নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

বিস্ময়কর রূপকল্প

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

বাসন্তী হাওয়ায় যখন উড়ে গেলো

তোমার গঙ্গা-যমুনা শাড়ির আঁচল-

কপালের উপর আছড়ে পড়লো

তোমার বিবাগী চুল-

তুমুল সমর্পণে তখন মনে হলো

তুমি যেন ঠিক একজন দেবী

মধ্যাহ্নের আকাশে মাধুকরী অবনী।



ঘাড়ের বাদামী তিলে

যখন তুমি তোলো কোনো বৈকালিক রাগ

তখন তোমার ভ্রুর ভাঁজে ভাঁজে

শুরু হয় অভিসারের গোপন কানাকানি।



মেয়ে তুমি

অমল প্রান্তরে ঘাসের আড়াল-

লুকিয়ে থাকা এক হীরকখণ্ড-

সারাদিনের মায়াময় রৌদ্রের নরম আলোতে রচিত

নীলিমার মমতা।



তুমি কি জানো

ভালোবাসি বলবার আগেই

ফুলের উষ্ণতায় শুনতে পাই ভ্রমরের গুঞ্জন

খুলে যায় প্রাসাদের অক্ষম স্থবির মরচে পড়া কপাট।



ভালোবাসার বিবিধ ফুলের তাপে

মালার সংহতি হও-

মলিন নৈঃশব্দ্যের একক সাগরে

নিভৃত ধ্যানমগ্নতায় প্রকাশিত হও-

তুমি আমার প্রস্ফুটিত বিশুদ্ধ কমলসোহাগী

জলের বুকে জলছবি

দীপ শিখা আলোকিত ধুপসন্ধ্যার সিঁড়ি

করতলে রাত্রির, চিবুক ছোঁয়া মায়াবিনী।



তোমার–আমার ভালোবাসায়

দূর হোক অন্ধকারের শাণিত বিষাদ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ঘাড়ের বাদামী তিলে
যখন তুমি তোলো কোনো বৈকালিক রাগ
তখন তোমার ভ্রুর ভাঁজে ভাঁজে
শুরু হয় অভিসারের গোপন কানাকানি।


চমৎকার।
কানাকানি শব্দটা এর আগে কোথাও এমন চমৎকারভাবে ব্যবহার হতে দেখি নাই। শুভেচ্ছা।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ।
আপনার লেখালেখি ও জারি থাকুক

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,
শুরুটা ভালো হয়েছে । শব্দচয়ন সুন্দর ।
সামনের দিনে আরো শক্তিশালী লেখা পাবো , বিশ্বাস ।
শুভেচ্ছান্তে -

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

অপর্ণা মম্ময় বলেছেন: আহমেদ , আপনাকেও শুভেচ্ছা

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

সালমাহ্যাপী বলেছেন: বাহ !!!


অনেক সুন্দর একটা লেখা।


অজস্র ভালো লাগা :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার নিকটা সুন্দর। সালামাহ্যাপি !!!
হ্যাপি থাকুন সব সময়। শুভেচ্ছা আপনাকে

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মেয়ে তুমি
অমল প্রান্তরে ঘাসের আড়াল !

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: আগুনরঙা ফুল !!!

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

রাইসুল নয়ন বলেছেন: কবি, এ যে এক সুন্দর ভালোবাসা !!
ভীষণ আবেগি, হৃদয় ছুঁয়ে গেলো ।।

যদি কোনও আপত্তি না থাকে তবে নিচের লাইন টা একটু বুঝিয়ে দেন আমাকে-
ভালোবাসার বিবিধ ফুলের তাপে
মালার সংহতি হও-


কবিতায় ভালোলাগা আর কবির প্রতি ভালোবাসা রইলো ।।

আবার আসবো কবি, কারণে অকারণে !!

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: কোন লেখার বা কবিতার লাইনের যথার্থ ব্যাখ্যা মাঝে মাঝে দেয়া সম্ভব নয়। তবে এই দুই লাইন দিয়ে এটাই বুঝাতে চেয়েছিলাম - যে একটা মালা তৈরি হতে গেলে মালার উপকরণগুলোর কাছে আসার প্রয়োজন। তাই ভালবাসাতেই হোক বসবাস।

অনেক ধন্যবাদাপ্নাকে ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

আশরাফ কানন বলেছেন: অসাধারণ অনন্য তুমি কবি...অসীম ভালবাসা অমর হোক তোমার।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সপ্নাতুর আহসান বলেছেন: মলিন নৈঃশব্দ্যের একক সাগরে
নিভৃত ধ্যানমগ্নতায় প্রকাশিত হও-
বেশ সুন্দর লিখেছেন। অসাধারণ।
ভালবাসা নিয়ে আমার এ লেখাটা পড়তে পারেন। Click This Link

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

তুষার আহাসান বলেছেন: ৪ নং ভাল লাগা।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: এইটার কাব্য ভার্শন নাকি? :||

জোকস এ্যাপার্ট। ভালো লাগসে বেশ। অনেকদিন গল্প লিখতেসেন না। গল্প পড়ুম।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: ভালা জোকস করছেন তো ! গল্প নয়া কয়েকটা লিখছি কিন্তু সেইগুলা তে কারেকশন করা দরকার। এর মাঝেই দিব একটা গল্প।

ভালো থাইক্যেন

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৫

ভিয়েনাস বলেছেন: তুমি যেন ঠিক একজন দেবী
মধ্যাহ্নের আকাশে মাধুকরী অবনী।

সুন্দর :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ঐরকম মনে হয় সাহিত্যেই পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে :)

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনে এখানেও লিখেন সেটা জানতাম না - তাহলে দেখা হবে - কথাও হবে :) । তবে হনেস্ট কমেন্ট করলে আবার মাইন্ড খাবেন নাতো :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: অব্জেকশন জানাইলাম মাসুম ভাই। এইটা কি বললেন ! আগে কি অনেস্ট কমেন্ট তাইলে করতেন না ? :প

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে আগে হনেস্ট কমেন্ট করতাম করেই তো প্রশ্নটা করলাম - হনেস্ট কমেন্ট করলে পাবলিক কেমন জানি খেপে যায়, অনেকে ইগনোর করে, অনেকে আবার এটাক করে বসে - অনেক গিয়ানি ব্লগার আবার চান্স পাইলেই খুছাখুছি করে, অনেকে মন খারাপ করে - রিয়েল এক্সপেরিয়েন্স কথাগুলা বললাম :)

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: সমস্যা নাই কইরেন। আর অত গিয়ানি ব্লগার ও না। :P

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

অদৃশ্য বলেছেন:



আপনার বিস্ময়কর রূপকল্প পড়ে গেলাম... চমৎকার হয়েছে লিখাটি


শুভকামনা....

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভ কামনা

১৪| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:১১

সায়েম মুন বলেছেন: সুন্দর শব্দচয়ন। খুব ভাল লাগলো।

১৩ ই মে, ২০১৩ রাত ১০:১২

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে ভালো লাগলো

১৫| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

দেরীতে হলেও প্লাস দিয়ে গেলাম।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!!! অনেক পড়ে পড়লাম, ভালো লাগলো বেশ!


এই কবিতা কি আপনার লেখা?

মেয়ে তুমি
অমল প্রান্তরে ঘাসের আড়াল-
লুকিয়ে থাকা এক হীরকখণ্ড-
সারাদিনের মায়াময় রৌদ্রের নরম আলোতে রচিত
নীলিমার মমতা।


(আমরা মেয়েদের নিয়ে লেখি, তাদের আমরা ভালোবাসি। আপনিও কেন মেয়েদের কথা লেখবেন? তাহলে আমাদের ছেলেদের কথা কে লেখবে? )

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: পুরো কবিতাই আমার লেখা ! হহাহাহহা , হাসান ভাই সেদিন জিজ্ঞেস করছিলেন আমার লাস্ট পোস্টে আমার কথক চরিত্ররা বেশীরভাগই পুরুষ হয় কেন ! মাথায় রইলো , তাহলে আপনাদের নিয়েও কবিতা লিখব ।

ধন্যবাদ ৎঁৎঁৎঁ ( আপনার নামটা কপি পেস্ট করে আনলাম ) ।

১৭| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ওহ,
এতো সুন্দর।
বার কয়েক পড়লাম, আবার ও পড়তে হবে।

আপনি কবিতা দিন নিয়মিত করে।

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: বহুত কষ্টে কবিতার ভূত মাথা থিকা নামাইছি। কবিতা লিখলে গল্প লেখায় বাঁধা পড়ে। আর গল্প লিখে লিখে এখন কবিতা লেখার প্র্যাকটিস কমে যাওয়াতে কবিতা লেখা কঠিন লাগে ।

ধন্যবাদ তোমাকে

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা, শুরুতেই লাইক দিলাম।
খুলে যায় প্রাসাদের অক্ষম স্থবির মরচে পড়া কপাট -- এক কথায় চমৎকার!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: আহা আমার পুরনো দিনের কবিতা লেখালেখির দিনগুলো মনে করিয়ে দিলেন!
ধন্যবাদ খুঁজে নিয়ে পড়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.