নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

মায়াবী দ্বীপে বিভ্রম মোহ

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

আমার স্বপ্ন দেখার শুরু অবাস্তব জলে ভ্রাম্যমাণ কোনো পানসিতে। ক্ষণস্থায়ী এপার ওপার জলফোয়ারায় হয়ত জেগে উঠতে পারত কোনো মায়াবী দ্বীপ। নারীর আদলে। যার চোখের নরম পাতায় আঁকা আছে গভীর নিঃস্পৃহতা যেন রহস্য বাঁক, বিভ্রম মোহ।



প্রত্যেক সন্ধ্যায় আমি আগুনরঙা হাহাকার নিয়ে উদাসীন বটপত্রে নিজেকে ভাসিয়ে দেই। নির্জন করোটিতে লেগে থাকে বিস্মৃতির ছোপ ছোপ নীলাভ্র পরাগ। আমার বুকের ফাঁপা অংশটায় ধীরে প্রবেশ করে ছাইচাপা আলো, পাথরের রেখাঙ্কিত মুখ। মোমের মত বিষণ্ণ কিছু জোনাকি যেন ঝিকিমিকি জ্যোৎস্নার ফুল হয়ে উড়ে যায়।



হয়ত সব অসত্য নয়। গাঢ় মেঘে নুয়ে পড়া কেয়ার গন্ধ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকি। একসময় বুঝে যাই দাবানলও কোমল হয়ে জ্বলতে পারে সুরের পাঁজরে।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
একসময় বুঝে যাই দাবানলও কোমল হয়ে জ্বলতে পারে সুরের পাঁজরে।

অসাম।
অটঃ আপনার আর নাহোল দু'জনের লেখাতেই আগুনরঙা শব্দটার ব্যবহার দেখছি বেশি!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমি নাহোল এর লেখা দেইখ্যা অনুপ্রাণিত হইয়া এই আগুন রঙাকে নিছি।
ভালো থাকো

২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

ইনকগনিটো বলেছেন: নো অফেন্স, কিন্তু ফোকর এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যায় কি?




অনেক ভালো লাগলো মুক্তগদ্য।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: বদলে দিয়ে " রহস্য বাঁক " লিখলাম ।
ধন্যবাদ

৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর!

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছা হাসান ভাই

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

কথাগুলো বেশ সুন্দর।




অফটপিকঃ আপনার বাড়ি যেখানে সেখানে কি কোন টিচার্স ট্রেনিং কলেজ আছে, আমার কাছে একজন জানতে চেয়েছে। ওহ্ ফেসবুকে আপনার বাড়ির ঠিকানা দেখেছিলাম।

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ।

আমি নিজেই টিচার্স ট্রেনিং কলেজ এর খোঁজে আছি ঢাকা আসা সমস্যা বলে। আমার ফেবু আইডি কোথায় পেলেন ? :)

৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

অদৃশ্য বলেছেন:




'' দাবানলও কোমল হয়ে জ্বলতে পারে সুরের পাঁজরে ''

........ চমৎকার হয়েছে লিখাটি....


শুভকামনা...

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর হয়েছে।

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছা আপনাকে

৭| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:১৯

ফারজানা শিরিন বলেছেন: অনেক সুন্দর !

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ফারজানা আমার পুরনো লেখা খুঁজে পড়ার জন্য। ভালো থাকবেন

৮| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১২

ফারজানা শিরিন বলেছেন: ধন্যবাদ পাঠক হিসাবে আমি দিবো লেখককে । কিছু কথা এত সুন্দর লিখেন যে মনে শান্তি এনে দেয় ।

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে ধন্যবাদ নিলাম। আবার আসার জন্য ধন্যবাদও দিলাম আপনাকে

৯| ২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮

আরমিন বলেছেন: নাইস ! :)

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আরমিন

১০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: ১। প্রত্যেক সন্ধ্যায় আমি আগুনরঙা হাহাকার নিয়ে উদাসীন বটপত্রে নিজেকে ভাসিয়ে দেই
২। একসময় বুঝে যাই দাবানলও কোমল হয়ে জ্বলতে পারে সুরের পাঁজরে। -- চমৎকার বলেছেন। খুব ভাল লেগেছে।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে ভালো লাগলো।
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.