নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

অস্থির জাগরণ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১১

নিজের ভেতরে রোজই একটু একটু করে বদলে যাচ্ছি আমি। ঠিক ভাবে বললে এভাবে বলাই বরং ভালো, আমাকে বদলে দিচ্ছিস আসলে তুই, আমি থেকে তোতে, কখনো তুই হয়ে যাচ্ছিস আমি, মিলে যাচ্ছিস একটি বিন্দুতে। মনের আগল খুলে ঢুকে পড়ছিস আমার ব্রত ঘরে, বড়শিতে গেঁথে গেঁথে তুলছিস দীর্ঘশ্বাস, মুছে দিচ্ছিস নামহীন দুঃসহ স্মৃতির মার্চপাস্ট।



আমি বলতে পারতাম বিগত দিনের ফ্যাকাশে পাতাঝরা সন্ধ্যেগুলোর কথা, শোনাতে পারতাম শীতলক্ষ্যার ঢেউয়ের তালে তালে জেগে থাকা জটিল সব বিষণ্ণ সুরের গোলকধাঁধা । সেসব কিছুই বলা হয় না। আমার চোখের পাতা ভারি হবার আগেই তুই ছুঁয়ে দিস আমায় ঘোর মৌনতায়, সেঁটে দিস সুখচুম্বন, যেভাবে আমার হাতের রেখায় এঁকে দিয়েছিলি বেঁচে থাকার প্রতিশ্রুতি গেলো বছরের এই দিনে।



সময়ই শুধু জানে কতো কতো কথা জমে আছে তোর সাথে; মুখোমুখি নিঃশব্দে।







===

নুহা সিরিজ লিখতে গিয়ে অন্য কিছুই লেখা হচ্ছে না। তাই একটু ব্রেক নিলাম।

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

সুমন কর বলেছেন: নুহা প্রথম থেকে পড়তে পারিনি, তাই আর পড়া হয়ে উঠে নি। পরে সময় করে পুরা পড়ার চেষ্টা করব।

তবে এইটা পড়লাম। ভালো হয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: সমস্যা নেই, সময় হলেই নুহা পড়ে দেখবেন।

এটা পাঠ করার জন্য ধন্যবাদ সুমন

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
নুহা সিরিজ ফলো করা হয়ে উঠে নাই, ১মটা পড়সিলাম শুধু।
এটা ভাল্লাগসে ||

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

অপর্ণা মম্ময় বলেছেন: ধারাবাহিক লেখার ধৈর্য অনেকেরই থাকে না মুন, সেটা সমস্যা না।
ধন্যবাদ

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
কিন্তু শেষ হয়ে গেল জলদিই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০১

অপর্ণা মম্ময় বলেছেন: মুক্তগদ্য দীর্ঘ হলে পড়তে মনে হয় ভালো লাগবে না। আর আগেই তো বলেছিলাম কবিতা বা মুক্তগদ্য কোনটাই এখন আর চাইলেও লেখা আসে না ! বড়ই বিপদ অথচ আমি লেখালেখি শুরুই করছিলাম কবিতা দিয়া :(

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লাগলো ! আসলেই ভালো হয়েছে নুহা থেকে একটু ব্রেক নেয়াতে ! পাঠক ও আপনার কাছে আরো কিছু চায় !
আসলে নুহা আমাদের ভিতরে এমনভাবে ভর করেছে যে মনে হচ্ছে এইগুলাও নুহার ই কথা ! :P :P :P

সময়ই শুধু জানে কতো কতো কথা জমে আছে তোর সাথে; মুখোমুখি নিঃশব্দে। , যাই আমি পিঁপড়া খুজি :P :P
পোষ্টে +++ !
আর মুক্তগদ্যের জন্য থ্যাঙ্কস !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: হুম আসল কথা বের হইলো, যে রোজ সামুর পাতায় অপর্ণার একটা কইরা নুহা দেখতে দেখতে চোখ পচে গেছে ! :P
আসলে এখন নুহাটা লেখায় একটু গ্যাপ পড়ে গেলে যদি আর লেখ আনা হয় সে ভয়ে কন্টিনিউ করছি, এর আগেও আমি দুইটা ধারাবাহিক যা হলেও হতে পারত উপন্যাস, মাঝপথে লেখা থামিয়ে দিয়েছিলাম।

মুক্তগদ্যটা যদিও প্রায় এক মাস আগে লেখা !

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর, একটু ছোট কিন্তু টলটলে......... সুস্থির!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

লাবনী আক্তার বলেছেন: নুহা গল্পটা আমার পড়া হয়নি তার জন্য সরি আপু।

আপু আপনার সব লেখাই ভালো লাগে। এটাও ভালো লাগছে অনেক।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: আরে স্যরি হচ্ছো কেন ? সবারই তো কম বেশি ব্যস্ততা আছে !
আমার লেখা ভালো লাগে জেনে ভালো লাগলো লাবনী। ভালো থেকো তুমি

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

অদৃশ্য বলেছেন:





আমরাও নতুন কিছুর স্বাদ পেলাম... চমৎকার হয়েছে লিখাটি... এভাবে লিখলে অনুভূতির হয়...


নুহা ১৭ অর্ধেকের মতো পড়া হলো... পরেটুকু পরে শেষ করছি...


শুভকামনা...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: দেরীতে মন্তব্যের জবাব দিলাম, দুঃখিত ভাইয়া। আজ একমাত্র লাঞ্চ ছাড়া সারাটা সময় ভীষণ ব্যস্ততায় কেটেছে।

ধন্যবাড লেখাটি পড়ার জন্য।
আপনার জন্যও শুভকামনা রইলো

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

টুম্পা মনি বলেছেন: মুক্ত গদ্য আমার সব সময় লাগে। এটিও ভালো লাগল।

অজস্র শুভকামনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার জন্যও শুভকামনা টুম্পা মনি

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

মামুন রশিদ বলেছেন: অনেকদিন অপর্ণার লেখা গল্প পড়ি না ।


মুক্তগদ্য ভাল হয়েছে, নাকের বদলে নরুণই সই । :-/

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

অপর্ণা মম্ময় বলেছেন: নাকই দিতে চাইছিলাম কিন্তু পারলাম কই !
বেশ কয়েকটা গল্প আধা লিখে পড়ে আছে, ধরার সময় পাচ্ছি না। ব্যস্ততা বেড়েছে আগের চেয়ে বেশি, আর নুহা লিখে লিখে কাহিল লাগে এখন।
আর আমার বসকে দেখলে আমার লেখালেখির ফিলিংস টা বেশি আসে বলে উনি আমাকে সুযোগ পেলেই দৌড়ের উপরে রাখেন :P

নুহাটা শেষ হয়ে যাক, দেখবেন গল্প পড়িয়ে পড়িয়ে আপনাদের আবার বিরক্ত করবো ।

ভালো থাকবেন মামুন ভাই । শুভকামনা অনেক অনেক

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আঙ্গুলের ডগায় যত বিরহ শব্দ হয়ে জেগে থাকুক , মুখোমুখি অস্থিরতা নির্ভয়ে ঘুমিয়ে থাকুক । স্বাদবদল ভালো লেগেছে । ++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: স্বাদবদল আমারও ভালো লেগেছে আদনান

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভাল লাগলো। +++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ শোভন

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু যতই আপনারে ইনবক্সে নুহা নিয়া প্যারা দেই, সত্যি বলতে নুহা আসলেই একটি চমৎকার লেখা হচ্ছে। বই হিসেবে পড়তে নিঃসন্দেহে দারুন লাগবে। ব্লগে এই সব ছোট খাট, এক পর্বের বা নানা মুখি লুতুপুতু লেখা পড়ার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তাই প্রকৃত ভালো লেখাগুলো পড়ার ধৈর্য থাকছে না।

খুব চাই দ্রুত আপনি নুহা লেখা শেষ করুন। তারপর প্রতিটি পর্ব এক সাথেই পড়ব। শুভ কামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: প্যারা দাও কোনও সমস্যা নাই । আর সবারই তো কম বেশি ব্যস্ততা থাকে, তাই অনেক লেখাই পড়া হয়ে ওঠে না। আমিও লুতুপুতু লেখা আগে লিখেছিলাম। প্রায়ই ভাবি কয়েকটা লুতুপুতু লেখা আবার লিখবো। লুতুপুতু লেখার তো অনেক ডিম্যান্ড :(

আমিও চাচ্ছি নুহাটা শেষ করতে দ্রুত। মনে হচ্ছে একটা কাঁটার মতো বিঁধে আছে, বোঝা বোঝা লাগে মাথার উপরে।

ভালো থেকো

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হৈসে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১২

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ লাগল , ভাল থাকুন আপু ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাহমুদ। তোমার একি কমেন্ট দুইবার আসছে, তাই একটা মুছে দিলাম

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

এম মশিউর বলেছেন: আপু, নুহা সবগুলো পর্ব একটানে পড়বো বলে ঠিক করেছি। না পড়ে কমেন্ট করা মোটেই আমার অভ্যাস না। তাই নুহা পর্বে কমেন্ট করতে পারি নি।

পড়াশোনার চাপে আছি। ব্লগে খুব কম সময় দেওয়া হয়। তবে পরবর্তীতে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।


সাহিত্যের প্রতি একটা টান আছে, সেইটা কাটিয়ে উঠতে পারি না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

অপর্ণা মম্ময় বলেছেন: কোনও লেখা না পড়ে কমেন্ট করা কখনোই উচিত না। কিন্তু অনেকেই আছেন, না পড়েই কমেন্ট করেন কারো পোস্ট আসার মিনিট দুইয়েকের মাঝে, ফাঁকিবাজি বা না পড়ে কমেন্ট করা দেখলেই বোঝা যায় সেসব।

আগে পড়াশুনা, তারপর ব্লগ। ব্লগে সময় কম দিলেই ভালো। এডিক্টেড সেটা ব্লগ বা ফেবু যেটাই হোক না কেন , খুব খারাপ একটা ব্যপার। অনেক কষ্টে আমি সেটা কাটাইছি।

সাহিত্যের প্রতি ভালোবাসা অমলিন থাকুক তোমার। শুভকামনা রইলো

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,

ব্রেকটা বেশ শব্দ করেই কষলেন বোধ হয় ! যদি ও কারো সাথে বসেছিলেন মুখোমুখি নিঃশব্দে।

আসলে রোজই একটু একটু করে করে বদলে যায় সবকিছু । কিছুই আর থাকেনা আগের মতো । কেবল বড়শিতে ছেঁড়া ছেঁড়া সুখস্মৃতিগুলো গেঁথে তোলা ছাড়া নুহার কিছু করার থাকেনা !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: হহাহহাহা নুহার ফাঁকে ব্রেকটা আচমকা হয়েছে বলতেই হবে।

পরিবর্তন তো আসবেই কেননা এক নাগাড়ে ভালো বা মন্দ ঘটতে থাকা, কোনটাই সুখকর নয়।

ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
এটা কি হলো ? নুহা কই ?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ব্রেক নিছি

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা ভালা লাগছে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে খুশী হলাম মাসুম ভাই

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

শ্যামল জাহির বলেছেন: নুহা'র স্রস্টার অস্থির জাগারণেও উপস্থিত ছিলাম আমি!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: হাহহাহা এখানে আবার নুহা চলে আসলো কেন ?

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৮

অনাহূত বলেছেন: মুক্তগদ্যের সংজ্ঞাটা আমি বুঝি না। তবে আপনার এই লেখাটা পড়ে খুব ভালো লাগল। কি সহজ একটা প্লট অথচ কি সুন্দর।

"সময়ই শুধু জানে কতো কতো কথা জমে আছে তোর সাথে; মুখোমুখি নিঃশব্দে।"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: পড়তে ভালো লাগছে এটাই বড় ব্যাপার।
ভালো থেকো।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

ভিয়েনাস বলেছেন: দারুন লেগেছে দি.....

আমি মুক্ত গদ্য লিখতে পারিনা । আজ একটা লেখার চেষ্টা করেছিলাম।শুরু শেষ কিছুই হলো না.....
ঘাস গালিচায় কোমল পায়ের ছাঁপ ফেলে যায় অচেনা কোন পথিক,,আমি ভেবে নিই চেনা কোন পথিকের স্পর্শ।আমাকে জড়িয়ে বেড়ে উঠতে চায় কষ্টের স্বর্ণলতা,তখনও আমি এড়িয়ে যাওয়ার দ্বিধা-দ্বন্দ্বে মাতি, সকল চেনা-অচেনার শেষে........

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: শুরু তো করেই ফেলেছেন, শেষটাও আশা করছি সুন্দর হবে। নেক্সট আপনার এই মুক্তগদ্যের অপেক্ষায় রইলাম

২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

অচিন্ত্য বলেছেন:
তোমার কথা কিছু
তোর বুকেও জমা ছিল
সন্ধ্যা নেমে এলে দূর সাগর কেঁদেছিল
পায়ের আল্পনা সৈকতের বুক জুড়ে
ভাঁটার গাঙচিল চোখে করে যায় উড়ে

জানা তো হয়নি পায়ের ছাপ
জোয়ার মুছেছিল কিনা
শোনা তো হয়নি সাগর জল
কী গান গায় মনে মনে
শুধু জেনেছিলাম সেই
সন্ধ্যানীল পটভূমির প্রচ্ছদে
বৃষ্টি হবে বলে কোন সুদূর পরবাসে
মেঘের পরে মেঘ
কোথাও জমেছিল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ খুব সুন্দর তো !

জানা তো হয়নি পায়ের ছাপ
জোয়ার মুছেছিল কিনা
শোনা তো হয়নি সাগর জল
কী গান গায় মনে মনে

== খুব সুন্দর এই চারটা লাইন !

শুভকামনা অচিন্ত্য

২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

সায়েম মুন বলেছেন: ব্রেক ভাল লেগেছে। বিষণ্ণভালো!

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: হুম বিষণ্ণতা ভালো

২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কেবল আলাউদ্দিন'রাই বিষাদের কবিতা লিখে! অপর্ণা মম্ময় শুধু পড়ে! এখন এটা কী পড়লাম! /:)

সময়ই শুধু জানে কতো কতো কথা জমে আছে তোর সাথে; মুখোমুখি নিঃশব্দে।

ব্রেক নিয়ে ভালো করছেন। অনেকদিন পর আপনার ব্লগে ইমোহীন কমেন্ট করলাম :D

নৈঃশব্দ্যের আঁধার ভালো লাগে। বিষাদের বিষবাষ্পও ভালো লাগে। ভালো লাগে তারাহীন রাতের একাকীত্ব। নিকোটিন আর সুরার গেলাসে ঠোঁট ডুবিয়ে অসতর্ক নিঃসঙ্গ আলাপণ ভালো লাগে। সেই ভালো লাগা ছুঁয়ে গেলো এই গদ্যে।

শুভকামনা আপু। ভালো থাইকেন।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: শোনো ছেলে, আমি বিষাদের কবিতা লিখি নাই। এটা একটা বিশেষ ইমোশন থেকে লেখা। আর বিগত দুঃস্বপ্ন ছুড়ে ফেলে প্রিয় মানুষটির মুখমুখি বসে গল্প করার, সময় কাটাবার আহবান করা হয়েছে নিঃশব্দে।

তোমার জন্যও শুভকামনা আলাউদ্দিন। তুমিও ভালো থাইকো।

২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সময়ই শুধু জানে কতো কতো কথা জমে আছে তোর সাথে; মুখোমুখি নিঃশব্দে।
তুলনীয় : থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন।

ভালো লেগেছে, কিন্তু ততটা নয়। শব্দ প্রয়োগ, বিশেষত বিশেষণের ব্যবহার সামান্য দুর্বল ঠেকেছে। এটা আমার বুঝবার দুর্বলতাই ধরে নিচ্ছি

প্রথম বাক্যটা আবার পড়ুন। ‘করে’ কি দুটোই হবে?

শুভ কামনা।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: এই লেখাটির পেছনে খুব বেশি সময় আমি দেইনি তবে এর পেছনের অনুভবটা গভীর।মানুষ সুখে থাকলে তার অনুভব লেখায় তেমন গভীর হয় না এটা এমনই একটা ব্যাপার। এটা আপনার বোঝার দুর্বলতা না মোটেও। B-)

আর প্রথম বাক্যে " করে " এটা টাইপিং মিস্টেক। :P

আপনার জন্যও ভাইয়া শুভকামনা রইলো।

২৬| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: তোমাদের কারো লেখা পড়ে আমি প্রায়ই ভাবি মুক্তগদ্য লিখবো! বাস্তবে লেখা হয়না কেন জানি!

এই লেখাটা ভালো লেগেছে। তবে আরও ভালো হতে পারতো, আমার ধারণা খুব বেশী সময় দাওনি, নাকি দিয়েছ? তবে আকুতির প্রকাশ সুন্দর হয়েছে, শুধু আমি জানি না কেন, একটু সামান্য লবন কম লাগছে!

নামহীন দুঃসহ স্মৃতির মার্চপাস্ট
- এই কথাটাই বিশেষ ভালো লাগা!

'নুহা' বিরতি ভালো হয়েছে, পাঠক ও লেখক, উভয়ের জন্য একটা চেঞ্জ!

আরও কবিতা চাই!

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: এই লেখায় কারুকার্য কম আছে, তাই লবন কম লাগছে বোধ হয়।

নুহা শেষ হোক, লিখব কয়েকটা কবিতা।
ভালো থেকো ।

২৭| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

আরজু পনি বলেছেন:

নূহা সিরিজটা আমি নিজেও বেশি সময় ব্লগে থাকি না বলে সবগুলো পড়া হয়ে উঠেনি । যদিও এখন নূহাই পড়তে এসেছিলাম, এটা দেখে মনে হলো এটা বরঙ পড়ি ...নূহা সিরিয়ালি ছাড়া পড়ারর উপায় নেই ।।

আমি আসলে ভারী কথা কম বুঝি, কবিতাও গদ্যের মতো করেই বুঝি ...কিন্তু অনেক ভালো লেগেছে পড়তে ...অনুভব করতে পারলাম ।

অনেক শুভেচ্ছা রইল অপর্ণা ।

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২০

অপর্ণা মম্ময় বলেছেন: সময় হলে, আরও কিছু পর্ব জমা হলেই না হয় পড়। সমস্যা নেই।

তোমার জন্যও শুভকামনা রইলো।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কোনো একটা দিনের বর্ষ পূর্তিতে এই লেখা। চমৎকার এই অপেক্ষার অনুভূতি।

০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

অপর্ণা মম্ময় বলেছেন: এই লেখাটা লেখার মানদণ্ডে ফেলে আমি আসলে বিচার করিনি। এই লেখাটা একটা বিশেষ অনুভব থেকে লেখা। আর এই অপেক্ষার অনুভূতি আসলেই খুব চমৎকার হয়।

২৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৮:৫১

ইনকগনিটো বলেছেন: হ্যা, এরকম একটা "তুই" ই আছে আমার। সেটা হচ্ছে- ঘুম।

অনেক ভালো লাগা রেখে গেলাম।

০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো ঘুম হোক তোমার ।
আমিও ঘুম খুব ভালোবাসি।

৩০| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

শামীম সুজায়েত বলেছেন: হেবব্বি ব্রেক !!!!!!
মাঝের মধ্যে এমন ব্রেক এনে দেয় ভিন্নতা। ভালু থাকুন।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনিও ভালো থাকুন শামীম ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.