নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

অসময়ে ফিরোনা তুমি পথিক

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩




খুব বেশি অপেক্ষার পর ফিরে এসোনা।
অবহেলার বিড়ম্বনা তুমি সইতে পারবেতো পথিক?
স্বল্প অপেক্ষায় থাকে
মৃদু পায়ের আশা জাগানিয়া শব্দের ভীরু কাঁপন।
উচ্ছল আনন্দে খেলা জমে ওঠে
স্বপ্নজালের রঙিন উলের গাঁটে।
কাঁধের মাপটায় হৃদয়ের অনুভব দিয়ে
এক ঘর দুই ঘর বেঁধে বেঁধে
ভালোবাসার সূক্ষ বুননে গড়া যায়
শুভ্র সাদা সোয়েটার।
তবে কাঙ্খিত সময় শেষে -
অভিমানী প্রেয়সীকে আর বসতে দেখা যায়না
সিঁড়িতে পা ঝুলিয়ে রেখে দোরগোড়ার ঐ দরজায়।
অসমাপ্ত সোয়েটারের উলগুলো অবহেলায় গড়াগড়ি খায়
মেঝের ধুলায় অথবা বিছানার অবহেলিত কোনে।
ধীর পায়ে চলে যাওয়া শীত গ্রীষ্ম বর্ষার সাথে তাল মিলিয়ে
বধুর চঞ্চলা দৃষ্টির সাথে সাথে
মাথার রঙ্গিন ঘোমটাও হয়ে ওঠে পথভ্রষ্ট।
তারপরও যদি তুমি না ফিরো পথিক!
তোমাকে যে সইতেই হবে
অপেক্ষমান হৃদয়ের ভারাক্রান্ত দহন।
কখনো দেখেছো কি পথিক
অসময়ের বৃষ্টির তীব্র প্লাবন?
অথবা হেমন্তে তীব্র খরার পরিণতি?
প্রকৃতির মত অসময়ের খেয়ালী রূপে
তুমিও আর অসময়ে ফিরোনা পথিক।
সাদা সেয়েটারের শুভ্রতাকে নষ্ট করে
বিষাদের মলিন ফিকে রঙ মেখোনা তোমার গায়।
ভয় হয় পথিক,
মধ্যরাতের একরাশ বৃষ্টিতে কাকভেজা হয়ে ফিরে এসে
তোমাকে না আবার নোংরা হতে হয়
উচ্ছাসবিহীন লুটানো আঁচলের ধুলায়।

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটা কবিতা পেলাম। খুব ভাল লেগেছে। পিকটাও এক্কেবারে কবিতার সাথে মানানসই।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
খুব ভালো লাগলো প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে।

ভালো থাকবেন।:)

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২

মনিরা সুলতানা বলেছেন: অবহেলিত হবার আগে হয়ত কোন পথিক ই অবহেলার যন্ত্রণা টের পায় না;

চমৎকার অপেক্ষার চিত্র এঁকেছ কবিতায় !!!!!
শব্দবুনন আমাকে মুগ্ধ করলো।

ভালোবাসা!

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৬

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন আপু।
হতে পারে যথাসময়ে ফিরতে না পারার পেছনে অনেক বড় কোন কারণ আছে।
আবার এটাও সত্যি, অপেক্ষারত মানুষটার অবহেলার পেছনেরর গল্পটাও হয় বেদনাবিধুর।
মায়া হয় দুজনের জন্যই।
তবে সময় একটা বিরাট ফ্যাক্ট।
এটাকে উপেক্ষা করলে তার শাস্তি পেতেই হয় সবাইকে।

অনেক অনেক ভালোবাসা আপু।


৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



বাংগলীরা খূঁট-কুটা আনতে চলে গেছে আরব, মালয়েশিয়ায়; বধুরা বছরের পর বছর পথ চেয়ে থাকে

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১১

মিথী_মারজান বলেছেন: উনাদের গল্পটাও আসলে এমন হয়।
জীবনের সবচেয়ে সুন্দর সময়টা দুই দিগন্তেই কাটিয়ে দিতে হয় দুজনকে।
খুব নির্মম এক জীবন।
কবে যে আমাদের দেশে শ্রমের সঠিক মূল্যায়ন হবে!

অনেক ধন্যবাদ চা্দগাজী সাহেব।
সুন্দর হোক আপনার প্রতিটি সময়।:)

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোন অফার না দিলে, পাঠক কবিতা পড়বে না। :(

লেখকের নিক দেখলে কোন গানের কথা মনে পড়ে????: P

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মিথী_মারজান বলেছেন: ওরে বাবা!!!
মাইন্ড খাইলে শাইন করতে পারবেন না ভাইয়া।
ব্যবসায়িক হিসাবে আমি বড্ড কাঠখোট্টা।

আর,খুব কঠিন তো ধাঁধাঁটা!
গান! গান!! গান!!!
হুম একটা ফানি গান মনে পড়ছে।
শুরু শেষ কিছুই বলতে পারবোনা, তবে একটা লাইনটা খুব সম্ভবত: - ফাঁস লাগায়া মইরা যামু মন্ডল বাড়ির গাছে...।:P

স্যরি, জোক্সটার জন্য।
তবে কোন গান মনে পড়ছে না।
কার গান ছিলো?
আর,কোন গানটা?
ধাঁধাঁর উত্তরটা প্লিজ.....:)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মনিরা সুলতানা বলেছেন: সময় একটা বিরাট ফ্যাক্ট।
এটাকে উপেক্ষা করলে তার শাস্তি পেতেই হয় সবাইকে।

সুন্দর বলেছ।

২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মিথী_মারজান বলেছেন: লাভ ইউ, লাভ ইউ আমার প্রিয় মন আপু....।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :):)

@"লেখক বলেছেন: ব্যবসায়িক হিসাবে আমি বড্ড কাঠখোট্টা।"
--- পাঠক কি মাথামোটা?? সেও তুখোড় দাবাড়ু।


@"ধাঁধাঁর উত্তরটা প্লিজ....."
--- টিপস দিব। লেখককে টেস্ট করা দরকার।
(শাহরুখ, কারিনার গান)

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০

মিথী_মারজান বলেছেন: আপনি যথেষ্ট বুদ্ধিমান।
আপনার কমেন্ট পড়েই তা বোঝা যায়।
যাইহোক, কিছু মনে পড়ছে না।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সনেট কবি বলেছেন: খুব ভাল লেগেছে।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯

ইমরান আল হাদী বলেছেন: ধরো আমি হারিয়ে গেলাম ফিরবার পথে,
তুমি পথ চেয়ে আছ,
আর আমি হারিয়ে গেলাম পথে।
যদি জানো ফিরবে না আর কেউ
প্রথম প্রহরে কড়া নাড়বে না কেউ
ধরো অপেক্ষার অসুখ বেড়ে গেছে।
ফিরবো না ফেরার সময় শেষ----
তখন তুমি কেঁদো না ফেলোনা জল
কেউ কেউ ফেরেনা---কেউ হরাবেই।

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি সুন্দর!
তবে ভীষন রকম মন খারাপের।

সবাই ফিরে আসুক আপন গন্তব্যে।
জগতের সকল প্রানী সুখী হোক।
অনেক ধন্যবাদ।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:


যত খুশি ব্যাথা দাও ভুল বুঝে চলে যাও
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে তুমার লেখা গান আমি গাইব !!




কবিতা পড়ে গানটার কথা মনে পরে গেল মিথী আপু।। ;)


কবিতা সুন্দর হয়েছে ++++

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

মিথী_মারজান বলেছেন: গানটা তো মনে হয় আমার শোনা হয়নি।
এটা কার গান ভাইয়া?
সময় করে শুনে দেখবো।

ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকুন সবসময়।:)

১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: আহ কি আহবান !!!!

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

মিথী_মারজান বলেছেন: লেখা পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।:)

১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:( #মিথী আপা!!----তাকে দেখলেই ‘বিল্লু বারবার’ (২০০৯) ছবির গানটি মনে পড়ে।(শায়মা আপার সাথে কথোপকথনে)


@শাহরিয়ার কবীর,
--- কবি বিরহের গান গাচ্ছে কেন?? মনের মানুষকে চাই?? পোস্ট দিয়েছি যোগাযোগ করেন।:P

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬

মিথী_মারজান বলেছেন: প্রথমে আপনাকে স্যরি বলে নেই ভাইয়া, আপনার আগের কমেন্টটি ভুল বুঝেছিলাম জন্য।
ভেবেছিলাম আপনার নিক দেখে কোন গান মনে পড়ে কিনা সেটা জানতে চাচ্ছেন।
এজন্যই তেমন করে রিপ্লাই দিয়েছিলাম।
স্যরি।

এখন বুঝতে পেরেছি, মারজান নামের সাথে মিল থাকায় আপনি মারজানি গানটি মিন করেছিলেন।
আপনি আমাকে শাহরুখ আর কারিনার একটা হিন্টস ও দিয়েছিলেন।
তারপরও বুঝিনি তখন।

ভাল থাকবেন।
ধন্যবাদ।:)

১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৪

তারেক ফাহিম বলেছেন: অপেক্ষা কী মধুর হয় কবি?

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৩

মিথী_মারজান বলেছেন: আমার মনে হয় নির্দিষ্ট সময়ের জন্য যে অপেক্ষাগুলো হয়, সেগুলো খুব মধুর।
সেখানে কেউ ফিরে আসবে এমন একটা বিশ্বাস থাকে, খানিকটা আনন্দ থাকে, কিছুটা উচ্ছ্বাস থাকে।
কিন্তু নির্দিষ্ট সময়টা পেরিয়ে গেলেই অপেক্ষার সাথে উৎকন্ঠা, বিরহ এমনকি সে আর কখনোই ফিরবেনা এমন একটা অবিশ্বাসও জন্ম নেয় তখন।


ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন।:)

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৯

সুমন কর বলেছেন: আহা অপেক্ষা !!!--------- কবিতা ভালো লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।:)

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯

কানিজ রিনা বলেছেন: অসময়ে ফিরোনা পথিক, অসাধারন লিখনী।
ধন্যবাদ।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

মিথী_মারজান বলেছেন: এমন করে বলার জন্য ধন্যবাদ আপু।
খুব ভালো লাগলো।
শুভেচ্ছা জানবেন।:)

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে, ম্যান। :)

শুভরাত্রি।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

মিথী_মারজান বলেছেন: খুব সুন্দর হোক আপনার প্রতিটি সময়।

ধন্যবাদ।:)

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:২৮

জাহিদ অনিক বলেছেন:



আমি তো উলটো কথা বলি--- শুনি উল্টো গান !


তবু যদি তুমি আসতে চাও. খোলা আছে আমার দু-হাত,. যেনো এখানে নেই কোনো হিসেব. শুধু আছে নীল আকাশ |. ভালো, যদি তুমি বাসতে চাও. নিজেকে আজ নিজের মতন,. ভেবে রেখে দিয়ে পিছুটান. চলে এস চলে এস

তবু যদি তুমি আসতে চাও

মধ্যরাতের একরাশ বৃষ্টিতে কাকভেজা হয়ে ফিরে এসে
তোমাকে না আবার নোংরা হতে হয়
উচ্ছাসবিহীন লুটানো আঁচলের ধুলায়।
-- একটা সময়ে উচ্ছ্বাস হারিয়ে যায়। এটাও সত্য। সময় যদি কোনকিছুকে একবার ভুলিয়ে দিতে পারে তবে আর ফিরে এলেও লাভ হয় না, উচ্ছ্বাস থাকে না।

তবুও--- বাংলালিংকের মত; আপনজনের ফিরে আসার মূল্য আমরা বুঝি।
কবিতা খুব ভালো লেগেছে। যে চলে যেতে চায় সে যাওয়ার আগে দুইবার ভাবুক

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:৩২

মিথী_মারজান বলেছেন: বেশ তো ভাইয়া।
এমন করে ভাবতে পারলেতো আরো বেশি ভালো।
তবে ভাইয়া, সঠিক সময় বলে একটা ব্যপার অবশ্যই আছে।
সেই সময়টার পর সুর কেটে যায় সবকিছুর।
ফিরে আসার মূল্য শুধু সত্যিই অমূল্য।তবে গ্রামীনফোনের মত দূরত্ব যতই থাক কাছে থাকুন এর মত একটা টাচেও থাকতে হবে। তা না হলে আবার চোখের আড়াল থেকে মনের আড়াল হবার সম্ভাবনা দেখা দেবে।

খুব সুন্দর বলেছেন ভাইয়া, যে চলে যেতে চায় সে যাওয়ার আগে দুইবার ভাবুক।
ঠিক তেমন করেই আমি বলবো, সময় শেষে ফেরার আগেও দুইবার ভাবা উচিত।
নাহয় আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মুভিটার মত হতে পারে।;)

গানটা খুব সুন্দর ভাইয়া।
সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা।
শুভেচ্ছা।:)

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: প্রিয় কারও জন্য অপেক্ষা খুবই কষ্টের।এই কষ্ট যে কত মানুষকে সইতে হয় তার কোন শেষ নেই।
কবিতা ভাল লেগেছে আপু।

০২ রা মে, ২০১৮ রাত ৮:০১

মিথী_মারজান বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
অবসান হোক সকল প্রতীক্ষার।
অনেক ধন্যবাদ ভাইয়া আমার।
ভালো থাকুন সবসময়।:)

১৮| ০১ লা মে, ২০১৮ দুপুর ১:১৬

শিখা রহমান বলেছেন: মিথীমনি কি সুন্দর যে লেখো তুমি!! ভালোবাসা বন্ধক রেখে কি আসলেই যাওয়া যায়? ফিরে এলেই কি আর ভালোবাসা আগের মতো থাকে? অপেক্ষার সাথে সাথে কবিতায় অভিমানও সুর তুলেছে।

ভালোবাসা ও আদর মিষ্টি কবিকে। ভালো থেকো।

১৯| ০২ রা মে, ২০১৮ রাত ৮:৫৬

মিথী_মারজান বলেছেন: চমৎকার বলেছেন আপু।
ভালোবাসা বন্ধক রাখার কথা।
হুম, অনেকে ঠিক এমনটা ভেবেই বন্ধক রেখে চলে যায়।
কিন্তু ফেরার পর সুদ-আসল মিলিয়ে আর ভালোবাসা ফিরিয়ে নেবার যোগ্যতা বা অধিকার দুটোই তারা হারিয়ে ফেলে।
আর আপু, অপেক্ষা আর অভিমান তো একে অন্যের পরিপূরক।
সেজন্যই বোধহয় একসাথে সুর তুলেছে।

এত সুন্দর করে ভালোবেসে সবসময় মন ছুঁয়ে দেন আপনি আপু।
আপনিও সবসময় অনেক বেশি সুন্দর থাকবেন প্রিয় জারুল ফুল আমার।:)

২০| ০২ রা মে, ২০১৮ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




সময় .... সময় ! সময়ের কি হুশজ্ঞান নেই !!
সময় যখন অসময়ে গড়িয়ে যায় তখন সোয়েটারের শুভ্রতা ধূলোবালিতে কেবল মলিন হয়েই ওঠে ।

ভালো লিখেছেন ।

০২ রা মে, ২০১৮ রাত ৯:৪৪

মিথী_মারজান বলেছেন: বেশ্ মজা করে বললেন তো!
হুম, সময়ের হুশজ্ঞান মানুষের চেয়ে অনেক বেশি।
প্রেস্টিজ জ্ঞান খুব বেশি তো তাই অবহেলা মোটেই সহ্য করতে পারেনা।
আর তাইতো, অবহেলাকারীকে কড়া শাস্তি দেয় সবসময়।
হা হা হা।

অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো আছেন নিশ্চয়ই।
শুভেচ্ছা।:)

২১| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন । ভালো লাগলো বেশ

০৩ রা মে, ২০১৮ রাত ৯:৫১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি।
আপনাকে পেয়েও আমার খুব ভালো লাগলো।
খুব সুন্দর থাকুন সবসময়।:)

২২| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৮:৪৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বড় সুন্দর আকুতি। সুশীতল আবেগ। অনেক ভালো লাগা মিথীআপা।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৪১

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ কঙ্কাবতী রাজকন্যা।
আশাকরি ভালো আছেন।
খুব সুন্দর লিখেন আপনি।
শুভ কামনা।:)

২৩| ০৪ ঠা মে, ২০১৮ সকাল ৯:১৬

কাওসার চৌধুরী বলেছেন: নতুন লেখা নেই কেন? নতুন কবিতা/ছড়া চাই।

০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৪৬

মিথী_মারজান বলেছেন: সবারটা পড়তেই আমার ভালোলাগে ভাইয়া।
মাথায় ভুত চাপলেই লিখবো কিছু একটা।
হুটহাট ব্লগে আসি তাই সেভাবে কমেন্ট করা হচ্ছেনা, তবে আপনার লেখাগুলো অফলাইনে হলেও পড়ার চেষ্টা করি।
এভাবেই সমৃদ্ধ করুন সামুর পাতা।
আপনার জন্য আন্তরিক শুভ কামনা।
আর মনেকরে খোঁজ করার জন্য অশেষ ধন্যবাদ।
ভালো থাকবেন।:)

২৪| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:০৩

নীহার দত্ত বলেছেন: পথিকের পথ শেষ হয়ে গেলে সে ফিরে আসতে চায় কিন্তু সে যে পথে হেঁটে গেছে সে পথে ফিরে আসতে চাইলেই যে চাওয়া যায় না। কপাটিকা বন্ধ হয়ে থাকে মাঝেমধ্যে।

সুন্দর কবিতা

১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৮

মিথী_মারজান বলেছেন: পথিকের দুঃখ বুঝি।
কিন্তু যে পথচেয়ে বসে থাকে তার কি দোষ বলুন!
ফেরার পথগুলো কেন এত কঠিন হয় সবসময়!!!:(

অনেক ধন্যবাদ নীহার দত্ত।
সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা রইলো।
শুভেচ্ছা জানবেন।:)

২৫| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

নীলাদ্রী হীমান বলেছেন: মাঝে মাঝে প্রতীক্ষারও যে একটা নির্মম আনন্দ আছে। তবে যা বলেছেন, অসময়ে ফিরো নে পথিক। অসময়ে কারোই যে ফেরা উচিত্ নয়। বহুদিনের ঝড়, বহু বন্যা,খরা, উপদ্রব পেরিয়ে যখন হৃদয়ের পরিবেশটা স্বাভাবিক হয়ে আসে তখন নতুন করে ফিরে নতুন ঝড় জাগাবার এই খেলা কারোই উচিত নয়। দারূন লিখেছেন কিন্তু।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৬

মিথী_মারজান বলেছেন: আনন্দের সাথে নির্মম শব্দটা যে খুব বেমানান নীলাদ্রী।
ফিরে আসা, অপেক্ষা, শব্দগুলো যতটা আনন্দ নিয়ে প্রতীক্ষা করে, সময় শেষে ফেরাটা ঠিক ততটা নির্মম বিড়ম্বনায় ফেলে দেয়।
অবসান হোক সকল প্রতীক্ষিত হৃদয়ের।
দারুণ বলে উৎসাহিত করায় অনেক অনেক ধন্যবাদ।:)

২৬| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

নীলাদ্রী হীমান বলেছেন: মাঝে মাঝে বেমানান শব্দগুলো খুব সুন্দর মানিয়ে যায়। যেমন ধরুন আমার আলাপনের বালিকা। আমি তাকে বলি ভয়ংকর সুন্দর। অনেকেই প্রশ্ন করে, সুন্দর আর ভয়ংকর তো মানায় না। আমি বলি , এর থেকে মানানসই আর হয় না।

১১ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৬

মিথী_মারজান বলেছেন: আপনার পয়েন্ট অফ ভিউ আমি আগের কমেন্টেই বুঝেছি নীলাদ্রী।:)
ভয়ঙ্কর সুন্দর টার্মটারর সাথে আমিও পরিচিত।
যেখানকার সার্বক্ষণিক ব্যাকগ্রাউন্ড মিউজিক হল - আমি জেনে শুনে বিষ করেছি পান।
হা হা হা।
শুভ কামনা লাইফ এডভেঞ্চারে।;)

২৭| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১৯

খায়রুল আহসান বলেছেন: অবহেলায় অনাদর, অনাদরে অভিমান, অভিমানে অপেক্ষা, এই তিনটে আবেগ অনুভূতি হঠাৎ হঠাৎই ঘটে থাকে। এর পর শুরু হয় ফিরে আসার পালা। সেটা কখনো কখনো সময়মত ঘটে গেলে আগের সবগুলো পুষিয়ে যায়, তা না হলে বেদনার বৃক্ষ শেকড় ছড়িয়ে পোক্ত হতে থাকে।
আপনি ঠিকই বলেছেন, ফিরে আসার জন্য সময় একটা বড় ফ্যাক্টর
চমৎকার কবিতায় দুটো প্লাস + +।

০৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ। বহুবছর পর ব্লগে ফিরে আপনার মন্তব্যে আপ্লুত হলাম। ইনফ্যাক্ট কৃতজ্ঞতা আপনার প্রতি ব্লগে ফেরার জন্য অনুপ্রাণিত করার জন্য।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.