নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস অথবা দীর্ঘশ্বাস

০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪২




যেতে চাইলে -
চলে যেতে পারো বহুদূরে।
যতটা দূরে গেলে হারিয়ে যেতে পারবে দিগন্তরেখায়।
উড়ে যেতে পারো স্কাইলার্ককে সাথে নিয়ে
আরো উঁচুতে সুদূর কোন মেঘ প্রদেশে।
নাহয় ডুব দিয়ে ভেসে যেও অতল সাগর নীলে,
ঝিনুক ভেলায় চেপে জলপরীদের জলসায়।
বন্দীত্বের দমবদ্ধ ভালোবাসায় বিশ্বাস নেই আমার।
যারা বলে চোখের আড়াল মানেই মনের আড়াল হওয়া,
তাদের উপর রাগ হয় আমার, জানো!
ওরা গড়তে জানেনা পাথুরে হৃদয়ে প্রিয় মুখের ভাস্কর্য।
যারা বলে সারাটিক্ষণ থাকো শুধু স্পর্শের ভেতর;
তাদের জন্যও মায়া হয় আমার।
আমি সহ্য করতে পারিনা ডানাঝাপটানো বন্দী পাখির তীব্র হাহাকার।
আমিতো বলবো, তুমিও উড়ে বেড়াও গাছে গাছে।
বাবুই পাখির কাছে দীক্ষা নাও কিভাবে সামান্য খড়কুঁটো দিয়ে
গড়ে তোলা যায় স্বর্গের চেয়েও সুখের একটি ঘর।
আপত্তি নেই যদি ভ্রমর হও তুমি।
ফুলে ফুলে হোঁচট না খেলে
যাচাই করবে কিভাবে খাঁটি মধু পরাগের স্বাদ?
ঝড় হতে চাও? বেশ তো!
সবকিছু লন্ডভন্ড করে দিয়ে
তারপর নাহয় জয় করে নিও শান্ত স্নিগ্ধ সকাল।
তবুও কখনো পিছু ডেকে বলবোনা -
তুমি আমার হও!
একটি বারের তরেও কেঁদে সাধবোনা -
দয়া করে ফিরে এসো!
আমি শুধু চাই,
তুমি মনের গভীরে বিশ্বাস করো -
তোমার জন্য আমি আছি।
আমি ছিলাম এবং থাকবো ঠাঁয় দাঁড়িয়ে ;
ঠিক যেখানটায় তুমি রেখে চলে যাবে আমায়।
অভিমানী, অহঙ্কারী অথবা জেদি
যে নামেই তুমি ডাকোনা কেন আমাকে;
আমার বিশ্বাস শুধু ভালোবাসার গভীরতায়।




ছবিসূত্র : ইন্টারনেট

মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৩

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ

০৬ ই মে, ২০১৮ রাত ১০:২৮

মিথী_মারজান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ আবু আফিয়া।
শুভেচ্ছা রইল।:)

২| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালোবাসা গভীর হোক!

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩০

মিথী_মারজান বলেছেন:
ধন্যবাদ প্রান্তর পাতা।
বেশ তো জোরে সোরে ব্লগিং চলছে আপনার।
শুভ কামনা সবসময়ের জন্য।:)

৩| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৫৯

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
শুভ কামনা।:)

৪| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমারও একই বিশ্বাস। কৃত্রিম নয় অকৃত্রিম ভালোবাসায় আমারও বিশ্বাস। ব্যতিক্রমী ভাবনায় লিখা অকৃত্রিম ভালোবাসার গভীরতায় আমিও হারিয়ে গেলাম কিছুক্ষণ। হৃদয়ের কথাগুলো খুঁজে পেলাম কবিতায়। দারুণ লাগলো।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৩৫

মিথী_মারজান বলেছেন: বাহ্!
আপনার বিশ্বাসের ভীত তো দেখি দারুণ মজবুত!
ধন্যবাদ এত আন্তরিকভাবে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
অনেক অনেক শুভ কামনা রইলো।
ভালো থাকবেন ভাইয়া।:)

৫| ০৬ ই মে, ২০১৮ রাত ১০:০০

কাওসার চৌধুরী বলেছেন:

চমৎকার অভিমান মিশ্রিত একটি কবিতা। দূরে যাওয়া মানে এক্কেবারে চলেে যাওয়া নয়। এই বিশ্বাস থাকাটা জরুরী। অনেক ভাল লাগার একটা কবিতা। শুভেচ্ছা আপনার জন্য।

০৬ ই মে, ২০১৮ রাত ১০:৪১

মিথী_মারজান বলেছেন: বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর....!!!
আমিতো মনেকরি বিশ্বাস হচ্ছে ভালোবাসার সবচেয়ে মজবুত স্তম্ভ।
ছবি আর সুন্দর কমেন্টটিতে অনেক ভালোলাগা রইলো ভাইয়া।
অনেক ভালো লাগলো আপনার শুভেচ্ছা পেয়ে।
আপনিও সবসময় ভালো থাকুন।
আর হ্যাঁ! সামুর সাথেই থাকুন।:)

৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: একেবারে পাক্কা হাতের লেখা.


কবিতা ভালো লিখেছেন।।

০৭ ই মে, ২০১৮ রাত ১:২৪

মিথী_মারজান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবীর ভাই।
সবসময় ভাল থাকুন।
শুভেচ্ছা রইলো।:)

৭| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: বিশ্বাস !!!!
চমৎকার একটি শব্দ!!! বিশ্বাস হচ্ছে আমাদের এগিয়ে চলার প্রেরণা।যে বিশ্বাসী সে কখনো ঠকে না।বিশ্বাস ভঙ্গকারীরা পরাজিত হয়।
দারুন সব উপমায় সাজিয়েছ শব্দমালা !!!
ভালোলাগা ভালোলাগা ভালোবাসা।

০৭ ই মে, ২০১৮ রাত ১:৩১

মিথী_মারজান বলেছেন: একদম ঠিক আপু।
বিশ্বাস ভঙ্গকারীরা পরাজিত হয়।
যদিও বিশ্বাসকারীদেরকেও মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলতে হয়।

অনেক ধন্যবাদ আর সেইসাথে আনলিমিটেড ভালোবাসা আপনার জন্যও আপু।
ইউ আর মাই সো সো সো কিউট মন আপু! (হার্ট ইমো হবে)

৮| ০৭ ই মে, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


মেকানিক্যাল হৃদয়ের থেকে আসা ভালোবাসার ডায়ালগ?

০৭ ই মে, ২০১৮ রাত ১:৪৩

মিথী_মারজান বলেছেন: কি যে কঠিন প্রশ্ন করলেন ভাইয়া!!!
আমিতো কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি।
(এমনিতেই কবিতা পোস্টগুলোতে আপনার কমেন্ট আমি যেই ভয় পাই!!!) : p
কি রিপ্লাই দিবো আমিতো রীতিমতো কনফিউশনে পড়ে গেছি।

যাইহোক ভাইয়া,
যখন যা মনেহয় হুটহাট লিখি।
আমি তো যা ফিল করি সেটাই লিখতে চেষ্টা করি।
এখন আমার হার্ট মেকানিক্যাল কিনা সেটাতো সঠিক বলতে পারবে আমার আশেপাশে থাকা মানুষেরা।

ভালো থাকবেন ভাইয়া।
মন্তব্যের জন্য ধন্যবাদ।




৯| ০৭ ই মে, ২০১৮ সকাল ৭:২২

জাহিদ অনিক বলেছেন:


ভুবন ভ্রমিয়া শেষে তুমি আসিবে আমারও দেশে ;)
শুভ সকাল কবি

০৭ ই মে, ২০১৮ রাত ৮:১২

মিথী_মারজান বলেছেন: কেউ কেউ কখনোই বলে যায়না - 'বাড়িতে থেকো, আমি ফিরবো'।
আমি এমন মানুষের জন্যও অপেক্ষা করতে জানি।

কবি বলিয়া লইজ্জা দিবেন না জনাব।
আদেশক্রমে : মিথী আপু।:)

১০| ০৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: এই দুনিয়ার ওপর বিরক্ত , আবার এই দুনিয়ার মায়াতেই আসক্ত !!

০৭ ই মে, ২০১৮ রাত ৮:১৫

মিথী_মারজান বলেছেন: বিরক্তি, আসক্তি, মায়া, বিশ্বাস, ভালোবাসা সব মিলিয়ে একটা ককটেল বানিয়েছি ভাইয়া।: p
হা হা।
ভালা আছেন আশা করছি।
শুভেচ্ছা।:)

১১| ০৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: অভিমানি কবিতা মনে হল।অভিমান ভাল তবে বেশি অভিমান মানুষকে শুধু কষ্টই দেয়।
খুব ভাল থাকুন।

০৭ ই মে, ২০১৮ রাত ৮:২৪

মিথী_মারজান বলেছেন: অভিমান... অভিমান... অভিমান.....।
দিক না কষ্ট! থোরাই কেয়ার করি! হুহ!
হা হা।
'ভালোবাসলে...
কষ্ট পাওয়াটা কখনে সখনো জরুরী হয়ে দাঁড়ায়!': p

আমি ভালো আছি ভাইয়া।
আপনিও সবসময় ভালো থাকবেন।
শুভেচ্ছা।:)

১২| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি কবিতা বুঝি না!!:(

শেষ পর্যন্ত আপনিও কবিদের খাতায়.......!! :( আমাদের মত অ-কবিদের কি হবে, ভাই???:(


@মনিরা আপার লেখায়,
"মিথী_মারজানবলেছেন: আপু!!!পা দুইটা দেন, সালাম করি।লাথি দিলেও চলবে, আশির্বাদ হিসাবে নিবো।"
--- আপনার কমেন্ট পড়ে হাসতে হাসতে ফিট হয়ে গেলাম।:D এখন ওষুদের দাম দ্যান:P

০৭ ই মে, ২০১৮ রাত ৮:৩৮

মিথী_মারজান বলেছেন: কবিদের খাতায়, পাতায় কোথাও আমাকে পাবেননা ভাইয়া।
এসব আমার হুজুগে লেখা।

ওষুধের দাম চান ক্যান হ্যা!!!!X((
পানি নাই পানি!!!
চোখমুখে ছিটা দিলেই তো সেন্স ফিরে আসে।
আর যদি পানি থেরাপী কাজ না করে তাহলে ওয়ালে একটা সজোরে ধাক্কা খাবেন।
এটা হচ্ছে সেন্স ফেরার বাংলা সিনেমা থেরাপি! : p
হা হা হা।

১৩| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতার ভালোবাসায় দৃঢ়তা আছে । ভালোবাসার দৃঢ়তা ভালো লাগলো । :)

০৭ ই মে, ২০১৮ রাত ৮:৪২

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
ভালো থাকবেন।:)

১৪| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




যেতে চাইলেই তো যাওয়া যায় কিন্তু সবাই কি যায়, না যেতে পারে ?

বিশ্বাসের শেষ সীমানায় পা পড়ার পরে মানুষ আর যাবে কোথায় ? শেষ আকাশে ডানা মেলার পরে ভালোবাসার পাখিরা আর উড়বে কোথায় ? কাউকে না কাউকে তো তাই ফিরতেই হয় বিশ্বাসের ডেরায় !

ভালো হয়েছে কবিতা ও তার বক্তব্য ।

০৭ ই মে, ২০১৮ রাত ৯:৩৫

মিথী_মারজান বলেছেন: কি যে সুন্দর করে সবসময় কথা বলেন আপনি!!!
ইচ্ছা করলেও অনেক কথা বলতে পারিনা।
উপযুক্ত কথা খুঁজে পাইনা তখন।
শুধু মনিরা আপুর সাথে সুর মিলিয়ে বলবো- বিশ্বাসীরা কখনো ঠকে না।
বিশ্বাস ভঙ্গকারীরা পরাজিত হয়।

অন্যরকম আবেশ ছড়ান আপনার প্রতিটি পদচারণায়।
কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা সবসময়ের জন্য।:)

১৫| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল লাগছে। প্যারা করে দিলে সুন্দর দেখাতো ----

০৭ ই মে, ২০১৮ রাত ৯:৪১

মিথী_মারজান বলেছেন: পরবর্তীতে খেয়াল রাখবো ভাইয়া।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।:)

১৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনি তো শিখা আপার মত কিংবদন্তী সব প্রতিউত্তর করেন। প্রতিউত্তর পাওয়ার জন্যই তো মন্তব্য করা দরকার।:P


আপনার প্রতিউত্তর পড়ে আমি আবার ফিট!!!:(
এক্কেবারে আইসিইউ!:p

০৭ ই মে, ২০১৮ রাত ১১:২৭

মিথী_মারজান বলেছেন: আপনার তো ভাইয়া ফিট খাওয়ার মৃগী রোগ আছে দেখছি!!X(
সেকেন্ড টাইম ফিটেই যদি আই.সি.ইউ. পর্যন্ত যেতে হয়, তাহলে এখনি সাবধান!
দানে দান তিন দান, বলে বাংলায় একটা প্রবাদ আছে কিন্তু!!! :p
এক কাজ করেন, বেশি বেশি ফিট বিস্কুট খান আর শারীরিকভাবে ফিট খাওয়া থেকে নিজেকে সামলান।B-)

আর, শিখা আপুর পাশে আমার কথা কোনভাবেই মানায় না!
শিখা আপু, মনিরা আপু উনারা হচ্ছেন বস্ মানুষ।
লেখায়, ভালোবাসায়, বন্ধুত্বে, উনারা আমার ফেয়ারী গডেস।:)

১৭| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:৫৬

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।

০৮ ই মে, ২০১৮ দুপুর ১:২৮

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক শুভেচ্ছা।:)

১৮| ০৮ ই মে, ২০১৮ রাত ১:৩৫

শিখা রহমান বলেছেন: মিথীমনি শেষের লাইনটা যে কি সুন্দর "আমার বিশ্বাস শুধু ভালোবাসার গভীরতায়।" অনেক অনেক দিন এই লাইনটা মনে থাকবে।

@নিজাম আপনার মিথীর থেরাপিতে সেন্স না ফিরলে আমাকে বলেন। লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়ে দেব। :P

তবে মিথীমনির কবিতা পড়ে আসলেই মন উড়ে বেড়াচ্ছে। অনেক আদর আর ভালোবাসা মিষ্টি কবি।

১৯| ০৮ ই মে, ২০১৮ দুপুর ১:৫২

সামিয়া বলেছেন: প্রিয়তে নিলাম পড়ে পড়বো ।

২০| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:২৮

মিথী_মারজান বলেছেন: আপু!!!
আপনার কাছে ভালোলেগে থাকলে আমি বলবো লাইনটা তাহলে স্বার্থক!
সবচেয়ে বড় কথা,আমাকে ভালোবাসেন তো তাই হয়ত:এত সুন্দর করে বললেন।
থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার জারুল ফুল।:)

আর আপু,নিজাম ভাইয়ার জন্য লাঠির বাড়ির দরকার নেইতো!
আপনি বেশি বেশি করে লেখা দিন,ওগুলো পড়ার লোভে আর আপনার সাথে গল্প করার লোভে,আপনার ব্লগে যেতে হলেও উনার সেন্স অটোমেটিক চলে আসবে।
হা হা হা।


২১| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৩১

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ সামিয়া আপু।
আশাকরছি সময় করে পড়বেন।
অনেক অনেক ভালো থাকুন সবসময়।
শুভ কামনা নিরন্তর।:)

২২| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:( ধূর! লেখকের সাথে কথাই হয় না। কখন আসে আর কখন যে ফুড়ুৎ? :P

লেখকের তো শিখা আপাকে পেয়ে আবেগে টালমাটাল অবস্থা! চিঠির উত্তরে নিজের ঠিকানা লিখে বসে আছে! ডাক্তর লাগবে???:P


আমি এখন সুইট শিখা রহমানের পেজে যাব:D
টা... টা....

০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩

মিথী_মারজান বলেছেন: হুম, আমি মানুষটাই এমন।
এক আকাশ আবেগে ভাসি সবসময়।
আর শিখা আপু সেই আকাশের পরীমাতা।
হা হা।

যাইহোক,
আপনার একটা কথা বুঝিনি!
ডাক্তার লাগবে কেনো???
মাঝে মাঝে আমি কিন্তু টিউব লাইট হয়ে যাই।
কথা বুঝতে দেরি হয়।
আর আজ আমি টিউবলাইট মুডে আছি।

যাই, আমিও দেখে আসি আমার শিখা আপুর লাঠির বাড়ি কতটা কাজে আসলো!
হা হা।

২৩| ০৯ ই মে, ২০১৮ রাত ১২:৫৭

সামিয়া বলেছেন: প্রচন্ড দমবন্ধ করা ভালবাসায় পরিপূর্ণ একটি কবিতা, শেষটায় প্রচণ্ড ভালোলাগা, অসাধারণ লিখেছেন আপু।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৯

মিথী_মারজান বলেছেন: লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ সামিয়া আপু।
দমবন্ধ ভালোবাসা ছিলো বুঝি!!!
আমার নিজেরইতো বিশ্বাস নাই দমবদ্ধ ভালোবাসায়।
আমিতো মুক্ত করে দিতে চাই বন্দীত্বের শৃঙ্খল!
তাহলে শেষমেশ, দীর্ঘশ্বাস....।

২৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাইছি আজকে, :)

@"চিঠির উত্তরে নিজের ঠিকানা লিখে বসে আছে!"
- এর অর্থ প্রতিউত্তর না করে নিজেই মন্তব্য করেছেন কেন??


ভাবলাম একটা লঠির বাড়ি খেয়ে আসি, কিন্তু মাই ডিয়ার শিখা আপা নেই!!!:(

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩

মিথী_মারজান বলেছেন: ওহ্!
এখন বুঝেছি।
সেল ফোন থেকে ব্লগিংয়ে এই সমস্যাটা হয়।
মন্তব্যের ঘরগুলো ধোঁয়াশা লাগে মাঝে মাঝে।

হা হা।
হুম, আমিও দেখেছি শিখা আপুকে খুঁজে পাননি।
আফসোস!!! :)

২৫| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"মিথী_মারজানবলেছেন:

আরেএএএএএ!!!

আপনি দেখি সত্যি সত্যি ফিট খেয়ে পড়ে আছেন!লেখা, মন্তব্য ভালোলাগছে না কেনো? শিখা আপুকে বলতে হবে স্কুল মাষ্টারদের মত জালি বেত কিনে রাখতে। :P"




:`>:`> :``>>

ওরে!!!! ওসব আমার পার্সনাল লেখা।!

(ইশ্ কি ভুল করলাম। ওসবে কমেন্ট অপশন বাদ দিতে হবে:P, নয়তো কেলেঙ্কারি হয়ে যাবে:P)

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৪

মিথী_মারজান বলেছেন: ওহ্!
স্যরি!!!
এখনো কিন্তু ওখানে কমেন্ট অপশন খোলা আছে।:)

২৬| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়ে মানে.....
না মানে......
কমেন্ট অপশন বন্ধ করতে পারছি না:(। আপনাদের কাছে লুকানোর কি আছে?:D


লেখকের কাছে ক্ষমাপ্রার্থী। ঐ পোস্টটি মুছে ফেলেছি। আশা করি মাথায় বাড়ি দিবেন না।:P

আজকের মত বিদায়.....

১০ ই মে, ২০১৮ সকাল ৯:৫৩

মিথী_মারজান বলেছেন: স্যরি হতে হবে কেনো!!!
আপনার পোস্ট আপনি দিবেন, যেভাবে খুশি সেভাবে দিবেন।
আর মাথায় বাড়ি!!!
শোনেন ভাইয়া, আইন নিজের হাতে তুলে নেবার মত অতটা বোকা আমি নই।
তবে প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর (সুইট শিখা আপু) সহায়তা অবশ্য নিতে পারি। :p

আচ্ছা, ভালো কথা।
আপনার পোস্ট তো মুছে দিয়েছেন, তাহলে ঐ পোস্টে করা উপরের মন্তব্যটা কি আমার মুছে দেওয়া উচিত?

২৭| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসার ওপর এত অগাধ বিশ্বাস যার আছে তার বিশ্বাসের অমর্যাদা হতেই পারে না! তার ভালোবাসা অবশ্যই তার কাছে ফিরে আসবে। অসম্ভব সুন্দর লেখা! প্লাস!!

১০ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

মিথী_মারজান বলেছেন: ডিয়ার মাননীয় সম্রাট
বিশ্বাসের অমর্যাদা তো বাস্তবতার চলমান ধারা।
বাংলা সিনেমার পুলিশ আর হারিয়ে যাওয়া নায়ক বা নায়িকার মত শেষ সময়ে ফেরার বিড়ম্বনা দেখেছেন নিশ্চয়ই!
সবকিছু ঠিক হয় তবে অনেক কিছু শেষ হয়ে যাবার পর।
তারপরও আশা বেঁধে রেখে দ্বীপ জ্বেলে রাখতে ভালোবাসি আমি।

অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যে।
ভালো থাকবেন সবসময়।:)

২৮| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার প্রতিউত্তরগুলোও অসাধারণ হয়। এটাও তার ব্যতিক্রম নয়। আমার মনে হয় ভালোবাসা খাঁটি হলে একদিন না একদিন তা পূর্ণতা পায়ই। তাই কিছু সময় বিড়ম্বনায় ভুগলেও আখেরে ফলটা সুমিষ্টই হয়। অবশ্য এতে কারো দ্বিমত থাকাটাও অস্বভাবিক নয়।

পুনশ্চঃ দ্বীপ(!) নাকি দীপ? দীপ. প্রদীপ, বাতি। দ্বীপ- চারিদিকে পানিবেষ্টিত স্থলভাগ।

শুভকামনা।

১০ ই মে, ২০১৮ দুপুর ১:২০

মিথী_মারজান বলেছেন: হুম হুম
খেয়াল করিনি একটুও।
স্যরি ভাইয়া।
আবেগের চোটে ভুল লিখে ফেলেছিলাম।:p
হা হা।

থ্যাংক ইউ মাননীয় সম্রাট।:)

২৯| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ "আপনার পোস্ট তো মুছে দিয়েছেন, তাহলে ঐ পোস্টে করা উপরের মন্তব্যটা কি আমার মুছে দেওয়া উচিত?"

-- না ভাই, মুছে ফেলার প্রয়োজন নেই। :)

@" মিথী_মারজানবলেছেন: @নিজাম ভাইয়া,মি_মা???!!!হাসতে হাসতে এবার আমি শেষ!মামি ডাকলেও মনেহয় এত হাসি পেতো না!হা হা।বাই দ্যা ওয়ে, আপনার সংগৃহীত গানটি ভালো লাগলো।"

অরিজিনাল কবিতাঃ
শিউলী ফুল, শিউলী ফুল
চিনতে তোমায় হয়নি-কো ভুল,
মাটির বুকে ঝরে পড়ো
লজ্জায় কেন জড়সড়,
কানে তোমার পরাবো দুল
আমার প্রিয় শিউলী ফুল।। (সংগৃহীত, প্রেমানন্দ, সাকিন সারিসুরি)

১০ ই মে, ২০১৮ দুপুর ১:২৩

মিথী_মারজান বলেছেন: ও! আচ্ছা!
আমিতো ভেবেছিলাম আপনি নিজে থেকে লিখেছেন।

পুনশ্চ: কে যেন বলেছিলো আমি কবিতা পড়িনা বা বুঝিনা এই টাইপ কি একটা কথা।:)

ধন্যবাদ।:)

৩০| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

জুন বলেছেন: অদ্ভুত এক ভালোলাগায় মন ভরে গেল মিথী মারজান । যেতে নাহি দিব হায় --
+

৩১| ১২ ই মে, ২০১৮ রাত ১১:৫৫

মিথী_মারজান বলেছেন: 'যেতে নাহি দিব
হায়, তবু যেতে দিতে হয়
তবু চলে যায়...'
---------------------------
মাঝে মাঝে কি মনেহয় আপু জানেন!
মনেহয়, রবী ঠাকুর বসে থাকুক, আর আমি তার পায়ের কাছে চোখবন্ধ করে করে কিছুক্ষণ বসে থাকি।
এত সুন্দর সুন্দর করে প্রতিটি কথা একটা মানুষ কিভাবে বলতে পারে!


যাইহোক আপু,
অনেক ভালোলাগলো আপনার সুন্দর মন্তব্যটি পেয়ে।
অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন।:)

৩২| ৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবি বেশ উদার! এতটা উদারতা সম্ভব, খুব সম্ভবতঃ কবিতার ঐ শেষ চরণটার কারণেই।
কবিতায় + +

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৮

মিথী_মারজান বলেছেন: শেষ চরণটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।
তবে বাস্তব জীবনে কবিদের বিশ্বাস করা মোটেই উচিত না কিন্তু!
কবিরা কিছু ক্ষেত্রে খুব ভন্ড হয় জানেন তো?
সত্য মিথ্যা কল্পনা মিশিয়ে একেকটা লেখা লিখে ধোয়া তুলসিপাতা সেজে থাকায় কবিদের জুড়ি মেলা ভার। :p
আমিও বোধহয় তেমনটাই উদার।

লেখাটি পড়ে অনুপ্রেরণা দেবার জন্য অনেক কৃতজ্ঞতা।:)

৩৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

নীলাদ্রী হীমান বলেছেন: সত্যি তাদের জন্য আমারো খুব মায়া হত। কেমন করে মিলে গেলে আপনার আমার এই করূণা??

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

মিথী_মারজান বলেছেন: যারা ভালোবাসতে জানে, কোথায় যেন তাদের সবারই আবেগের জায়গাটা খুব মিলে যায় নীলাদ্রী।
করুণার কথা থাক্ না!
কিছু ভুল, কিছু ভ্রান্তি বোধহয় ভালোবাসারই একটা অংশ।
আসল জায়গাটা তো বিশ্বাসে।
নাহয় পুরোটাই দীর্ঘশ্বাস হতে বাধ্য।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.