নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

মানচিত্রের শেষপ্রান্তটুকু

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৬

একটা সীমানাহীন মেঘকালো রঙের প্রান্তরে, একা , খুব একা কোনো নির্জন দ্বীপ আঁকলাম। না, দ্বীপ না। বরং একটা মানচিত্র আঁকি। মানচিত্রের মুখ বরাবর আরেক প্রান্তে আঁকি একটা গর্ত। এই গর্তকে অনেকভাবেই কল্পনা করা যেতে পারে। কেউ হয়ত একে বলতে পারে কোনো গুহা কিংবা খাঁদ অথবা আগ্নেয়গিরির কৃষ্ণ জ্বালামুখ। মানচিত্রের অবয়বে হয়ত রঙের আঁচড়ে ফুটিয়ে তোলা যেতে পারে বালিকার আর্ত চিৎকার, ব্যর্থ প্রেমের ঈষৎ ঝাপসা বিষাদনূপুর কিংবা আরও কয়েক প্রস্থ রং চড়ালে হয়ত মনে হতে পারে মোহন ফাঁদে আটকা পড়া একটা খাঁচাসমেত পাখি দোল খাচ্ছে। মুখোমুখি থাকা গর্তটার একপাশে এঁকে দিলাম বিচিত্র ভঙ্গীতে দাঁড়িয়ে দু’ হাত প্রসারিত করে রাখা একটা ঘুমপুতুল।





ধীরে ধীরে মানচিত্রে গুপ্ত হত্যার স্কেচ বাড়ে, লুণ্ঠন আসে, যোগ হয় করোটির সংখ্যা, মন্দিরের ঘণ্টা। সে সময় কিছু মেঘ উড়ে উড়ে গেলে মানচিত্রটার কিছু অংশ ভিজে যায়। এসবে অবশ্য ঘুমপুতুলের ঘুম ভাঙ্গে না। হয়ত মিষ্টভাষী কোনো জাদুকরের মায়া-অভিশাপের গোপন চুম্বনে পুতুলটা ঠায় দাঁড়িয়ে থাকে মেঘ-আগুনে দগ্ধ হয়ে! তখন তার প্রসারিত দু’হাতের মাঝে একটার, অর্ধেকটা ভেঙে পড়ে। ভাঙা হাত থেকে খসে পড়ে পাঁচটি আঙুল। আমি সেখানে গাঢ় কালচে খয়েরী ধরণের রং লাগিয়ে দেই। দেখে মনে হয় গুহামুখে দাঁড়িয়ে থাকা পুতুলটি শতাব্দীর ক্রুশবিদ্ধ এক উদাহরণ যেন !





অবশ্য তখন না চাইলেও ক্রমশ গুহামুখ বা গর্তটায় স্পষ্ট হয়ে ওঠে কামুক চুমু, যদিও সেখানে ছলনাকে উহ্য রাখা হয়। চিকিৎসার অযোগ্য কোনো অসভ্যতার চর্চা শুরু হবার প্রস্তুতিও শুরু হয়ে যায় ইতিমধ্যে। সেখান থেকে অনুরণিত হতে থাকে প্রেমিকার অভিশপ্ত হুমহুম প্রেত হাসি।





এই যে একটা কাহিনীচিত্র আঁকা হল – একটা মানচিত্র, একটা আগ্নেয়গিরির কৃষ্ণ জ্বালামুখ বা গুহা, ঘুমপুতুল ইত্যাদি – এর অন্তরালে হয়ত আঁকা আছে কোনো বিবর্তন, আছে দীর্ঘদিনের চর্চা। শতাব্দীর সর্পিল পথ – সে যে ভীষণ পিচ্ছিল ! এ কারণেই স্বাধীনতা ধীরে ,খুব ধীরে তার ক্লান্ত পাপড়ি মেলে ধরে।





শেষ পর্যন্ত আরও কোনো এক আরম্ভের জন্য উদাসীন , গম্ভীর পাতাছেঁড়া মানচিত্রটা গন্ধরাজ বুকে নিয়ে ডানা মেললে ঘুমপুতুলটা আঁকড়ে ধরতে চায় মানচিত্রের ন্যূনতম শেষপ্রান্তটুকু।

মন্তব্য ৬৮ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৫

এরিস বলেছেন: চিকিৎসার অযোগ্য কোনো অসভ্যতার চর্চা শুরু হবার প্রস্তুতিও শুরু হয়ে যায় ইতিমধ্যে। সেখান থেকে অনুরণিত হতে থাকে প্রেমিকার অভিশপ্ত হুমহুম প্রেত হাসি। মন্তব্য নেই।

০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা ।

২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১১

লাবনী আক্তার বলেছেন: উফ! এতো সুন্দর করে লিখেন আপনি!

আমি পারিনা এমন করে লিখতে। :( :(

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ লাবনী।

৩| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সেখান থেকে অনুরণিত হতে থাকে প্রেমিকার অভিশপ্ত হুমহুম প্রেত হাসি।


কি সাংঘাতিক !!!

এটাকে কি বলা যেতে পারে রূপক অথবা মনের দহন জ্বালা নাকি দেশ মাতৃকার হাহাকার বিভীষিকা ময় কালের আহবান।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০

অপর্ণা মম্ময় বলেছেন: কাণ্ডারী ভাই , এখানে রুপকের মাধ্যমে দেশ মাতৃকার হাহাকার , বিভীষিকা ময় একটা সময়ের কথাই তুলে ধরা হয়েছে।

ধন্যবাদ আপনাকে

৪| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৬

অপূর্ণ রায়হান বলেছেন: কমপ্লেক্স কিন্তু সুন্দর +++++++++

৫ম ভালোলাগা :)
শুভকামনা রইল :)

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো

৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

ফারজানা শিরিন বলেছেন: শেষ পর্যন্ত আরও কোনো এক আরম্ভের জন্য উদাসীন , গম্ভীর পাতাছেঁড়া মানচিত্রটা গন্ধরাজ বুকে নিয়ে ডানা মেললে ঘুমপুতুলটা আঁকড়ে ধরতে চায় মানচিত্রের ন্যূনতম শেষপ্রান্তটুকু
____ এই কথাটুকু কেন কি ? তা আপনি জানেন । তবে এই মুহুর্তে আমার কাছে আমার অবস্থা এই লাইনের ঘুমপুতুলটার মতই ।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: যখন এই গত দুই আড়াই মাস আগেও দেশে একটা অস্থিতিশীল অবস্থা চলছিল মসজিদে কার্পেট পড়ানো, মানুষ মারা এই সবের অবস্থায় খুব খারাপ সময় যাচ্ছিলো আমার। প্রচণ্ড মানসিক যন্ত্রণা হতো সে সময়টায়। সেখান থেকেই লেখা এটা।

ভালো থাকবেন ফারজানা ।

৬| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

অদৃশ্য বলেছেন:




লিখাটি পড়েছি... কিন্তু কি মন্তব্য করবো ভেবে পেলাম না তাই চুচাপ ছিলাম বা আছি... এটাকে আমি মুক্তগদ্য বলতে পারি... আমি একটি দৃশ্য দাড় করাবার চেষ্টা করছি... দৃশ্য তৈরী হলে কথা হবে


শুভকামনা...

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে দাঁড় করাতে থাকুন দৃশ্যপট। অপেক্ষায় থাকলাম ।

আপনার জন্যও শুভকামনা রইলো অদৃশ্য ।

৭| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

s r jony বলেছেন: গদ্যের ভাষা ও তার সাজানো মালা ভাল লাগছে,

মিথ্যা হিপোক্রেসি করব না সত্যি কথা বলি,
উপমার সারমর্ম মাথার উপর দিয়া গেছে, আপনে কি বুঝাতে চাচ্ছেন সেটা বুঝি নাই।

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: হিপোক্রেসি না করার জন্য আপনাকে ধন্যবাদ জনি ভাই ।

ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে প্রায় এপ্রিল পর্যন্ত যে বাজে অবস্থা ছিল আমাদের দেশে সে অবস্থার প্রেক্ষিতেই এই লেখাটা লিখেছিলাম রুপকের সাহায্যে। আমাদের দেশের গণতন্ত্রের যে নমুনা দেখলাম বিভিন্ন ইস্যুতে এবং চার ব্লগারকে জেলে আটকের মাধ্যমে সেক্ষেত্রে তো সোজা ভাষায় লেখার কিছু উপায় নাই ।

আশা করি এবার ক্লিয়ার হয়েছেন। এখানে -

মিষ্টভাষী কোনো জাদুকর বলতে দেশের রাজনিতিবদ
করোটির সংখ্যা দিয়ে মৃত মানুষ যারা জামাত শিবির এর তাণ্ডব , সাথ এপ্রধান দুই দলের কর্মীরাও আছে

ঘুম পুতুল - আমরা জনগন
গাঢ় কালচে খয়েরী ধরণের রং বলতে - রক্ত
ইত্যাদিকে বুঝাতে চেয়েছিলাম ।

ভালো থাকবেন ।

৮| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ভালো লেখছেন আবার আসমু

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে, আইসেন আবার ।

৯| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

মুনীর উদ্দীন শামীম বলেছেন: পড়লাম।
প্লাসাইলাম.....

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: প্লাসানির জন্য ধন্যবাদ মুনীর ভাই ।
কত্ত দিন পর ব্লগে উঁকি দিলেন হিসাব আছে আপনার ? সময় পেলে মাঝে মাঝে নিজেও কিছু পোস্টাইয়েন আর দেখা দিয়া যাইয়েন।

১০| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

লেজকাটা বান্দর বলেছেন: দুঃখিত। আপনি কি লিখতে চেয়েছেন আমি পুরোটা বুঝতে পারি নি। এই জাতীয় লেখাগুলোকে আমি বিমূর্ত চিত্রকলার মতই সযত্নে এড়িয়ে চলার চেষ্টা করি।

এই দিক থেকে আপনার গদ্যের মিল পেলাম রেজওয়ান তানিমের কবিতার সাথে আর হাসান মাহবুব ভাইয়ের গদ্যের সাথে। সবি মাথার উপ্রে দিয়া যায়গা।

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: সমস্যা নাই ভাই। অনেক লেখাই আছে যা আমাদের অনেক সময় পুরোপুরি বোঝা হয়ে ওঠে না। তবুও আপনি কমেন্ট করেছেন , আমার লেখায় চোখ বুলিয়েছেন এজন্য ধন্যবাদ।

তানিম এবং হাসান ভাই দুজনেই ভালো লিখেন।

শুভকামনা আপনার জন্য

১১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৩০

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: আপনাকে কোনো জাদুকরি লাগসে..মানবী না।+++++++++++

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে

১২| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

তীর্থক বলেছেন: অনেকবার পড়েছি । পড়তে ভাল লেগেছে । সব বুঝেছি বলবনা । আবার কিছুই বুঝিনি তাও নয় । তবে মনে হয়েছে খুব হাই থট কিছু পড়ছি (এ্যাবসট্রাকট শিল্প কর্মের মত)। এটা পুরোপুরি বোঝা আমার কম্য নয় । আসলে কিছুটা না বোঝার মোধ্যেও একটা অন্য রকম ভালোলাগা থাকে । তেমনই অনুভব করলাম।
+

"এ কারণেই স্বাধীনতা ধীরে ,খুব ধীরে তার ক্লান্ত পাপড়ি মেলে ধরে।" এটা ঠিক কি হল? আমি ত বিপরীত টা জানি! ডালপালা ছড়িয়ে যে স্বাধীনতা, বিক্ষুব্ধ ঝড়ে ঝরে পড়া নীলাভ পাপড়ির মত ধীরে ধীরে একদিন বিবর্ণ ধুষর রং ধারন করে আর ম্লান হতে হতে একদিন এলিয়ে পরে সবুজ ঘাসের বুকে শিশির বিন্দুর মত ।

০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: হাহাহহা , অনেকবার পড়েছেন জেনে ভালো লাগলো সত্যিই। বোঝা না বোঝার মাঝামাঝি থেকে যে বোধ টা এল খারাপ কি !

"এ কারণেই স্বাধীনতা ধীরে ,খুব ধীরে তার ক্লান্ত পাপড়ি মেলে ধরে।" এটা ঠিক কি হল?

--- এটা লেখার কারণ হলো আমি যে পরিস্থিতিতে এটা লিখেছি তখন এরকমই মনে হচ্ছিল বাংলাদেশের সামগ্রিক অবস্থা। এখনো যে অবস্থার উন্নয়ন হয়েছে তা নয়। মনে হচ্ছিল স্বাধীনতা কাঁদছে, ক্লান্ত কিন্তু আশায় মানুষ বাঁচে সে হিসেবে স্বাধীনতা তখনও আলোর অপেক্ষায় পাপড়ি মেলে দিয়েছে।

অনুপ্রেরণার জন্য ধন্যবাদ ।

** একটা কমেন্ট মুছ এদিলাম। দুইবার আসছে

১৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এত চমৎকার একটা লিখা পড়ার পর কিছু লিখার সাহস পাচ্ছিনা ! লিখতে থাকুন আপু , আমরা মুগ্ধ হতে থাকি !

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ অভি । ভালো থাকুন

১৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৬

বৃষ্টিধারা বলেছেন: কি যে সুন্দর ..... বলার কিছু নেই ।

০৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটাও সুন্দর খুব !

১৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬

মহামহোপাধ্যায় বলেছেন: মন্তব্যের ঘরে অনেকক্ষণ কারসর ওঠানামা করছে। মন্তব্যে কি লিখব বুঝতে পারছি না। পড়েছি। মুগ্ধ হয়েছি। সবটুকু বুঝেছি বললে ভুল হবে তবে অনেকটাই আঁচ করতে পেরেছি। চমৎকার আপনার লেখনী, পাঠককে মুগ্ধ করার ক্ষমতা। পোস্টে ভালো লাগা থাকল।

০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১০

অপর্ণা মম্ময় বলেছেন: আমিও খুশি হলাম সুচিন্তিত মন্তব্য পেয়ে

১৬| ০৫ ই জুন, ২০১৩ রাত ১১:১১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর রূপকচিত্র।

০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৯

মামুন রশিদ বলেছেন: একটা দেশের জন্ম, ধীরে ধীরে মানচিত্র হয়ে উঠার রুপক গল্প । রুপক হলেও নতুন মানচিত্রে গর্ত, গুহা, খাঁদ কিংবা আগ্নেয়গিরির কৃষ্ণ জ্বালামুখ, খাঁচায় দোল খাওয়া পাখি আর ঘুমপুতুল- কোন কিছুকেই কষ্ট কল্পনা মনে হয়না ।


তারপরও শেষে থেকে যায় আশাবাদ, একটা দেশ জাগবে বলে । দারুন, চমৎকার !!


০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম মামুন ভাই

১৮| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: এই যে একটা কাহিনীচিত্র আঁকা হল-এর অন্তরালে হয়ত আঁকা আছে কোনো বিবর্তন, আছে দীর্ঘদিনের চর্চা।

+++++++++

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ নাজিম

১৯| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩

আশিক মাসুম বলেছেন: দাহকাল এর নীলাভ পাণ্ডুলিপি আর অশ্রুর বানে তোলপাড় হওয়া কাব্যের শরীর, ভাল লাগা জানিয়ে গেলাম।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: বেশ সুন্দর ভাবেই আপনার ভালো লাগা জানিয়ে গেলেন। ধন্যবাদ ।

২০| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুক্তগদ্য পড়তে ইদানিং খুব টানছে।
কিন্তু বইয়ের খোঁজ ও পাচ্ছি না।

আপনার পোস্ট পড়ে খানিকটা তৃপ্তি পাওয়া গেল।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: নির্ঝর নৈঃশব্দ্যের সাথে পরিচয় আছে তোমার ? ও সামুতে ব্লগিং করতো আগে। ও বইমেলায় মুক্তগদ্যের উপর লিটল ম্যাগ বের করে। তুমি ফেবুতে আমার সাথে ফেবুতে ইনবক্সে যোগাযোগ করো ।

২১| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

ডট কম ০০৯ বলেছেন: এই গুলান বরাবর ই আমার এন্টেনার উপ্রে দিয়া যায় এইডাও গেল।

এন্টেনা অনেক ছোট বড় করতে হইব।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: কমেন্ট গুলোও যদি পরতেন তাইলে এন্টেনায় ধরা পড়তো লেখার বিষয়টা।
ভালো থাইকেন

২২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২

সোহাগ সকাল বলেছেন: হ্যাঁ। অনেক সুন্দর গল্প। ভালো লাগলো অনেক।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: হায় হায় বলে কি ? এইটা গল্প ? ফাঁকিবাজি পড়া পড়ছেন বুঝাই যায় । ট্যাগ দেখেন ' মুক্তগদ্য '।

২৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪

নস্টালজিক বলেছেন: মুক্তগদ্যের ভাবনা ভালো লাগসে! লেখাটাও...


শুভেচ্ছা নিরন্তর!

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও শুভেচ্ছা রইলো ।

২৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: সুন্দর। সুখপাঠ্য।

০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মুন ।

২৫| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: মুক্তগদ্য কখন লেখা হয়?

যখন কথাগুলো না পারে কবিতার স্নিগ্ধতার আড়ালে লুকিয়ে হাসতে, বা সাহসী সৈনিকের মত গদ্যের আধো মসৃণ পথে ঘোড়া চালিয়ে এগোতে, তখন কথাগুলো থমকে গিয়ে- ভাবে। তারপর একবার কবিতার নির্যাস আরেকবার গদ্যের তলোয়ারের খোঁচা ছড়াতে ছড়াতে কলমের মুখে এসে জড়ো হয়। সেখানে না থাকে কোন শৃঙ্খল, না থাকে পাগলাটে স্বাধীনতা - থাকে এই দুটোর চেয়েও আকর্ষণীয় কোন সৃষ্টি।

মুক্তগদ্যের কাজ ক্যানভাস বানিয়ে দেওয়া। বাকি কাজ বর্তায় যারা পড়বে তাঁদের ওপর। এজন্যে মুক্তগদ্যের কদর কম। এই লেখাটা পড়ছিলাম অন্য কিছু ভেবে, কিন্তু মন্তব্য পড়ে বুঝলাম ক্যানভাসে অন্য ছবি আঁকা ছিল। আরেকবার পড়লাম। পঠনের আনন্দ বাড়ল।

কলমের কারুকাজে মুগ্ধ হয়েছি।

০৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি কই ছিলেন গত দুইদিন ? ! ( জবাব দেয়া জরুরী না )

আসলে আপনার নিবিড় পাঠের মন্তব্য ভীষণ মিস করছিলাম তাই বলা আর কি । আপনার মুক্ত গদ্যের সংজ্ঞা সত্যিই খুব পছন্দ হলো।

যদিও এটা আমার নতুন লেখা নয় কিন্তু ব্লগে নতুন দেয়া কিন্তু আপনার নতুন গল্প কই ? তাড়াতাড়ি দেন। পড়বো ।

২৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! আবেগি !

০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: হুম ধন্যবাদ পাইলট ।
সুপ্রভাত

২৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৫২

রেজোওয়ানা বলেছেন: এমন লেখায় আসলে ঠিক কি বলে মন্তব্য করবো বুঝে উঠতে পারি না!

শুধু বলি, অনেক বেশি ভাল লাগা রাইলো....

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: যতটুকু বলেছেন আপু , তাতেই তো খুশী হয়ে গেলাম । চলবে । :)

ভালো থাকবেন , অনেক ধন্যবাদ আপু

২৮| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার আপু! খুবই চমৎকার।

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা।
ভালো থেকো

২৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭

ৈজয় বলেছেন:

অনেক মাথা ঝাঁকাঝাঁকি করলাম। এমন লেখার সাথে যাবে, সেরকম মন্তব্য করার মত কিছু খুঁজে পেলাম না।


ভাল লাগা অনেক অনেক।

০৮ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা , আপনাকে অনেক ধন্যবাদ :)

৩০| ০৯ ই জুন, ২০১৩ ভোর ৪:২৯

মাহমুদ০০৭ বলেছেন: মুগ্ধপাঠ ! শব্দ সৌন্দর্যের এমন নিপুণ - কারিগরের প্রতি
আমার হিংসেই হচ্ছে । ভাল থাকুন আপনি নিরন্তর ।
আপনাকে অনেক শুভেচ্ছা ।

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনিও বেশ ভালো গল্প লিখেন ! উপভোগ করি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩১| ০৯ ই জুন, ২০১৩ রাত ৮:২৯

রুপ।ই বলেছেন: অসাধারন ! রুপকগুলো চমৎকার ব্যজ্ঞময় ।

০৯ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রুপাই ! আপনার নিক টা সুন্দর । আমি একবার একটা লেখা লিখেছিলাম, চরিত্রের নাম ছিল - রুপাই !

ভালো থাকবেন

৩২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।

হুমহুম প্রেত হাসি!
হুমহুম প্রেত হাসি!

প্রেতের আগে হুমহুম লাগাইলেন কেমনে? মথায় গেঁথে গেলো।

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: হুম হুম ।
এই যে এমনেই লিখলাম। মাঝে মাঝে এমন হয় কিছু শব্দ , লাইন একেবারে মাথায় ঢুকে যায়।

৩৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

নেক্সাস বলেছেন: অসাধারণ দৃশ্যকল্প। সমসাময়িক সমাজ ব্যাবস্থায় যাপিত জীবন যেখানে স্বপ্ন ও মানবতার হাহাকার তারই মেটাফরিক চিত্রকল্প। ঘুমপুতুল হয়তো আমাদের ঘুমিয়ে পড়া বিবেক।

অনেক দারুন লিখেছেন অপর্না মন্ময়। বহুদিন পরে ভালা লাগা নিয়ে একটা লিখা পড়লাম।




*** যেহেতু প্রথম প্যারায় ঘুম পুতুলের প্রসারিত দু হাতের কথা উঠে এসেছে সেক্ষেত্রে ২য় প্যারায় "তখন তার প্রসারিত দু’হাতের মাঝে একটার, অর্ধেকটা ভেঙে পড়ে। " এই জায়গাটায় " তখন তার একটা হাতের অর্ধেকটা ভেঙে পড়ে" এভাবে লিখলে ছন্দময়তা বহাল থাকতো। কেননা এই জায়গটায় আমার কাছে ছন্দপতন মনে হয়েছে। অন্য ভাবে নিবেন না। একান্ত আমার মত.....

১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: তখন তার প্রসারিত দু’হাতের মাঝে একটার, অর্ধেকটা ভেঙে পড়ে।

--- এখানে আমি দুইটা হাতের মাঝে একটা হাত ভেঙে পরে বুঝিয়েছি।
একটা হাতের অর্ধেকটা ভেঙ্গেছে এটা বুঝাই নাই তো !

আপনার পাঠ প্রতিক্রিয়া ভালো লাগলো নেক্সাস।

আর এত দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কমেন্ট করতে হবে না আমার পোস্টে। ঠিক যেমনটাই মনে হয় সমালোচনার জন্য সেটাই বলতে পারেন।

ধন্যবাদ।

৩৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৫

আমিনুর রহমান বলেছেন:



মুগ্ধ হলাম আঁকা রূপক চিত্রে। অসাধারণ ও অনন্য।
প্রিয়তে +++

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ প্রিয়তে নেবার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.