নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

বেগুনী খামের চিঠি

০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:১৩



সমুদ্রের পোস্ট বক্সে দেবার জন্য
জল রঙে এঁকেছিলাম মস্ত এক চিঠি।
নালিশের বিশাল ফর্দ ছিলো বেগুনী খামে লুকোনো।
কেন যে সে জানেনা!
হাতে হাত রেখে সাগরের নীলে মন ভেজাতে হয়।
বোকা ছেলেটা এটাও বোঝেনা -
শুধু সে পাশে থাকলেই
সমুদ্রের ফেনিল ঢেউ এসে
আলতো করে আলতা রাঙায় পায়ে।
খোলা হাওয়ায় এলোমেলো চুলের ঘ্রাণে
দাঁড় ভাঙা টলমলে নৌকার মত
দিগ্বিদিক শূন্য মাতাল হতে
থাকুক না তার অজস্র আপত্তি!
সব ভুলে যাওয়ার বাহানায়
সাগরের বিশালতাকে সাক্ষী রেখে
আমিও দিতে চাই তাকে
আরেকটি সুবর্ণ সুযোগ!
হয়ত: বাহানার আড়ালে চেখে নিতে চাই
জীবন স্বাদের শেষ আস্বাদন!
অমৃত অথবা হেমলক।
কিই-বা এসে যায় তাতে!
নিজেতেই প্রমাদ গুনি।
আঙ্গুলের কর গুণে ধৈর্যমন্ত্র জপি।
অভিযোগ রাশি জলাঞ্জলি দিয়ে
ছায়ার কায়াতেই ভাসিয়েছি তাই
কচুরি পানার ভেলা।
মৃদু শীতের রাতে দু'জনাতে
একই মগে কফির স্বাদে হালকা উষ্ণতার সুখ,
অথবা -
চোখে চোখ রাখা হাসির মদিরায় মাতাল হওয়ার স্পর্ধা!
সে করেনি বলে যত অভিযোগ ছিলো মনে-
রোদেলা দুপুরে পথে পথে ঘুরে ফেরা
ক্লান্ত ফেরিওয়ালার কাঁধের মস্ত ঝোলার মত
কিছুটা দায় চাপিয়ে নিলাম স্ব-কাঁধে আর স্বেচ্ছায়।
পেছনে ছুঁড়ে ফেলে নিরব যত গ্লানি
পায়ে পা মিলিয়ে নেশায় মেতে উঠি
সম্মুখ চলার পথে।

দশ টাকায় কেনা লটারী টিকেটের মত
আরেকটিবার বাজি রাখতে চাই
অবাধ্য সস্তা সুখের।
অচেনা সুখের কাঙ্গাল হয়ে
ভাটার সায়রে সামনে এগোই
ধীরগতিতে এক পা, দু'পা ফেলে।
পায়ের নীচে উল্টো ছোটে
দস্যি মাতাল ঢেউ।
বোহেমিয়ান নেশায় মেশানো নোনা জলের অঞ্জলি
দু'হাতে আজলা ভরে নিয়ে
প্রার্থনা সঙ্গীতের মিহি সুরে
পসাইডনের কানে ফিস ফিস করে বলি -
কাঁচের বোতলে ছিঁপি এঁটে দিয়ে
বিশ্বাসের যে বেগুনী খাম তোমায় দিলাম -
মাঝ দরিয়ায় সে বার্তা তুমি
উন্মুক্ত করে দিয়ো মৃদু সুরে বাতাসের কানে।
রূপকথার গল্পের সেই;
ক্যায়ামত জ্বীনের 'হুজুর-এ-আকা' হয়ে
তিনটি আদেশ কেবল তাকে করো -
ভালো থেকো..
ভালোবাসায় থেকো...
ভালোবাসায় রেখো...।



ছবিসূত্র : ইন্টারনেট।

মন্তব্য ৫৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:৫১

কাওসার চৌধুরী বলেছেন: আপা শুভেচ্ছা নেবেন,


আপনাকে অনলাইনে দেখেই ব্লগে ঢুকলাম; পেয়ে গেলাম চমৎকার একটি কবিতা। বোতলটি দেখে ভেবেছিলাম খালি ওয়াইনের বোতল হবে। কিন্তু এটি তো আরেক টাইপের ওয়াইনের বোতল। যে ওয়াইন আমাদের ভালবাসায়, হাঁসায়, কাঁদায়, স্মৃতিময় করে।

সে ওয়াইনটি হলো, ---আ--- বে---গ---!!

আবেঘন নীল হার্টের আবেদনটি নীল আকাশের নীচের নীল জলরাশির ভেতর দিয়ে একদিন ঠিকই পৌছে যাবে প্রিয় মানুষটির কাছে। চিটিতে কী ঠিকানা লেখা আছে?

না থাকলেও সমস্যা নেই। প্রিয় মানুষটি তো গোল গোল হাতের লেখটি খুব চেনে; আর লেখার সাথে থাকা ঘ্রাণটি শুকে ঠিকই সাত সমুদ্র তের নদী পেরিয়ে মিথি_মারজানকে খুজে পাবে একদিন। সেই প্রত্যাশা রইলো।

আপু, কবিতায় একরাশ ভাল লাগা। সাথে লাইক B-)

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:১৫

মিথী_মারজান বলেছেন: শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এই চিঠিতে কোন ঠিকানা লেখা ছিলোনা।
আর চিঠিটাও কোন মানুষের কাছে লেখা নয়।
বলতে পারেন সাগর দেবতা পসাইডনের কাছে এটা আমার উড়ো চিঠি।:p
এখন কথা হলো, সে বাংলা ভাষা বোঝে কিনা এটা অবশ্য আমার জানা নেই।
হা হা হা।

আপনার আবেগ আর ওয়াইনের তুলনাটায় বেশ মজা পেলাম ভাইয়া।
লেখাটি পড়ে এমন মজার আর আন্তরিক মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।
ভালো থাকবেন।:)

২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:২৫

রাকু হাসান বলেছেন: আমিও অনলাইনে দেখে আসলাম এখানে ..কথা পরে হবে আগে বরণ করে নিই আমিও অনলাইনে দেখে আসলাম এখানে ..কথা পরে হবে আগে বরণ করে নিই বেলি ফুলের শুবেচ্ছা.....ধন্যবাদি এতরাতে কবিতা উপহার দেওযার জন্য ।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:১১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ রাকু হাসান এত সুন্দর বেলি ফুলের জন্য!!!
লেখাটি পড়েছেন তো?
নাকি ফুল দিয়েে ফাঁকিবাজি কমেন্ট করলেন শুধু? :p
হা হা।

ভালো থাকবেন।
শুভেচ্ছা রইলো।:)

৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:২৯

রাকু হাসান বলেছেন: আমিও অনলাইনে দেখে আসলাম এখানে ..কথা পরে হবে আগে বরণ করে নিই বেলি ফুলের শুভেচ্ছা ।

ধন্যবাদ এতরাত্রে কবিতা উপহার দেওয়ার জন্য ।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:১২

মিথী_মারজান বলেছেন: রাতের বেলি!!!
ওয়াও!!!

আবারো ধন্যবাদ।:)

৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


কবিতার শুরটা ছিল রোমান্টিক; ধুমকেতুর লেজ অবধি যেয়ে দেখি, সেখানে আগুন।

০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৩২

মিথী_মারজান বলেছেন: রোমান্টিকতা তো ধূপবাতি!
আগুনে না পোড়ালে এর সুগন্ধ ছড়ায় না।:p
(খুবই দূর্বলভাবে আত্মপক্ষ সমর্থনের অজুহাত)
জ্বালাও পোড়াও ছাড়াই লিখতে চেয়েছিলাম এবার।
তাহলে বোধহয় এবারও বের হতে পারলামনা আমার আগের লেখার স্টাইল থেকে।:-*
আর, লেখাটি একটু বড় জন্য পড়তে বিরক্ত লাগছে কি?

ধন্যবাদ চাঁদগাজি সাহেব।
ভালো আছেন আশাকরি।:)


৫| ০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৬:২২

সিগন্যাস বলেছেন: পোষ্টের ছবিতে একটা কাঁচের বোতল দেখা যাচ্ছে।কাঁচের বোতল কি পানিতে ডুবে না?

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৯

মিথী_মারজান বলেছেন: কাঁচের বোতলের ঘনত্বের উপর ডিপেন্ড করার কথা ডুববে নাকি ভাসবে।
তবে বোতলে এমন একটি চিঠি বা চিরকুট লিখে ভাসিয়ে দেয়ার ব্যাপারটা দারুণ লাগে আমার কাছে।
পোস্টের ছবিটার বোতলটাতো ভাসতে ভাসতে বালুকাবেলায় এসে আটকে গেছে মন হচ্ছে।
তারমানে বোতলটি ডোবেনি, ভেসে এসেছে।

ধন্যবাদ সিগন্যাস।
মন্তব্য এবং লাইকের জন্য আন্তরিক শুভেচ্ছা।:)

৬| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৭:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল আপু,

সুন্দর কবিতা। প্রথমে যে গন্ধ পেলাম, শেষে এসে চিরন্তন বানি নিয়েগেলাম।

অনেক শুভ কামনা আপনাকে।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

মিথী_মারজান বলেছেন: শুভ দুপুর ভাইয়া।
আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ।
ভালো থাকবেন।:)

৭| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ৯:৫৯

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

মিথী_মারজান বলেছেন: থ্যাংক ইউ লাবণ্য ২।
মন্তব্যে ধন্যবাদ।:)

৮| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো আছেন নিশ্চয়ই।
সুরভি ভাবী এখন ভালো আছেন তো?
আপনাদের জন্য সবসময়ের শুভ কামনা।:)

৯| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ কবিতার জন্য শুভেচ্ছা নিন। +++++
আপনার কবিতা গুলোকে প্রিয়তে রেখেছি অনেক আগেই।
লিখে যান ...... শুভকামনা থাকবে।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩

মিথী_মারজান বলেছেন: আপনারর প্লাস পেয়ে অনেক উৎসাহিত হলাম স্বপ্নবাজ।
আপনার কবিতারও আমি গুণমুগ্ধ পাঠক।
এতটা আন্তরিকভাবে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো ভাইয়া।:)

১০| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি পড়ে ভালো লেগেছে। ;)

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

মিথী_মারজান বলেছেন: ছি:! ভাইয়া!
জানেন না!
অন্যের চিঠি পড়তে হয়না! :P
হা হা হা।
মজা করলাম কবীর ভাইয়া।
ভালোলেগেছে জেনে ভালো লাগলো।:)

১১| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

অচেনা হৃদি বলেছেন: :)
পসাইডন যেন মিথী আপুর ভালোবাসার বার্তা প্রাপকের কাছে পৌছে দেয় ।
কবিতা ভালো লেগেছে আপু ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

মিথী_মারজান বলেছেন: নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
বন্ধুর কাছে মনের খবর ক্যামনে পৌঁছাইতাম :P
অনেকদিন পর গানটা মনে পড়লো।
পসাইডনকে শেষমেশ এ যুগের পোস্টম্যান বানিয়েই ছাড়লাম। ;)
হা হা হা।

সো সুইট অফ ইউ হৃদি আপু।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।:)

১২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সাগরদেবতা পসাইডোনকে লেখা চিঠি পড়তে পেরে খুবই ভালো লাগল! তবে আসল প্রাপকের কাছে চিঠি পৌঁচেছিল কি না সেটা অজানাই রয়ে গেল! :)

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

মিথী_মারজান বলেছেন: আসল প্রাপককে তো চিঠিই লেখা হয়নি কোনদিন! :(
বোকা ছেলেটার অর্ধেক দোষ সেজন্যই তো নিজের কাঁধে নিয়ে নিলাম।:p
তবে, পসাইডন কিন্তু বেশ ভালো বার্তা বাহক।;)
সুযোগ পেলে সদ্ব্যবহার করতে ভুল করবেন না যেন!
হা হা হা।

ধন্যবাদ মাননীয় সম্রাট।
ভালোলাগা আর শুভ কামনা রইলো।:)

১৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশ বড়, তবে চমৎকার কবিতা।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

মিথী_মারজান বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

জন্মদিনের শুভেচ্ছা আরো একবার।!:#P !:#P :)

১৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

নাজিম সৌরভ বলেছেন: এটা কিছু হইল ? তথ্য প্রযুক্তির এই যুগে যখন সবাই মেইল, মেসেঞ্জারে খবর আদান প্রদান করতেছে তখন মিথী আপু সুন্দর একখান চিঠি লেইখা দিলেন সাগরে ফালায়া !
আপনার চিঠি যদি আসল প্রাপকে না পাইয়া কোন জলদস্যু পাইয়া যায় কি করবেন ? :P

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:০৭

মিথী_মারজান বলেছেন: হা হা হা।
আসল প্রাপকের হাত ধরেই তো সাগর পাড়ে চিঠি ভাসালাম!:P
জলদস্যুর কাছে চিঠি গেলে আপত্তি নেই আমার।
তার জন্য খুঁজে দেবো দস্যু রানী ফুলনদেবী।
(ভাগ্যিস! প্রেরক হিসাবে আমার ঠিকানা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম!) B-)

তথ্য প্রযুক্তির আধুনিক যুগের রোবটিক ভালোবাসার গুল্লি মারি আমি।
আসল প্রাপক আর আমার মনের কথা হয় হাতে হাত রেখে সমুদ্রে পা ভিজিয়ে।;)

মজার মন্তব্যে অনেক ধন্যবাদ নাজিম সৌরভ।
শুভেচ্ছা।:)

১৫| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

আখেনাটেন বলেছেন: পসাইডনের কানে ফিস ফিস করে বলি -
কাঁচের বোতলে ছিঁপি এঁটে দিয়ে
বিশ্বাসের যে বেগুনি খাম তোমায় দিলাম -
মাঝ দরিয়ায় সে বার্তা তুমি
উন্মুক্ত করে দিয়ো মৃদু সুরে বাতাসের কানে।
-- জাস্ট অসাম। ক্যামনে পারেন বলেন তো?

আপনি কম লিখলেও আপনার লেখার কোয়ালিটি অন্যরকম। লিখতে থাকুন এরকম সুন্দর লাইনগুলো ব্লগার মিথী_মারজান।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:২১

মিথী_মারজান বলেছেন: আমি তো কিছুই পারি না!
অনেকে এত বেশি সুন্দর করে লিখে যে পড়লেই কিছু একটা লিখতে ইচ্ছা হয়।
সে স্পর্ধা থেকেই এসব হাবিজাবি ভাবনা লিখে ফেলা।
আর আপনি এত সুন্দর করে বললেন!
অনেক অনুপ্রাণিত হলাম।
ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভেচ্ছা।:)

১৬| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




শুরুটা সমুদ্রের ফেনিল জলরাশির মতো কিন্তু মাঝখানটা মনে হয় টলমলে নৌকার মতো টালমাটাল হয়ে গেছে । কেন ?
বেগুনি খামে লুকিয়ে কত যে কথা বলে গেছেন তাই সম্ভবত টলোমলো হয়ে গেছে কথার ঢেউয়ে ! অভিযোগ, অনুযোগের বিশাল ফর্দ, হয়তো সে কারনে তেমন মনযোগ ধরে রাখতে পারেননি ।

অবশ্য ভালো থেকো, ভালোবাসায় থেকো এই সুর ঢেউ তুলে গেছে পাঠকের মনে ।
ভালো লাগলো ।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

মিথী_মারজান বলেছেন: এমন করে কেন? প্রশ্নটা করলেন ভাইয়া, একেবারে সরাসরি আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় নিয়ে দাড় করালেন!
হাবিজাবি যেটাই লিখিনা কেনো যখন কেউ আমার লেখাটার এভাবে সমালোচনা বা বিচার করে, তখন ভেতর থেকেই আরেকটু ভালো লেখার বা পরবর্তী লেখার জন্য আরেকটি কেয়ারফুল হওয়ার দায়বদ্ধতা চলে আসে।
কৃতজ্ঞতা ভাইয়া, এভাবে চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলোর সমালোচনা করার জন্য।
কঠিণ সমালোচনা কিছুটা হলেও মন খারাপ করে দেয় তবে আমি প্রতিটা লেখাতে আপনার মন্তব্যটি খুব মনযোগের সাথে খেয়াল করার চেষ্টা করি।
এমনকরে পথ দেখানোর জন্য কাউকে পাওয়াটাও ব্লগিংয়ে আশির্বাদ স্বরূপ।
আরেকটা শব্দও টুট টুট করে মনে বাজছে - নালিশ/অভিযোগ/অনুযোগ।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
লাইনের সমতা রক্ষায় আরেকটু মনোযোগী হওয়ার চেষ্টা থাকবে আগামীতে।
ভালো থাকবেন ভাইয়া।:)

১৭| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ১১:৩৫

নীলাদ্রী হীমান বলেছেন: আমারো লেটার বাক্স আছে,যেখানে আজ পর্যন্ত জমা পড়ল না একটা খাকী খাম, আর কেউ কেউ হাতে পায় বেগুনী খামের চিঠি। বিধাতা অন্যায্য কর্ম । আপাদমস্তক ভালো লাগলো লেখা।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:০২

মিথী_মারজান বলেছেন: ঠিক এই আক্ষেপটা আমারও আছে নীলাদ্রী!
নীল, সাদা, বেগুনি খামে কতভাবেই না কত চিঠি লিখলাম!
পাওয়ার সৌভাগ্য আমারো হয়নি কখনো।
হয়ত: অন্যায্য নয়, হয়ত: এটাই বিধাতার কোন সমতা রক্ষার কৌশল।
কি জানি!
যাইহোক, 'আলাপন' পড়ে আপনার লেখনীতে মুগ্ধ হয়েছি আমি।
সময় সুযোগমত আপনার ব্লগে আগের লেখাগুলো পড়ে নিবো।
সুন্দর কমেন্টটির জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার নিকটা বেশ কাব্যিক!:)

১৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:১৯

নীলাদ্রী হীমান বলেছেন: তাহলে আপনিও বিশ্বাস করেন সমীকরনের সমতাকরণে। নিকটা শুধুই কাব্যিক নন, তিনি নিজেই আস্ত কাব্য। ধরা দেন না, আগুন জ্বালিয়ে পুড়তে দেখেন। যাই হোক আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৪৫

মিথী_মারজান বলেছেন: বাহ্!
আপনার কথার স্টাইলও আমার বেশ ভালো লেগেছে।
নিকটা শুধুই কাব্যিক নন, তিনি নিজেও আস্ত কাব্য।
আপনার লেখা পড়লেই বোঝা যায় আপনার কাব্যিকতা বেশ পোক্ত!
আরো একটা মজার কথা হলো, পরিচিতজনদের আমি প্রায়ই বলি, আমার একটা কবিতা হওয়ার শখ।
ব্লগিংয়ে অনেকদিন পর ব্লগে এলেন দেখলাম।
আমার কেন যেন মনে হচ্ছে, আপনার কাছ থেকে দারুণ কিছু লেখা পাবো আমরা।
আশাকরি নিয়মিত হবেন।:)

১৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৫০

মনিরা সুলতানা বলেছেন: ভালো থেকো..
ভালোবাসায় থেকো...
ভালোবাসায় রেখো...।

অপূর্ব কথামালা!!! দারুন!!!
সবকথা সবসুর অনুরণিত হোক।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মিথী_মারজান বলেছেন: কি সুন্দর করে বললেন আপু!
ভালোবাসা প্রিয় মন আপু আমার।:)

২০| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,




প্রতিমন্তব্যটি ভালো লাগলো ।
সমালোচনা কঠিন কিম্বা সরল হয়না । সমালোচনা , সমালোচনা-ই ! কেউ তা তীক্ষ/কর্কশ/জ্বালাময়ী ভাষায় করেন , কেউ করেন আদ্র-মোলায়েম-শালীন ভাষায় । পার্থক্য এখানেই ।
এই সমালোচনাকে যে আপনি স্বাগত জানিয়েছেন তাতেই স্বস্তি । কাঠগড়ায় নয়, আপনার নিজের কবি মনের কাছে দাঁড় করিয়েছি হয়তো !
যাদের লেখায় ঋদ্ধতার দেখা মেলে তাদের লেখা আমি গভীর মনযোগ দিয়েই পড়ি ( কোনও লেখা পড়লে অবশ্য আমি মনযোগের সাথেই পড়ি ) এবং সেই ঋদ্ধতায় কখনও কখনও ঢেউ এর দেখা না মিললে ঢেউ ওঠানোর চেষ্টা করি । কেবল - সুন্দর/অনবদ্য/ অসাম ওই জাতীয় দায়সারা গোছের মন্তব্য করে তার লেখনীর তেজস্বীতাকে থামিয়ে দিইনে । কেউ কেউ তা গ্রহন করে আমাকে কৃতার্থ করেন । আপনিও করলেন ।

আসলে আমিও তো আপনাদের মতোই একজন । লিখি মনের গরজে। তা যদি সব সময় অযথা প্রশংসার ভারে ডুবে যায় তবে আমি মাথা তুলবো কিভাবে ? ভাববো - এই তো পুরষ্কার পেয়েই গেছি, এতেই চলবে !!!!! আমার লেখা আর ভালো হবেনা , ঐ স্তরেই থেকে যাবে । বোকা বলে আমার ভাবনাটা এমনই !


নালিশ/অভিযোগ/অনুযোগ.....টুট টুট করে মনে তো বাজবেই ! বোকা ছেলেটা কিছু বোঝেনা বলেই তো যতো নালিশ/অভিযোগ/অনুযোগ এর ফর্দ বোতলবন্দি করে পাঠিয়েছেন ! সেই শব্দেরই ঠোকাঠুকির টুট টুট । বোকা ছেলেটা এই টুট টুট শব্দ শুনলেই হয়- অভিমানের অর্থটা বুঝলেই হয় !!!!!!!!!!!

শুভেচ্ছান্তে ।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মিথী_মারজান বলেছেন: বোকা ছেলেটা বুঝতে শিখেছে। !:#P !:#P :`>
আর সামুতে সবাই সহব্লগার হলেও কেউ কেউ অভিভাবক হয়ে পথ দেখায় আমাদের।
আপনি আমার কাছে তেমনই একজন সম্মানিত পথপ্রদর্শক।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সব সময় পাশে থাকার জন্য।
সব সময়ের শুভ কামনা।:)

২১| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন:

সমুদ্রকে বানিয়ে ফেলেছেন পোষ্ট বক্স, সমুদ্র সফেন হয়ে ভালোবাসা যে বেলাভূমিতে আছড়ে পড়তে বাধ্য।

কবিতা বেশ চমৎকার হয়েছে মিথী আপু।

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালোবাসা ঢেউয়ের তালে তীরে ভীড়তে শুরু করেছে।
ইচ্ছামত মন ভিজিয়ে নিচ্ছি এই সুযোগে।;)
বাকীটা হক মাওলা।
হা হা হা।

২২| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১১:৪৮

বলেছেন: একরাশ ভাল লাগা

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ল।
আপনার জন্যও রইলো একরাশ শুভেচ্ছা।
আমার ব্লগে স্বাগতম।:)

২৩| ০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা মিথী আপু!

০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

মিথী_মারজান বলেছেন: কেমন মিষ্টি ভাইয়া?
শুকনো মিষ্টি নাকি রস সহ মিষ্টি?:P
হা হা হা।
মজা করলাম ভাইয়া।:)

সবসময় তো টক-ঝাল লিখি, তাই টেস্ট বদলানোর চেষ্টা করছি।
হা হা।
থ্যাংক ইউ ভাইয়া।
আপনি মানুষটাও খুব মিষ্টি।:)

২৪| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: বেগুনী খাম খুজতে এসে দেখি বেগুনী রঙ্গা কাচের বোতলে এক অসাধারন কাব্যময় চিঠি মিথি মারজান
অনেক ভালোলাগা রইলো ।
+

০৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জুন আপু।
আপনার ভালোলেগেছে জেনে উৎসাহ পেলাম।
শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।:)

২৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর অনুভুতির প্রকাশ। ভাল লাগলো।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৭

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ আপু।
শুভেচ্ছা জানবেন।:)

২৬| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৪

ফেনা বলেছেন: চমতকার কিছুতে মন্তব্য করা কঠিন।
ভাল লাগা রেখে গেলাম।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:২০

মিথী_মারজান বলেছেন: এই ভালোলাগার প্রকাশটুকুই চলার পথের অনুপ্রেরণা যোগাবে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।:)

২৭| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২১

উম্মে সায়মা বলেছেন: 'ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসায় রেখো'
আর কী চাই!
অনেক মায়া আর ভালোবাসায় জড়ানো চিঠিতে ভালোবাসা মিথী আপু।+++

১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সায়মা আপু।
সুন্দর মন্তব্যে অনেক ভালোবাসা।:)

২৮| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। + +
সাগর দেবতা আপনার ভালোবাসার বার্তা প্রাপকের কাছে পৌঁছে দিক!
ভালো থেকো..
ভালোবাসায় থেকো...
ভালোবাসায় রেখো...
- কবিতার এ বাণী খুব ভাল লেগেছে।
"নিজেতেই প্রমোদ গুনি" - এখানে শুদ্ধ বানানটা হবে প্রমাদ। সম্পাদনা করে নিলে ভাল হয়।
চাঁদগাজী সাহেব এবারেও আপনাকে অল্পের উপরে ছেড়ে দিয়েছেন, তবে তার মন্তব্যটা ভাল লেগেছে। তার চেয়েও বেশী ভাল লেগেছে আপনার স্মার্ট রিপ্লাই। :)

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪২

মিথী_মারজান বলেছেন: চাঁদগাজি সাহেবের কমেন্ট পড়া থেকে শুরু করে রিপ্লাই দেয়া পর্যন্ত ভয়ে আমার বুক ধুক ধুক করে।
স্কুল লাইফে টিচার ক্লাসে পড়া জিজ্ঞেস করলে যেমন করে পড়া দিতাম, ঠিক তেমন লাগে।
হা হা।
তবে উনি খুব ভালো পাঠক এবং সমালোচক।
এবং উনার সমালোচনা আমি সব সময়ই শ্রদ্ধা করি।

আপনিও খুব বিচক্ষণ পাঠক এবং অবশ্যই পরম শ্রদ্ধেয়।
লেখাটি আপনার ভালোলেগেছে জেনে ভালোলাগছে।
ভাবতেই লজ্জা লাগছে, প্রমাদ শব্দটাকে আমি এতদিন ভুল জেনে এসেছি।
আপনার কাছে আজ সঠিকটা শিখলাম।
এখনি ঠিক করে দিচ্ছি।
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।:)

২৯| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৬

রাকু হাসান বলেছেন:


বাহ বাহ ,মনের মতো কবিতা পড়লাম । রাতের শেষ পড়া আজকের । প্রতিদিন চাই সর্বশেষ পড়া টা কবিতা দিয়ে শেষ করতে । :-B , অাপনার কবিতা বেশ ভাল লেগেছে। আরও কয়েকটার চোখ বুললাম । সব মিলিয়ে ভাল কবিতার সন্ধান পেয়েছি । আপনাকে বুকমার্ক করে রাখলাম । সময় সুযোগ বুঝে পড়া যাবে । শুভকামনা আপু । অনেক বেশি ভাল থাকবেন । দেখা হবে বারবার । শুভরাত্রি

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

মিথী_মারজান বলেছেন: এমন সুন্দর করে অনুপ্রেরণা দেবার জন্য ধন্যবাদ ভাইয়া।
এলোমেলো মনখারাপ আর উদাস টাইপ লেখা লিখলেও আমি সবসময়ই বিন্দাস থাকি।
আপনিও সবসময় ভালো থাকবেন।
বারবার দেখা হলে তো অবশ্যই খুশি হব।
সবসময়ের জন্য স্বাগতম ভাইয়া।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.