নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

ধূপছায়া ম্লানে সাদা-কালো স্মৃতি

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

মেঘের সাথে কথা হয়নি, তবু অঝোর বৃষ্টিতে

আবছা দৃষ্টিতে দেখি দিন শেষের বিষাদ আয়োজন

পোড়ানোর গন্ধ-সিঁড়ি বেয়ে পায়ে পায়ে মৃত্যু উঠে আসে

গোপন কোনো উল্লাসে- আমাকে লক্ষ্য করে।





আমার যাবতীয় নিঃসঙ্গতাকে সরিয়ে দিতে

সমবেত বন্ধুরা বুঝি চিৎকার করছিল আমার মৃত্যু শোকে

আর আমি যেন যবনিকার আড়াল থেকে দেখছিলাম

নরম আর একাগ্র দৃষ্টিতে তাদের অশ্রুর বৈভব।





সমুদ্র-ফেনার মতো দুলে উঠছিল তাদের বিলাপ

আর শালবনের নিখাদ নির্জনতার সঙ্গে সঙ্গে

আমার প্রতিটি আঙুলের ডগায় জড়িয়ে নিচ্ছিলাম

স্বীয় অকাল-মৃত্যুর ধূপছায়া ম্লান সাদা-কালো স্মৃতি ।





হু হু হাওয়ার পাখায় আকাশ পানে ভেসে যেতে যেতে

লোকালয়ে ছেড়ে যাচ্ছিলাম ছন্নছাড়া সব কথা ,

অষ্টাদশবর্ষীয়ার সিন্দুকমায়া , রূপোলী স্বপ্নঘোরে

যা লগ্নি করেছিলাম পাঁজরের বাষ্পে, স্নিগ্ধ স্নাত বর্ষাকালে

মধ্যাহ্নের হৃদপিণ্ডের অন্ধকারে পুষ্পিত স্বপ্নগুলো

আমার নিস্পন্দ কায়া করমচালাল যন্ত্রণার কোনো ঝোপে।



=======

উৎসর্গ - ইয়াসমিন আক্তার। ২২-০৬-১৩ আমাদের অফিসের এই কর্মীটি তার খালাতো ভাইয়ের হাতে খুন হয়েছিলো আমাদেরই অফিস প্রাঙ্গণে , বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দুপুর পৌনে দুইটার দিকে । হাসপাতালে নিতে নিতেই মেয়েটি পথে মারা যায়। আল্লাহ তাকে জান্নাতবাসি করুন।



মন্তব্য ৭২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো আপা। মুগ্ধ হলাম বিশেষ করে এই দুই লাইনে
"আমার প্রতিটি আঙুলের ডগায় জড়িয়ে নিচ্ছিলাম
স্বীয় অকাল-মৃত্যুর ধূপছায়া ম্লান সাদা-কালো স্মৃতি ।"



প্লাস দিলাম।

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫২

লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল। ২য় প্লাস!

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

মামুন রশিদ বলেছেন: কবিতা পড়ে আর ইয়াসমিন আক্তারের কথা শুনে মনটা বিষাদে ছেঁয়ে গেলো ।

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: হুম মামুন ভাই , বিষাদিত হবার মতোই একটা সময় গিয়েছিল সে সময়। অবশ্য চার দিন পর ঐ ছেলেটাও মারা যায়

৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
উৎসর্গ পড়ে মন খারাপ হয়ে গেলো।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
আর হিংস্র জানোয়ারটার শাস্তি নিশ্চিত করুক।

কবিতা ভালো লাগলো, আপু।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ দূর্জয় ।
ঐ ছেলেটা উত্তেজিত শ্রমিকের আংশিক পিটুনি তো খেয়েছিল আর জেলে নেবার চার দিন পর ছেলেটাও মারা গিয়েছিল।

৫| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

গোলাপ ভাই বলেছেন:


মন খারাপ হয়ে গেলো বুবু।
ইয়াসমিনকে আল্লাহ্‌ জান্নাত নসীব করুন।

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৬| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

স্বাধীন বিদ্রোহী বলেছেন:



কবির ভাবনায় মরহুমা ইয়াসমিন আক্তারের প্রতি যে কিছু করতে না পারার বেদনা রয়ে গেছে সরল মনের এক কোণে কবিতায় সে বিষাদ ভর করেছে ।

কবি তাই সেই সন্তাপ থেকেই হয়ত লিখেছেনঃ

সমুদ্র-ফেনার মতো দুলে উঠছিল তাদের বিলাপ
আর শালবনের নিখাদ নির্জনতার সঙ্গে সঙ্গে
আমার প্রতিটি আঙুলের ডগায় জড়িয়ে নিচ্ছিলাম
স্বীয় অকাল-মৃত্যুর ধূপছায়া ম্লান সাদা-কালো স্মৃতি ।


আপনার কবি প্রতিভা আমাকে মুগ্ধ করল। আর ইয়াসমিন আক্তারের রুহের মাগফেরাত কামনা করছি।

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা ইয়াসমিনের জবানীতেই লিখেছি আসলে। কয়েকদিন খুব আপসেট ছিলাম এই ঘটনার প্রতিক্রিয়ায় , অফিসের ঝামেলায়।

ভালো থাকুন। ধন্যবাদ।

৭| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার কবিতা অসাধারন উৎসর্গ। অনেক ভালো লাগল।


ষষ্ঠ ভালোলাগা

১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ কুনোব্যাঙ

৮| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৭ম ভালো লাগা!!!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ অপ্সরা !

৯| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা পড়ে আর ইয়াসমিন আক্তারের কথা শুনে মনটা বিষাদে ছেঁয়ে গেলো ।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

অপর্ণা মম্ময় বলেছেন: মাঝে মাঝে বিষাদ অনেক ভার হয়ে ওঠে জীবনে কিছু কিছু মুহূর্তের জন্য।
ভালো থেকো অভি

১০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো !!!!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ বর্ষন

১১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪১

তীর্থক বলেছেন: "সিন্দুকমায়া" আর "করমচালাল" শব্দের মানে বুঝিনি।

লেখাটির নামকরণ কতটা সার্থক তা নিয়ে তর্ক করা যেতে পারে।

ঘটনাটি করুনভাবে জীবনদেয়া মেয়েটির জবানীতে আরও করুন হয়ে উঠে এসেছে লেখাটির ভিতর দিয়ে। ভাল লেগেছে।

শব্দগুলো আরেকটু নরম আর সরল হলে লেখাটির সাথে আরও বেশি একাকার হওয়া যেত।

+

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: সিন্দুকে মানুষ তার মুল্যবান , আবেগের জিনিসটাই সযত্নে রাখে , যার প্রতি অপরিসীম মায়া। সে মুল্যবান আবেগ বা মায়াকেই এভাবে লেখা। এর ভিন্ন কোন মানে নেই ।

করমচার মতো লাল রঙ = করমচালাল অর্থে ব্যবহৃত। তীব্র কালচে রঙের করমচা দেখেছেন ? অনেকটা সেরকম।

আমাদের অফিসের বাগানে করমচা গাছ আছে বেশ কিছু।
শব্দগুলো আমার অন্যান্য কবিতা থেকে যথেষ্ট নরম হয়েছে। কিন্তু আপনি একাকার হতে পারেন নি ভেবে ভাবলাম পরবর্তীতে আরও সরল ভাষায় লেখার চেষ্টা করতে হবে । :)

প্লাসের জন্য ধন্যবাদ তীর্থক।

১২| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

সায়েম মুন বলেছেন: উৎসর্গ অংশটুকু মন খারাপ করে দিলো। কবিতা ভাল হয়েছে।

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সায়েম ।

১৩| ১১ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন:
মেঘের সাথে কথা হয়নি, তবু অঝোর বৃষ্টিতে
আবছা দৃষ্টিতে দেখি দিন শেষের বিষাদ আয়োজন
পোড়ানোর গন্ধ-সিঁড়ি বেয়ে পায়ে পায়ে মৃত্যু উঠে আসে


- শুরুটা অসাধারণ !

তবে শেষের অংশে ঠিক কেমন যেন প্রত্যাশা মিটলোনা পুরোপুরি!

আর করমচালাল হয়ত ব্যকরনের হিসেবে একই সাথে থাকবে, কিন্তু যেহেতু অপ্রচলিত শব্দ, বোঝাটা মুশকিল হয়ে যাচ্ছে!

উৎসর্গ পত্রটা মন খারাপ করিয়ে দিল! অদ্ভুত রকম ঘটনা।

এদিকে একজন ভালবেসে খুনী হয়ে গেল! :(
আরেকজন ভালবাসতে না পেরে খুন হয়ে গেল! :(

আমার শুভকামনা দুইজনের জন্যই রইলো।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ভালোবাসার রকমফের আর কাকে বলে !

কবিতা নিয়ে মন্তব্যে আপনাকে ধন্যবাদ।

১৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,

সহকর্মী একজনের জন্যে আপনার সস্নেহে উৎসর্গিত কবিতাটি আপনার ভেতরের একজন মানুষ এর কথাই মনে করিয়ে দিচ্ছে ।

প্রসঙ্গত বলি- এই দুঃখজনক ঘটনাটি যে মূহুর্তে ঘটে , সম্ভবত আমাকেই আপনি একটি মন্তব্যে প্রথম জানিয়েছিলেন সেটা ।

"যা লগ্নি করেছিলাম পাঁজরের বাষ্পে, স্নিগ্ধ স্নাত বর্ষাকালে...."
আসলে মানুষ তো জীবনের কাছেই লগ্নি করে রাখে জীবনকে !

সুপ্রভাত .....

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: যেদিন এ ঘটনা ঘটে সেদিন আপনার এক পোস্টে কমেন্টে অফ টপিক হিসেবে লিখেছিলাম ঘটনা ঘটারও ঘণ্টা দুয়েক পর !

লগ্নিকরা জীবন একদিন ফুরিয়েই যায় যেভাবেই হোক !
শুভকামনা রইলো ।

১৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++

উৎসর্গে এসে আহত হলাম :(

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

মৃত্যু অবশ্যই বেদনার ।

১৬| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

মোঃ ইসহাক খান বলেছেন: খুব সুন্দর একটি কবিতা।

ইয়াসমিন আক্তারের জন্য দুঃখ প্রকাশ রইলো।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই

১৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: মন খারাপ হল ।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: মানুষের মৃত্যু বেদনাদায়কই বটে।
শুভকামনা থাকলো যাতে মন ভালো হয়।

১৮| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫

অদৃশ্য বলেছেন:





লিখাটি কোনভাবে চোখ এড়িয়ে গেলো, পড়া হয়নি...

পরে এসে পড়বো, হয়তো তা দিন দুয়েক বাদে...


শুভকামনা...

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো।

১৯| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতা ভাল লেগেছে। উৎসর্গের অংশটি বিষাদময়। ইয়াসমিন আক্তারের জন্য দুঃখ রইলো।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ শঙ্কু

২০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: কবিতা পড়ে মন বিষণ্ণ হয়ে যাচ্ছিল। কিন্তু শেষে যে ঘটনাটা বললেন তা শোনার পর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিনা। কাপুরুষেরও কিছু জাত পাত থাকে। কিন্তু এইটা কি ধরনের সাইকো ছিল?
উনি জান্নাতবাসি হন এই কামনা করব।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ওই ছেলে মেয়েটা কে খুব করার পর একটা সিগারেট ও ধরাইয়া টানতাছিল। কিন্তু শেষ করতে পারে নাই , এর মাঝেই পুলাপাইন আইসা তারে প্যাদানি দিছে। অনেক হই চই এর শেষে পুলিশের কাছে দেয়া হয় ছেলেটা কে । চারদিন পর ছেলেটা ও মারা যায় ।

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১:১২

সুপান্থ সুরাহী বলেছেন:
বেশ কিছু দিন অনিয়মিত থাকায় আপনার কাব্যৈশ্বর্যের ছোঁয়া পাইনি।

আপনার লেখা সহজাত কব্যসুষমামণ্ডিত...

আমার প্রতিটি আঙুলের ডগায় জড়িয়ে নিচ্ছিলাম
স্বীয় অকাল-মৃত্যুর ধূপছায়া ম্লান সাদা-কালো স্মৃতি ।


সহজাত গতিময়... কোন আরোপিত শব্দগতি নয়।
ভাল লাগল...

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সুপান্থি। আপনার লেখাও পড়ার ইচ্ছে রইলো। অনেক সময় ব্যস্ততায় পড়া হয়ে ওঠে না !

ভালো থাকবেন ।

২২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: খুব ফাঁকিবাজি ব্যাপার স্যাপার কাণ্ডারী ভাই ! কিছু না বলে এসব ইমো দেয়া । এক মাঘে কি শীত যায় ? আমিও দেইখ্যা নিমু

২৩| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

মাহী ফ্লোরা বলেছেন: :(

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরা

২৪| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

মাহমুদ০০৭ বলেছেন: কবিতা ভাল লাগল ।
উৎসর্গ পত্রে র কারণে মনটা খারাপ হয়ে গেল ।
এমন কেন হয় ?

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাহমুদ

২৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৭

মাহমুদ০০৭ বলেছেন: কবিতা ভাল লাগল ।
উৎসর্গ পত্রে র কারণে মনটা খারাপ হয়ে গেল ।
এমন কেন হয় ?

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: এক কমেন্ট দুইবার আসলো । মানুষ মাত্রই বিচিত্র প্রাণী !

২৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৮

অদৃশ্য বলেছেন:




চমৎকার হয়েছে লিখাটি... এই কবিতায় এর পর আর কোন কথা থাকতে পারেনা...

সৃষ্টিকর্তা ইয়াসমিন আক্তারকে জান্নাতবাসী করুন...


শুভকামনা...

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

উত্তর দিতে দেরী হলো। তাই দুঃখিত।

আপনার জন্যও রইলো শুভকামনা।

২৭| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

বৃতি বলেছেন: utsorgo pore mon kharap holo apu. opomrittyu mante kosto hoy. kobitata khub sundor.
আমার নিস্পন্দ কায়া করমচালাল যন্ত্রণার কোনো ঝোপে। - করমচালাল ki?

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: অপমৃত্যুর কথা ভাবলে আমার নিজের খুব ভয় লাগে।

লাল করমচা, এটাকে বিশেষণে রূপ দিয়েছি - করমচালাল বলে।

২৮| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪১

রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি ভালো লাগসে অনেক :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী।

২৯| ১৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

রোমেন রুমি বলেছেন: একটা বিষাদ যেন সত্যিই স্পর্শ করে গেল ;
সুন্দর!

ভাল থাকবেন ।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রুমি

৩০| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৮

শায়মা বলেছেন: এত সুন্দর করে কবিতা লিখো আপুনি !!!!!!!

অবাক হয়ে যাই!!!!

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: আরে শায়মা , লজ্জা দেন কেন এসব বলে ! লজ্জার ইমো হবে।
শুভকামনা আপনার জন্য

৩১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৮

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহা , ইচ্ছে করে ত আর দুইবার দেইনি !
তাইলে কেন হইলাম বিচিত্র প্রানী । :P :P

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: আরে না ! আপনারে বিচিত্র প্রাণী বলি নাই মাহমুদ !

ওই খুনিটা কে বলছি , ইয়াসমিন কে যে খুন করলো !

৩২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আমার প্রতিটি আঙুলের ডগায় জড়িয়ে নিচ্ছিলাম
স্বীয় অকাল-মৃত্যুর ধূপছায়া ম্লান সাদা-কালো স্মৃতি

পরিস্থিতি অনুযায়ী শব্দের মানানসই বুনন, বেশ :)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মেহেদী

৩৩| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লেগেছে। বৃষ্টিতে শব্দটা ভালো লাগছে কিন্তু দৃষ্টিতে কেমন জানি লাগছে!

করমচালাল! আমগো ছাতে করমচার একটা গাছ আছে, সেই করমচা লাল হওনের আগেই ভাইগ্ন্যা এগুলোরে পাইড়া ফেলে! একটা কামড় দ্যায় আর ওয়াক থু বইলা ফালায়া দেয়! তারপরো ছাতে গ্যালে একই কাজ করে!

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: অফিসে মাঝে মাঝে করমচার ভর্তা খেতে হয় ! একটু কস ভাব আছে করমচায় তবে দেখতে সুন্দর লাল করমচা , আবার সবুজ লাল ধরণের গুলোও পাকার আগে ।

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপা এই পোস্টে কিছু বলার নাই আর বলাটাও উচিত হবে না তাই চুপচাপ রইলাম।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: আচ্ছা।

৩৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

আরমিন বলেছেন: উৎসর্গ দেখে মন খারাপ হয়ে গেলো অপর্ণা আপু! :(

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: মৃত্যু সব সময় বেদনার।
শুভকামনা আরমিন

৩৬| ২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বিষাদী!

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: হুম বিষাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.