নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

সিন্ধু-নাফের নিবিড়তা

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪

বলা যেতে পারে

একটি বিন্দু থেকে এর শুরু। তাকিয়ে থাকা শুধু।

আবার বলা যেতে পারে এ শুধুমাত্র তাকিয়ে থাকাই নয়,

প্রতীক্ষা আর ঢেউয়ের চূড়ায় জেগে থাকা

জ্যোৎস্নার নিথর জলে ভিজে যাওয়া

কিংবা স্থির কোনো সত্যের কাছে বশ্যতা স্বীকার।



বাদামী চোখের ছায়া-শরীরের

ঘুম-ভাঙা শীতের বুকে কেঁপে ওঠা

সকাল- সন্ধ্যা, থেমে যাওয়া মুহূর্তের মোহিনী ছল

যেন হঠাৎ পাখি।



প্রেমের নিভৃত অনুরাগের

পল অনুপল, নরম রোদের ঘূর্ণি নাচন

আঃ সহ্য না হয় এমন সুখ

সঞ্জীবনী আয়নার চমক

হাতের মুঠোয় যেন

গলিত চাঁদের লাভা।



এ – সব কিছুই

সিন্ধু-নাফের নিমগ্ন নিবিড়তা অথবা

ম্যাজিক স্পেল !!

মন্তব্য ৭৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

লাবনী আক্তার বলেছেন: একটি বিন্দু থেকে এর শুরু। তাকিয়ে থাকা শুধু।
আবার বলা যেতে পারে এ শুধুমাত্র তাকিয়ে থাকাই নয়,
প্রতীক্ষা আর ঢেউয়ের চূড়ায় জেগে থাকা
জ্যোৎস্নার নিথর জলে ভিজে যাওয়া
কিংবা স্থির কোনো সত্যের কাছে বশ্যতা স্বীকার।


খুব ভালো লাগল কথাগুলো।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ লাবনী

২| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০

অদৃশ্য বলেছেন:





অনেক সুন্দর লিখা... খুবই ভালো লেগেছে আমার



শুভকামনা...
নুহা-২০ পড়তে পারিনি এখনো... পড় ফেলবো দু'একেই

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সময় সুযোগ হলে পড়বেন

৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

অদৃশ্য বলেছেন:




ওহহো ভুলে গেছি__ '' সিন্ধু-নাফ '' টা আসলে কি, কিছু একটা ধরি ধরি করেও ধরতে পারছিনা... না জানালেও অসুবিধা নেই...


শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: সিন্ধু এবং আমাদের নাফ নদীর সংযোগস্থল কল্পনা করে একটা দৃশ্যকল্প, একটা অনুভবের চেষ্টা। হঠাৎ নাফের কথা মনে পড়েছিল বলে কবিতাটা লিখেছিলাম কিনা এখন মনে নেই।

৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২

শ্যামল জাহির বলেছেন: জাদু!
অনেক অনেক ভাল লাগলো কথা গুলো।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অথবা
ম্যাজিক স্পেল !!

খুব চমৎকার হয়েছে!!

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। সুস্থ হয়ে ব্লগে এসো।

৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

আশিক মাসুম বলেছেন: সলেই ম্যাজিক স্পেল।


২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

৭| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

অচিন্ত্য বলেছেন:
'স্থির কোনো সত্যের কাছে বশ্যতা স্বীকার' কথাটা খুব মনে ধরেছে আমার। শান্ত সাগরের কাছে গিয়ে আমার এমন মনে হয়েছিল। 'গলিত চাঁদের লাভা' ইমেজটা বেশ অদ্ভুত আর স্বকীয়।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধতা

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৪

ৎঁৎঁৎঁ বলেছেন: হাতের মুঠোয় যেন
গলিত চাঁদের লাভা


দারুন লিখেছ! অইসব হাবি জাবি গল্পটল্প বাদ দিয়া কবিতা লিখা শুরু কর, লাইনে আস! :D :D

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: হাবিজাবি গল্প ? বলে কী !!!

আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা
ভালো না হাতের লেখা ------ লাইন তো ঠিকই আছে :P

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩

বোকামন বলেছেন:
অনেকদিন পর আপনার কবিতা পেয়ে ভালো লাগলো ।

ছন্দ এবং পর্ব বিচারে খুব পরিচ্ছন্ন লেখনীতে কবিতার আবহ ফুটে উঠেছে ।

মুগ্ধ এবং তৃপ্তপাঠ :-)

ভালো থাকুন ।
+

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১০| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
ম্যাজিকাল ॥

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মুন

১১| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


:)

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি এরকম হইয়া গেছেন কেন ? ইমোবাজ X((

১২| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
সিন্ধু-নাফের নিমগ্ন নিবিড়তা অথবা
ম্যাজিক স্পেল


দারুন!!!

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৩| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

অস্পিসাস প্রেইস বলেছেন:

কমেন্ট ১২. এর সাথে সহমত

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

১৪| ২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ঘুম-ভাঙা শীতের বুকে কেঁপে ওঠা
সকাল- সন্ধ্যা, থেমে যাওয়া মুহূর্তের মোহিনী ছল
যেন হঠাৎ পাখি।


আগের লাইনের পর যেন হঠাৎ পাখি- এই উপমাটা আশা করিনি মোটেও। দুই তিনবার পড়লাম আবার। ভালো লাগল। 'সিন্ধু-নাফ' শব্দের মাজেজা জিজ্ঞেস করতাম, কিন্তু কমেন্টে উত্তর পেয়ে গেছি।

সব মিলিয়ে সুন্দর। শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা নিয়ে গভীর ভাবনা তেমন আসে না তবুও চেষ্টা করেছিলাম লিখতে। পুরনো লেখা এটা।

ধন্যবাদ আপনাকে

১৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৮

মোঃ ইসহাক খান বলেছেন: এ – সব কিছুই
সিন্ধু-নাফের নিমগ্ন নিবিড়তা অথবা
ম্যাজিক স্পেল !!


দারুণ কবিতা। অনেক ভালোলাগা।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯

সায়েম মুন বলেছেন: সুন্দর। খুব ভাল লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১৭| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

মামুন রশিদ বলেছেন: প্রেমের নিভৃত অনুরাগের
পল অনুপল, নরম রোদের ঘূর্ণি নাচন
আঃ সহ্য না হয় এমন সুখ..


এই অংশটা একটু লুতুপুতু, আর বাকি কবিতার পুরোটাই ভালোবাসায় নিমগ্ন নিবিড়তা অথবা ম্যাজিক স্পেল !!

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: এইটা লুতুপুতু !!! B:-)

১৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ম্যাজিক স্পেল!
এই শব্দ দুটো শুনলে শুধু ভাবতাম, কেউ বোধ হয় ফাটিয়ে বল করে যাচ্ছে ক্রিকেটে!

কিন্তু শব্দের ও ম্যাজিক থাকে।
আপনার কবিতা তা জানান দিয়ে গেল।
দারুন।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ দারুন করে বললে তো দূর্জয় !

১৯| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১০

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপু, কবিতা কি অনেক আগের লেখা? নাকি নতুন?
লেখার স্টাইল একটু অন্যরকম লাগল।
ভাল হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা টা জানুয়ারিতে লেখা এ বছর !

২০| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৪

এম মশিউর বলেছেন: মিলনের সুখস্মৃতি মনে হচ্ছে। সিন্ধু-নাফঃ দুই নদীর মিলনে বয়ে গেছে সুখের ধারা!

এতো সুখ; ভাগে যদি না সয়!


ভালো লেগেছে। :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মশিউর

২১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি আবার কেমন হইয়া গেলাম ? আমারে ইমোবাজ বলতে পারলেন ? আচ্ছা যান এই নেন;

:) :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: এই নেন আপনিও B-) B-) B-) B-) B-)

২২| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
কবিতার মাঝখানটা বেশি ভালো লেগেছে আপু। :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আরমান

২৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩

ভিয়েনাস বলেছেন: কবিতার শেষটুকু চমৎকার।

এ – সব কিছুই
সিন্ধু-নাফের নিমগ্ন নিবিড়তা অথবা
ম্যাজিক স্পেল !!

শেষ ভালো যার সব ভালো তার :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

রাইসুল নয়ন বলেছেন:




শেষ লাইন ভালো লাগেনি দিদি!!

আর কবিতা সম্পর্কিত মন্তব্য করার জন্য যা জানা উচিৎ আমি তা জানিনা।

অনেকদিনপর আপনার কবিতা,সত্যি অনেক ভাল্লাগছে।।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: একটা কবিতার সব অংশ মাঝে মাঝে পুরো ভালো নাও লাগতে পারে।

ভালো থেকো ভাইয়া

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

মুগ্ধ করা পরিপূর্ণ কবিতা ।

শব্দ, ভাব, বানান কোনটাতেই যেন কোন রকম কমতি নেই...খামখেয়ালী নেই ।

খুব সুন্দর ।


--------
কর্তৃপক্ষ থেকে কি শিগগীরই ব্যবস্থা নেয়া হবে কারা কারা লাইক বাটন চাপলো ? ...তবে আর আলাদা করে বলে যেতাম না ...হাহা

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ পনি।

লাইক বাটন দ্রুত ঠিক হয়ে যাক ।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৬

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,


নাফ নদীর বানের মতোই ভাবের ঘূর্ণি নেচে গেছে যেন অনেকটা ।
তবে নাফ নদীর পাথরে বোধহয় ঠোকর খেয়ে গেছে শেষ লাইনটি ।

দুপুরের শুভেচ্ছা । ভালো থাকুন ।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: বুঝতে পেরেছি। বিকল্প নিয়ে ভাবা যেতে পারে।

আপনাকেও শুভেচ্ছা ।

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

হাসান মাহবুব বলেছেন: মানুষের অনুভবের ক্ষমতা এতই তীব্র যা বিন্দুসম ভালোবাসাকেও সিন্ধুনদের মতো বিশাল করে নিতে পারে। ভালো লাগলো। বেশ প্যাশিওনেট কবিতা।

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার একটা কবিতা!! নতুন করে বলার কিছু নেই।
অসাধারন।

অটঃ এখন থেকে ইনবক্সে তাহলে নিশ্চিন্তে কবিতা যাচাএর জন্য পাঠাবো B-)

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: হাহাহহাহা ইনবক্সে চ্যাট অপশন তাহলে বন্ধ রাখতে হবে !!! :P

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আনজির বলেছেন: সকাল- সন্ধ্যা, থেমে যাওয়া মুহূর্তের মোহিনী ছল
যেন হঠাৎ পাখি।


পড়তে পড়তে হঠাৎ চমকে উঠলাম।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৩০| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

রাবেয়া রব্বানি বলেছেন: রোমান্টিক

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৩১| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

মশিকুর বলেছেন:
লাস্ট লাইনটা, মনে তরঙ্গ তোলে...

ম্যাজিক স্পেল !!

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩২| ২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

বৃতি বলেছেন: আপু, ভাল লেগেছে সিন্ধু-নাফের নিবিড়তা, বিশেষ করে প্রথম অংশটুকু ।

কেমন আছেন?

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ।

ভালো আছি বৃতি। তুমিও ভালো থেকো

৩৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগছে

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

৩৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এ – সব কিছুই
সিন্ধু-নাফের নিমগ্ন নিবিড়তা অথবা
ম্যাজিক স্পেল !!


অসাম।

০২ রা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: অসাম শব্দটা শুনলে হাসি পায় আলাউদ্দিন আহমেদ, বুঝলা ?

৩৫| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হাসি হার্টের জন্য ভালো B-)

হাসির কি হইলো?? আপনিও মাঝে মধ্যে আমার এখানে অসাম শব্দটা লিখেন! আমিও না হয় লিখলাম! :-/

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: অসাম কমেন্ট

৩৬| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লাগলো।


আমি কিন্তু নাফ নদীর পশ্চিম তীরে দাঁড়িয়ে হাত নেড়ে সংকেতে কুশল বিনিময় করেছি ওপারে দাঁড়ানো কয়েকজন বন্ধুপ্রতিম প্রকৃত শত্রুর সাথে। জানুয়ারি-ফেব্রুয়ারি ২৯৯২ ;)

০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: ২৯৯২ সাল !!! বাহ বাহ ভালু !

শুভকামনা রইলো ভাইয়া

৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: স্থির কোনো সত্যের কাছে বশ্যতা স্বীকার .. মোহনিয় !

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পরে দেখলাম আপনাকে ব্লগে

৩৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

শাহেদ খান বলেছেন: সুন্দর, ঘোর-লাগা কবিতা।

ভাল লাগা, যেন হঠাৎ পাখি !

০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ শাহেদ

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

একলা ফড়িং বলেছেন: 'টান' গল্পটা পড়ছিলাম। অনেকে ভালো লাগায় ভাবলাম কবিতা আছে কিনা দেখি! কবিতার লোভেই নিচের দিকে আসা। হতাশ হতে হলো না দেখে খুশি হলাম।

অনেক চমৎকার কবিতা!

ভালো থাকবেন, আপু আর আপনার বাবুই এর জন্যও অনেক শুভকামনা :)

৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২১

অপর্ণা মম্ময় বলেছেন: পুরানো লেখা খুঁজে নিয়ে পড়লেন বলে খুশী হলাম।

শুভকামনা আপনার জন্যও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.