নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্রমোহিয়ান।

মিথী_মারজান

মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!

মিথী_মারজান › বিস্তারিত পোস্টঃ

অকুণ্ঠ আব্দার

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫



এসো, নীরবতার ছন্দে পা মিলিয়ে
চুপচাপ পাশাপাশি হাঁটি দু'জন।
সবুজের আঁচল পাতা নরম কোমল ঘাস
আজ নাহয় শিশিরে ভেজাক রুক্ষ নগ্ন পা।
নীড়ে ফেরা পাখির ডানায় চোখ রেখে
অন্তত: একটিবার মুচকি হাসুক দগ্ধ দুটি মন।
হাতটা বাড়িয়ে একবার ছুঁয়ে দিয়ে দেখ -
কথা দিচ্ছি, কক্ষনো গাইবোনা রিমঝিমে বৃষ্টির গান।
এলোকেশের মৌ ঘ্রাণে নাক ডুবিয়ে দেখ -
কাশফুলে গাল ছুঁয়ে কোনদিনও স্পর্ধা করবোনা ওম নেবার।
শুধু একটিবার, একই ছন্দে হেঁটে দেখ আজ;
সব সাধ পূর্ণতা পাবে
পৌষী লেপের উষ্ণতায় মুখ ঢাকা ঘুমে।
হাতের মুঠোয় আঙুলের শিহরণ সুর তুলে,
সিঁদুরে মেঘের পানে চোখ বুজে
একটিবার চোখের জল লুকোবার সুযোগ দাও আমায়।
গোধূলির সোনা ঝরা আলোয় দমবদ্ধ মেঘ
নিত্যদিন কার-ই বা ভালোলাগে আর!
এক জীবনের সময় স্বল্পতায়
কতটাই বা বিকেল আসে বলো?


ছবিসত্ব : সাবরিনা রাসেল।

মন্তব্য ৮৫ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: এক জীবনে কতটা পাওয়া যায়?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

মিথী_মারজান বলেছেন: জীবন হিসেবে আমি খুব কাঁচা বিজন দা।
কতটা পাওয়া যায় এ অংকটা কখনো মেলাতে পারিনি।
খুব সম্ভবত উত্তরটা হবে, মন ভাঙার সমানুপাতিক।

আপনাকে পেয়ে ভালো লাগলো।
আর এমন অখাদ্য লেখা পড়েছেন জন্য একটু লজ্জা পেয়েছি।
শুভ কামনা সবসময়ের জন্য।:)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথামালা, ছবিটিও মিলেছে অনেকটা।
চমৎকার

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

মিথী_মারজান বলেছেন: ছবিটা আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডের।
প্রথমদিন ছবিটা দেখে কতক্ষণ যে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম!
তখনি লোভ হয়েছিল কোন একদিন আমার কবিতায় নিয়ে আসব ছবিটা।
অবশ্য ইচ্ছা ছিল খুব রোমান্টিক, সুন্দর একটা কিছু লিখবো ছবিটাকে ঘিরে।
বরাবরের মতই ফেল করলাম আবার।
অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ নয়ন ভাই।
ভাল থাকবেন।:)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন: দমবদ্ধ মেঘ-- বাহ মনে হচ্ছে মুক্ত আকাশে থেকেও মেঘেরা ভ্যাপসা বাতাসে নিঃশ্বাস নিতে পারছে না।
জীবনের সময় স্বল্পতায় কতটা'ই বা বিকেল আসে? - হুম্মম্ম গভীর ভাবনা। বিকেল আসে --- অপরাহ্নের গল্প বলতে বিকেল আসে। কিন্তু জীবনের বিকেল মানে তো নির্জীবতা।

কবিতা ভালো লেগেছে মিথী আপু।
বোনাস-- B-) :P https://www.youtube.com/watch?v=n_2uPSIGznE

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

মিথী_মারজান বলেছেন: মেঘ তো মনেরই আরেকটা রূপ ভাইয়া।
আনন্দে ছুটে বেড়ায় আর অভিমানে কেমন ভেঙে পরে।
জীবনের বিকেল মানে নির্জীবতা তা ঠিক, তবে সময়ের হিসাবে বিকেলটা আমার কাছে খুব স্নিগ্ধ, নিজস্ব একটা সময়।
সেজন্যই মনেহয় এমন লিখেছি।

গানটা শুনলাম।
আর কবিতা ভালো লেগেছে বলে উৎসাহ দিলেন জন্য মনেমনে হাসলাম।:p


৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

সনেট কবি বলেছেন: সুন্দর+

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

মিথী_মারজান বলেছেন: অনুপ্রেরণা জুগিয়ে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় সনেট কবি।
সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
শুভ কামনা।:)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

বিজন রয় বলেছেন: ৭ বছর ৩ মাসে আপনি পোস্ট করেছেন ৩৭টি, যদি লেখা ড্রাফট না করে থাকেন।

আপনার পোস্ট করা সব লেখা আমার পড়া হয়নি। তবে যেগুলো পড়েছি তাতে অখাদ্য মনে হয়নি। তাই অত বিব্রত হওয়া কিছু নাই।
আপনার লেখাগুলো যতটা না কল্পনাপ্রসূত তার থেকে বেশি হৃদয়নিঃসৃত, এই জন্য আপনার লেখাগুলোতে একটা আলাদা আবেদন তৈরী হয়, যা মনকে আচ্ছন্ন করতে পারে।

কেউ যদি মনে করে শুধু লেখার জন্য না আমি প্রকৃতই একটা লেখা লিখবো অন্তর দিয়ে তাহলে তার লেখা ভাল হতে বাধ্য।

আপনার লেখা পড়লে অন্য দুজন ব্লগারের কথা মনে পড়ে যায়.....
০১. সুলতানা শিরিন সাজি,
০২. তিথির অনুভূতি


আপনার প্রপিকটি যা সম্ভবত তিথির অনুভূতির প্রপিকটিও একই ছিল।

লিখুন, লিখুন অবিরাম।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

মিথী_মারজান বলেছেন: আগের কোন লেখা আমি ড্রাফ্ট করিনি বিজন দা।
ব্লগ কি, ব্লগার কি এগুলো না জেনে বুঝেই আমার বন্ধু ব্লগার তানভীর সজিবের বদৌলতে একদিন এখানে রেজিস্ট্রেশন করেছিলাম।
প্রথম বছর মোটামুটি যা-ও ছিলাম পরবর্তী পাঁচ বছরে ব্যস্ততা আর পাসওয়ার্ড ভুলে যাওয়ায় লগইন করা হয়নি ব্লগে।
অবশেষে গত বছর সামু টিমের সহায়তায় পাসওয়ার্ড উদ্ধার করে আবার ফিরে এসেছি।
সে হিসাবে আমার ব্লগের বয়স সাত বছর হল খাতাকলমের বয়স।

আগ্রহী হলাম এবং মজা পেলাম দুইজন ব্লগারের সাথে কোনভাবে আমার লেখা মিল আছে জেনে।
উনাদের দুইজনকে খুব সম্ভবত আমি পড়িনি বা পাইনি।
আর, তিথীর অনুভূতি'র সাথে যে প্রোপিক মিলে গেছে সেটাও আজই জানলাম।
সময় করে দুজনকে পড়তে চেষ্টা করবো।
ইনফরমেশনের জন্য ধন্যবাদ।

এমন সুন্দর করে অনুপ্রাণিত করার জন্য অনেক ধন্যবাদ।
লেখালেখিতে আমি ডাবল গোল্লা, তবে ব্লগে সময় কাটাতে আমার ভালোলাগে। :)



৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

অচেনা হৃদি বলেছেন: উফফ!
আপু!
আপনিও আস্তে আস্তে সেলিম ভাইয়ার মত বিরহী কবি হয়ে যাচ্ছেন। :(
আপনারা মিলনের কবিতা না লিখে সবাই শুধু বিরহ নিয়ে কেন লিখেন? :((

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

মিথী_মারজান বলেছেন: হাহাহা।
আমার মত সামান্য নাকে কাঁদা ব্লগারের নামের সাথে ভুলেও আর সেলিম আনোয়ার ভাইয়ার মত প্রফেশনাল ব্লগারের তুলনা কইরেন না হৃদি আপু। ভাইয়া তাহলে ক্ষেপে যেতে পারেন।
আ, মিলন ভাইয়ের সাথে আমার সাত জনমের আড়ি, সেজন্য মনেহয় তাকে নিয়ে লিখতে পারিনা। :P
হাহাহা।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

মোস্তফা সোহেল বলেছেন: যারা শখ করে মাঝে মাঝে কবিতা লেখে তারা সবাই কি নিজের কবিতাকে অখাদ্য মনে করে মিথী আপু?
যদিও কবিতা খাওয়া যায় না ;)
আমার কাছে কিন্তু অখাদ্য মনে হয়নি।তাই কবিতাটি চেটেপুটে খেয়ে ফেললুম :D

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

মিথী_মারজান বলেছেন: হতে পারে ভাইয়া।
হুজুকে এসব লিখে পোস্ট করি ঠিকই, তবে মনে মনে সত্যিই কেমন লজ্জা লাগে পরে।
হা হা - চেটেপুটে কবিতা খেলেন কথাটি পড়ে অনেকক্ষণ হাসলাম।
নিজেকে কেমম কবিতা শেফ মনে হচ্ছে।
হা হা হা।
এত মজা করে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ সহজ সরল ভাইটাকে।:)

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

ওমেরা বলেছেন: মাঝে মাঝে জীবন টা আসলেই খুব ছোট মনে হয় আর কত দ্রতই তা শেষ হয়ে যাচ্ছে । কত কিছুই এখনো না পাওয়া রয়ে গেল।

কবিতা সুন্দর হয়েছে আপু ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মিথী_মারজান বলেছেন: এক জীবনে পাওয়ার সংখ্যাটা নেহায়েত কম না ওমেরা।
তারপরও কেন যে ছোট ছোট না পাওয়াতে এত কষ্ট পাই! :(
লিখতে বসলেই আমি কেন যেন আরেকটু বেশি দুঃখবিলাসী হয়ে উঠি।

সুন্দর মন্তব্যে ধন্যবাদ ওমেরা।
ভালো থাকুন সবসময়।:)

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

বিজন রয় বলেছেন: এই নিন.............

সুলতানা শিরীন সাজি

তিথির অনুভূতি

তিথির অনুভূতি প্রপিক পরিবর্তন করেছেন, অথবা আমার ভুল হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মিথী_মারজান বলেছেন: আন্তরিকতায় আবারও মুগ্ধ করলেন।:)
খুব ভালোলাগে নিজের সাথে কোনভাবে কাউকে মেলাতে।

দেখলাম প্রোপিক, মেলেনি তারপরও কেমন একটু মিল আছে কিন্তু! :)
ধন্যবাদ আর শুভেচ্ছা। :)




১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বাকপ্রবাস বলেছেন: গম লেগেছে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

মিথী_মারজান বলেছেন: আপনিতো আমাকে আমার এক বন্ধুর কথা মনে করিয়ে দিলেন।
সে আমাকে চিটাগাংয়ের টুকটাক কথা শিখিয়েছিল।
গম কথার মানেটা তার কাছেই শেখা।:)

ধন্যবাদ ভাইয়া।
গম থাকিয়েন।
হাহাহা।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর কবিতা।

শুভেচ্ছা আপুকে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

মিথী_মারজান বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
আপনার জন্যও শুভেচ্ছা রইল ভাইয়া।
ভাল থাকবেন।:)

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

নীল আকাশ বলেছেন: মিথী আপু, আপনার লেখাটা এত ভাল লেগেছে যে কবিতাটা পড়ে সাথে সাথে হটাত কবিতা লিখতে ইচ্ছে করলো। আপনার ব্লগে বসেই লিখে দিলাম। নিন-

আমি শেষ একবার তোমাকে স্পর্শ করতে চাই
তোমার চুলের মাতাল করা সুবাসে
...........শেষ একবার পাগল হয়ে যেতে চাই!
আমি শেষ একবার তোমার কাছে আসতে চাই
তোমার চোখের কাজল কালো দিঘী তে
..........আমি আজীবন ডুব সাতার কাটতে চাই!

ছবি টা দারুণ হয়েছে। সো রোমান্টিক। যার ছবি তাকে আমার হয়ে ধন্যবাদ ক্যারি করে দিবেন।
শুভ কামনা রইল।


২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মিথী_মারজান বলেছেন: ওয়াও!
কি দারুণ ইন্সট্যান্ট রোমান্টিক কবিতা!
এটাই আসলে এই ছবিটায় বেশি মানায়।
ধন্যবাদ অবশ্যই পৌঁছে যাবে ঠিকানায়।
শুধু ছবি রোমান্টিক নয়, ওরা মানুষ দুজনেও ঠিক যেন লাভ বার্ডস।(মাশাআল্লাহ্):)

কমেন্ট আর কবিতায় বিশাল বড় থ্যাংক্স।
আনন্দে থাকুন, সুন্দর থাকুন।
শুভেচ্ছা। :)

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: কত শত বিকেল, এমনি করে হারিয়ে যায়...............

সুন্দর হয়েছে। +।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

মিথী_মারজান বলেছেন: তবুও বিকেলের অপেক্ষা....।
কি আর করা!:)

ধন্যবাদ সুমন দা।
আক্ষেপ কাব্যে সঙ্গী হবার জন্য।:)

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

কামরুন নাহার ঊর্মি বলেছেন: সুন্দর কবিতা!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৬

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
প্রথম পদরাচরণায় স্বাগতম।:)

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,



কবিতাটি "অকুণ্ঠ আব্দার" এর না হয়ে, হয়ে গেছে "অপুরণীয় আব্দার " এর ! এমন সব আব্দার রাখতে গেলে তো পৃথিবীটাকেই ভুলে যেতে হয় ! অন্ধ আর বধির হয়ে যেতে হয় ! শুধু একজনাতেই হতে হয় সমর্পিত ।

শেষের দু'টি লাইন অপূর্ব । যে ক'টা বিকেল আসে তাও তো মিশে যায় রাতের গর্ভে । বিকেলগুলোকে সোনালী কবিতার চিল বানিয়ে , মাঠ বন পেড়িয়ে কেমন করে উড়িয়ে দিতে হয় জানে ক'জনা !!!!!!!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মিথী_মারজান বলেছেন: শিরোনামটা কি আরেকটু অন্যরকম হলে ভালো হত ভাইয়া?
অকুণ্ঠ অর্থ অকাতর।
ইমোশনটায় একটু কাতরতা আছে জন্য এভাবে শিরোনাম দিয়েছিলাম।
হয়তোবা অপূরণীয় জন্যই আব্দারে এই কাতরটা এসেছে।:)

আর, খুব কঠিন কিছু কি ভাইয়া!
যার জন্য পৃথিবী ভুলে যেতে হবে!
আর একটু ভুললে ক্ষতি কি!
৩৬৫ দিনের একেকটা বছরের সমষ্টিগত জীবনে এমন কিছু নিজস্ব বিকেল তো সবার আকাঙ্খা, তাই না!

শেষ লাইন দুটো পড়ে আপ্লুত হলাম।
থ্যাংক ইউ সো মাচ।:)

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব শব্দ চয়নে কবিতাকে নিয়ে গেলা এক অপার্থিব মায়ার জগতে ;
খুব জানি তোমার ছায়ায় তোমার ছোঁয়ায় কিছু বিকেল কবিতার বিকেল হয়।

ভালোলাগা ভালোলাগা , ভালোবাসা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

মিথী_মারজান বলেছেন: ইশ্! আপু!!!
আপনার মনটা কি দিয়ে তৈরি বলেন তো!
এত ভালোবেসে কিভাবে কথা বলেন!!!

লাভ ইউ প্রিয় মন আপু আমার।
বিশাল একটা হাগ এমন অকৃত্রিম ভালোবাসার জন্য।:)

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫

কাওসার চৌধুরী বলেছেন:



মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। কিন্তু মানুষ প্রতিনিয়ত তার স্বপনগুলোকে সযতনে লালন করে। আর ভালবাসার সাথে অভিযোগ আর অভিমান জড়িত। একটি আরেকটির পরিপূরক। এজন্য ভালবাসায় অভিমান হলো তার অলঙ্কার। ভালবাসার কল্পনার সাথে বাস্তবের অনেক অমিল থাকায় মানুষের স্বপনে বাঁধা পড়ে। কখনো কখনো মানুষ হতাশ হয়ে পড়ে। তবু চলে ভালবাসার অভিনয় আর না পাওয়ার হতাশা।

শুভ রাত্রি; আপু।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

মিথী_মারজান বলেছেন: ভালবাসায় অভিমান হলো তার অহংকার
কি সুন্দর কথা বললেন ভাইয়া!!!
এমনটা সত্যি হলে আমিতো তাহলে আপন জুয়েলার্স হয়ে যাব ভাইয়া। হাহাহা।
জোক্স এ্যাপার্ট, খুব সুন্দর কিছু কথা বলেছেন ভাইয়া।
কয়েকবার পড়লাম।

শুভ দুপুর।
সুন্দর হোক আপনার প্রতিটি বিকেল।:)

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

বলেছেন: একটি বার মুচকি হাসুক দগ্ধ দুটি মন ---
কি আপিল
লিখুন, লিখুন অবিরাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
টুকটাক লিখি শুধু নিজের জন্য।
এসব ছাইপাঁশে এমন করে উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
শুভেচ্ছা। :)

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'দমবন্ধ মেঘ' কথাটা ভালো লেগেছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

মিথী_মারজান বলেছেন: আমি আকাশ দেখতে ভালোবাসি।
উড়ে বেড়ানো মেঘগুলোতে দেখতে আর থেমে থাকা মেঘগুলোকে বিভিন্ন আকৃতিতে ভাবতে আমার খুব ভালোলাগে।
তবে ছাইবর্ণের জমাট বাঁধা মেঘখন্ড দেখলেই আমার কেন যেন মনেহয় ওগুলো মন খারাপের মেঘ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা।:)

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

এ.এস বাশার বলেছেন: ভালো.......লেগেছে..........

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা এবং আমার ব্লগে প্রথম আসায় স্বাগতম।:)

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

শিখা রহমান বলেছেন: মিথীমনি তোমার আমার মনের তার যে একই সুরে বাঁধা!! কবিতা আর ছবিতে সোনাঝরা বিকেলে প্রিয় সান্নিধ্যে ফিরে গেলাম।

কবিতাটায় বিকেল থমকে আছে। কোন এক বিকেলে ঠিক দেখা হয়ে যা্বে। তুমি সেই শেষ বিকেলের মেয়ে!!

একরাশ ভালোলাগা ও মুগ্ধতা!! ভালো থেকো আর ভালোবেসো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

মিথী_মারজান বলেছেন: প্রিয় জারুল ফুল আমার,
এমন আহ্লাদি ভালোবাসা পাবার লোভে অবশ্যই সে বিকেল পর্যন্ত আমি আপনার সাথে আবার দেখা হওয়ার অপেক্ষায় থাকবো।
আপনার গল্প পড়তে পড়তে আমি সবসময় ভালোবাসতে শিখি।
এই যে, এখানে লেখা 'ওম' শব্দটা, এটার ব্যবহার আপনার কাছ থেকেই শেখা।
অবশ্যই ভালোবাসি, এবং আজীবন ভালোবাসবো।
আপনি মানুষটাতেই যে আমি গুনমুগ্ধ ভক্ত।:)

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

সিগন্যাস বলেছেন: কবিতা পড়ে আমার শীত করছে :|

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

মিথী_মারজান বলেছেন: আয়হায়!
কেন ভাইয়া???
কোন জ্বীন-পরী পেছন থেকে ফুঁ দিয়ে বাতাস দিচ্ছে নাকি! :P
হাহাহা।

ভালো থাকবেন ভাইয়া।
অনেকদিন আপনার মজার গল্পগুলো পড়া হয়না।
আসলে এত কম সময়ের জন্য ব্লগে আসি!
অনেক হোমওয়ার্ক জমে আছে।:)

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

স্বপ্নডানা১২৩ বলেছেন: বিরহী কাব্য অনেক সুন্দর হয়েছে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ স্বপ্নডানা।
শুভেচ্ছা স্বাগতম, আমার ব্লগে আগমন।
ভালো থাকুন, সুন্দর থাকুন।:)

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কবিতা পড়ে আরাম পেলাম। শুভ কামনা.........

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

মিথী_মারজান বলেছেন: তাই বুঝি!
হাহাহা।

ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্যও শুভকামনা। :)

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

মিথী_মারজান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই নুর।
সুরভি ভাবী আর পরীকে নিয়ে সুন্দর হোক আপনার প্রতিটি সময়।
শুভ কামনা। :)

২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন: ভালোবাসার আকুতিটা দারুণ!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

মিথী_মারজান বলেছেন: থ্যাংক ইউ আপু।
খুব ভালোলাগলো লেখায় আপনাকে পেয়ে।
তারমানে আবার আপনাকে ফিরে পাচ্ছি আমরা।:)

২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। স্নিগ্ধ।++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা সবসময়ের জন্য।:)

২৮| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! চমৎকার ও মনোমুগ্ধকর একটি কবিতা।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ ফারিহা হোসেন প্রভা।
আমার ব্লগে স্বাগত।:)

২৯| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

জুন বলেছেন: খুব সুন্দর একটি রোমান্টিক কবিতা লিখেছেন মিথী মারজান । অনেক ভালোলাগা রইলো তাতে
+

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪

মিথী_মারজান বলেছেন: থ্যাংক ইউ প্রিয় জুন আপু।
আপনি ছাড়া সবাই এটাকে বিরহী বলেছে।
আপনাকে পেয়ে ভালো লাগলো।
শুভ কামনা নিরন্তর...:)

৩০| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: মিথী_মারজান ,



হা...হা..হা.. কেন উল্টো বুঝলি রাম !!!!! :||
অকুণ্ঠ বা অকাতর ভাবে আপনি যে সব আব্দার করেছেন সে সব আব্দার যে পুরনীয় নয় সেকথা বোঝাতেই বলেছি - কবিতাটি "অকুণ্ঠ আব্দার" এর না হয়ে, হয়ে গেছে "অপুরণীয় আব্দার " এর , আপনার কবিতার নামকরন নিয়ে কিছু বলিনি । হিউমার করেছি শুধু । এতো এতো আব্দার কে রাখতে পারে বলুন ? ;)

প্রত্যেকেরই তো একটা নিজস্ব ভুবন থাকা চাই যেখানে সকাল-বিকেল-সন্ধ্যে থাকে নিজ নিজ রঙে । যেখানে সকাল মিষ্টি ওম ছড়াবে, বিকেল ছড়াবে মোহমুগ্ধতার রঙ, সন্ধ্যে আসবে রাতের জোনাক জ্বলার অপেক্ষায় থেকে থেকে ! সে ভুবনটা হবে নীরোর মতো বাঁশী বাজানিয়া , নিজের মনে নিজেই বিভোর ............

সুন্দর একটি প্রতি মন্তব্যের জন্যে ধন্যবাদ । শিরোনাম ঠিক আছে ।



০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩

মিথী_মারজান বলেছেন: আরে, না না!
রাম, শ্যাম, সবাই ঠিক বুঝেছে।
আমিই মনেহয় একটু বেশি বুঝেছিলাম।:)
আপনিতো আমাদের গভীর ভাবনার,সুন্দর মানসিকর খুব প্রিয় একজন ভাইয়া।
তাই হিউমারটা ধরতে আমার মোটামাথায় একটু সময় নিয়েছে।হা হা।

ভাগ্যিস হিউমার বোঝার মত বুদ্ধি কম, এজন্যই তো আপনাকে আবার পেলাম।
সুন্দর আরেকটি মন্তব্যে আবারো ধন্যবাদ ভাইয়া।
আর,নিজস্ব ভুবন মানেই দারুন ঝামেলার ব্যাপার।
সেই ভুবনে নিরো সাহেব বাঁশি বাজালে, ঐদিকে আবার রোম পুড়ে সাড়ে সর্বনাশ হয়!
হাহাহা।

ভালো থাকবেন ভাইয়া।
সুন্দর হোক প্রতিটি সময়।:)

৩১| ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫০

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা প্রিয় নদীতো আত্মীয়, এতো ভালোবাসার বৈকুন্ঠ খুঁজে ফেরা অকুন্ঠ আবদার ! নদীর পাড়ে থাকলেও নদীর ওপার নিয়ে কোনো দীর্ঘশ্বাস নেই বরং ভালোবাসায় ডুবে থাকা অকুন্ঠ আব্দারের লিস্টটা খুব পরিমিত আর তাই অনেক অনেক স্নিগ্ধ মায়াময় লেগেছে I এক জীবনের সময় স্বল্পতায় শেষ বিকেলের (আক্ষরিক অর্থেই) আগে এই অকুন্ঠ আব্দারগুলো মিটুক অক্ষরে অক্ষরে ভালোবাসার ভরা পূর্ণতায় I আরো একটা মুক্ত ছড়িয়ে গেলো ব্লগ পাতায় কবিতায় কবিতায় ( প্রিয় মুনিরা সুলতানার সাথে ঐক্যমত এখানে)I

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

মিথী_মারজান বলেছেন: প্রিয় নদীতো আত্মীয়
নদীর এপারের সুখগুলো কুড়ানো হলে তারপরই না ওপারে নজর দেবো।
হাহাহা।
আমার ছোট্ট একটা উপলব্ধি কি জানেন!
যত সহজে আমাদের বড় বড় বৈষয়িক চাহিদাগুলো পূরণ হয়ে যায়, তার একশো গুন বেশি প্রচেষ্টাতেও ছোট ছোট আত্মিক সুখগুলো আমরা উপভোগ করতে পারিনা।
আপনি আর মনিরা (মন) আপু দুজনেই মায়ার মানুষ।
এতটা ভালোবাসতে পারেন জন্যই এত সুন্দর করে সবসময় কথা বলেন আপনারা।
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, সুন্দর থাকুন।

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা এবং ছবিতে মুগ্ধতা রেখে গেলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

মিথী_মারজান বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ সৌরভ।
ছবিটা আমার খুব প্রিয়।
পদচারনায় ধন্য হলাম।:)

৩৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটিবার মুচকি হাসুক দগ্ধ দুটি মন।
হাতটা বাড়িয়ে একবার ছুঁয়ে দিয়ে দেখ -
কথা দিচ্ছি, কক্ষনো গাইবোনা রিমঝিমে বৃষ্টির গান।

....................................................................................
এই দেখনা প্রতি প্রাতে
পাখিরা সব মেলছে ডানা, অচেনা সেই সমুদ্দুর!!
দৃষ্টি ফেরাও , দৃষ্টি মেলাও
ভালোবাসা নেইকো দুর.....!!!
..........................................................................................
আমার কবিতার ভাললাগা থেকে ।

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

মিথী_মারজান বলেছেন: আপনার লাইনগুলো আরো বেশি সুন্দর।
লেখাটি পড়ে নিজের কবিতার ভালোলাগাটুকু শেয়ার করার জন্য ধন্যবাদ।
মন্তব্যে ভালোলাগা এবং শুভেচ্ছা।।:)

৩৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

আখেনাটেন বলেছেন:
গোধূলির সোনা ঝরা আলোয় দমবদ্ধ মেঘ
নিত্যদিন কার-ই বা ভালোলাগে আর!
এক জীবনের সময় স্বল্পতায়
কতটাই বা বিকেল আসে বলো?
--- সোনা ঝরা অালো নিত্যদিন ভালো লাগছে না আবার বিকেল নিয়েও অাক্ষেপ করছেন? কিছুটা কন্ট্রাডিকটরি হলে গেল না। নাকি আমি ভুল বুঝলুম। :D

বরাবরের মতোই মনাকাড়ানো শব্দবিন্যাস। এত সুন্দর ল্যাখেন ক্যামনে বলেন তো?

৩৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৪

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: সুন্দর শব্দবিন্যাস।

৩৬| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

নীলাদ্রী হীমান বলেছেন: আজীবন দগ্ধ হৃদয়, জানুক প্রতিদিনই বিকেল হয়। কি হয় না? হা হা হা , , , । অনেক অনেক ভালো লাগলো কবিতাটা।

৩৭| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

মিথী_মারজান বলেছেন: কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে কি?
ওহ্!
গোধূলীর সোনা ঝরা আলোয় দমবদ্ধ মেঘ - এখানে দমবদ্ধ মেঘ বলতে জীবনের সুন্দর সময়টাতে গুমোট বাঁধা মনের শুন্যতা বা বিষন্নতাকে বোঝাতে চেয়েছি। অর্থাৎ,চারপাশ এত আলো ঝলমলে সুন্দর হওয়া সত্ত্বেও মনের ভেতরের চাপা কষ্ট বোঝাতে চেয়েছি যে মেঘটার জন্য গোধূলীর সুন্দর মুহূর্তটাও ঠিকমত এনজয় করা যাচ্ছেনা এমন।
এক জীবনের সময় স্বল্পতায়
কতটাই আর বিকেল আসে বলো?
- এ লাইনটায় কিছুটা আকুতি ছিলো। সুন্দর একটা সময় প্রিয়জনের সাথে একসঙ্গে কাটানোর ব্যকুলতা প্রকাশ করতে চেয়েছিলাম।
কি ভাবি আর কি লিখি আল্লাহ্'ই জানেন!হা হা।
আপনার বোঝার ভুল না,আমার লেখাগুলোই একটু অগোছালো।
আসলে তেমন সিরিয়াসলি লিখিনা জন্যই মনেহয় টুকটাক ত্রুটি গুলো এত খেয়াল না করেই পোস্ট করে ফেলি।
এসব হুজুগে লেখা পড়ে যেভাবে উৎসাহ দেন, আমি সত্যি সত্যি লজ্জা পাই।
লেখাটি পড়ার জন্য এবং অনুভূতি শেয়ার করার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ।
আর,আমার একটা মনের কথা কিভাবে বলে দিলেন আপনি!!!
এত সুন্দর ল্যাখেন ক্যামনে বলেন তো! - হুমমম, ঠিক এই কথাটাই আপনার লেখা পড়তে পড়তে আমি সবসময় ভাবি।:)
ভালো থাকবেন প্রিয় আখেনাটেন।
আমি আপনার লেখার মুগ্ধ পাঠক।:)

৩৮| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মিথী_মারজান বলেছেন: @ইউসুফ হাওলাদার শাওন, অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা জানবেন।:)

৩৯| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

মিথী_মারজান বলেছেন: @প্রিয় নীলাদ্রী,
রিপ্লাই দিতে কি যে মেজাজ খারাপ হচ্ছে!
দেখতেই পারছেন, ঠিকমত মন্তব্যের ঘরে রিপ্লাইগুলো যাচ্ছেনা।

পাগলের খুশি তো মনেমনে নিলাদ্রী।
আমারও প্রতিটা বিকেল খুব সুন্দর।:)
দগ্ধ হৃদয়,কাঠখোট্টা হৃদয়- সবার বিকেলগুলো হোক মন খারাপের মেঘমুক্ত।
আর আমাদের নীলাদ্রীর বিকেলগুলো হোক কবিতার মত সুন্দর।

'অনেক অনেক ভালো লাগলো কবিতাটা'
- হা হা হা।নীলাদ্রী,মনে রাখবেন,ঝুট বোলে কাউয়া কাটে...;)=p~:)

৪০| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


অনন্তে অনন্ত তুমি, নিখিলে বিশাল

৪১| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

মিথী_মারজান বলেছেন: অনেক ধন্যবাদ চাঁদগাজি সাহেব এত সুন্দর একটি কাব্যিক মন্তব্যের জন্য।
আমার পুরো লেখাটিতেও এমন সুন্দর একটা লাইন নেই।
আপনি কবিতা লিখুন প্লিজ...।:)

৪২| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ আবেগমাখা কবিতা। প্লাস + +

প্রকৃ্তির অনন্ত অন্তরীক্ষে আমরা সবাই ঘুর্ণায়মান
কখনো একাকী কখনো যুগলবন্দী।
একবার ছুটে গেলে ছিটকে চলে যাই দূরে, বহু দূরে,
দূর থেকে দূরে, সৃষ্টি হয় নতুন একটি কক্ষপথের-
সে দুটো পথ ঘুরতে ঘুরতে কখনো কাছাকাছি এলেও,
কোনদিন পুনরায় এক হয়ে মেশে না।

৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: শিখা রহমান, মলাসইলমুইনা, চাঁদগাজী প্রমুখের মন্তব্যসহ মনিরা সুলতানা এর মন্তব্যটা খুব ভাল লেগেছে।
ভাল থাকুন, শুভকামনা...

৪৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩

মিথী_মারজান বলেছেন: @প্রিয় খায়রুল আহসান সাহেব,কি লিখি, কেমন লিখি মোটামুটি একটা আইডিয়া আছে আমার নিজের লেখা সম্পর্কে। বিনয় হিসাবে না, মন থেকে বলছি, আপনার মন্তব্যটিও অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে।
আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। মহাবিশ্বের সবচেয়ে চমকপ্রদ জীবন আমাদের। হয়তঃ সবচেয়ে সুন্দর জীবনও আমাদের। অনেক কক্ষবিচ্যুত জীবন মিলে যেতে দেখেছি আমি। যদিও এর বিপরীতটাই অহরহ ঘটছে চারপাশে। জীবন খুব রহস্যময়।৷ একই কক্ষপথে কেউ না কেউ অপেক্ষায় থাকে অন্যজনের বিকেলটা সুন্দর করে তোলার জন্য। শুধু তাকে চিনে নিয়ে হাত ধরাটা জরুরী।

কি বলতে গিয়ে কি বললাম, জানিনা। তবে আপনার কবিতাটা কয়েকবার পড়ে মুগ্ধ হয়ে আছি এখনো। এটাকে আমি অবশ্যই মন্তব্য বলবোনা। এটা চরম দার্শনিক একটি কবিতা।
আপনাকে অনুরোধ করছি,এটা সম্পূর্ণ করে যদি একটা পূর্ণাঙ্গ কবিতা লিখুন।
এর আগেও আমার'জল জোছনার কাব্য'পড়ে সেখানকার মন্তব্যে আপনি একটা চমৎকার জোছনা কাব্যের সূচনা হয়েছিল।
আমি সম্মানিত এবং সবসময় অভিভূত হই আপনার পদচারনায়।


আপনার দ্বিতীয় মন্তব্যের সূত্র ধরে বলছি, শিখা আপুর মত ভালোবেসে কথা বলতে খুব কম মানুষ জানেন।
আর মলাসইলমুইনা অর্থাৎ আমার প্রিয় নদীতো আত্মীয় তো একজন অসাধারন মানুষ!
চাঁদগাজি সাহেবের মন্তব্যটি পড়ে আমি কিছুক্ষণ চুপ করে বসে ছিলাম। মুগ্ধতা কাটতে বেশ্ খানিকটা সময় লেগেছিল আমার।
আর মনিরা সুলতানা অর্থাৎ মন আপু, মানে, আমি কেন তাকে মন আপু বলি জানেন কি? আমার ধারণা উনার পুরোটা শরীরই মন দিয়ে তৈরী। এতটা ভালোবাসা নিজের মাঝে ধারণ করেন তিনি। এমন অকৃত্রিম একটা মানুষ জীবনে খুব কম দেখেছি আমি।
আপনি সহ উনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এবং প্রতিটা পাঠকের জন্যই আমার শুভকামনা আর ভালোবাসা।

অফুরন্ত ধন্যবাদ।
আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।:)



৪৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনুরোধ করছি,এটা সম্পূর্ণ করে যদি একটা পূর্ণাঙ্গ কবিতা লিখুন - আজ সেই পূর্ণাঙ্গ কবিতাটি এই ব্লগে প্রকাশিত হলো। আশাকরি, পড়ে দেখবেন।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

মিথী_মারজান বলেছেন: বাহ্!
এক্ষুনি দেখছি! :-B
অনেক ধন্যবাদ কবিতা আমন্ত্রণে।:)

৪৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনার অনেকগুলো পোস্টে আপনার প্রতিমন্তব্য দেখলাম, তাও দু'সপ্তাহ পর সেগুলো আমার নজরে এলো, নোটিফিকেশন বিভ্রান্তির কারণে! ঠিক যে কারণে আপনিও তিন মাস পরে সে মন্তব্যগুলো দেখে উত্তর দিয়েছেন।
এ কথাগুলোই মন্তব্যে বলতে চেয়েছিলাম, কিন্তু লেখা শেষ হবার আগেই হঠাৎ ক্লিক হয়ে যায়। ৪৬ নং মন্তব্যটি তাই মুছে দেবেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

মিথী_মারজান বলেছেন: আশাকরি অচিরেই এইসব ছোটখাটো বিভান্তি থেকে মুক্তি পাবে আমাদের প্রিয় সামু।
এটা জানাতে আবার কষ্ট করে এলেন, আপনার সৌজন্যতায় বরাবরের মত আবারো মুগ্ধ হলাম।:)
৪৬ নং মন্তব্যটি মুছে দিয়েছি।
ভালো থাকুন সবসময়।
ধন্যবাদ ও শুভেচ্ছা।:)

৪৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় নদীতো আত্মীয়, অনেক দিনতো হলো আরেকটা লেখার অকুন্ঠ আবদার জানালাম তাই ।

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৪৩

মিথী_মারজান বলেছেন: প্রিয় নদীতো আত্মীয়,
সময় যে কিভাবে দৌড়াচ্ছে বুঝতেই পারছিনা।
কোন বিশেষ কিছুতে ব্যস্ত নই, তারপরও কেন যেন সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছিনা।
আর আমার বন্ধু ভুতেরাও মনেহয় ব্যস্ত, অনেকদিন হল আমার কাছে আসছেনা।
এসে দু'চারটা কিল দিলে, তখন না লিখে কোথায় যাবো বলেন!
হাহাহা।
এমন মন থেকে স্মরণ করেছেন দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল।
ভালো থাকবেন প্রিয় নদীতো আত্নীয় আমার।
শিশির ভেজা ভোরের মত স্নিগ্ধ হোক আপনার প্রতিটি সময়।:)

৪৮| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:১৩

মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ্,কবিতার শিল্পী

১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৫

মিথী_মারজান বলেছেন: ধন্যবাদ চিরকুট শিল্পী। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.