নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের চন্দ্রালোকে

১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

এই যে এক একটা কাহিনীচিত্র দেখছি বিস্মিত বালিকার চোখে

এর অন্তরালেও আছে পাতালে বয়ে চলা নদীর বিবর্তন,

আছে ধীরে ধীরে অপার এক শূন্যতার ভেতর প্রাণের অস্তিত্ব জেগে ওঠা।





হয়ত ভাবছ এসব আমার বিনিদ্র রাতের বিক্ষিপ্ত প্রলাপ,

দুঃখ-বিষাদ কিংবা পচে যাওয়া লোকালয়ে দিবা-স্বপ্নের ঘোর !

যা খুশি ভাবতে পারো, অবারিত তোমার সে সুযোগ।





দেয়াল খামচে খামচে ভীত টিকটিকি অথবা আরশোলা দূরে ফেলে কোনোক্রমে পালিয়ে এসেছি,

দেয়াল এখন রক্তাক্ত, যেন চিত্রকরের তুলি থেকে ছিটকে আসা রঙের চিৎকার

রক্তাক্ত আমার নখ, পাঁজর, বুকের খোড়লে আড়াল হয়ে থাকা স্বপ্ন, সবকিছু ।

তবু মধ্যরাতের চন্দ্রালোকে মুক্ত হয়েছি অবশেষে। হ্যাঁ মুক্ত হয়েছি,

যদিও জানি না এ কেমন মুক্তি আমার, অজ্ঞাত মেঘ প্লাবিত আকাশে চাঁদের পরমায়ু !





এ আকাশ আমার পরিচিত প্রতিদিনকার সেই আকাশ নয় যে আমাকে বিশালত্বের ছায়া দিত

অন্ধকার থেকে উৎক্ষিপ্ত পাপাচারের অপগন্ধে বিলীন আমার চেতনার বহিরঙ্গ, দৃষ্টির মসৃণ পরাগ

সযতনে আগলে রাখা এত কালের পরিধেয় পোশাক, চুলের জট।





কত-কতদিন ভুলে আছি আমি তোমায় প্রিয় বারান্দা, আহা, আমার একান্ত ক্ষণের পৃথিবী

ঘর – গেরস্থালী, নিঃশ্বাস-প্রশ্বাসে অবিরাম গতিময় বিশ্বাসের অমরাবতী!





তবু নাস্তিকতার বোঝা বয়ে নিয়ে হেঁটে চলি উন্মন, গ্রাম থেকে গ্রামান্তরে

ফসলের ক্ষেত, ধান ছড়ানো উঠোন, মানচিত্রের সংজ্ঞা বদলে দেয়ার আশায়,

আবারো এক নতুন আরম্ভের আশায় বদলে যাই আমি, বদলে যাই, বদলাতে থাকি...

তোমাদের পাপমোচনের জন্যে হয়তো কোনো যুবতী বধূর কোল আলো করে

আমি আবার জন্ম নেবো, বারবার জন্ম নেবো !





ততদিন পর্যন্ত প্রিয় বন্ধুরা তোমাদের স্বপ্নের মতো ভুলো না আমায় !





মন্তব্য ৪৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১২:৪২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ফাস্টু হয়ে গেলাম! পড়ে কমেন্ট করমু।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: ঠিক আছে

২| ১৪ ই মে, ২০১৩ দুপুর ১:১২

স্বপনবাজ বলেছেন: বিনিদ্র রাতের বিক্ষিপ্ত প্রলাপ তারপর চন্দ্রালোকে মুক্তি, নতুন শুরুর প্রত্যাশায় বদলে যাওয়া!
অনেক ভালো লাগলো!

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

৩| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫০

হাসান মাহবুব বলেছেন: নতুন নাকি ইহা? বেশ ভালো লাগলো। নাস্তিকতার বোঝা শব্দটার বদলে অন্য কিছু দিলে কেমুন হয়? কিপ ইট সিম্পল, অবিশ্বাসের বোঝা।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: হুম নতুন কবিতা, ৮ মে লেখা। আসলে কবিতা লেখার সময় আটককৃত ব্লগারদের কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। ঐ কারণে বোধ হয় নাস্তিকতার বোঝা শব্দটা আসছে। চিন্তা করে দেখি চেঞ্জ করা যায় কিনা !

শুভ কামনা আপনার জন্য।

৪| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা চমৎকার। কবিতার পোস্টে আমি কোন মতামত দেওয়া থেকে সাধারনতঃ দূরে থাকি, কারণ কবিতা একেকজনের কাছে একেকরকম লাগে। আমার এক বন্ধুর মতে জসীমউদ্দিনের ওপরে কোন কবি নাই, আরেক বন্ধু বুদ্ধদেব ছাড়া কথাই বলে না। আমার পছন্দ বিষ্ণু দে।

কিন্তু এই কবিতায় নতুন কিছু দেখলাম। অন্ততঃ, ব্লগের ক্ষেত্রে নতুন। মুক্ত পদ্য, সাবলীল শব্দভঙ্গি, পরিষ্কার মনোভাব। একেক লাইনে একেক চিত্রকল্প ফুটে উঠছিল।

বেশ লাগল, চলুক।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কমেন্ট বেশ উপভোগ্য। কমেন্ট দেখেই বোঝা যায় মনযোগী পাঠক।

এটা ঠিক কবিতা লেখার সময় কবি কি ভাবলো আর পাঠক এর মনোভাবের সাথে সেটা যাচ্ছে কিনা। একই কবিতা অনেকে অনেক ভাবেই দেখতে পারে। আবার কিছু কিছু কবিতা আছে যার আড়ালে হয়ত এমন কিছু ছিল যা আমরা পাঠকেরা ধরতেই পারি নি। আসল ব্যাপার হচ্ছে একটা কবিতা আমাদের কতখানি ভালো লাগা দিতে পারলো।

কবিতা নিয়ে ব্যাপক আলোচনা করা যেতে পারে অবশ্য। আমার ব্যাপারটা এমন যখন কারো কবিতা পড়া ধরি অনেকদিন ধরেই তার কবিতা পড়তে থাকি। তবে জয়দেব বসুর কবিতা খুব মুগ্ধ করে আমাকে। উনার রোম্যান্টিক কবিতা যেমন সুন্দর তেমনি উনি রাজনৈতিক যেসব কবিতা লিখেছেন মুক্তগদ্যের ঢঙে ,সেসব পড়ে আমার একেকটা গল্প মনে হয় ।

খুব ভালো থাকবেন শঙ্কু

৫| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৪:১৬

সোনালী ডানার চিল বলেছেন:
কত-কতদিন ভুলে আছি আমি তোমায় প্রিয় বারান্দা, আহা, আমার একান্ত ক্ষণের পৃথিবী
ঘর – গেরস্থালী, নিঃশ্বাস-প্রশ্বাসে অবিরাম গতিময় বিশ্বাসের অমরাবতী!


খুব ভালোলাগা লাইনটা বোল্ড করলাম। তবে পুরো কবিতাটাই অসাধারণ!!

শুভকামনা...........

১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভ কামনা

৬| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক সুন্দর।
হামা ভাই'র মন্তব্যে ও সমর্থন।

১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:২০

অপর্ণা মম্ময় বলেছেন: হুম, ধন্যবাদ দুর্জয়।
শুভ কামনা রইল ।

৭| ১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:২২

আমিনুর রহমান বলেছেন:

চমৎকার +++

১৪ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৮| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খোড়ল শব্দের ব্যবহার দেখে ভালো লাগসে।

এ আকাশ আমার পরিচিত প্রতিদিনকার সেই আকাশ নয় যে আমাকে বিশালত্বের ছায়া দিত এই লাইন আমি এভাবে পড়েছি--

এ আকাশ আমার প্রতিদিনকার পরিচিত সে আকাশ নয় যে আমাকে বিশালত্বের ছায়া দিত!

মেলাদিন পর আপনার নতুন কবিতা পড়লাম। শুভেচ্ছা আপু।

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: খোড়ল শব্দের ব্যবহার ভাল্লাগসে ক্যান ?

গল্প লিখলে ঐখানেই ডুবে যাই , তাই কবিতা লেখার ভাবটা থাকে না। মাঝখানে লেখালেখিতে যে সময়ে রেস্ট নিছিলাম তখন এই কবিতা লিখছি।
ভাল থাকো তুমিও

৯| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খোড়ল শব্দটা গ্রামে খুব ব্যবহার হয়। অন্তত আমার গ্রামে হয়। আর এই শব্দটা বইয়ে চোখে পড়ে নাই। আপনার ইউজ করা দেখে কিছুটা নস্টালজিক হলাম বলা যায়।

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: বুঝলাম! আধুনিক স্টাইলে কবিতা লেখা পারি না ! যাই হোক, অন্তত নস্টালজিক তো করতে পারলাম !

১০| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সায়েম মুন বলেছেন: হুম। ঐ শব্দটা হঠাৎ কবিতার পট পরিবর্তন করে দেয়।
বেশ ভাল লাগলো কবিতাটা।

১৪ ই মে, ২০১৩ রাত ৮:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: নাস্তিকতার বোঝা শব্দটা যদি বদলে দেই আর যদি না বলি কোন পটভূমি থেকে এই কবিতা লেখা হইছে তাইলে বুঝার কথা না অবশ্য কেন ওই শব্দের আগমন।

ধন্যবাদ আপনাকে

১১| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এটা আধুনিক কবিতা না কে বলসে? :| আমি কেবল খোড়ল শব্দের ব্যাবহারের কথা বলসি। আর কিচ্ছু কিন্তু বলি নাই :(

১৪ ই মে, ২০১৩ রাত ৮:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: আমি তো নরমালিই বললাম আধুনিক স্টাইলে লিখতে পারি না । আধুনিক বলতে বুঝাইছি - আমার নিজের এই কবিতা লেখার পরই মনে হইছে - এখন কবিতা লেখার চর্চা যারা করতাছে ব্লগে বা ফেবুতে দেখি তাদের বাক্য এত দীর্ঘ হয় না । আমি তোমাকে এখন বুঝাইয়া ব্যাখ্যা দিতে পারতাছি না আসলে !

ভালো থাইকো । X((

১২| ১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:০৯

নস্টালজিক বলেছেন: সুন্দর দৃশ্যকল্প!

ভালো লাগছিলো পড়ে যেতে!


শুধু শেষ লাইনটা টানে নি আমায়! কেনো জানি, ভুলো না আমায় কথাটা ম্যাটম্যাটে লাগছে!


শুভেচ্ছা, অপর্ণা!


ভালো থাকো নিরন্তর!

১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভুলো না আমায় -- এইটা বলে তো সিনেমাটিক ব্যাপার স্যাপার মনে করিয়ে দিলেন !!!

অবশ্য শেষ লাইন টা না রাখলেও চলে।
ধন্যবাদ।

১৩| ১৫ ই মে, ২০১৩ দুপুর ২:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ব্যাখ্যা লাগবো না! কেউ যে রাগের ইমো ইউজ করে ভালো থাইকো বলতে পারে তাও প্রথম দেখলাম। :D :D

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: আমার রাগ অনেক নিরীহ। হাসতে হাসতে কথা বলি রাগ করলেও ।
আরও দেখবা অপেক্ষাও

১৪| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৩:৩২

গিরিনদী বলেছেন: চমৎকার একটা লেখা পড়লাম।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ গিরিনদী

১৫| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভুলব না। দারুণ একটা আবেগ আছে লেখায়।

১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:২১

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা ভুলেন না । মনে রেখেন।
আর আপনি ভালো থেকেন :)

১৬| ১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:১৯

অদৃশ্য বলেছেন:




'' এই যে এক একটা কাহিনীচিত্র দেখছি বিস্মিত বালিকার চোখে
এর অন্তরালেও আছে পাতালে বয়ে চলা নদীর বিবর্তন,
আছে ধীরে ধীরে অপার এক শূন্যতার ভেতর প্রাণের অস্তিত্ব জেগে ওঠা''


'' কত-কতদিন ভুলে আছি আমি তোমায় প্রিয় বারান্দা, আহা, আমার একান্ত
ক্ষণের পৃথিবী
ঘর – গেরস্থালী, নিঃশ্বাস-প্রশ্বাসে অবিরাম গতিময় বিশ্বাসের অমরাবতী!''


________ এই অংশগুলো ঘুরেফিরে সামনে আশছিলো... তাই কোট করলাম... তবে সম্পূর্ন লিখাটিই খুব ভালো লেগেছে আমার...


শুভকামনা...

১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা অদৃশ্য

১৭| ১৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৪০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আর আমি ভাবতেছি এতদিন সংসারের গ্যাঁড়া কলে প্যাঁচ খাইয়া হারাইয়া গেলেন বুঝি বাংলা ব্লগের দুনিয়া থাইক্যা। লেখালেখিতে আছেন জাইন্যা ভাল লাগলো।

(সামু খুব ভারি হইয়া যায় মাঝে মাঝে। আমার কম্পুতে সাদা পাতা শো করে। তাই সব দোষ সামুর।)

১৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: গত দুই/তিন দিন সামুর সার্ভারে সমস্যা ছিল অবশ্য।

লেখালেখি একবার যে ভালবাসছে , সে চাইলেও ব্লগ আর লেখালেখির জগত থেকে হারাতে পারবে না ( বিশেষ করে আমার মতো যাদের শুরুটা ব্লগ থেকে হইছে )। লেখালেখিতেই আছি। তবে বিরতি দিয়ে দিয়ে লেখি। ক্রমাগত লেখালেখি কিংবা ব্লগিং দুইটাই ক্লান্তির ব্যাপার।

ভালো থাকবেন জুলিয়ান দা। শুভ কামনা আপনার জন্য।

১৮| ২৩ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব ভাল্লাগসে এইটা, চমৎকার ||

২৩ শে মে, ২০১৩ রাত ৯:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো

১৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

শাহেদ খান বলেছেন: ভাল লাগল সুন্দর সাবলীল লেখা।

+++

০৮ ই জুন, ২০১৩ রাত ১১:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ শাহেদ । ভালো থাকবেন

২০| ১৩ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
Warrior-poet নিয়ে আজ কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিলাম। শেষ লাইনের উপরের প্যারায় এসে মনে হলো, মৃত্যুপথযাত্রী সংগ্রামী Wallace পরাধীন স্কটিসদের উদ্দেশে বলছেনঃ

“আবারো এক নতুন আরম্ভের আশায় বদলে যাই আমি, বদলে যাই, বদলাতে থাকি...
তোমাদের পাপমোচনের জন্যে হয়তো কোনো যুবতী বধূর কোল আলো করে
আমি আবার জন্ম নেবো, বারবার জন্ম নেবো!’’

কোন্‌ বিপ্লবের মূলমর্ম নিয়ে এটি লেখা, বা আদৌ কোনো বিপ্লবী বাণী এতে আছে কিনা জানি না, কিন্তু আমার মন থেকে 'ওয়ারিয়র-পোয়েট' কথাটা কিছুতেই সরাতে পারছি না।

ছবিটা দেখে নিশ্চয়ই একটু প্রভাবান্বিত হয়েছি :) এ কবিতার শুরুর দিকে মনে হচ্ছিল, Braveheart Wallace তাঁর fiance-কে লক্ষ করে কথাগুলো বলছেন:

দেয়াল খামচে খামচে ভীত টিকটিকি অথবা আরশোলা দূরে ফেলে কোনোক্রমে পালিয়ে এসেছি,
দেয়াল এখন রক্তাক্ত, যেন চিত্রকরের তুলি থেকে ছিটকে আসা রঙের চিৎকার
রক্তাক্ত আমার নখ, পাঁজর, বুকের খোড়লে আড়াল হয়ে থাকা স্বপ্ন, সবকিছু ।


কবিতায় অনেক ভালো লাগা, আপু।

১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: Braveheart Wallace ছবিটা ভাইয়া দেখা হয় নাই । ইংরেজি দুর্বোধ্য লাগে , আমার মত মানুষের কাছে তাই সাব টাইটেলই ভরসা !

বিপ্লবের মর্ম বাণী তো আছেই কিছুটা ! তবে শাদা চোখে বলতে গেলে আমাদের ব্লগারদের আটক নিয়ে কবিতাটা লিখেছিলাম ! বাঁক স্বাধীনতার বিপর্যয় থেকে এই আটক , অনাচার এবং দেশকে নতুন রুপে গড়ার জন্য যে প্রত্যাশা সেটাই এর মূল কথা !

ভালো থাকবেন ভাইয়া ।

২১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: বাক স্বাধীনতা হবে । ****

২২| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৯

প্রত্যাবর্তন@ বলেছেন: তবু নাস্তিকতার বোঝা বয়ে নিয়ে হেঁটে চলি উন্মন, গ্রাম থেকে গ্রামান্তরে
ফসলের ক্ষেত, ধান ছড়ানো উঠোন, মানচিত্রের সংজ্ঞা বদলে দেয়ার আশায়,
আবারো এক নতুন আরম্ভের আশায় বদলে যাই আমি, বদলে যাই, বদলাতে থাকি...
তোমাদের পাপমোচনের জন্যে হয়তো কোনো যুবতী বধূর কোল আলো করে
আমি আবার জন্ম নেবো, বারবার জন্ম নেবো !


~আশাবাদ সফল হোক । এই আশাবাদের স্বপ্নে শামিল আমরা গুটিকতক ।

২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: আশা নিয়েই বেঁচে থাকা মরে মরে !
পুরনো লেখা খুঁজে নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরু আর শেষটা চমৎকার হয়েছে। কবিতার পটভূমি জানতে পেরে কবিতাকে যেন আরো বেশী ভাল লাগলো।
আপনার লেখা নষ্টমানুষ পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আমি আসলে এত ইরেগুলার হয়ে গেছি ব্লগে যে কী বলবো! অনেক দেরি হলো উত্তর দিতে।
পুরনো কবিতা খুঁজে পড়ার জন্য ধন্যবাদ অনেক। নিজের কাছেই অবাক লাগে আমি এক সময় কবিতা লিখতে পারতাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.