নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ডায়েরি অথবা ছিন্ন ছিন্ন প্রলাপ

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯

চাইলেই এ গল্পের সমাপ্তি বা শুরু কোনও গল্পের নিয়মে আমি বলে যেতে পারবো না। তবে কেউ তার স্মৃতি হাতড়ে যেসব কথা লিখে গিয়েছে তারই অংশবিশেষ চাইলে আমরা পড়তে পারি, নিজের মতো করে ধরে নিতে পারি কারো প্রতিবিম্ব কিংবা খেয়ালি কোনও মননের চিত্র। এ গল্প নিছক একটা সাদামাটা গল্প, হয়তো গল্পের পেছনের একটা গল্প।



১।



" প্রিয় ডায়েরি,

আজ খুব একটা বাজে স্বপ্ন দেখলাম। আমার অপছন্দের বিষয়গুলোই স্বপ্নে কেন যেন ঘুরে ফিরে আসে, যা আমার কাছে অশুভ ইঙ্গিত বলেই মনে হয় কিংবা আমাকে আমৃত্যু তাড়া করেই যাবে এমন।



আজ স্বপ্নে দেখলাম মনি আমাকে ফোন করেছে। বারবার বলছে - আপনি আপনার মা'কে বলেন আমাদের টাকা শোধ করে দিতে। না হলে আমরা কিন্তু ভীষণ রেগে যাবো। আর আপনার মা কেন আমার মা'কে ফোন করে? একদম নিষেধ করবেন কিন্তু। আমিও ভীষণ ফুঁসে উঠি, বলি - আমার মা' তো তোমার মায়ের নাম্বারই জানে না। এখানে বাজে কথা বলতে এসো না। তুমি জানো না আমার মা আর বাবা দুজনেই মরে গেছে?



কিছুক্ষণ পরেই আবার স্বপ্নে দেখলাম আমি আপাদের বাসায় বেড়াতে গিয়েছি। আপা আর দুলাভাই আমাকে বকাবকি করে তাদের বাসা থেকে বের করে দিলো। আমার কাছে টাকা ছিলো না, কীভাবে বাসায় ফিরবো সে টেনশনে রাস্তায় আমি খুব ঘামছিলাম।



ডাক্তার বলেছিল যখন কোনও স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাবে, আমাকে সাথে সাথে লিখে রাখতে। আজকে স্বপ্ন দুইটা মনে আছে বলেই লিখে রাখলাম। আসলে আমি মনিদের খুব ঘৃণা করি। তাই ওরা আমার স্বপ্নে বারবার আসুক চাই না। আমাকে রক্ষা করো প্লিজ এসব বাজে মানুষদের নিয়ে স্বপ্ন দেখা থেকে।



বিদায়।"



২।



জানো ডায়েরি,



আমার আজকাল সকালে ঘুম থেকে একেবারেই উঠতে ইচ্ছে করে না। রাত্রি জাগরণের কারণে যে এমন হচ্ছে তাও না। সকালের ঘুমটা বরাবরই আমার প্রিয়। কবে যে এমন দিন আসবে সংসার মেইন্টেইনের জন্য আমাকে দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। আশা করি শীঘ্রই আমার সে দিন আসবে।



আজকাল আমার দুঃস্বপ্নের মাত্রা ভীষণ বেড়েছে। ডাক্তারের কথা মতো সন্ধ্যে বেলাতেই স্লিপিং পিল খেয়ে নেই কিন্তু সে ঘুম যদি ভোরের স্বপ্নে আসে, কষ্ট তো লাগবারই কথা, নাকি ?



তিন দিন ধরে আমার বাঁ ভ্রু খালি লাফাচ্ছে। কী জানি কী হয়। ভয় লাগে যদি কোনও বিপদ আসে। আমি আবার আজকাল এসবেও বিশ্বাস করতে শুরু করেছি। হাহাহহাহা এরই নাম আবার আধুনিকতা তবে !!!

আজ তাহলে বিদায় বন্ধু ! "



৩।



ডায়েরি তোমার একটা নাম দেয়া দরকার, কি বলো ? তবে তোমার কোনও নাম নেই বলে এ নিয়ে দুঃখ করো না, আমাদের এই পৃথিবীতে নামহীন অনেকেই ঘুরে বেড়াচ্ছে। এই যেমন ধরো আমি, তুমি কী বলতে পারবে আমার নাম কি ? যতক্ষণ না পর্যন্ত আমি আমার নাম না বলছি ততক্ষণ আমিও তোমার মতোই নামহীন একজন আর তোমার, আমার দুজনের স্ট্যাটাস এখন পর্যন্ত এক।



আজ সারাদিন ঘুম ঘুম পেয়েছে। বড় একটা কাজের ডীল করতে বেরিয়েছিলাম। সেপ্টেম্বরের শেষের দিক এখন, বাংলা হয়তো আশ্বিনের শুরু। গরমটাও পড়েছে ভীষণ, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। ইলেক্ট্রিসিটি যাওয়া মাত্র চিড়বিড়ে ধরণের একটা গরম শুরু হয়ে যায় সাড়া শরীরী জুড়ে।

অনেক দিন হয়েছে গরমের জন্য আরাম করে ঘুমোতে পারি না। সামনের গরমেই একটা এয়ার কুলার কিনে ফেলবো। টাকা জমানো দরকার। হাতে টাকা এলেই আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। কী যে করি?

বলো তো কী করি এখন ?



৪।

বললি না তো তোকে কী বলে ডাকবো ? আমার তো ডাকার মানুষ নাই। উড়ে গেছে।



প্রিয় নামহীন কেউ,



হাতে টাকাপয়সা না থাকলেই বোধহয় বিপদ -আপদ আর্থিক বিপর্যয়গুলো হুড়মুড়িয়ে আসে। এই যেমন ধরো একজনকে কিছু টাকা লোন দিবো ভেবেছিলাম কিন্তু আজকেই আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেলো সমুদ্রে।কয়দিনের জন্য এসেছিলাম একটু বুক ভরে নিঃশ্বাস নিতে। এজন্য আজকেই মোবাইলটা পানিতে পড়তে হবে? কর্পোরেট জগত থেকে তো পুরো বিচ্ছিন্ন হয়ে গেলাম কয়েকদিনের জন্য। পকেটের টাকা ফুরিয়ে গেছে।



উদাস উদাস লাগছে খুব।



৫।



আজকের সকালটা আমার কাছে খুব স্পেশাল বুঝলে নামহীন ডায়েরি ?



যদিও স্পেশাল হবার বা ভাবার মতন তেমন বিশাল কিছু ঘটে যায়নি আমার নিস্তরঙ্গ জীবনে। আজ ঘুম ভাঙতেই দেখি বৃষ্টি হচ্ছে। তুমুল বৃষ্টি। মনটা বেশ ফুরফুরে হয়ে গেলো। কিছু কিছু সকাল থাকে না, এমনিই ভালো লাগে, অকারনেই? পাখির মতো উড়ে বেড়াতে ইচ্ছে করে। মনের ভেতরের লুকোনো যা সব বিগত অভিমান, অবরুদ্ধ আবেগ সবই যেন বাঁধন ছিঁড়ে আজ বেরিয়ে পড়তে চাচ্ছে। বিশ্বাসঘাতকতার কারণে যাদেরকে ঘৃণা করতাম মনে প্রাণে, আজ তাদেরকেও ক্ষমা করে দিতে ইচ্ছে করছে। বাপ্পি, ইরফান, সজল, মৃধা সব দোস্তোদের কথা খুব মনে পড়ছে। যাহ্‌ আজ তোদেরকেও মাফ করে দিলাম। শুধু তোরা জানতে পাবি না এটাই আফসোস।



আমার বিছানাটা জানালার পাশেই। বৃষ্টির ছাঁট জানালার ফাঁক গলে কী করে যে আমায় ভিজিয়ে গেলো একটু একটু করে তাইই ভেবে ভেবে হয়রান হচ্ছি। নিজের ভারশুন্য, লুকিয়ে থাকা আনন্দময় এক সত্ত্বাকে ভোরের এই স্নিগ্ধতায় আবিষ্কার করে কেমন এক বিশেষ ভালো লাগায় আপ্লুত হচ্ছি। ইচ্ছে করছে জীবনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখি আজীবন। ততদিন কী বেঁচে থাকবো ? ভয় লাগে ভীষণ।



৬।



বারে বারে বিশ্বাস করা যার স্বভাব, সে যতই আরেকজনের কাছে বা বাইরের মানুষের কাছে কিল চড় খাক না কেন, তার স্বভাব বদলাবে না। আমি আমার কথাই বলছি। এই আমি এখনো মানুষকে বিশ্বাস করি, প্রতারিত হই। জানি না মানুষ কেন এমন? দীপন ঠিকই বলতো, দোস্তো, তুই মানুষ কে নিয়ে এতো সরল ভাবনা কেন ভাবিস এই যুগে এসে বল তো ? রাগ বা বিস্ময় বা হতাশা থেকেই হয়তো এসব কথা ও বলতো।



গতকাল বিশাল একটা অঙ্কের টাকা কোনও দলিল দস্তাবেজ না করে আরেকজনের হাতে তুলে দিয়েছিলাম। বারবার একই ভুল আমাকে দিয়ে কেন হয় জানি না। আমি কেন মানুষকে বিশ্বাস করি ? নিজের কাছেই নিজে লজ্জায় নুয়ে যাচ্ছিলাম। আমি জানি মানুষ এতো খারাপ না কিন্তু আমার সাথেই কেন যেন ঘুরেফিরে খারাপ টা ঘটে। খারাপ মানুষের বোধোদয় হোক। আমি জানি জীবন অনেক সুন্দর, বেঁচে থাকা সুন্দর। হতাশায় মরে যাওয়া আমার চাওয়া নয়।



প্রিয় ডায়েরি তুমি ভালো থেকো। আমার অনুপস্থিতে দুশ্চিন্তা করো না।



৭।



সুপ্রিয় ...



বারবার তোকে বলেছিলাম প্রেমে পড়িস না। তোর প্রেমে পড়বার ক্ষমতা অসীম। এই ইট, পাথর, নদী, পাখি এমনকি আস্ত একজন রক্তমাংসের মানুষের প্রেমেই তুই হুটহাট পড়িস, একেবারে যাকে বলে যখন তখন।

জানিস কেউ কেউ তোদের নিয়ে বলে নারীরা নাকি ফুলের মতো। আসলে ঠিক ফুল নয়, রেণু। বাতাসে বাতাসে ওড়ে শিমুলের মতো। যখন-তখন, সময়ে-অসময়ে, কখনোবা রঙিন পাপড়ি মেলে। আমার ত্বকে বাতাসের তোড়ে কখনোবা স্পর্শ করে যায় রেণু, শিমুল, ফুল। এসবই আমার বিভ্রম। চোখ খুলে দেখি আসলে এসব কিছুই না, সামনে দাঁড়িয়ে আছে জলজ্যান্ত কোনও নারী।



এই যে শ্রাবণ দিন এখন, তুই বলিস শরৎ, কাশফুল, ঝাঁঝালো রোদ, তোর আরেকটি পরিনতিহীন প্রেমের দিকে এগিয়ে যাওয়া এবং এক ফোঁটা অশ্রু। কিন্তু আমি বলি শ্রাবণ জল।



আমি এখনো বৃষ্টি হয়ে আছি বলে তুই পরিণতি লাভ করেছিস আমার স্মৃতিতে। তাই " ফিরে আসবি" এই শব্দদুটোকে আমি অভিবাদন জানাবার অপেক্ষায় থাকি।



===

মানুষ স্মৃতিতে বাঁচে। হয়তো এ গল্পের মানুষটিও কারো না কারো স্মৃতিতেই বেঁচে থাকবে আজীবন, অমলিন।



উৎসর্গ - মামুন রশিদ ভাইকে, উনি প্রায়ই আমাকে বলেন নুহা সিরিজ লেখার ফাঁকে যেন অন্য লেখালেখিও চালাই এবং ব্লগে পোস্ট দেই। অনেকদিন পর গল্প লেখার চেষ্টা করলাম ডিয়ারডায়েরির মতো করে।

মন্তব্য ৯০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ডায়েরী !

উতসর্গে মাইনাসঃ শুধু মামুন ভাই না , আমিও বলি !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: ইদানীং ডায়েরি লেখার ভূত চাপছে আমার মাথায়।

ফাঁকিবাজি কমেন্টে তোমারেও মাইনাস। কাণ্ডারী ভাইয়ের থেকে শিখছ এসব।
মামুন ভাই তোমার চেয়ে বলার দিক দিয়া আগাইয়া। তুমি নুহা সিরিজ শেষ করা নিয়া পেইন দাও দেখবা তোমারেও একটা গল্প উৎসর্গ করবো। কবিতা আমার দ্বারা হবে না। আজকে কবিতা লেখার ট্রাই করতে গিয়েই গল্পের জন্ম।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৯

মাহমুদ০০৭ বলেছেন:
ডায়েরি স্টাইলটা ভাল লাগল । লিখাটাও ডায়েরির মত । যাপিত জীবনের
টুকরা কথন । গল্প ভাল লাগল ।

বিশেষ করে ৬ আর ৭ নাম্বার এর অংশটা বেশি ভাল লেগেছে ।

ভাল থাকবেন আপা :)
গেলুম !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: তুমিও ভালো থেকো।

ডায়েরি লেখার হ্যাবিট ধরে রাখা উচিত কম বেশি সবারই। সময় কাটাবার ভালো বন্ধু

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগছে ডায়েরী কথন

ব্যাতিক্রম টাচ পাইছি

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: ব্যাতিক্রম কোন দিকটা মনে হইছে?

তুমি ডায়েরি লেখো না স্ট্যাটাস দিয়েই খালাস ? ডায়েরি লেখায় উদ্বুদ্ধ করাটাও এই গল্পের একটা উদ্দেশ্য

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
নুহা শেষ হইলে একবারে একটা পিডিএফ কইরা আমারে মেইল কইরা দিয়েন তো আপু। :-< :-< :-<

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: ঘুমাইয়া ঘুমাইয়া ব্লগ পড়া ঠিক না :P

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও এক সময় ডায়রী লিখতাম। মূলত এই ব্লগ হচ্ছে প্রযুক্তির আশির্বাদে আমার ডিজিটাল ডায়রী, যা সকলের জন্যই উন্মুক্ত। :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: জয়তু ডায়েরি

৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: @ আরমান ঐ ব্যাটা পোষ্ট না পইড়া কমেন্ট করস কেন !
ইডা নুহা না !

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: থ্যাংকু অভি ;)

৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১২

শ্যামল জাহির বলেছেন: স্লিপিং পিলে সাপোর্ট নাই!
নুহার বাইরেও বিচরণ করা উচিৎ ডায়েরির প্রভু'র!
উৎসর্গ ভাল লেগেছে।

শুভ কামনা।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: ডাক্তারের পরামর্শ মতো স্লিপিং পিল নিলে সমস্যা নাই। নুহার বাইরেও অনেক লেখা আছে কিন্তু আমার ব্লগে।

আপনার জন্যও শুভকামনা রইলো। শুভরাত্রি

৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৪

একজন আরমান বলেছেন:
@ অভিঃ
আমি জানি এইটা নুহা না। চিঠি। আমি জাইনাই কমেন্ট করছি। মাঝ রাতে জ্ঞান দিতে আসিস না। মেজাজ এমনেই বিলা আছে। যা ঘুমা। আমিও ঘুমাই।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ঘুম ভালো হোক।
ফাপর ঠিক হয় নাই :P

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: মজার কনভার্সেশন চলল অভি আর আরমানের :P

১০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

শান্তির দেবদূত বলেছেন: ভাল লেগেছে।
ডাইরি লেখার স্টাইলটা অভিনব লেগেছে।
ভাল থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনিও ডায়েরি লেখেন, দেখবেন ভালো লাগবে।
আমার আগের অনেক ডায়েরি নষ্ট করে ফেলেছিলাম।
সময় পেলে এই গল্পটা আরও কারেকশন করবো, কিছু জগ করবো নতুন।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩১

বশর সিদ্দিকী বলেছেন: প্রিয় ডায়েরিকে একটা নাম দিয়ে ফেলেন।

কিছুটা কাব্যিক ভাবে লেখা হয়েছে। এই জিনিষটা অসাধারন লেগেছে।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ডায়েরির লেখক হয়তো নাম দিয়ে দেবে কোনও একদিন

১২| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪২

আম্মানসুরা বলেছেন: ডায়রি লেখার স্টাইল টা ভালো লেগেছে।
ভালো লাগল আপু।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপু

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৭

মামুন রশিদ বলেছেন: মুক্তগদ্যের মত ঝরঝরে লেখায় চমৎকার এগিয়েছে ডায়েরি কথন । মানুষের মনের ভিতর বয়ে যাওয়া তাৎক্ষনিক অনুভুতিগুলো দারুনভাবে ধরে রাখে ডায়েরি । মনের সব রঙ প্রতিফলিত-প্রতিসরিত হয় এখানে ।


উৎসর্গের জন্য ধন্যবাদ । সম্মানিত বোধ করছি ।

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: ডায়েরি লেখা আমার একটা প্রিয় অভ্যাস, যদিও সেটা আগের মতো এতো সময় নিয়ে করা হয় না। তবে বাবুইকে শাস্তি দেয়া হলে তাকে বলি - যাও দুই পাতা ডায়েরি লিখে নিয়ে আসো :P

উৎসর্গ করতে পেরে আমারও ভালো লেগেছে। ধন্যবাদ

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:



এইটা কেমন কথা হইল X( নুহা কই X((

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: চলবে

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

নেক্সাস বলেছেন: ডায়রীর সাথে কথোপকথন ভালোই লাগলো

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ নেক্সাস

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ডায়েরি লিখার জন্য আমি গত ১৫ বছর ধরে চেষ্টা করে যাচ্ছি । কখনও নিজে ডায়েরি কিনে কখনও বন্ধু বান্ধবের কাছে থেকে উপহার পাওয়া ডায়েরিতে । কিন্তু এক দুই পৃষ্ঠা লিখার পর আর হয়না। আপনার এলেমেলো ডায়েরি কথন পড়তে পড়তে সেইসব ডায়েরির কথা মনে পড়লো ।

এটাকে ঠিক গল্প বলা যায় কিনা জানি না কিন্তু আপনার গতিময় লিখাটা পড়ে যেতে ভালো লেগেছে । নুহাও চলুক। এইসব এলো কথনও আসুক বোনাস হয়ে । শুভকামনা । ধন্যবাদ । :) :)

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: আশা করি হুট করে আপনার ডায়েরি লেখাও শুরু হয়ে যাবে। গল্পের আদল ফুটে ওঠে নি বোধ হয় কারন আগে পরে ভূমিকা বা গল্পের আবহ নেই বললেই চলে। সময় পেলে অবশ্যই এই লেখাটা রিরাইট করবো। তবে একজন অতৃপ্ত কোনও পুরুষের যে কিছুটা খেয়ালি কখনোবা অভিমানি, অসুস্থতা বা প্রেয়সীর জন্য ফিরে আসার অপেক্ষা ইত্যাদি টুকরো টুকরো ভাবে এনেছিলাম।

শুভকামনা আপনার জন্যও

১৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ে ভালা লাগছে

ষ্টাইলটা পছন্দ হইছে

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

এম মশিউর বলেছেন: আমিও ডায়েরী লিখুম! তবে আপনার মত নামহীন ডায়েরী না। আমার ডায়েরীর একটা সুন্দর নাম দেবো। ;)

কিন্তু আমি তো এতো ভালো লিখতে পারি না। /:)
বেপার না; খেলতে খেলতে খেলোয়ার, আর লিখতে লিখতে লেখোয়ার! B-)




মানুষ স্মৃতিতে বেঁচে থাকে, আর কিছু মানুষকে না দেখেই ভালো লেগে যায়। ব্লগে এই রকম কিছু মানুষকে ভালো লেগে গেছে। কিন্তু কাদের ভালো লেগেছে তা আপনাকে বলবো না! :-B



(আমার লেখায় মাইনাস দিয়েছেন; তাই আপনার লেখায়ও মাইনাস দিলাম। শোধ!) :P

০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: লেখোয়ার হয়ে ওঠ সেই প্রত্যাশা থাকলো।

ব্লগে সুহৃদদের নিয়ে সুন্দর সময় কাটাও এই কামনা করি। তোমার পরবর্তী লেখায় প্লাস দিয়ে দিবো। তোমার কমেন্ট পড়ে মজা পেয়েছি।

ভালো থেকো মশিউর

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাললাগলো +

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

২০| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

রুপ।ই বলেছেন: আপনার লেখা বেশ ভাল সেটা যেটাই লিখুন , ডায়রীর খাপছাড়া ভাবটা বজায় রেখেছেন সচেতনতার সাথে । ভাল লাগায় প্লাবিত !

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার মন্তব্যে আমিও আপ্লুত।
ভালো থাকবেন রূপাই

২১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৭

অচিন্ত্য বলেছেন: খুব সুন্দর !
ডায়েরি লিখতাম এক সময় খুব। এখন লিখার বিষয়ে দারুণ অলস হয়ে পড়েছি। এখন একটা মাইক্রোসফট ওয়ার্ড পেইজ খুলে লিখতেসি। ডায়েরি।

বিশ্বাস... আহা

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০২

অপর্ণা মম্ময় বলেছেন: কম বেশি অনেকেই বোধ হয় ডায়েরি লিখত। এটা একটা ভালো অভ্যাস। এরকম একটা বিষয়ে একটা গল্প শুরু করেছিলাম, তবে লেখা এখনো অসমাপ্ত আছে।

বিশ্বাস ভাঙার যন্ত্রণা বেশ তীব্রই হয় !!!

২২| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৯

লাবনী আক্তার বলেছেন: ইন্টারে পড়ার সময় ডায়রি লিখতাম প্রায়ই। হটাৎ সেদিন চোখে পড়াতে ডায়রিটা পড়লাম। ভাবছিলাম ইসস! কারো চোখে পরেনিতো। কেমন জেনো লজ্জা লাগছিল। :!> :!>

মনে যা আসতো তাই লিখতাম। প্রতিদিনের ঘটনা লিখতাম। বান্ধবীর সাথে ভালোলাগার মুহুর্তটা লিখে রাখতাম। মনে হচ্ছিল বাচ্চা বাচ্চা টাইপের লেখা। পড়ছিলাম আর হাসছিলাম। :P :P

গল্পে ভালো লাগল রইল আপু।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: এরকম কতদিন হয়েছে কোনও মন খারাপের কথা খুব আবেগ দিয়ে লিখেছি। পরে অনেকপরে যখন সে লেখাটাই আবার পড়তাম সেই মন খারাপ করা অভিমানি মেয়েটার জন্য আমার আবার মন খারাপ হতো।

ভালো থেকো লাবনী

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

হাসান মাহবুব বলেছেন: ডায়েরির লেখাগুলো ভালো লেগেছে। রোজনামচার মত করে লিখসেন, শেষটা আবার মুক্তগদ্যের মতো। তবে লেখাগুলো ইন্টারকানেক্টেড হয়ে কোন একটা ঘটনাক্রম বিবৃত করলে ভালো হতো।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: খুব দ্রুত এই লেখাটা এক বসায় লিখেছিলাম। ফাঁকিবাজি যথেষ্ট করেছি লেখার মাঝে। এই লেখা যদি আবার কারেকশন করতে বসি অবশ্যই কোনও কানেক্টেড ঘটনা জুড়ে দেবো।

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮

শামীম সুজায়েত বলেছেন: সেই ৮ম শ্রেণী থেকে ডায়েরি লিখে আসছি। এখন আছে সেগুলো।
আপনার এ লেখাগুলো পড়তে গিয়ে সেই স্মৃতি মনে পড়ে গেলো।

নুহার গ্যাপে গ্যাপে পাঠককে ভিন্ন আমেজ দেয়ার এই পলিসিটা বেশ ভাল।
নিজেরও একঘেয়েমি ভাবটা কেটে যাই।

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ শামীম ভাই

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রিয় ডায়রি,
অনেকদিন পর দারুন এক পোস্ট পড়লাম। দারুন সব চিঠির সন্নিবেশ। তাও অপর্ণা আপুর । যে কিনা 'নুহা' উপন্যাস লিখতে গিয়ে আমাদের মত অলস পাঠকদের বঞ্চিত করছে। আমরা তো কবিতা, গল্প, মুক্তগদ্যের পোকা। অল্প সময়ে, অল্প ভাবনায়, অল্প স্মৃতিতে পড়ে থাকা পাঠক। :) কিন্তু আজ সত্যিই ভালো এক পোস্ট এসে গেল। ভালো বলতে, আমাদের ইচ্ছেমতন।

:) :) :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: কাব্যিকতা নিয়ে লেখা আসে না আজকাল। গড়গড়িয়ে বলে যাওয়া ডায়ালগ বেইজ কথা আসে, যা সরাসরি পড়তে ভালোও লাগবে না, তাই মুক্তগদ্য লেখা হয়ই না। তবে মাঝে মাঝে লিখবো আশা করছি।

তোমার খুশী হওয়া দেখে সত্যিই ভালো লাগছে।

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

ইখতামিন বলেছেন:
অনে...ক ভালো লাগলো

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

২৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
স্মৃতির মাঝেই তো জীবনের বসবাস...........

অনেক ভালোলাগলো...............

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আনন্দ বেদনা নিয়েই স্মৃতি। মাঝে মাঝে স্মৃতিচারণ মন্দ না !

শুভকামনা ভাইয়া

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: খুব ভাল হয়েছে। যত্ন করে লিখেছেন।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সুমন

২৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

রাবেয়া রব্বানি বলেছেন: ডায়েরীর পাঠক আছি বরাবর।নুহা পড়া হয় নি এখনো.।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রাবেয়া।

তুই দেখি জেনারেল হয়ে গেছিস। বাহ্‌ । সুন্দর সুন্দর গল্প পোস্ট দিতে থাক এখন থেকে

৩০| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১

মুনসী১৬১২ বলেছেন: খন্ডায়িত লেখা হিসেবে চমৎকার

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মুনসী

৩১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৭

অনাহূত বলেছেন: বাহ্ বাহ্, সুখপাঠ্য আপু। ঝরঝরে লেখা।
প্রিয় ডায়েরী। আমি অনেকবার ডায়েরী লিখতে চেয়েছি। নিজের একান্ত কিছু কথা। নিয়মিত করা সম্ভব হয়নি।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: চেষ্টা করো, একসময় দেখবে লেখা চলে আসবে ডায়েরিতে

৩২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

গোর্কি বলেছেন:
জীবনের প্রথমকালের কিছু কিছু সাদাকালো দুঃস্বপ্ন সমস্ত দেহের ঘাম ছুটিয়ে আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। ত্রিকালে এসেও বেশ বুঝতে পারছি এর থেকে নিস্তার নেই।

রোজনামচার আদলে গল্প পড়ে ভাল লাগল। ভাল থাকবেন।

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: দুঃস্বপ্ন, বিশ্বাসভঙ্গের কষ্ট সবাইকে একটা না একটা সময় পর্যন্ত তাড়া করে, করেছে , করতে থাকবেই।

আপনার জন্যও শুভকামনা ভাইয়া

৩৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

মোঃ ইসহাক খান বলেছেন: তরঙ্গায়িত চিন্তাভাবনা। ভালোলাগা জানবেন।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছেঁড়া ছেঁড়া রোজনামচার মাঝে একটা যোগসূত্র আছে বলে মনে হল, কিন্তু পরিষ্কার ধরতে পারিনি। অসুখি, বা অতৃপ্ত মানুষের আত্মকথন বলে মনে হয়েছে। আরেকবার পড়া দরকার।

একসময় ডায়েরি লিখতে ভালো লাগত খুব। ইচ্ছেমত বলে যাওয়া। কাগজে কলমে উদ্দেশ্যহীন দাগাদাগি। আত্মপ্রেমের একটা ফর্ম। অনেকদিন পর দেখে দীর্ঘশ্বাস। সেই স্মৃতি হয়তো ভালো লাগবে এখনো।

গল্প বা ডায়েরি ভালো লেগেছে অনেক। শুভরাত্রি।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ছেঁড়া ছেঁড়া রোজনামচায় যোগসূত্র আছে কিছুটা যা ১৬ নাম্বার কমেন্টের রিপ্লাইয়ে কিছুটা বলেছি।

আত্মপ্রেমের একটা ফর্ম অবশ্যই এই ডায়েরি। তবুও অনেক বেদনা, অনেক গোপন সুখ- অসুখ থাকে যা চাইলেও লেখা হয়ে ওঠে না কখনো কখনো।

ভালো থাকবেন আপনি ।

৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: লেখাটা আগেই পড়ে গিয়েছি, মন্তব্য করার সুযোগ হয়নি! ডায়েরী লেখার ভঙ্গিমাটা খুবই দারুন লাগলো! আগে আমিও মাঝে মাঝে লিখতাম, এই লেখার একটা মজার বৈশিষ্ট ছিল, পরীক্ষার আগে যখন চোখে অন্ধকার দেখতাম, তখন লিখে অনেক প্রতিজ্ঞা করতাম, এইবার পাস করলে পরে ভাল হয়ে যাব, ইত্যাদি। পরে আর কোনোদিন ভাল হইতে পারি নাই, সে জন্য ডায়েরী লেখাও ছাইরা দিসি!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো হইয়া যাও, ডায়েরি লেখা শুরু করো। আমি তোমার সেই প্রতিজ্ঞাময় ডায়েরি পড়তে চাই ।
পরীক্ষার আগে আমিও প্রতিজ্ঞা করতাম পুরো বই একবার না কমপক্ষে তিনবার রিভাইজ না দিয়ে পরীক্ষার হলে যামু না :P

৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৯

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,

বেশ খুটিনাটিও তুলে এনেছেন জীবনের পাতা থেকে । এখানে যেমন, "নুহা"তেও তাই । বোঝা যাচ্ছে জীবনকে আপনি দেখছেন খুব ঘনিষ্ঠভাবে।
গল্প নেই অথচ সবটাই যেন গল্প । চরিত্র চিত্রনে মানসিক দ্বিধা-দন্ধের, মানসিক স্বরূপ বিশ্লেষনের দিকটিতেও বেশ যত্নবান মনে হচ্ছে আপনাকে ।
সাবলীল শব্দের গাঁথুনীতে জোরালো লেখা । এককথায় বলি- সুন্দর ।

শুভেচ্ছান্তে ।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: জীবনকে পুরোপুরি বোধহয় কাছ থেক এদেখতে পারিনি ভাইয়া, অনেক কিছুই এখনো অধরা রয়ে গেছে, বোধের বাইরে আছে অনেক কিছুই।

আপনার মুল্যবান মন্তব্যটিতে অনেক অনেক ভালো লাগা রইলো।

শুভেচ্ছা রইলো আপনার জন্যও।

৩৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
প্রিয় ডায়েরি, প্রিয় নামহীন কেউ, সুপ্রিয়- সম্বোধনগুলো অন্তরঙ্গ হতে থাকলো।

আমার একটা অসুখ হয়েছে- তাই ধরতে পারি না আপনার লেখায় কী বলতে চান, আর মাধুর্যটা কোন্‌ জায়গায়। কবে যে এ অসুখ সারবে! দোয়া করবেন আপু।

শুভ কামনা।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

অপর্ণা মম্ময় বলেছেন: হাহহাহাহা বেশ মজার মন্তব্য তো !

মাধুর্যরা আপনার কাছে এসে ধরা দিক জটিলতাকে পেছনে ফেলে, আপনার অসুখও সেরে যাক। দোয়া রইলো

আপনার জন্যও শুভকামনা রইলো

৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

বোকামন বলেছেন:


ছিন্ন ছিন্ন প্রলাপের ডায়েরী আলাপ
শব্দ-বর্ণের রেখে যাওয়া ছাপ
অভিমান, অবরুদ্ধ আবেগ, হতাশা, ভাঙা স্বপ্ন, উঁকি দেয়া আশা
এইতো ... এইতো আমাদের সাদামাটা গল্প
গল্পের পেছনের আরেকটা না-বলা গল্প।

প্রিয় লেখক,
গল্পটি দ্রুত শেষ হয়ে গেলো
যেন আরো কিছু বলার ছিলো ...।


শ্রাবণ দিন, শরৎ, কাশফুল, ঝাঁঝালো রোদের ভালোলাগা রইলো পোস্টে

ভালো থাকুন, সুখী থাকুন।
আস সালামু আলাইকুম

“+”

[একখানা কবিতা পড়ার আশায় রইলুম]

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: শিরোনামেই তো তাই বলে দিয়েছি 'অসমাপ্ত ডায়েরি...'
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাইয়া।

সময় নিয়ে আপনার ব্লগে যাবো । শুভকামনা রইলো

৩৯| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫

অদৃশ্য বলেছেন:





লিখাটি ভালো লেগেছে...



শুভকামনা...

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন

৪০| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

আশিক মাসুম বলেছেন: অনেক দিন ডায়রি লিখা হয় না , আপনার লিখাটা পড়ে লিখার ইচ্ছে হলো। আমার পরের পোষ্ট ডায়রি রিলেটেড হবে :)


ভালো থাকবেন ।

১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: নতুন জীবনের আবেগ গুলো ডায়েরিতে ধরে রাখলে মন্দ হবে না। আপনার নেক্সট পোস্ট পড়ার অপেক্ষায় থাকলাম।

শুভকামনা আপনার জন্যও।

৪১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার ডায়েরি লিখার কথা মনে পড়লো। কবিতা লেখা শুরু করার আগ পর্যন্ত ডায়েরি লিখতাম। যেদিন থেকে কবিতা লিখি সেদিন থেকে ডায়েরি লিখা বন্ধ। মনে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার সময় সব ডায়েরি পুড়িয়ে ফেলছিলাম।।

এই লেখাটা পড়ে নষ্টালজিক হয়ে গেলাম।

১ এর --- না হলে আমরা কিন্তু ভীষণ রেগে যাবো। এই লাইন ভালো লাগে নাই।
প্রিয় নামহীন কেউ, সম্বধন ভালো লাগে নাই। সবচে বেশি ভালো লাগছে ৭।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা ভালবেসেছ, তাই কবিতা আছে। নস্টালজিক হয়ে লাভ নেই, যখন কবিতা আসবে না, ডায়েরি লিখবে। ব্যালেন্স হয়ে যাবে ।

ভালো থেকো

৪২| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হাই স্কুল জীবনের ডায়েরি....কলেজ পেরোতেই নিখুঁজ :(

শুভেচ্ছা অপর্ণা মম্ময়, আপনাকে :)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: কারো ডায়েরি নিখোঁজ হয় আর কারোটা পুড়ে যায় !
আপনাকেও শুভেচ্ছা মইনুল ভাই

৪৩| ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
পুরা লিখাটা তন্ন তন্ন করে খুঁজেও একটা বানান ভুল বের করতে পারলাম না।
আফচুচ!! :(( :(( :(( :(( :((

আপু, ডায়েরির ঘটনাগুলোর মাঝে মিল খুঁজে পাইনি খুব একটা। একটা মিল দিতে পারলে ভাল একটা গল্প দাঁড়াত।
অবশ্য পড়তে ভাল লেগেছে এমনিতেও।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২

অপর্ণা মম্ময় বলেছেন: খুব একটা চিন্তাভাবনা ছাড়াই হুট করে লেখা এটা। পড়তে ভালো লাগছে এতেই খুশী।

৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

ভবঘুরের ঠিকানা বলেছেন: শুভকামনা রইল।

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

নীল কথন বলেছেন: ডায়েরীর শেষ দুটো লেখা ভালো লাগলো খুব। :)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.