স্যরি!!!
মন্তব্যটা ঠিক বুঝলাম না।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ""ব্লগ লিখেছি:৬ বছর ১০ মাস""

আগে আমি ব্লগে নিয়মিত ছিলাম। কিন্তু আপনাকে চিনি না। তাই প্রশ্নটা করা। সন্দেশ খাবেন?:)

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০০

মিথী_মারজান বলেছেন: জ্বি না, ধন্যবাদ ভাইয়া।
আর এখন বুঝলাম আপনার কমেন্টটা।
আমি প্রথমদিকে খুব অল্প সময়ের জন্য ব্লগে ছিলাম আর মাঝখানে কয়েক বছরের একটা গ্যাপ ছিলো আমার।
তবে আপনাকেও দেখেছি এমনটা মনে পড়ছে না।

ধন্যবাদ।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.