নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

" কাঠপেন্সিলের " জন্য লেখা আহ্বান

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২







বছর ঘুরে আবার আসবে আমাদের গৌরবোজ্জ্বল মাস, মহান ভাষা আন্দোলনের মাস – ফেব্রুয়ারি। এ মাস এলেই শুরু হয় আমাদের প্রাণের - একুশের বইমেলা।আসছে ২০১৪, ফেব্রুয়ারি বইমেলা। এই মাস জুড়ে লেখক, প্রকাশক সবাই কম বেশি ব্যস্ত থাকেন তাদের লেখা, প্রকাশনা নিয়ে। সেই দিক দিয়ে লিটলম্যাগ গুলোও পিছিয়ে নেই। তারাও নিয়মিত ভাবে নিজেদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন সাহিত্যাঙ্গনে টিকে থাকতে। " কাঠপেন্সিল" সেরকমই একটা লিটল ম্যাগ, যার যাত্রা শুরু ২০১৩ বইমেলাতে। তারই সূত্র ধরে আগামী মেলাতেও প্রকাশ হতে যাচ্ছে কাঠপেন্সিল।



লেখা পাঠাবেন অভ্রতে এবং ১৫০০ শব্দের মাঝে। ব্লগে প্রকাশিত লেখাও দেয়া যাবে এখানে। তবে পূর্বে কোথাও ছাপা অক্ষরে প্রকাশিত লেখা পাঠাবেন না। লেখা মানসম্মত হলে প্রকাশক সেটা প্রকাশ করবেন। তাই আপনার সেরা লেখাটি ( গল্প, কবিতা, অনুবাদ, বুক রিভিউ, মুক্তগদ্য, প্রবন্ধ ) পাঠিয়ে দিন এই ইমেইলে এড্রেসে - [email protected]



লেখা মনোনীত হলে পরবর্তিতে পোস্ট দিয়ে জানিয়ে দেয়া হবে। লেখা পাঠাবার শেষ তারিখ ডিসেম্বর ৩১, ২০১৩। এছাড়া ফেসবুকের এই লিঙ্কে দেখতে পারেন



কাঠপেন্সিল



বইমেলা - ২০১৪ তে কাঠপেন্সিলের ২য় বর্ষের ১ম সংখ্যায় থাকছে গল্প, কবিতা, প্রবন্ধ, মুক্তগদ্য এবং অনুবাদ। যা মেলার প্রথম সপ্তাহেই পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বরে ।



৫ ফর্মার ম্যাগটির শুভেচ্ছা মুল্য ৫০ টাকা মাত্র। আর ম্যাগটির প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য



কাঠ পেন্সিলের সাথেই থাকুন। পড়ার অভ্যাস গড়ে তুলুন। অন্যকেও বই পড়তে এবং কিনতে উদ্বুদ্ধ করুন ।



সকলের জন্যই রইলো একুশের শুভেচ্ছা।

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা কাঠপেন্সিলের জন্য !
বইমেলায় কিনতে পাওয়া যাবে ?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: না পইড়া কমেন্টাও ক্যা ?

" যা মেলার প্রথম সপ্তাহেই পাওয়া যাবে লিটল ম্যাগ চত্বরে ।"

নেক্সট না পইড়া কমেন্ট করলে তোমার আইডি ব্যান করবো X(

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

মামুন রশিদ বলেছেন: চমৎকার উদ্যোগে শুভকামনা ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: না পইড়া কমেন্ট করছি আপনারে কে কইছে ?
লিখা আহবান করছে , কই পাঠাইতে হবে লিঙ্ক দিসেন ! আর বইমেলা থেকে এটা শুরু হইছে , এবারের বই মেলায় ও আসবে , তাও জিগাইলাম বই মেলায় কিনা যাইবো নাকি !
আমি ভাবছিলাম আপনে উত্তর দিবেন না কিনতে হবেনা ,আমি তোমারে গিপ্টু দিমু ! তা না কি সব ধমকা - ধমকি করেন !

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: উল্টা ফাঁপর মারে ! ইউ বিকাম ব্যান সুন B-)

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ভাল উদ্দগ ।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

আমিনুর রহমান বলেছেন:



শুভকামনা কাঠপেন্সিলের জন্য

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
শুভকামনা।
চট্টগ্রামে পাওয়া যাবে ?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

অপর্ণা মম্ময় বলেছেন: পরবর্তি আপডেট পেতে কাঠপেন্সিলের ফেসবুক পেইজে চোখ রাখুন।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

শুভ কামনা রইলো।
কাঠপেন্সিলের সৌজন্য কপি পেয়ে যাব আশাকরি। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। ঢাকায় আছো তুমি ? পার্সেল করতে হলে তো খাজনার চেয়ে বাজনা বেশি বাজবে হে শোভন ! :P

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

জুনায়েদ রাহিমীন বলেছেন: সুন্দর উদ্যোগ। শুভকামনা রইলো :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আগে একখান সৌজন্য কপি দেন।






আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: সৌজন্য কপি পেতে প্রকাশকের সঙ্গে পোস্টে উল্লেখিত ফেসবুক লিঙ্ক অথবা ইমেইলে যোগাযোগ করেন ভাইয়া ।

ধন্যবাদ

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: আপ্নে মডু :| :| :| :| :| ?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: এতদিন পর বলতাছ এই কথা ? তোমার পোস্ট নির্বাচিত পাতায় যে আমি নিছি সেটা আসলে জনসমক্ষে বলতে চাই নাই কখনো ! এনিওয়ে এখন থেকে আরও সম্মান দিবা সকল ক্ষেত্রে আমাকে, ওকে ম্যান B-)

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



স্নিগ্ধ শোভন বলেছেন:

শুভ কামনা রইলো।
কাঠপেন্সিলের সৌজন্য কপি পেয়ে যাব আশাকরি।


লেখক বলেছেন: ধন্যবাদ। ঢাকায় আছো তুমি ? পার্সেল করতে হলে তো খাজনার চেয়ে বাজনা বেশি বাজবে হে শোভন !


আমি কিন্তু আপনার জেলায় থাকি। :D

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অপর্ণা মম্ময় বলেছেন: শোভন ঢাকায় আছে কিনা জিজ্ঞেস করছি যাতে বইমেলায় গিয়া কালেক্ট কইরা নেয়। আর আপ্নেও তো নারায়ণগঞ্জ থাকেন না। মিথ্যা বলা ভালু না, হইতে পারেন দেশী ভাই।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: দিমু নে লেখা, আমার লিখা কেউ নেয় না! |-) |-) |-)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২

অপর্ণা মম্ময় বলেছেন: দিও কবিতা

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

সুমন কর বলেছেন: প্রথমে কাঠপেন্সিলের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। যেহেতু এর সাথে আপনি আছেন তাই আমি লেখা পাঠালাম।
ভালো থাকবেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: অনলাইনে আমার পদচারনা বেশিদিনের না সুমন ভাই। সে হিসাবে ভার্চুয়াল কিছু ছোট ভাই বোন পাইছি, যাদের সাথ এবাস্তবেও দেখা সাক্ষাৎ হয়েছে কিছুটা। সেরকমই এক ছোট ভাইয়ের জন্য এই বিজ্ঞপ্তিটা দিয়েছি। তবে গত সংখ্যায় আমি সম্পাদনার দায়িত্বে ছিলাম। এবছর একটু ব্যস্ততায় আছি তাই দায়িত্ব নেই নাই টুকটাক কিছু কাজ ছাড়া। সম্পাদনা বড় শক্ত ব্যাপার !

আমি নেই তো কী হয়েছে, লেখা পাঠালে তো সমস্যা নাই ।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮

সোজা কথা বলেছেন: শুভ কামনা।সেল ভালো হোক।হিহিহি

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। সেল তো চাই ভালো হোক। গতবার বইমেলায় আগুন লেগে ১২ টা বেজেছিল। গদ্য পদ্য স্টলে আমাদের ম্যাগ গুলো ছিল, সব পুড়ে গিয়েছিল। :(

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

হাসান মাহবুব বলেছেন: মামুন রশিদ বলেছেন: চমৎকার উদ্যোগে শুভকামনা ।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। সুপ্রভাত

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

কয়েস সামী বলেছেন: সম্পাদনায় কে থাকবে? আপনি?
লেখা পাঠাতে চাই। কিন্তু অভ্রতে কিভাবে পাঠাতে হয় জানিনা।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

অপর্ণা মম্ময় বলেছেন: না আমি সম্পাদনায় থাকবো না এবার।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

সায়েম মুন বলেছেন: কাঠপেন্সিল শব্দটা খুব সুন্দর। লিটলম্যাগটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

অপর্ণা মম্ময় বলেছেন: আশা করছি সব ভালো মতোই হবে।
ধন্যবাদ সায়েম ভাই

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৭

শুঁটকি মাছ বলেছেন: দারুন উদ্যোগতো!!!!!!!!!!!!!!!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: তোমার এক মেসেজ তিন বার আসছে, তাই দুইটা কেটে দিলাম।

হুম দারুন উদ্যোগ। তাই সংক্ষিপ্ত পরিসরে কিছু লিখে তুমিও অংশ নিতে পারো এখানে।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

মশিকুর বলেছেন:
ভালো উদ্যোগ। শুভকামনা রইলো।।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মশিকুর ভাই

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

আকিব আরিয়ান বলেছেন: ১৮+ বিষয় সম্বলিত হরর থ্রিলার কি কাঠপেন্সিলে দেয়া যাবে??

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: ১৮+ ব্যাপারটা আসলে কি ? এই ১৮+ ট্যাগ আমার কাছে দুর্বোধ্য একটা বিষয়।

আপনি লেখা পাঠাতে পারেন আর সম্পাদক সেটা প্রকাশ করবেন কিনা সেটা উনিই ভালো বলতে পারবেন।

ধন্যবাদ

২১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

খেয়া ঘাট বলেছেন: সুন্দর উদ্যোগ।নিরন্তর শুভকামনা রইলো

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট

২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন: ১৫০০ শব্দের মাঝে !!! সিরিয়াসলি!!!

আপনি তো জানেন ইহা আমার দ্বারা ইম্পসিবল! :(( :(( :((

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: আমার দ্বারাও এই শব্দের সীমাবদ্ধতা নিয়া লেখা দারুন অসম্ভব একটা ব্যাপার! তাই আমি কোনও গল্প দেইনি। সম্পাদক বলেছেন কবিতা দিতে ! কবিতা লেখাও কঠিন দেখছি :(

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

প্রিন্স হেক্টর বলেছেন: ভালো উদ্যোগ। শুভকামনা রইলো। আমি জানি আমার লেখা ছাপা হবে না, কারন আমি লিখতে পারি না। তবু্ও একটা লেখা পাঠাবো দেখি।

ফেসবুক পেজে সাথে আছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ। অবশ্যই লেখা পাঠাবেন।

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভকামনা রইলো!

সম্পাদনার দায়িত্বে কি আপনে আছেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।

না সম্পাদনায় আমি নাই

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কাঠপেন্সিলের জন্য অনেক অ-নেক শুভকামনা।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ তনিমা

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: আপু আমি ঢাকাতে থাকি। /:)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে তাইলে মেলায় আইসা ম্যাগ নিয়া যাইও

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



মিথ্যা কইলাম মানে X( আমিত বছরে ১২ দিনই বাড়িতে থাকি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: জি , আপনি নারায়ণগঞ্জ থাকেন না, সেটাই বলছি। অফিস ফাঁকি দেন ! হাহাহাহা

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

লাবনী আক্তার বলেছেন: লেখা পাঠাতে মন চাইছে! :!> :!> :P :P

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: পাঠাইয়া দাও, সমস্যা কি !!

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

মোঃ ইসহাক খান বলেছেন: অনেকের জন্য এটা হবে সুন্দর একটি সুযোগ।

সুলেখিকা অপর্ণা মন্ময়কে অনেক সাধুবাদ।

ম্যাগাজিনের সাফল্য কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই। আপনিও দিয়েন লেখা, কবিতাও তো লিখেন আপনি।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

এম মশিউর বলেছেন: বুঝেছি, আপনি কাউকেই কোন প্রকার সৌজন্য কপি দেবেন না। তাই অযথা আর চাইলাম না। :D


তবে আপনারে একটা কপি সৌজন্য হিসেবে দিতে চাই। পার্সেল পাঠানোর ঠিকানা টা একটু জানান। ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ফেবুতে ইনবক্সে যোগাযোগ কইরো ;)

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: যেকোন ধরণের কবিতাই কি দেয়া যাবে ?

তা হলে আমি একটি কবিতা মেইল করবো । মেইলে কি আমার নাম দিবো নাকি ব্লক নিক দিবো ?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ছাপা অক্ষরে যেভাবে দেখতে চাও, সেভাবেই দিও

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

ইখতামিন বলেছেন:
দারুণ উদযোগ
শুভ কামনা

১ নং কমেন্টের রিপ্লাই দেখে :-B :P

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ইখতামিন।

স্বপ্নবাজ অভি ছেলেটা একটু দুষ্টু, তাই অমন রিপ্লাই ;)

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: খুব ভালো উদ্যোগ।

পোস্টে ভাললাগা

ভালো থাকুন

২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

অনির্বাণ প্রহর বলেছেন: বিবিধ সমস্যা এবং ব্যাস্ততা কাটিয়ে অনেক দিন পর ফিরে এসে এই পোস্টটা দেখেই মনটা ভালো হয়ে গেল। শুভকামনা রইল কাঠপেন্সিলের জন্য!

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ অনির্বাণ

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। ভালো কাটুক প্রতিটা দিন, নিরাপদে থাকুন।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

অরুদ্ধ সকাল বলেছেন:
সময় শেষ হলো পরে এলেম মনে হলো।।।।। লেখা তো আর পাঠানো যাবেনা মনে হয়।

..............................................................

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: পাঠাবার সময় টা শেষ। তবে পরবর্তী সংখ্যার জন্য বিজ্ঞাপন এলে পাঠাবেন নিশ্চয়ই ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.