নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

শুরুটুকু অন্ধকার

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

রাত্রি ঘনিয়ে এলে

প্রশ্বাস রুদ্ধ হয় ক্ষণিক বিচ্ছুরিত তাপে

যেখানে নিসর্গের ভাষা এসে দাঁড়ায় ছন্দিত ঘূর্ণির মুদ্রায়

আর স্মৃতির সরণীতে পৌঁছে যায়

কালের মিহি আর্দ্র সুর।







জ্যোৎস্নাময় মধ্যরাত

সে-ও মায়াজাল, অতর্কিতেই আসে

উষ্ণতায় গলে পড়ে প্রস্থানের দৃশ্যপট

অস্তিত্বের টিকে থাকা

গোধূলিবেলার লালচে মাঠ, ধূ ধূ রাতের নির্জনতায়

যখন ব্যক্তিগত দর্পণের মুখোমুখি

লোকটি তখন মাছ হয়ে যায়

ভেসে যায় স্বপ্ন সমুদ্রে।





মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: উষ্ণতায় গলে পড়ে প্রস্থানের দৃশ্যপট -

লাইনটা নাইস

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

রাইসুল নয়ন বলেছেন: আপনি দারুণ লেখেন ?
পড়তে ভালো লাগলো অনেক ।

অতর্কিতেই?
বুঝি নাই ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রাইসুল।
কবিতায় অনেক দৃশ্যপট আসে অনেক সময় যা ব্যাখ্যেয় নয়।

জ্যোৎস্নাময় মধ্যরাত
সে-ও মায়াজাল, অতর্কিতেই আসে

--- জ্যোৎস্নাময় মধ্যরাত অনেক সময় বিভ্রম তৈরি করে। অনেকটা মায়াজাল। যা হঠাৎ আসে নিজেকে গ্রাস করতে

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক বেশি মনে ধরে গেল,,,,,,,,,,,

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে ভালো লাগলো , লায়লা

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! শব্দেরা, দৃশ্যকাব্য- সব মিলিয়ে খুব ভালো লাগলো।


শুভ কামনা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি কী বলি? :-/

ভালো লাগলো :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: সে তো জেনেছি ভালো লেগেছে কি লাগে নি।:প

শুভ কামনা রইল

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: লোকটি তখন মাছ হয়ে যায়
ভেসে যায় স্বপ্ন সমুদ্রে।


এ অংশটুকু বিশেষরকম আলাদা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: হুম, একটা স্বপ্ন

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

নীলঞ্জন বলেছেন: জ্যোৎস্নাময় মধ্যরাত
সে-ও মায়াজাল, অতর্কিতেই আসে
উষ্ণতায় গলে পড়ে প্রস্থানের দৃশ্যপট
- চমৎকার।+++++

শুভ কামনা।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভ কামনা নীলঞ্জন

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

তাসবীর আহমাদ বলেছেন: ভাল লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ তাসবীর

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

শহিদুল ইসলাম বলেছেন: খুব ভালো লাগা !

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক দেরী হয়ে গেল শহিদুল ভাই মন্তব্যের জবাব দিতে। দুঃখিত।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

অদৃশ্য বলেছেন:




চমৎকার হয়েছে লিখাটি.... ভালোলাগা


শুভকামনা...

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্য ও শুভকামনা অদৃশ্য

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮

সকাল রয় বলেছেন:
নির্জনতায়

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রয়

১২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৩| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:০৯

সায়েম মুন বলেছেন: লোকটি তখন মাছ হয়ে যায়
ভেসে যায় স্বপ্ন সমুদ্রে।
----সুন্দর প্রকাশ। অনেক ভাললাগা রইলো।

১৩ ই মে, ২০১৩ রাত ১০:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মুন !

১৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি গল্প কবিতা দুটোই চমৎকার লেখেন।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমি আগে কবিতাই লিখতাম বেশী। এক ছোট ভাই আছে - ও সবসময় বলে , বুবু কবি না হলে আসলে লেখক হওয়া যায় না। তাই যে গল্প বা উপন্যাস লেখে আসলে সেও ভেতরে একজন কবি সত্ত্বা ধারন করে।

কিন্তু পাশাপাশি গল্প লেখার প্র্যাকটিস করতে গিয়ে কবিতা কম লেখা হচ্ছে।
ধন্যবাদ আপনাকে ।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

খায়রুল আহসান বলেছেন: যেখানে নিসর্গের ভাষা এসে দাঁড়ায় ছন্দিত ঘূর্ণির মুদ্রায়
আর স্মৃতির সরণীতে পৌঁছে যায়
কালের মিহি আর্দ্র সুর।
-- বড়ই চমৎকার অভিব্যক্তি! খুব ভালো লাগলো।
লোকটি তখন মাছ হয়ে যায়
ভেসে যায় স্বপ্ন সমুদ্রে।
-- এ অংশটুকুও।
"লাইক"।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: আহা আবার যদি কবিতা লিখতে পারতাম!

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

খায়রুল আহসান বলেছেন: ্না পারার কী আছে? পারছেন না কেন?
আমার তো মনে হয় গল্পের প্রতি আপনি একটু পক্ষপাতী। তবে আপনি দুটোই ভাল লেখেন। একসাথে দুটোই চালাতে পারেন।

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা আগে এমনিতেই চলে আসতো। এখন আসছে না আর চেষ্টা করে, জোরাজুরি করে লেখার মানেই হয় না। জোর করে কিছু লিখলে সেটা বাজে হয়

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

তার আর পর নেই… বলেছেন: আপনার কবিতা প্রথম পড়লাম ।খুব ভাল লেগেছে।
কিন্তু কবিতা লিখছেন না কেন? প্রেমে পড়লে নাকি কবিতা আসে, তবে সেই প্রেমে সার্থক পরিণতি আনা যাবেনা। (সত্যি কথা) ;)

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: অতিরিক্ত প্রেমের কারণে আসলে লিখতে পারতেছি না মনে হয়। কবিতা লিখি না কারণ সার্থক পরিণতির সাথে বেশি সময় দিয়ে দেই তাই কবিতার খাতাই ফাঁকা হয়ে গেছে। হাহহাহ

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

তার আর পর নেই… বলেছেন: দেখলেন তো, কেমন সত্য কথা বললাম …

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: আপনিও প্রেমে পড়ছেন বুঝা যাচ্ছে । হাহহাহাহ। খালি কবিতাই কবিতা লিখে যাচ্ছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.