নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

ব্লগর ব্লগর - ২

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

১।
হাতে বেশ অখণ্ড অবসর বলা যায়। আগে যখন অফিসে কাজের চাপে খুব ব্যস্ত থাকতাম, অপেক্ষা করতাম কবে বৃহস্পতিবার আসবে। রাত জেগে ব্লগিং করবো, শুক্রবারে লেখালেখি করে সময় কাটাবো অথবা ঘুমাবো। কোনো কারণে বৃহস্পতিবার বা শুক্রবারের প্রোগ্রাম মিস হলে বেশ অস্থিরতায় ভুগতাম।

এখন আমাদের কাজের অফ পিক সিজন। এটা মোটামুটি ফেব্রুয়ারির শেষ পর্যন্ত থাকবে যার শুরু হয় নভেম্বর থেকে। সামহাউ আমি বই পড়া, লেখালেখি করা বা লেখা নিয়ে ভাবা, ব্লগিং করা বা ব্লগে অন্যদের লেখা পড়া থেকে সরে গেছি। শুরুটা হয়েছিল আলসেমি থেকে। এখন সেটা রীতিমত শেকড় গেড়ে বসেছে। এখন রোজ অফিসে এসে ভাবি হাতের প্রাথমিক কাজ শেষ হলে সারাদিন অনেক পোস্ট পড়বো, কমেন্ট করবো। এভাবে কোনোভাবে সারাদিন পার করে অফিস থেকে বের হবার আগে ভাবি রাতে মোবাইল থেকে লগিন হয়ে কমেন্ট করবো যেহেতু ল্যাপটপ ইন্তেকাল করেছে। রাতে মোবাইল থেকে ব্লগের পেজ ওপেন করার পর মনে হয় পিসি থাকলে মনে হয় রাত জেগে আগের মত আবার ব্লগিং করা যাবে। অজুহাতের অভাব নেই আমার।

২।
যেদিন সত্যিই মনটাকে বেঁধে নিয়ন্ত্রণ করি সেদিন আমি ব্লগে পড়ার মত বা কমেন্ট করার মত পোস্ট খুঁজে পাই না। অনুসারিত লিস্টের বাইরেও সকল পোস্ট বা নির্বাচিত পোস্ট থেকে, আলোচিত ব্লগ থেকেও পড়ার মত কিছু পাই না। এটা আমার অজুহাত না কিন্তু।

৩।
ইচ্ছে করছে কারো কারো নাম ধরে বলতে কিন্তু আমি ততটা অসামাজিক হতে পারিনি বলে নাম উল্লেখ ছাড়াই বলছি সবচেয়ে বিরক্ত লাগে কারো কষ্ট করে লেখা পোস্টে কেউ যখন ইট, বালি , সিমেন্ট জাতীয় কিছু রেখে এসে বলে পরে আইসা কমেন্ট করুম, পরে এসেও অন্য কমেন্টের উপর চোখ বুলিয়ে আরেকটা ফাঁকিবাজি কমেন্ট করে। কারো আছে গৎবাঁধা কমেন্টের ধরণ যা বুদ্ধিদীপ্ত মনে হলেও তার ধরণে আমি বুঝে যাই এসব ফাঁকিঝুঁকি কমেন্ট। সে কমেন্ট আমার পোস্টে না হলেও তাদের বিচরণ বা খাতির অন্যদের ব্লগে হলেও আমার চোখে পরে। কিন্তু কি লাভ এসব করে!!!!

৪।
এর মাঝে কয়েকটা বই পড়ে শেষ করলাম। শাহাদুজ্জামানের "ক্রাচের কর্ণেল", শামসুল হকের " শ্রেষ্ঠ গল্প", সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সমগ্রের খণ্ড -৪ এর অনেক গুলো কবিতা। জাফর ইকবালের " গ্রামের নাম কাঁকনডুবি" পড়বো পড়বো ভাবছি আমার ছেলের পড়া শেষ হলে। ক্রাচের কর্ণেল নিয়ে ভেবেছিলাম একটা রিভিউ লিখবো কিন্তু লেখার সাহস হয় নাই।

৫।
আরো অনেক কিছু লিখবো ভেবেছিলাম। কিন্তু ধৈর্য হচ্ছে না। সবকিছু নিয়েই বিরক্ত লাগে কেন যেন!

চলবে আরো কিছু ব্লগর ব্লগর...

মন্তব্য ৫২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

তার আর পর নেই… বলেছেন: এখানকার একটা বইও পড়া হয়নি।
আপনি বই পড়ে শেষ করতে পেরেছেন, কিন্তু অনেক দিন থেকেই বেশ কিছু বই পড়বো পড়বো ভাবি কিন্তু পারিনা। আমারও এক্ষেত্রে অজুহাতের শেষ নেই।
বোধ হয় কোন কিছু নিয়ে আগ্রহ না থাকলে বিরক্ত লাগে।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

অপর্ণা মম্ময় বলেছেন: অন্নেক্কক্কক্কক কষ্টে বই গুলো শেষ করতে পেরেছি। ক্রাচের কর্ণেল একটানে শেষ করেছি, সমস্যা হয়নি।
আপনিও এই বইটা দিয়ে পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে পারেন।

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

ইফতেখার রাজু বলেছেন: সবসময় মানুষ সমান আচরণ করতে পারে না ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

অপর্ণা মম্ময় বলেছেন: জ্বি ঠিক বলছেন ভাই

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আরণ্যক রাখাল বলেছেন: ২ নম্বরটা চরম সত্য| অনুসারিততে এখন কোন কমেন্ট করার মত পোস্ট নেই| কিছু পোস্ট আছে পড়ার পর কমেন্ট করার ইচ্ছা করে না|
ক্রাচের কর্নেলের একটা রিভিউ লিখে ফেলুন| অবশ্য এর আগে অনেকে লিখেছেন| তাদের ছাড়িয়ে যাওয়ার একটা চেষ্টা করতেই পারেন!

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: একই রিভিউ অনেকজনেও লিখলেও একেক রকম ভাবে প্রকাশ হবে। যেহেতু ইতিহাস নির্ভর বই এটা সেহেতু এই ইতিহাস সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য না এবং অনেক বিতর্ক উঠে আসে এখান থেকে। আমি মনে করি সঠিক তথ্য নিয়ে লেখা বই একটা হলেও পড়া উচিত সেই হিসেবে ক্রাচের কর্ণেল অনবদ্য। বইটা পড়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ছোট ছোট কয়েক লাইনের স্ট্যাটাস লিখছিলাম কিন্তু আশেপাশের রিয়েকশন দেখে ভয় পাইছি কারণ আমি এত যুক্তি তর্কে পারদর্শী না। কিছু কিছু মানুষের মাথায় দলান্ধতা এমনভাবে বসে আছে ওখানে সত্যি ব্যাপারটা ইনপুট করানো বোকামি। তাই রিভিউ লেখার ইচ্ছা ওখানেই সমাপ্তি টানছি।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: পুরো লেখা পড়ছি কিন্তু :) :)
আমি কেন জানি খুব অল্পতে কমেন্ট করি , এটা বদঅভ্যাস বলতে পারেন :( :(

ভালো লিখতে খুব ইচ্ছে করে :( :(

শুভেচ্ছা রইল ।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: আমিও এই পোস্ট অল্পে লিখে শেষ করছি যাতে কারো পড়তে কষ্ট না হয়
আপনাকেও শুভেচ্ছা

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ব্লগর ব্লগরটা আপডেট করুন... মান 'ক্রাচের কর্নেল'কে নিয়ে একটি রিভিউ লেখে ফেলুন....

সংকলনগুলোতে দৃষ্টি দিন। পড়ার কিছু পাবেনই :)
কিছু গল্পকার আছেন, কিছূ কবি আছেন যাদেরকে নিয়ে গর্ব করা যায়। মেহেদি হাসান, স্বপ্নবাজ অভি, ৎঁৎঁৎঁ, নেক্সাস, অদৃশ্য, সকাল রয় এমন অনেক কবি আছেন ব্লগে। তাদের প্রায় সব লেখাই ভালো লাগে। সমস্যা হলো সব পড়ায় মন্তব্য হয় না। সেক্ষেত্রে সংক্ষেপে কিছু একটা লেখে আসি।

প্রোফেসর শঙ্কু'র কয়েকটি লেখা পড়ছিলাম। অনেকদিন আগে পড়েছিলাম... তারপর অনেকদিন পর একটি পড়লাম। একদম নতুন ধাঁচের লেখা। খুবই ভালো লেখেন তিনি। বর্ণনায় ফ্লুয়েন্ট... অবারিত!

মামুন রশিদ, আবুহেনা মো. আশরাফুল ইসলাম, হাসান মাহবুব... এদের গল্পে অনেক ইনসাইট আছে। কিন্তু তাদের গল্প অনিয়মিত হয়ে গেছে। আপনিসহ। আশা করছি... ভালো কিছুর জন্য এই বিরতি ;)

তরুণদের মধ্যে অপু তানভীর... ডি মুন... মাহবুব০০৭... তাদের লেখাও ভালো লাগে।


ব্লগে ভালো মানের... গভীর দর্শনের লেখা (গল্প/প্রবন্ধ/কবিতা যা-ই হোক) পেলে ভালো লাগে। গর্ববোধ করি। নিজে পাঠক হলেও আমি তো তাদেরই একজন :)

অপর্ণা মম্ময় আপনার গল্পেও অনেক চিন্তার খোরাক পাওয়া যায়। আপনার লেখায় বিশেষত্ব হলো অধিকারের কথা... বঞ্চনার কথা পাওয়া যায়। এটি তো সময়ের চিত্র! নবনীতা'র ডায়েরি জমে ওঠেছে কিন্তু :)

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: যেসব ব্লগারদের নাম লিখেছেন তাদের কথা আগের ব্লগর ব্লগরে লিখেছিলাম তাই এখানে আর উল্লেখ করি নাই। স্বপ্নবাজ অভি, ৎঁৎঁৎঁ -- ওরা দুইজন অনিয়মিত। ৎঁৎঁৎঁ - ও তো হাওয়া হয়ে গেছে।

শঙ্কু অনেকদিন বিরতির পর গল্প অনুবাদ দিয়েছে। তার লেখা, কমেন্ট দুইটাই পছন্দ করি।

অনেকদিন গ্যাপ দেয়ার পর যখন ব্লগের পাতায় কয়েকজন নতুন ব্লগারের নাম পেলাম তাদের মাঝে অগ্নি সারথি, শতদ্রু একটি নদীর নাম, রিকি, জেন রসি তাদের লেখা ভালো লেগেছে। আরেকজন গল্পকার আছেন -- মুরাদ ইচ্ছামানুষ সে ভালো লিখে কিন্তু তার ব্লগীয় ইন্টার‍্যাকশন অন্যদের সাথে নাই। অন্যের পোস্টে তাকে কমেন্ট করতে দেখাটা বিরল।

ডি মুন... মাহবুব০০৭. ওদের লেখা ভালো লাগে। অপু তানভীর ( ভাইগ্না ) তো প্রেমের আঁধার একজন, প্রতিভাবান ব্লগার।

আমার বন্ধু সাদিয়া সুলতানা ভালো গল্পকার। কিন্তু নানা ব্যস্ততায় সেও এখন এখানে ব্লগিং করছে না।

ব্লগে ভালো মানের লেখা অবশ্যই আছে কিন্তু যেসময় আমি সত্যিই পড়তে চাই হয়ত আমার চোখের সামনে সেসব লেখা গুলো আসে না।

আর অপর্ণা মম্ময়ের লেখার ভাণ্ডার সীমিত। সে ছিল শখের লেখক মে বি। তার সাথে দেখা হলে বলবো নবনীতার শীত নিদ্রা ভাঙাতে। হাহহাহ

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

অরুদ্ধ সকাল বলেছেন: লিখিয়া ফেলুন কিছুকটা পড়িবার জন্যি রহিলেম অপেক্ষায়_____
ব্লগরটা ভালোই হইয়াছে। আরও দূর আগাইলে আরও পড়িতে পারতিাম।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: নেক্সট ব্লগর ব্লগরটা আরো চিন্তাভাবনা করিয়া বিশদ ভাবে লেখার ইচ্ছা পোষণ করি।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: প্রতিদিন কয়েকটা লেখা ভালই আসে।

৩ নাম্বার নিয়ে ব্লগে কত পোস্ট ই তো আসে। কিন্তু যেই লাউ সেই কদু।

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: লাউ কদু রোজ রোজ ভালো লাগে না আপু , তাই বললাম

৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

তামান্না তাবাসসুম বলেছেন: দুই আর তিন নাম্বার পয়েন্টএ কঠিন সত্যি কথা বলে দিয়েছেন।
আলসেমি ছেড়ে আবার লিখুন, অপেক্ষায় রইলাম :)

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: এখন থেকে নিজের ট্র্যাক বদলিয়ে পাঠক হয়ে যাবো পুরোপুরি, এটাই ভাবছি

৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

আবু শাকিল বলেছেন: হিটের ভিড়ে ভাল লেখা গুলো চিপায় পড়ে থাকে।আমাদের চোখ সেদিকে যায় না।
আবার ব্লগে আমাদের রয়েছে দয়ার শরীর।আমার আলু পোষ্টে মন্তব্য দেখে,তাদের ঘরটা দেখতে যেতে হয় বৈকি।এই করেই বেলা ফুরিয়ে গেল।
তানজির খান। খুব ভাল কবিতা লেখে।কিন্তু পাঠক নাই।
আপনার ব্লগর ব্লগর ভাল লাগল।আরো চলুক :)


১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: তানজির খানের লিঙ্ক দিয়েন। পড়ে দেখব।
আপনি আলু পটল টাইপের কিছু পোস্ট দিছেন নাকি ? হাহহাহা। দেখতে হবে গিয়ে

১০| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

ব্যাক ট্রেইল বলেছেন: ক্রাচের কর্নেল বইটা পড়তেই হবে দেখছি। আরো অনেক আগেই চোখে পড়েছিল। আমি ভেবেছিলাম বিদেশী লেখকের কোন বই।

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো বই তাড়াতাড়ি পড়ে ফেলেন

১১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

সুমন কর বলেছেন: আসলেই অফিস করে, যানজটের অত্যাচার সহ্য করে বাসায় ফিরে ব্লগিং করাটা বেশ কষ্টকর !! তবুও এ যেন এক নেশা !! না করে বা সামু ওপেন না করে থাকা যায় না !! আপনার কথাগুলো ভালো লাগল। বই এখন আর পড়া হয় না, সামুতে কিছু পড়ি।

চেষ্টা করি, পড়েই মন্তব্য করতে।

ভালো থাকুন।

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: আমি মাঝে ব্লগিং করিনি অনেকটা সময় কিন্তু নেশা বা ভালোবাসা থেকেই ব্লগের পেইজটা ওপেন করে রাখতাম
আপনিও ভালো থাকুন

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

শূণ্য মাত্রিক বলেছেন: আপনি পড়ে ফেলুন তো তাড়াতাড়ি :D । আপনার রিভিউ পাওয়ার হয়ত আগ্রহ বেড়ে গিয়ে পড়ে ফেলতেও পারি।

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: Click This Link

এই রিভিউটা পড়তে পারেন।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

জুন বলেছেন: আপনার ২ আর ৩ নম্বর পয়েন্টের সাথে একমত অপর্না মম্ময় ।
বই পড়তে আমি অসম্ভব ভালোবাসি । যখন আপনার মত রিডিং ব্লকে পেয়ে বসে তখন আমি প্রিয় বই এর প্রিয় প্রিয় পৃষ্ঠাগুলো উলটে পালটে দেখি । ভালো লাগলো আপনার ব্লগর ব্লগর ।

১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: বই পড়ার অভ্যাস খুব ভালো একটা গুণ আপু। আশায় আছি আমিও যেন আবার আগের মত কনসেন্ট্রেশন আনতে পারি বই পড়ার মাঝে।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১

ডি মুন বলেছেন: সামহাউ আমি বই পড়া, লেখালেখি করা বা লেখা নিয়ে ভাবা, ব্লগিং করা বা ব্লগে অন্যদের লেখা পড়া থেকে সরে গেছি। ------------ ব্যাপারটা আপনার জন্যে যেমনই হোক, আমাদের জন্যে দুঃখের। আপনার গল্প ভালো লাগে।

সবচেয়ে বিরক্ত লাগে কারো কষ্ট করে লেখা পোস্টে কেউ যখন ইট, বালি , সিমেন্ট জাতীয় কিছু রেখে এসে বলে পরে আইসা কমেন্ট করুম, পরে এসেও অন্য কমেন্টের উপর চোখ বুলিয়ে আরেকটা ফাঁকিবাজি কমেন্ট করে। --------- এ জাতীয় কমেন্ট পাওয়ার অভিজ্ঞতা বোধকরি সবারই আছে। কেউ কেউ 'পরে আসব' বলে আর আসেন না। ধারণা করি, তাদের কাছে কথা রাখা ব্যাপারটা তেমন গুরুত্ব বহন করে না।

নিজের ক্ষেত্রে বলতে পারি - একটা গল্প [ বা যেকোনো লেখা ] শেষ হলে যে তৃপ্তি হয়, সেই তৃপ্তি পাওয়ার জন্য লিখি। কেউ ভালোলাগা / মন্দলাগা জানালে সেটা উপরি পাওনা হিসেবে ধরি।

আশা করি আপনার বিরক্তিকর সময় ফুরোবে। ভালো সময় কাটুক।
ভালো থাকুন :)



১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

অপর্ণা মম্ময় বলেছেন: কোনো একটা গল্প লেখা বা যে কোনো একটা লেখা শেষ করতে পারলে এর তৃপ্তিটা আসলেই অসাধারণ হয়।
আপনার কমেন্টগুলো গোছানো হয়, ভালো লাগে পড়তে।
আপনিও ভালো থাকুন। শুভেচ্ছা রইলো

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

তুষার আহাসান বলেছেন: প্রায় সকলের লেখা পড়ি তবে মন্তব্য গুছিয়ে লিখতে পারি না।তাই অল্প কথায় কমেন্ট করি।আপনার লেখাটি পড়তে পড়তে কত কথা মনে এল,এখন লেখার সময় কি লিখব ভেবে পাচ্ছিনা।
তবে ভাল লেগেছে সহজ কথন।
তাই +

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে আপনাকে দেখলাম।
আমিও মন্তব্য গুছিয়ে লিখতে পারি না। আপনার মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

স্বপ্নবাজ অভি বলেছেন: আপনার ব্লগর ব্লগর আর আমার ব্লগর ব্লগর অনেকটা এক রকমই !

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: আমিতো ব্লগর ব্লগর করলাম এই কয়দিন। এবার তোমার প্রত্যাবর্তনও জারি থাকুক কবিতা লেখায় বা ডায়েরি লেখার মধ্য দিয়ে।
ভালো থেকো

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

অন্ধবিন্দু বলেছেন:
ইতিহাস/জীবনভিত্তিক উপন্যাস/প্রামান্যগ্রন্থ যাই হোক, সামগ্রিক লেখা বিচারে ‘ক্র্যাচের কর্নেল’ কিন্তু বিরল শ্রেণির। এ বইটি নিয়ে যেন-তন রিভিউ তো লিখতেই পারেন। যদি সত্যিই ভাললাগা থেকে লিখতে চান, আমি বললো বাংলাদেশের ইতিহাস-জ্ঞানটা আগে ধার করে নিয়েন।

সবকিছু নিয়েই বিরক্ত লাগছে. এটা বেশ বুঝতে পারছি। অনলাইনে অনেক ফাঁকিজুঁকি আছে যা বিরক্তির কারণ হয় প্রায়ই, আমি এসব এড়িয়ে চলেছি সর্বদা। আর নিজের অবসর সময়কে কাজে লাগাতে বই পড়ার সুফল প্রমাণিত। ফিকশন-কবিতা-উপন্যাসের পাশাপাশি সায়েন্সও সাথে রাখলে মন্দ হয় না।

আপনারা যারা কষ্ট করে পোস্ট লিখেন আমিও চেষ্টা করেছি ততোধিক যত্ন নিয়ে তা পড়তে, যখন আমি লেখাটির পাঠক হয়েছি। লাভ-ক্ষতির হিসেব কষলে কবেই ব্লগ ছেড়ে চলে যেতুম...

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: নতুন দুইটা বই আনালাম। আলবেয়ার কাম্যুর ' দি আউটসাইডার' আর 'দ্যা ব্ল্যাক অবিলিস্ক'-এরিক মারিয়া রেমার্ক -- যদিও অনুবাদ লেখা। তবে রিভিউ লেখার উদ্দেশ্যে না একঘেয়েমি কাটাতে বা পড়ায় মনোনিবেশ ঘটাতে।
লাভ-ক্ষতির হিসেব করলে আমিও বিদায় নিতুম। যত্ন করে পড়ে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

তাহসিনুল ইসলাম বলেছেন: আমার হাতেও অনেক বই। পড়বো পড়বো করে পড়া হচছে না ;)

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০১

অপর্ণা মম্ময় বলেছেন: পড়ে ফেলুন বইগুলো

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এটা ভেবে কিংবা জেনেই ভালো লাগছে আপনাদের মতো সপ্রাণ পৃথিবীর ন্যায় কিছু অসাধারণ মানুষের বিচরণ এখানে আছে। নতুন এসিছি এই ব্লগে, মনে হয় ভুল কিছু করিনি। প্রতিটি সময়ই একটি মাইলফলক হবে বিশ্বাস করি...

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সুবর্ণ আদিত্য

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নিমগ্ন বলেছেন: ৩ নং ব্লগর ব্লগর এর বেলায় আমি একশো একভাগ সহমত পোষণ করছি। কিছু কুলাঙ্গার ব্লগার আছে যারা নিজেদের নাম ফুটানোর কুপ্রত্যাশায় পোস্ট না পড়েই বুদ্ধিদীপ্ত কমেন্ট করে বেড়ায়। এদের ওপর আমি যারপরনাই বিরক্ত।
এদের কেউ কেউ এতো বেশি প্রভাব বিস্তার করে রাখছে দেখলে আমারও মন খারাপ হয়ে যায়।

যাই হোক। এদের দিকে দৃষ্টি না রেখে আমরা আমাদের কাজ কর্ম চালিয়ে যাই। আশা করি এদের সুমতি হবে একদিনন।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

অপর্ণা মম্ময় বলেছেন: এদের দিকে দৃষ্টি দেই না বলে সে পোস্টেও যাই না বা গেলেও কমেন্ট করি না।
ভালো থাকুন নিমগ্ন

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,




আপনার এ ধরনের ব্লগর ব্লগর শ্রুতি মধুর লাগছে । অল্প কথায় আপনাকে অনেক বেশী করে তুলে ধরেছেন ।
২ আর ৩য়ের বক্তব্য আদি অকৃত্রিম সত্য ।

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২২

অপর্ণা মম্ময় বলেছেন: আমার স্টকে আর গল্প ভান্ডার নাই, তাই ভাবছি এখন থেকে ব্লগর ব্লগরের মাত্রা বাড়িয়ে দিব।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: সামহাউ আমি বই পড়া, লেখালেখি করা বা লেখা নিয়ে ভাবা, ব্লগিং করা বা ব্লগে অন্যদের লেখা পড়া থেকে সরে গেছি। শুরুটা হয়েছিল আলসেমি থেকে। এখন সেটা রীতিমত শেকড় গেড়ে বসেছে -- এ তো ভয়ানক একটা দুঃসংবাদ!
ল্যাপটপের অকাল ইন্তেকালের খবর পেয়ে ব্যথিত হ'লাম।
২ নং অনুচ্ছেদের বক্তব্য পড়ে একটু অবাকই হ'লাম। পড়ার ব্যাপারে আপনি বেশ চুজী, এটা বোঝা গেল। খাদ্য অখাদ্য বাদ বিচার করে তবেই গিলেন।
৩ নং অনুচ্ছেদে দারুণ কথা বলেছেন।
কিন্তু লেখার সাহস হয় নাই। -- মনে হয় একদিক দিয়ে তা ভালোই হয়েছে। আরেকটা কথা, আবেগ অনেক সময় সত্যকে বিকৃত করে।
৫ নং... এরকম আমারও হচ্ছে, অধুনা।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: মোবাইল, ল্যাপটপ, পিসি এইসব জিনিস গুলো অসতর্ক থাকার কারণে আমি কখনই দীর্ঘমেয়াদী হিসেবে ব্যবহার করতে পারি না। ঘনঘন ইন্তেকাল করে। আর এগুলোর কোনো একটা কিছু নষ্ট হলে কিংবা খুব রেয়ার রাত ১১ টার পর মোবাইল গিগা শেষ হলে বা সারাদিন কখনও অফিসে নেট লাইন না থাকলে আমার মাথা নষ্ট লাগে। অথচ এর মানে এই না আমি অনলাইনে অলটাইম ব্রাউজিং এর উপর থাকি! তবে অনালাইনে পড়ার জন্য এসব তো লাগেই।
২ নং পড়ে অবাক হবার কি আছে! আমি বই কিনতে গেলেও বইয়ের শুরুর কয়েক পাতা বা পেছনের বা মাঝের পাতা পড়ে নেই, লেখক পরিচিতি থাকলে সেটাও। যে বইয়ের শুরুর লাইন গুলো গতিশীল লাগে ঐ বইগুলো কেন যেন পড়তেও ভালো লাগে। ব্লগের পোস্ট এর ক্ষেত্রেও সেইম। যে লেখা ভালো লাগে সেটা দুই তিনবার পড়েই মন্তব্য করি।

আবেগ সত্যকে বিকৃত করে এটা বলবো না তবে আবেগ মাঝে মাঝে মান বিচার দুর্বল করে দিতে পারে। তাই তো একই বই একেক জনের দৃষ্টিভঙ্গিতে একেক রকম হয় পড়তে, লিখতে বা রিভিউতে।

৫ নং মোটামুটি অনেকেরই চলছে বা চলবে

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগর ব্লগরটা বেশ ভালো হয়েছে। ততোধিক ভালো হয়েছে বেশ কিছু মন্তব্য এবং মন্তব্যের উত্তর। সেগুলোতে 'লাইক' দিয়ে গেলাম।
জুন খুব অল্প কথায় আমার মনে হয় অনেকের অনুভূতি তুলে ধরেছেন (১৩ নং)।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: যে কোনো পোস্টের আমার সবচেয়ে প্রিয় অংশ হচ্ছে পাঠকদের মন্তব্য। খুব এঞ্জয় করি।
আজকে সকালে এসে লগিন করলেও ব্যস্ততায় ব্লগে সময় দিতে পারিনি। কিন্তু মাথার মাঝ এনতুন ব্লগর ব্লগর ঘুরছিল।
জুন আপু আমার একজন প্রিয় ব্লগার।
ধন্যবাদ আপনাকে

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনার ২০১২ সালের একটা ব্লগে মন্তব্য রেখে এলাম। আশাকরি সময় করে দেখে নেবেন।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১

অপর্ণা মম্ময় বলেছেন: জি দেখেছি।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

খায়রুল আহসান বলেছেন: আরেকটা, আপনার "লবণাশ্রু" ও পড়ে এলাম, ভালো লেগেছে।
বাংলাদেশের স্বাধীনতার প্রাক পটভূমি ও উত্তরকালীন পরিস্থিতি, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, সেনাবাহিনীর ৭৫ পরবর্তী পরিস্থিতি, অভ্যুল্থান ও প্রতি অভ্যুল্থান প্রচেষ্টা, সেনাবাহিনির রাজনীতির সাথে জড়িয়ে পড়া, ইত্যাদি সম্পর্কে কোন কিছু বই পড়ে শিখতে হবেনা, নিজের চোখেই অনেক কিছু দেখেছি, কাছে থেকে দেখেছি ও শুনেছি। নিরাসক্ত, আবেগহীন ভাবে যেসব কথা ভাবতে পারি, সেসব কথা বলতে পারি না। কারণ, বাংলাদেশে সত্য বলা বেশ বিপজ্জনক। জাতি হিসেবে আমাদের অসহিষ্ণুতা ও বিদ্বেষপ্রসূত প্রতিক্রিয়া প্রবণতা আগের চেয়ে অনেক বেশী বেড়ে গেছে।

২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: ৭১ বা ৭৫ পরবর্তী সেসব অভ্যুত্থান আমাকে বা আমাদের বই পড়েই জানতে হবে। তবে সঠিক বই দরকার। আপনি চাইলে সেসময়কার কথা তুলে ধরতে পারেন যেহেতু আপনার অভিজ্ঞতা আছে কিন্তু আসলেও সত্য বলা বিপদজনক। আপনি এই ব্লগেই দেখুন না লিখে নামে, বেনামে কত নিক এসে আপনাকে কি বলে যায় মতের পরিপন্থী কথা হলে! কিন্তু আপনি ওসবের সাথে অভ্যস্ত হবেন না বোধ হয়।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৬

কালীদাস বলেছেন: আরে এই সমস্যাটা তো আমারও হয় অনেকদিন টানা ব্লগিং করলে। সব পড়তে পড়তে একসময় কমেন্ট করার কিছু খুঁজে পাই না। আর কমেন্ট করা ছাড়া কালীদাসের ব্লগিং মিনিংলেস :P

এই ব্লগর ব্লগরটা নতুন পর্বগুলোর চেয়ে একটু ছোট লাগল! অলস সময় কাটেনা সিন্ড্রোমের ছাপও স্পষ্ট /:)

২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: আমি একটানা অনেক পড়তে পারি, কাজ করতে পারি। কাজে ক্লান্তি নাই কিন্তু ভয়াবহ বিষয় হইলো আমি একবার রেস্ট নিতে বসলে শিকড় গজায় যায়। বহুত আইলসা হইয়া যাই। আজ চারদিন ধইরা একটা লেখায় হাত দিমু ভাইবাও অজুহাত খুঁজতাছি কি কি কারণে লিখতে পারি না। আজ সন্ধ্যায় লিখতে বইসা মনে হইলো আমার দুই তিন মাসের অনলাইন বিজনেসের হিসাব বাকী, আপডেট করা লাগবো। লেখা পালায় গেলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.