নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

মন্থর পাখসাটে বৃষ্টিসেতার

৩১ শে মে, ২০১৩ রাত ১২:১১

যখন মধ্যরাতে দপ করে নিভে যায় চাঁদের আলো,

গুনগুন করে গেয়ে ওঠে জলনূপুর।

নিঃস্ব অবসাদ !

স্মৃতিতে জমে থাকে আল্পনাআঁকা শৈশব , সন্ধ্যার

মুখশ্রী

দাউদাউ পুড়ে যাওয়া দিগ্বিদিকহীন জোনাক

বুকের প্রপাতে ঝরে পড়ে।





কিছু অন্তরাল থাকে

গোপন ভারে ,

কিছু কথা সুখময়

ফিসফাস।



সেসব রাতে বৃষ্টিসেতার বাজে না , বরং

মন্থর পাখসাটে নেমে আসে কিছু নক্ষত্রঝিলিক।

অশ্রুপতনের অপেক্ষায় ঘুম নেমে আসে

অনেকদূরে মিলিয়ে যাওয়া অপেরার শেষ দৃশ্যে !



অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।

মন্তব্য ৮৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৭

মামুন রশিদ বলেছেন: অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান ।


অনেক সুন্দর । পেইজ লোড না হওয়ায় ভালোলাগা বাটন আসেনি, তবু ভালোলাগা জানবেন ।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: বেশ কিছুদিন ধরেই সন্ধ্যার পর নেট লাইন খুব স্লো থাকে। একেক টা পেইজ লোড হতে এত সময় নেয় যে কান্না পায় রীতিমত।

ধন্যবাদ ভাইয়া

২| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২২

সায়েম মুন বলেছেন: বেশ ভাল লাগলো।
দিগ্বিবিদিকহীন শব্দটা বেমানান লাগছে।

৩১ শে মে, ২০১৩ রাত ১২:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: দাউ দাউ আগুনে পুড়ে যাওয়ার সাথে তো দিগ্বিবিদিকহীন শব্দই মানায় ।
আচ্ছা অল্টারনেট হিসেবে কি দেয়া যায় ? শুভেচ্ছা আপনাকে :)

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৩

লেখোয়াড় বলেছেন:
গভীর রাত্রির মতো গভীর আর সুন্দর।
++++++++++++++++++++++++++++

৩১ শে মে, ২০১৩ রাত ১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়

৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। পাখসাটে মানে কী?

৩১ শে মে, ২০১৩ রাত ১:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ । পাখসাট মানে - পাখির ডানা ঝাপটানোর শব্দ

৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩০

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল্লাগছে আপু
ভাল থাইকেন

৩১ শে মে, ২০১৩ রাত ১:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ। আপনিও ভালো থাইকেন

৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: 'জলনূপুর' শব্দটা সুন্দর তো!

কবিতা সুন্দর, প্রত্যেক শব্দের একক অস্তিত্ব অনুভব করা গেল।

৩১ শে মে, ২০১৩ রাত ১:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ শঙ্কু।
শুভেচ্ছা রইলো

৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বৃষ্টির কবিতা লিখে ফেললেন তাহলে।

৩১ শে মে, ২০১৩ রাত ১:১২

অপর্ণা মম্ময় বলেছেন: আরে নাহ , এই কবিতা আমি ০২/০২/১৩ তে লিখছি। কাল জোরাজুরি করে একটা লিখছিলাম বৃষ্টি নিয়ে। ভালো হয় নাই । তাই খুঁজে খুঁজে পুরনো একটাই দিলাম। বাইরে যে ভয়াবহ বাতাস আর বৃষ্টি , তাই আর কি !

ভালো থেকো

৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৬

এরিস বলেছেন:
প্রথমতঃ ভালোলাগা জেনে নেবেন।
দ্বিতীয়তঃ কিছু অন্তরাল থাকে
গোপন ভারে ,
কিছু কথা সুখময়
ফিসফাস।

তৃতীয়তঃ দিগ্বিবিদিকহীন না কি দিগ্বিদিকহীন? খটকা লাগছে। কোনটা ঠিক?
শেষ কথাঃ কবিতাটা আমি লিখলে শেষের লাইনটা "অবশেষে নিঃশ্বাস , দুঃস্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।" লিখতাম।
ধরি, "মন্থর পাখসাটে বৃষ্টিসেতার" এর লেখিকা এরিস।
এখন......... ;)

৩১ শে মে, ২০১৩ রাত ১:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: ' মন্থর পাখসাটে বৃষ্টিসেতার' এর লেখিকা এরিস তোমাকে অনেক ধন্যবাদ আমার বেখেয়ালে লেখা শব্দকে ধরিয়ে শুদ্ধ করে দেবার জন্য - দিগ্বিদিকহীনই হবে।

এখন আমার অনুভূতি ? খুব সুন্দর :)

৯| ৩১ শে মে, ২০১৩ রাত ১:১০

সায়েম মুন বলেছেন: বিপদে ফেললেন দেখি। :P
দিশেহারা, পথহারা সহ আরও কিছু সমার্থক শব্দ খোঁজেন যেটা মানানসই হয়। :!>

৩১ শে মে, ২০১৩ রাত ২:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: সমার্থক শব্দ খুঁজতে গেলে বিপদে পড়বো । কবিতা লেখা অনেক কষ্টের লাগে। আর শব্দ নিয়ে আমার খুঁতখুঁতানি অনেক বেড়ে গেছে ইদানীং :(

ভালো থাকেন । শুভ রাত্রি :)

১০| ৩১ শে মে, ২০১৩ রাত ১:১২

শশী হিমু বলেছেন: সুন্দর।

৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ শশী হিমু

১১| ৩১ শে মে, ২০১৩ রাত ৩:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।
সহমত !

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ অভি

১২| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:০৮

আরজু পনি বলেছেন:

অশ্রু পতনের অপেক্ষায় ঘুম নেমে আসা....

ভালো লাগা রইল।।

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ পনি ।
শুভেচ্ছা তোমাকেও

১৩| ৩১ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

রেজোওয়ানা বলেছেন: শব্দের উপর আপনার দখল চমৎকার।

কবিতায় ভাল লাগা রইলো....

৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপু । শুভ সন্ধ্যা

১৪| ৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮

জ্যোস্নার ফুল বলেছেন:
স্বপ্ন এবং মৌনতা কি সহাবস্থান নিতে পারে?

এরিসের দুঃস্বপ্নের সঙ্গে সহমত।

৩১ শে মে, ২০১৩ রাত ৮:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: এই কবিতার লেখিকা এরিস হলে দুঃস্বপ্ন লিখত , লেখিকা তো অপর্ণা তাই সে স্বপ্ন লিখেছে । :)
আপনার নিকটা সুন্দর !

১৫| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯

s r jony বলেছেন: অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।

+++++++++++++++

(নেটের স্পিডের কারনে প্লাস অপশন দেখাচ্ছে না,)

৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: সমস্যা নাই ভাইয়া । নেট এর বাজে অবস্থায় সবাই কমবেশি ভুক্তভোগী ।

প্লাসের জন্য ধন্যবাদ

১৬| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:১৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহ !

শব্দের কি চমৎকার বুনন ।

৩১ শে মে, ২০১৩ রাত ৯:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মন্ত্রী সাহেব :)

১৭| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:৫১

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৩১ শে মে, ২০১৩ রাত ১০:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রাশেদীন । শুভকামনা রইলো

১৮| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
কবির ভাবনা গুলো সুন্দর।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই

১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ২:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: নতুন নতুন শব্দ সংযুক্ত করেছেন ভালো লাগলো :)

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ঘুড্ডি ভাই

২০| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০৪

আশিক মাসুম বলেছেন: হুম আরো প্রানের ছোঁয়া থাকতে পারতো, কিছু বরফ শীতল অনুভূতি মিসিং লেগেছে :)


ভাল থাকবেন।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা লেখার অভ্যাস কমে গেছে আমার তাই হয়ত আপনার কাছে এত প্রাণবন্ত মনে হয় নাই ।
আপনিও ভালো থাকবেন

২১| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভাল লাগলো বেশ!

০১ লা জুন, ২০১৩ রাত ১০:১২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। আপনার নিকের বানানটা লিখতে পারি না :(

২২| ০২ রা জুন, ২০১৩ সকাল ৯:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর কথামালা

২৩| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

২৪| ০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৪

তুষার আহাসান বলেছেন: পাখসাটে,জলনুপুর, শব্দ-দুটি ভাল লাগল।

কবিতাটি ও ।

১১ নং ভাল লাগা।

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৫| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:০৩

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল বেশ

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে আমারও ভালো লাগলো

২৬| ০২ রা জুন, ২০১৩ রাত ১০:৩৯

এবার তোরা মানুষ হ বলেছেন: অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।

০৩ রা জুন, ২০১৩ রাত ৯:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:২৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতার নাম হিসেবে "নিঃস্ব অবসাদ" বেশি মানাত।

ভাল লেগেছে। ++++++

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ নাজিম।
নিঃস্ব অবসাদ নামটা গতানুগতিক এবং কোনও কবিতা বা গল্প লেখা শেষে নামকরণ নিয়ে ঝামেলায় পড়ি। মন্থর পাখসাটে নামটা ঠিকই আছে যা কবিতার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ ।

২৮| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৫

তীর্থক বলেছেন: পড়লাম।
শব্দ চয়ন ভাল লেগেছে, তবে সব মিলিয়ে কেমন যেন খাপ ছাড়া খাপ ছাড়া মনে হয়েছে। কোথায় যেন কি একটা নেই, কিছু একটার অভাব বোধ হল। ঠিক তামাক আর ফিল্টারে'র জুগলবন্দি হয়নি যেন।

প্রথম পঙতি'টা অসাধারন হয়েছে, "গুনগুন করে গেয়ে ওঠে জলনূপুর"।
ভাল লেগেছে শেষে'র পঙতি'টাও "বরং মন্থর পাখসাটে নেমে আসে কিছু নক্ষত্রঝিলিক।"

"অবশেষে নিঃশ্বাস, স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।" খুব ভাল, বেশি ভাল।

চাঁদের আলো, জলনুপুর, দা্উ দাউ, জোনাক, নক্ষত্রঝিলিক'এর মত সপ্রতিভ (যারা যেখানেই থাকুক নিজেদের অবস্থান আলাদা করে চেনাবেই) শব্দগুলোর সহাবস্থানে'র জন্যেই হয়ত পড়তে ভাল লাগলেও সম্পুর্নতার প্রশ্নে এসে জৌলুস হারিয়েছে। মনে হয়েছে একের আলোয় অন্য শব্দটি যেন কিছুটা ম্লান হয়েছে। অন্তত শব্দগুলো নিজেদের মধ্যে অন্যকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা করেছে যা অসামন্জস্যপু্র্ন লেগেছে।

+

ভাল থাকবেন :-)

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১০

অপর্ণা মম্ময় বলেছেন: সব মিলাইয়া আপনার কমেন্ট শেষ পর্যন্ত আমার ভালো লাগছে।

একটা প্লাস দিছেন সেটাও ভালো লাগছে ।
আমি ভালো আছি , আপনিও ভালো থাকবেন ।

২৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৮

নোমান নমি বলেছেন: অতি সুপাঠ্য কবিতা!

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ নোমান ভাই

৩০| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:২৫

অদৃশ্য বলেছেন:




অত্যন্ত সুন্দর কবিতা... পাঠে তৃপ্ত

এবং লিখাটি আবারো এসে আরাম করে পড়ে যাব কিছুটা ফ্রি হলেই... এরকম কবিতা মাঝে মাঝেই চাই আপনার কাছ থেকে...


শুভকামনা...

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে ভালো লাগলো ।
কবিতা লেখার অভ্যাস কমে যাওয়াতে এখন লিখতে বসলে শব্দ হাতড়াতে হয় , ঝিম মেরে বসে থাকতে হয়। কবিতা লেখা খুব সহজ না , অনভ্যাসে বুঝতে পারলাম যা আপনি বা আপনারা যারা কবিতা লিখেন খুব সহজেই পারেন মনে হয় ।

শুভকামনা রইলো ।

৩১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:৪০

লাবনী আক্তার বলেছেন: অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান

খুব সুন্দর কবিতা! মুগ্ধপাঠ।

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ লাবনী

৩২| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:০১

ফারজানা শিরিন বলেছেন: অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থানম :(

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: হাহাহা , মন খারাপ করলেন কেন আপু ?

৩৩| ০৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯

ফারজানা শিরিন বলেছেন: মন খারাপ করা কথা লিখে আবার বলে 'মন খারাপ করলেন কেন আপু ?'' :|

০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা মন ভালো রাখেন ফারজানা আবার শিরিনও ।
সুপ্রভাত

৩৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩০

নীল কথন বলেছেন: কিছু অন্তরাল থাকে
গোপন ভারে ,
কিছু কথা সুখময়
ফিসফাস।


---
কি কথা শুনি? :)
---
সহজাত অর্পণাকে খুঁজে পেলাম।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২

অপর্ণা মম্ময় বলেছেন: এটা কাকে দেখা গেলো !!!!

খুব ভাল্লাগলো তোকে দেখে।

ধন্যবাদ নীল কথন ।

৩৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৯

নীল কথন বলেছেন: আসলামতো বিশেষ একজন অকৃত্রিম বন্ধু কন্যার জন্য। :)
===
তা, ফিসফিসানি, গোপন কথা শুনি.. :P

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: গোপন কথা ফিসফাসই থাক

ভালো থাকিস।

৩৬| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

শাহেদ খান বলেছেন: 'দপ করে নিভে যাওয়া চাঁদের আলো', 'দাউদাউ পুড়ে যাওয়া দিগ্বিদিকহীন জোনাক' কিংবা 'অশ্রুপতনের অপেক্ষায় ঘুমের নেমে আসা' -- সুন্দর শব্দে চমৎকার সব দৃশ্যকল্প !

অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান -- আমার ভাল লাগল অনেক !

+

শুভকামনা কবি।

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভ কামনা শাহেদ।
অনেক ধন্যবাদ ।

৩৭| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো আপু।

আপনার অনেক পোষ্ট পড়া হয় নাই দেখি। সময় করে সব পড়ে যাবো।

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: হুম মাঝে তুমি ডুব দিছিলা দেখলাম।
ভালো থেকো

৩৮| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ স্বর্ণা

৩৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ডুব দিই নাই! ঘুমাচ্ছি আর কী! :D

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২১

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে, ঘুম পুরা হইলে আইসো

৪০| ০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:
অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান।

উপরের চরণগুলির সামঞ্জস্যতা রক্ষা !
দারুন লেগেছে শেষ লাইটাতে এসে।

০৯ ই জুন, ২০১৩ দুপুর ২:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আরমান

৪১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩

মাহমুদ০০৭ বলেছেন: যখন মধ্যরাতে দপ করে নিভে যায় চাঁদের আলো,
গুনগুন করে গেয়ে ওঠে জলনূপুর।
নিঃস্ব অবসাদ !
স্মৃতিতে জমে থাকে আল্পনাআঁকা শৈশব , সন্ধ্যার
মুখশ্রী
দাউদাউ পুড়ে যাওয়া দিগ্বিদিকহীন জোনাক
বুকের প্রপাতে ঝরে পড়ে

এই লাইন গুলো বার বার পড়লাম । এত ভাল লাগছে যে কোনদিন
আমার কোন গল্পে এই কবিতাকে সাইজ করে দেই কে জানে !

''অনেকদূরে মিলিয়ে যাওয়া অপেরার শেষ দৃশ্যে ''

আচ্ছা অপেরার জায়গায় আমাদের দেশি অনুষ্ঠান কোনটাকে রিপ্লেস করা যায় ? কি দেয়া যায় ?
যাত্রাপালা :P :P যদিও যাত্রা ত আর অপেরা না ।
হঠাত মাথায় আসল , তাই বলে ফেললাম ।

ভাল থাকবেন ।

৪২| ০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা কোন কবিতায় সাইজ করবেন জানাইয়েন পড়বো নে।
ভালো আছি , আপনিও ভালো থাকবেন । :)

৪৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,

শব্দ বাছাইয়ে আপনার কলম বেশ জোরদার । বোঝা যায় এই লাইনটাতে - " মন্থর পাখসাটে নেমে আসে কিছু নক্ষত্রঝিলিক। "
এখানে " নক্ষত্রঝিলিক " শব্দটির আগে " কিছু" শব্দটির ব্যবহার অন্যমাত্রা দিয়েছে লাইনটিতে ।

আর এই ক'টি লাইন খুব ভালো লেগেছে -
"কিছু অন্তরাল থাকে
গোপন ভারে ,
কিছু কথা সুখময়
ফিসফাস।"


সব মিলিয়ে সুন্দর ।
ভালো থাকুন ......

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:০১

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! খুব সুন্দর করে বললেন আপনি ।
ভালো থাকবেন ভাইয়া ।

৪৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

প্রত্যাবর্তন@ বলেছেন: মানুষ তো এভাবেই ভাবে , এভাবেই সুখ ও দুঃখের স্মৃতিকাতরতায় আন্দোলিত হয় । যাপিত জীবনের এই চক্র কাব্যিক ব্যঞ্জনায় এখানে ফুটে উঠেছে

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন সুন্দর মন্তব্যের জন্য।
শুভকামনা রইলো

৪৫| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২২

দুঃস্বপ্০০৭ বলেছেন: সেসব রাতে বৃষ্টিসেতার বাজে না , বরং
মন্থর পাখসাটে নেমে আসে কিছু নক্ষত্রঝিলিক।
অশ্রুপতনের অপেক্ষায় ঘুম নেমে আসে
অনেকদূরে মিলিয়ে যাওয়া অপেরার শেষ দৃশ্যে !

অবশেষে নিঃশ্বাস , স্বপ্ন এবং মৌনতার সহাবস্থান ++++


আপু আপনাকে এই পোস্টে নিমন্ত্রন :)

Click This Link

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার পোস্ট দেখেছি । ব্যস্ততায় সময় করে উঠতে পারিনি।
শুভকামনা আপনার জন্য।

৪৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অশ্রুপতনের অপেক্ষায় ঘুম নেমে আসে
অনেকদূরে মিলিয়ে যাওয়া অপেরার শেষ দৃশ্যে ! কি অদ্ভুতুড়ে ভালো লাগা ! আর নতুন একটা শব্দ শিখলাম, পাখসাটে । ধন্যবাদ । +++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ পুরনো লেখা খুঁজে নিয়ে পড়লেন ! মুগ্ধতা !

ভালো থাকবেন আদনান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.