নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

কৌমুদী তৃষ্ণায়

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সময়টা কারো কারো কাছে নির্দয় শীতকাল হলেও আমার জন্য আশীর্বাদের। বিশেষ কোনো কারণ নেই , গরম একেবারেই সইতে পারি না বলে ! তবে যান্ত্রিক শহরে দিনের আলোতে শীতকাল খুব একটা হিম না নামালেও সন্ধ্যার চাঁদ ঠিকই উঁকি দিয়ে যায় নারকেল গাছের পাতার ফাঁকে ফাঁকে।





দিনের নিয়মমাফিক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পাশের রেস্তোরাঁ শিস দিয়ে ডাকে। গোধূলির শেষ আলোতে রঙচঙে রেস্তোরাঁ ততক্ষণে রাত্রির নতুন সাজ একে একে গায়ে জড়াতে ব্যস্ত। ক্লান্তি কমাতে সেখানে এক কাপ চা নিয়ে বসলে রাস্তার ধুলো , পাশ দিয়ে হুস করে চলে যাওয়া যাত্রীবাহী বাসের চাকার ঘর্ষণ, শিরশিরে বাতাসের হু হু শব্দ – সব এসে জমা হয় আমার চায়ের কাপে। চায়ের দামও এখন ক্রমশ ঊর্ধ্বমুখী ; আট টাকা প্রতিকাপ ! ছলাৎ ছলাৎ ঘূর্ণন শেষে চায়ের সাথে চিনি মিশে একাকার হলে সেখানে যেন মুহূর্তেই বেজে ওঠে বাঁশীর সুর ! তখন আমার রাত্রিকালীন ব্যক্তিগত ঘর আমায় টানতে থাকে। সাধারণের কাছে এটি মামুলী ঘর হলেও আমার এই ব্যক্তিগত ঘরের পলেস্তরায় গাঁথা আছে অজস্র পরিবর্তনের মোটামুটি অখ্যাত সব সুখী গান, কিছু স্বপ্ন।





আমার চোখের পৃষ্ঠা ভারী হবার আগ মুহূর্ত পর্যন্ত সময়ের ভেলভেটে আমি নকশা আঁকি বাঁশীর দীর্ঘ কিন্তু গভীরতম চুম্বনে। যদিও রোজকার ক্লান্তির মাঝে নিঃশব্দে বসে থাকা সময়কে বদলানো সহজ হয় না আমার জন্য, তবু নিজের মাঝের উদ্দাম বোহেমিয়ান সত্ত্বার টান থাকলেও ব্যক্তিগত ঘরটির মায়াও ছাড়তে পারি না , পায়ে পায়ে ফিরে আসি এখানেই। ঘরময় নিঃসঙ্গ পাখির ওড়াওড়ি দেখলে বেশীরভাগ সময়ই আমার ইচ্ছে হয় নৈঃশব্দ্যের চক্রবালে রাতের আকাশের বুক জুড়ে নক্ষত্রফুল হয়ে থাকি । গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকতে চাই কারো বুকের গোপন কুঠুরিতে। কিন্তু নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়াও আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে বলে প্রাপ্তি আর বাসনার মাঝে খানিকটা ফাঁক থেকেই যায়।





এসব ভাবতে ভাবতে একটা সময় দু’চোখ ছাপিয়ে আমার ঘুম নামে । কিন্তু পাঁজরে তখনো জেগে রয় নেশার কাঁটা কৌমুদী তৃষ্ণায়।



=====



উৎসর্গ - ৎঁৎঁৎঁ কে। কিছুদিন আগে অপ্রত্যাশিত ভাবে মন্তব্যের জবাবে কবিতা লিখে আমাকে ঋণী করায় তার জন্য এ উৎসর্গ। ঋণী থাকতে ভালো লাগে না ।

মন্তব্য ১০০ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

খেয়া ঘাট বলেছেন: একেবার মুগ্ধপাঠ। দারুন।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছপ্লাস।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট ।
ভালো থাকবেন।

২| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: * তখন আমার রাত্রিকালীন ব্যক্তিগত ঘর আমায় টানতে থাকে।

** ঘরময় নিঃসঙ্গ পাখির ওড়াওড়ি দেখলে বেশীরভাগ সময়ই আমার ইচ্ছে হয় নৈঃশব্দ্যের চক্রবালে রাতের আকাশের বুক জুড়ে নক্ষত্রফুল হয়ে থাকি।

*** কিন্তু পাঁজরে তখনো জেগে রয় নেশার কাঁটা কৌমুদী তৃষ্ণায়।

-------
ঋণী থাকতে ভালো লাগে না।

মূলত প্লেইন টেক্সটের মতো মনে হলেও গভীর জীবনবোধের ছাপ সুস্পষ্ট। তারকাচিহ্নিত কথাগুলো খুব টানলো।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: এই লাইনগুলো ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো।

প্লেইন ভাবে লেখা কতটা ছুঁতে পারে সেটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম যদিও।

ভালো থাকবেন ভাইয়া ।

৩| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

শহুরে আগন্তুক বলেছেন: কেমন যেন ঘোরলাগা .......

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আগন্তুক

৪| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন,
দারুন লাগলো আপু।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: কি উত্তর দিবো বুঝতাছি না দূর্জয় ! ধন্যবাদ

৫| ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

নাছির84 বলেছেন: ১৬টি লাইনেই মুগ্ধ। দারুন লিখেছেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ নাছির ভাই

৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: কথামালা পরিচ্ছন্ন, মাপা কিন্তু গভীর আবেগের সন্ধান দিল।

'ছলাৎ ছলাৎ ঘূর্ণন', 'নক্ষত্রফুল', 'ব্যক্তিগত ঘরের পলেস্তরা' শব্দগুলো দারুণ। বিশেষ করে্ জ্যোৎস্নার অতি সুন্দর একটা প্রতিশব্দের ব্যবহার পছন্দ হল ভীষণ।

ভাল থাকুন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ শঙ্কু।
শুভকামনা আপনার জন্যও । আপনিও ভালো থাকুন

৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

খেয়া ঘাট বলেছেন: জ্যোৎস্নার অতি সুন্দর একটা প্রতিশব্দের ব্যবহার - কোনটা? প্রফেসর স্যার?

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: কৌমুদী শব্দের অর্থ হচ্ছে - জ্যোৎস্নার আলো। কার্তিক মাসের পূর্ণিমাকে কৌমুদী বলা হয়।

৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

সোমহেপি বলেছেন: ধীর লয়ের লেখা তবু ডেপথ্ অনেক।

ভালোলাগা-

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সোমহেপি। হুম লেখাটা ধীর লয়ের, নিজের সাথে নিজের ভাবনা।

৯| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,
প্রথমে আমার নিজের সাথে মিলটুকুর কথা বলে নিই - ".....নির্দয় শীতকাল হলেও আমার জন্য আশীর্বাদের। .........গরম একেবারেই সইতে পারি না বলে ..." আমারো তাই ।

দ্বিতীয়ত - "যান্ত্রিক শহরে দিনের আলোতে শীতকাল খুব একটা হিম না নামালেও সন্ধ্যার চাঁদ ঠিকই উঁকি দিয়ে যায় নারকেল গাছের পাতার ফাঁকে ফাঁকে।"
যান্ত্রিক শহরে ক'খানা নারকেল গাছ আছে যে চাঁদ উঁকি দেবে?

তবে এটা ঠিক বলেছেন - ".....নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়া আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।" সত্যিই তাই । মানুষের চারপাশে যে কতো শত সহস্র জটিলতা !

আর আসলে যেটা বলতে চাই -
একাকীত্বের সুর বেজেছে অনেক খানি । বাঁশী, শিস , সুখী গান এই শব্দগুলো ঘুরেফিরে আসাতে সুরের প্রতি পক্ষপাত বোঝা যায় ।
নিঃস্তরঙ্গ হলেও বেশ হয়েছে লেখাটি ।

শুভেচ্ছান্তে .......

২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

অপর্ণা মম্ময় বলেছেন: গরমের সময়টা অনেকের জন্যই যন্ত্রণার। শহরের আবেগ টা যান্ত্রিক কিন্তু আমার এলাকায় সহ আশেপাশেই বেশ নারকেল গাছ আছে , যেখানে থাকি। চাঁদও উঁকি দেয় সময়ে সময়ে।

জটিলতা বাড়ছে বলেই মানুষ হয়ত নিঃসঙ্গ হচ্ছে বেশি, গুটিয়ে নিচ্ছে নিজেকে। সুরের প্রতি ভালোবাসা দুর্নিবার ! সঙ্গীতেই ডুবে থাকা এসব নিয়েই মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় জটিলতা থেকে, নিজেকে আড়াল করতে।

ভালো থাকুন ভাইয়া।

১০| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৯

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

হা হা হা :)
আমি ও ভাবতেছিলাম, কি উত্তর হবে :)

তবে একটা প্রশ্ন, এতোদিন পর পর পোস্ট দেন, আরেকটু দীর্ঘ দিলেই পারেন।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: মুক্তগদ্য দীর্ঘ হলে পড়তে ক্লান্তি আসতে পারে। আর জোর করে হয়তো লেখা যাবে কিন্তু মনে হয় না ভালো হবে। তবে একটা গল্প লেখা ধরছি ,কিছু দূর লিখে বসে আছি, লেখা আসছে না। ওটা দীর্ঘ হবে হয়তো।

ভালো থেকো ।

১২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয় খেয়া ঘাট, লেখক হয়তো বলে দেবেন, তবু বলে যাই।

কৌমুদী = জ্যোৎস্না

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ শঙ্কু ।

১৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: তীব্র গরমে শীত অনুভূত হচ্ছে !

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০১

অপর্ণা মম্ময় বলেছেন: যখনই গরম লাগবে তাহলে এসে এই লেখাটা পড়ে নিও।

১৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম!!! ভালো লাগলো আপু!!!

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ অপ্সরা

১৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার পোস্টের শিরোনাম পড়ে আমার কলেজ জীবনে লেখা একটি কবিতা মনে পরে গেলো। কবিতাটির শিরোনাম ছিল " কৌমুদী প্রিয়তমা "

কবিতাটির মাঝের প্যারাটি এখানে দিলামঃ

ওই দূরে যেখানে ভোর হতেছে সেখানে,
লাল নিশানা উড়াতেছে সবে সূর্য;
আর আপনি এতো ভোরেই চলে এলেন,
পবিত্র বাতাসের প্রহসনে জঘন্য কালিমা শরীরে মেখে;
আমার শয়নের পাসেই বসে; হৃদয়ের
শুকনো স্বপ্নগুলো বিকিয়ে প্রেমের শর্ত প্রদানে।



২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার জন্য ধন্যবাদ কাণ্ডারী ভাই।
আপনার লেখালেখিও জারি থাকুক , এই কামনা করি।
ভালো থাকেন

১৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫০

বোকামন বলেছেন:





কর্পোরিয়ালিটি বড্ড বেশী যান্ত্রিক হয়ে যাচ্ছে। লেখনীর দক্ষতায় এই যান্ত্রিক নগরকে আলোকিত করার চেষ্টা কতদূর সফল হবে জানিনে। তবে যান্ত্রিকতায় ক্লান্ত শ্রান্ত কোন এক পথিক আপনার পোস্টের অজ-বীথিতে খানিক বিশ্রাম নিয়ে গেল। তৃপ্ত হলো চিত্ত .......।

ইটস এ নাইস জার্নি উইথ সাম পয়েটিক ফ্লো :-)

আপনি অনুমতি দিলে লেখাটি সংগ্রহে রাখতে চাই.......।
ভালো থাকবেন।।

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর করে নিজের প্রতিক্রিয়া জানাবার জন্য ধন্যবাদ ভাইয়া।
অনুমতি দেয়া হলো । :)

১৭| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৮

হাবিব০৪২০০২ বলেছেন: কিন্তু পাঁজরে তখনো জেগে রয় নেশার কাঁটা কৌমুদী তৃষ্ণা
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম!!! ভালো লাগলো আপু!!!

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ হাবিব

১৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৬

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রুমি ।

১৯| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: দারুণ

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা দারুণ লাগলো পড়তে

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে ভালো লাগলো মাসুম ভাই

২১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩০

সপ্নাতুর আহসান বলেছেন: ছলাৎ ছলাৎ ঘূর্ণন শেষে চায়ের সাথে চিনি মিশে একাকার হলে সেখানে যেন মুহূর্তেই বেজে ওঠে বাঁশীর সুর !

কিন্তু পাঁজরে তখনো জেগে রয় নেশার কাঁটা কৌমুদী তৃষ্ণা

বেশ সুন্দর লিখেছেন। মুগ্ধ হয়ে গেলাম পড়তে পড়তে।

ভালো লেগেছে আপু। শুভকামনা।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আহসান। আপনার জন্যও শুভকামনা রইলো

২২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:১৯

মামুন রশিদ বলেছেন: কিন্তু পাঁজরে তখনো জেগে রয় নেশার কাঁটা কৌমুদী তৃষ্ণায়।


দারুণ ! দারুণ !!


ভালোলাগা ++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো।
শুভকামনা মামুন ভাই

২৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৩

নস্টালজিক বলেছেন: চমৎকার!

শুরুর ভার্স-টা খুব সুন্দর , তারপর লেখার এগিয়ে যাবার সাথে সাথে শব্দের গাম্ভীর্য সুন্দর একটা টোন এনে দেয় চারপাশে!

কৌমুদী-শব্দটা অনেকদিন পর দেখলাম!


ওয়েল ডান!


ভালো থেকো নিরন্তর!

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনিও ভালো থাকবেন ভাইয়া।
শুভকামনা রইলো

২৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫১

টুম্পা মনি বলেছেন: মুগ্ধ পাঠ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ টুম্পা

২৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর গভীর ও কাব্যিক প্রকাশ গদ্যময় লাইনের পরতে পরতে, ভালো থাকবেন , শুভকামনা রইলো।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও রইলো শুভকামনা , তনিমা

২৬| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ++++++++++
শুভ সকাল :)

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ অপূর্ণ

২৭| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

অদৃশ্য বলেছেন:





সুন্দর লিখা

সিম্পলি খুবই সুন্দর হয়েছে... অতিক্রান্ত সময়ের প্রতিটি মুহূর্তরা যেন কথা বলে গেলো...


শুভকামনা...

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভকামনা রইলো ।

২৮| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

তীর্থক বলেছেন: আমার চোখের পৃষ্ঠা ভারী হবার আগ মুহূর্ত পর্যন্ত সময়ের ভেলভেটে আমি নকশা আঁকি বাঁশীর দীর্ঘ কিন্তু গভীরতম চুম্বনে। যদিও রোজকার ক্লান্তির মাঝে নিঃশব্দে বসে থাকা সময়কে বদলানো সহজ হয় না আমার জন্য, তবু নিজের মাঝের উদ্দাম বোহেমিয়ান সত্ত্বার টান থাকলেও ব্যক্তিগত ঘরটির মায়াও ছাড়তে পারি না , পায়ে পায়ে ফিরে আসি এখানেই। ঘরময় নিঃসঙ্গ পাখির ওড়াওড়ি দেখলে বেশীরভাগ সময়ই আমার ইচ্ছে হয় নৈঃশব্দ্যের চক্রবালে রাতের আকাশের বুক জুড়ে নক্ষত্রফুল হয়ে থাকি । গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকি কারো বুকের গোপন কুঠুরিতে। কিন্তু নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়া আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।

খুব ভালো! বেশি ভালো! মন জুড়ান ভালো!


"গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকি কারো বুকের গোপন কুঠুরিতে" এই লাইনের রিদম যেভাবে বুকে বেঁজেছে সেই একই রিদমে পরের লাইনটি বাঁজে নি সম্ভবত "দুষ্প্রপ্য" শব্দটির কারনে। আর একবার ভাবলে বেটার রিপলেসমেনট পাওয়া যেতে পারে।

অব্যসই + এবং ভালো একটা লেখা পড়ার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: "গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকি কারো বুকের গোপন কুঠুরিতে" এই লাইনের রিদম যেভাবে বুকে বেঁজেছে সেই একই রিদমে পরের লাইনটি বাঁজে নি সম্ভবত "দুষ্প্রপ্য" শব্দটির কারনে। আর একবার ভাবলে বেটার রিপলেসমেনট পাওয়া যেতে পারে।

======== হুম এখানে একটা কন্ট্রাডোক্টরি ছিল। এই লেখাটা খুব স্বল্পতম সময়ে লিখেছি। কিছুটা বদলে দিলাম । এভাবে -

" গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকতে চাই কারো বুকের গোপন কুঠুরিতে। কিন্তু নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়াও আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। "

-------- ভালো থাকুন তীর্থক ।

২৯| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

প্রত্যাবর্তন@ বলেছেন: একদম গভীর থেকে উঠে এসেছে কথাগুলো সহজিয়া সাধন ভঙ্গিতে ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন । আশা করি ভালো আছেন ।

৩০| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১০

মোঃ ইসহাক খান বলেছেন: ঋণ পরিশোধের লেখা হলেও একটা অনন্য লেখা হবার দাবী রাখে। ভালোলাগা।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো আপনার মতামত। ধন্যবাদ ইসহাক ভাই ।

৩১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

রাইসুল নয়ন বলেছেন:


ভাবনারা কেমন যেন ঘোর লাগা, দিদি!!
তবে, কষ্ট বাহিত সুখের মতো লাগলো!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ নয়ন

৩২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১

অলওয়েজ ড্রিম বলেছেন: মুগ্ধ হয়ে পাঠ করলাম। অসাধারণ সব উপমার ব্যবহার। পাঠ পরবর্তী রেশ অনেকক্ষণ রয়ে যায়। এত সুন্দর করে কিভাবে লেখেন। কোথায় যেন পড়েছিলাম, গদ্য = শব্দের সর্বোত্তম ব্যবহার। শব্দের সর্বোত্তম ব্যবহারে আপনি পুরোপুরি সার্থক।

ভাল থাকবেন। বেশি বেশি স্বপ্ন দেখবেন। স্বপ্নই সম্ভাবনা।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার মন্তব্যেও মুগ্ধ হলাম। খুব সুন্দর করে প্রকাশ করলেন ।
ভালো থাকুন

৩৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

মহামহোপাধ্যায় বলেছেন: আপা তোমার লেখাটা পড়ে আমার মহিনের ঘোড়াগুলির "দক্ষিন খোলা জানালায়" গানটা খুব মনে পড়ে গেলো। খুঁজে পেতে এখন শুনছি।


আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান হোক পুরনো
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়
আমার দক্ষিণ খোলা জানলায় ....

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয়ে
ভালোবাসা ....
খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় মায়ায়
ভালো লাগায় ....

আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি স্বত্ত্বা
কাঁপে দারুণ
বাড়ে বয়স
আমার উত্তর খোলা জানলায় ....

আমার দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায় ....

তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই একান্ত দুপুরবেলায়
যা কিছু প্রিয় ভালো লাগা
মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায় ...

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: লিরিক যেমন সুন্দর , গানও তেমনি সুন্দর ! আমি আগে এদের গান শুনিনি । আর কয়েকটা গানের লিঙ্ক দিস তো এই পোস্টে ! এই গানের সুর টা অন্য রকম ! এক ঝলক ঠাণ্ডা বাতাসের মতো ।

৩৪| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: ফ্যান্টাস্টিক !অদ্ভূত ভাল লাগায় আচ্ছন্ন হল মন ।
++++++++++++
ফেবুতেও শেয়ার দিলাম ।

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: আজকে দেখেছিলাম আপনি এই লেখাটা ফেবুতে দিয়েছিলেন। ধন্যবাদ মাহমুদ । ভালো থাকবেন।

৩৫| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩

আমি ইহতিব বলেছেন: এতো সুন্দর সুন্দর শব্দে গাঁথা কথামালা আমার মাথায় কেন আসেনা :(

দারুন লাগলো আপনার শব্দচয়ন ও কথামালা। +++

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার মাথায়ও আসবে। একটু চোখ বন্ধ করে ভাবেন , অনুভব করেন ।
ভালো থাকবেন :)

৩৬| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার বলেছেন:


এক হালি ভালো লাগা দিয়ে গেলাম !

কিন্তু পাঁজরে তখনো জেগে রয় নেশার কাঁটা কৌমুদী তৃষ্ণায়

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: মাত্র এক হালি ! আইচ্ছা নিলাম ।

৩৭| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



একরাশ মুগ্ধতা পাঠে ......!!



২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রাজকন্যা

৩৮| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: সমাজে দূর্বল, বেচারাদেরও যে একটা গুরুত্বপূর্ন ভূমিকা আছে এই লেখাটা তার প্রমান অপর্ণাদি ! একটা ব্যর্থ কবিতা উৎসর্গে এতো অদ্ভূত একটা লেখা পাওয়া গেল! মাঝেই মাঝেই সবাই মিলে তোমাকে কবিতা উৎসর্গ করা উচিত! তাহলে আমরা এরকম দারুন দারুন লেখা নিয়মিত পেতে থাকবো! :) যেহেতু তোমার ঋণী থাকতে ভালো লাগে না :P

নন্দনতাত্ত্বিক বা সাহিত্যের গুন বিচারে লেখাটি কতটুকু দুর্দান্ত হয়েছে সেই বিষয়ে কিছু বলতে চাইনা। তুমি সেরাম লেখো সেইটা আমরা জানি, যারা এখনও জানেনা তারা ভবিষ্যতে জেনে যাবে!

আমি লেখাটার মধ্যে অনেক খানি আমাকে পেলাম, আমার আটপৌরে দিন, , আমার একাকী ঘরে বাঁশির প্রহর, -

সেখানে যেন মুহূর্তেই বেজে ওঠে বাঁশীর সুর ! তখন আমার রাত্রিকালীন ব্যক্তিগত ঘর আমায় টানতে থাকে। সাধারণের কাছে এটি মামুলী ঘর হলেও আমার এই ব্যক্তিগত ঘরের পলেস্তরায় গাঁথা আছে অজস্র পরিবর্তনের মোটামুটি অখ্যাত সব সুখী গান, কিছু স্বপ্ন।


লেখাটা নিয়ে গেলাম! :)




২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: কত্ত বড় কমেন্ট এর উত্তর দিছ ! ভালো লাগছে এটা ভেবে লেখার মাঝে নিজেকে খুঁজে পেয়েছ কিছুটা। আসলে ফেবুতে তোমার প্রপিক দেখে ( বংশী বাদক ) বাঁশী, সুর , গান এসব ব্যাপার গুলো চলে এসেছে লেখায়।

আসলে কি লিখবো খুঁজে পাচ্ছি না তোমার মন্তব্যের জবাবে। ভালো থেকো। ওকে লেখাটা নিয়ে যাও , রেখে দাও ।

৩৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকতে চাই কারো বুকের গোপন কুঠুরিতে। কিন্তু নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়াও আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। [/sb

-আমার তো মনে হয় কন্ট্রাডিকশন দূর হয় নাই এখনো। যেহেতু মায়াময় ছোঁয়ার দুষ্প্রাপ্যতার ব্যাপারে লেখক সন্দিহান। তাহলে তার চাওয়াটা অধরাই থাকবে চিরকাল- পাঠকের মনে এমন জিজ্ঞাসার কি কোনো সদুত্তর আছে?

২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: লটকে থাকতে চায় আবার সে নিজেও জানে যে মায়াময় ছোঁয়া দুষ্প্রাপ্য ! এইটা তো বলেই দিলাম। চাওয়া তো অধরাই থাকবে। সে পরিপূর্ণ কিছু নিয়ে - এমন তো বলি নাই ।

তবে আপনার পরামর্শ সাদরে গৃহীত হবে। কন্ট্রাডিকশন দূর হবে কীভাবে জানাইয়া উপকার করেন।

৪০| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মহামহোপাধ্যায় বলেছেন: আসলে কয়েকটা গান সিলেক্ট করা খুব কঠিন। ওদের সব গানই খুব চমৎকার লাগে, এ পর্যন্ত সাতটা অ্যালবাম আছে বোধহয় "মহীনের ঘোড়াগুলি"র। তারপরও আমার ভালো লাগা কয়েকটা গানের লিঙ্ক দিচ্ছি আশা করি তোমারও ভালো লাগবে আপা।

তোমায় দিলাম

হায় ভালোবাসি

পৃথিবীটা নাকি

তাকে যত তাড়াই দূরে

কত কি করার আছে বাকি

যাও ছেড়ে চলে

এইটা ফোক টাইপ মৈমনসিংহ গীতিকা

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আমি লোড করে নিয়েছি গান গুলো। শুনে দেখব। শুভকামনা তোর জন্য।

৪১| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আর একবার হাজিরা দিয়া গেলাম। উপস্থিত।

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: হাজিরার জন্য শুকরিয়া।

৪২| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫২

লাবনী আক্তার বলেছেন: গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকতে চাই কারো বুকের গোপন কুঠুরিতে। কিন্তু নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়াও আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে।


দারুন লাগল কথাগুলো।

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ লাবনী

৪৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

রেজোওয়ানা বলেছেন: দারুন-দারুন এবং দারুন!!

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপু

৪৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

চতুষ্কোণ বলেছেন: বেশ লাগলো। কৌমুদী শব্দটা অনেকদিন পর কোন লেখায় পেলাম!

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ চতুষ্কোণ । শুভেচ্ছা

৪৫| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:
মন্ত্রমুগ্ধ হয়ে পড়লাম আপু।

মাইগ্রেনের ব্যাথার কথা শুনেছিলাম আপনার? এখন আশাকরি ভাল আছেন? :)

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: মন্ত্রমুগ্ধ হয়ে পড়ার জন্য ধন্যবাদ নাজিম।

তোমাকে কদিন ব্লগে দেখিনি , আশা করি ভালো আছো।
মাইগ্রেন আসলে একেবারে চলে যাবার মতো নয় , কম বা বেশি এরকম ভাবেই থাকে।

৪৬| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ২৭ তম প্লাস! লেখাটা খুবই ভালো লাগলো, ছুঁয়ে গেছে! প্লাসটি তাই মুগ্ধতার।

আর ৎঁৎঁৎঁ আমার প্রিয় একজন ব্লগার বিধায় তাকে উৎসর্গ করাতেও ধন্যবাদ! :)

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ।
ৎঁৎঁৎঁ ও আমার প্রিয় ব্লগার। ভালো থাকবেন ।

৪৭| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৮

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো। এক কথায় অসাধারন।
প্রতিটি কথাই খুব আবেগি। মন ছুঁয়ে গেল। পোষ্টে অনেক ভালো লাগা রেখে গেলাম।

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রোকেয়া। ভালো থাকবেন।

৪৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লেখক বলেছেন: লটকে থাকতে চায় আবার সে নিজেও জানে যে মায়াময় ছোঁয়া দুষ্প্রাপ্য ! এইটা তো বলেই দিলাম। চাওয়া তো অধরাই থাকবে। সে পরিপূর্ণ কিছু নিয়ে - এমন তো বলি নাই ।

তবে আপনার পরামর্শ সাদরে গৃহীত হবে। কন্ট্রাডিকশন দূর হবে কীভাবে জানাইয়া উপকার করেন।


-চেষ্টা করি---


গ্রহণের চমক থেকে বেরিয়ে মধুরতম ব্যথা হয়ে লটকে থাকতে চাই কারো বুকের গোপন কুঠুরিতে। কিন্তু নির্ভেজাল মায়াময় ছোঁয়া পাওয়াও আজকাল দুষ্প্রাপ্য হয়ে উঠেছে বলে, প্রাপ্তি আর বাসনার মাঝে খানিকটা ফাঁক/ ফাটল/ চিড় থেকেই যায়।

২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ জুলিয়ান দা। এডিট করে নিচ্ছি আপনার পরামর্শ অনুযায়ী।

৪৯| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দ্বিতীয় প্যারাটা বেশি ভালো লাগছে।

ওহ! আমার বোহিমিয়ান সত্তাটা আজকাল কেমন যেন ঘরকুনো হয়ে যাচ্ছে!

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: মাঝে মাঝে ঘরকুনো হওয়া খারাপ না !

৫০| ১৪ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮

মহামহোপাধ্যায় বলেছেন: কি বিচিত্র মানুষের অনুভূতি!! এর আগে তোমার লেখা পড়ে একটা গান মনে পড়েছিল। আর আজ সেই গান শুনতে যেয়ে তোমার লেখাটার কথা মনে পড়ল :) :)


কেমন আছো আপা ??

ভালো থেকো :)

১৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো আছি। হুম গান গুলো শুনেছিলাম তোর দেয়া লিঙ্ক থেকেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.