নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

ফিসফাস শব্দের কথন

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭


এমন এক নীরব সাগরে পৌঁছেছি
যেখানে ফিসফাস শব্দও কম্পন তোলে
রহস্য মন্দিরের চূঁড়োয় ।
সামান্য একটু উন্মনা হাওয়ায় ,
কাঁধ থেকে খসে পড়া
মসলিন আঁচলের মৃদু গুঞ্জনে
বিকেল আমাদের দিকে ঘুরে যায়
রাত্রির নরম আলোতে ।

এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাত
তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।




( ২০১২ তে লেখা কবিতা। মিস করি সে সময়টাকে যখন আমি কবিতা লিখতে পারতাম। এখন কবিতা লেখাটাকে ভীষণ পরিশ্রমী কাজ মনে হয়। মাথায় একটা শব্দও আসে না!)

মন্তব্য ১১৮ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:০০

বিজন রয় বলেছেন: জীবনের শেষ কথা তোমাতে-আমাতে।
চমৎকার।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: জীবন আবার বেশি তুমিময় হয়ে গেলেও সমস্যা!

২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সুমন কর

৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

তার আর পর নেই… বলেছেন: কবিতা ভালো লেগেছে। +


কবিতার ক্ষেত্রে ঝোঁক কাজ করে, ঝোঁক ধরে রাখতে হয়।

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ তার আর পর নেই আপনাকে।

৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩০

অগ্নি সারথি বলেছেন: ২০১২ র কবিতা ১৬ তেও ভাললাগল! তয় আপনে এদ্দিন কই আছিলেন?

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১০

অপর্ণা মম্ময় বলেছেন: আমি কই ছিলাম মানে কি ? ব্লগেই তো ব্লগাচ্ছি। একটু কম উপস্থিতি হয়তো কিন্তু নিয়মিত ব্লগেই আছি। বরং আপনাকেই কম দেখেছি ব্লগে। এদ্দিন কই আছিলেন?

৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ধন্যবাদ পিছনে ফিরে তাকানোর জন্য তাতেই আমি পাঠক পেয়েগেলাম আপনার অসাধারণ কবিতাখানি। অনেক ভাল লাগা রইল।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে জেনে আমিও খুশি হলাম।

৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অসাধারণ। +
নিয়মিত পাঠক হতে চাই। :)

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা উপহার দিতে পারবো কি না জানি না তবে অন্য লেখা পাবেন।
ভালো থাকুন।

৭| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

আবু শাকিল বলেছেন: দীর্ঘশ্বাসের কবিতা।দারুন অনুভূতি দিয়ে লিখেছেন।
কবিতায় প্রথমে ভাললাগা দিয়ে শুরু,মুগ্ধ হয়ে শেষ করলাম।
অপর্ণাপু আপনি
গল্প ভাল লিখেন জানি।কবিতা মন্দ লিখেন তা কিন্তু বলি নাই :)
কবিতা লেখা শুরু করে দেন।আপনার শব্দ ভান্ডার অফুরন্ত।
নিশ্চিত ভাল কবিতা বের হয়ে আসবে।
প্লাস এবং লাইক :)




এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাত
তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: না, না এটা মোটেও দীর্ঘশ্বাসের কবিতা না। রোম্যান্টিক কবিতা।
সময়, সুযোগ আর ব্যস্ততা কমলে আবার হয়তো নতুন নতুন শব্দ শেখা হবে।
ভালো থাকবেন শাকিল ভাই।

৮| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

বর্ণহীণ বলেছেন: ভালো লাগলো।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে আমারও ভালো লাগলো।

৯| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে।
নতুন করে কাব্যচর্চা শুরু করে দিন। এমন কবিতা আরো চাই। :)

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক শুভকামনা আপনার জন্য।

১০| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮

নেক্সাস বলেছেন: কবিতার ভাল লাগা সব দিকই বিদ্যমান। যেমন প্লট তেমনি শব্দ চয়ন ও বিন্যাস।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কমেন্টে ভালো লাগা রইলো, কবি নেক্সাস

১১| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

মৃদুল শ্রাবন বলেছেন: যে মূহুর্তটি আপনি একেছেন সেটা অনুভব করতে পারছি। নিরবতার ও একটা ভাষা থাকে। প্রিয় মানুষকে পাশে পেলে সব কিছুই জীবন্ত হয়ে ওঠে।

খুব ভাল প্রেমের কবিতা হয়েছে আপু। ভাললাগা জানবেন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০১

অপর্ণা মম্ময় বলেছেন: প্রিয় মানুষ সাথে থাকলে শব্দেরাও নিশ্চুপ থাকে। কিছু বলতে হয় না।
ভালো থাকবেন আপনিও

১২| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬

সোজোন বাদিয়া বলেছেন: মিষ্টি কুয়াশা।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ ভালো বলেছেন তো!
শুভকামনা রইলো

১৩| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

জেন রসি বলেছেন: বর্তমান আছে, অতীত আছে! আবার অতীতের ঘোরের প্রহরে বর্তমানও নস্টালজিক!

সুন্দর কবিতা।

ভালো লেগেছে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ জেন রসি।

১৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ( ২০১২ তে লেখা কবিতা। মিস করি সে সময়টাকে যখন আমি কবিতা লিখতে পারতাম। এখন কবিতা লেখাটাকে ভীষণ পরিশ্রমী কাজ মনে হয়। মাথায় একটা শব্দও আসে না!)

তখন এত ভালো কবিতা লিখতেন, অথচ এখন লিখতে পারেন না। উপরের কথাগুলো পড়ে খারাপ লাগছে। চেষ্টা করুন। নিশ্চয় লিখতে পারবেন।
ধন্যবাদ অপর্ণা মন্ময়।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: জ্বি চেষ্টা করবো লিখতে।
ভালো থাকুন

১৫| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ দূরবীন

১৬| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২১

নুরএমডিচৌধূরী বলেছেন:
এমন এক নীরব সাগরে পৌঁছেছি
যেখানে ফিসফাস শব্দও কম্পন তোলে
রহস্য মন্দিরের চূঁড়োয় ।
সামান্য একটু উন্মনা হাওয়ায় ,
কাঁধ থেকে খসে পড়া
মসলিন আঁচলের মৃদু গুঞ্জনে
বিকেল আমাদের দিকে ঘুরে যায়
রাত্রির নরম আলোতে ।

এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাত
তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে
+++++++++++++++++++++

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

রাবেয়া রাহীম বলেছেন: চমৎকার কাব্য কথন ভাল লেগেছে।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সপ্তাংশু অর্পণ বলেছেন: আবার কলম ধরুন আর ব্যর্থতাকে পিছনে ফেলে দিয়ে নতুন করে শুরু করুন। আপনার জন্য শুভকামনা রইল।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ সপ্তাংশু

১৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

উৎস আরণ্যক বলেছেন: সুন্দর

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

২০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:০৫

সাহসী সন্তান বলেছেন: ২০১২ সালের কবিতা আমাদের জন্য ঝাঁপি খুলে উপস্থাপন করার জন্য আন্তরিক ধন্যবাদ আপু! চমৎকার কবিতায় অনেক অনেক ভাল লাগা!

শুভ কামনা জানবেন!

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ সাহসী ছেলে

২১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।


কবিতা ভালো লাগল আপু। শুভেচ্ছা।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে ভালো লাগলো সোনাবীজ ভাইয়া

২২| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্ফর লিখসিলেন ||

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: হুম সেটা এখন অতীত!

২৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছা

২৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:৫২

মাসুদ মাহামুদ বলেছেন: ভাল লিখেছেন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: প্রীত হলাম জেনে

২৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১২

পুলহ বলেছেন: কিছু কিছু উপমা ঠিক 'গ্র্যাব' করতে পারি নি, এম্নিতে সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। বিশেষতঃ একেবারে শুরু এবং শেষের অংশটুকু সত্যিই খুব চমতকার :)
"মিস করি সে সময়টাকে যখন আমি কবিতা লিখতে পারতাম। এখন কবিতা লেখাটাকে ভীষণ পরিশ্রমী কাজ মনে হয়। মাথায় একটা শব্দও আসে না!"-- চিন্তার কোন কারণ নাই, মনে হচ্ছে- রাইটার'স ব্লক। হয়তো একটু দীর্ঘমেয়াদি হোল আপনার ক্ষেত্রে- এই ই যা :)
কবির কলম আবারো প্রলয় তৈরি করুক পাঠকের চেতনা, অতিচেতনায়- এই শুভকামনা রইলো আপু :)

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা পুলহ।
দেখা যাক আবার লেখা হয় কিনা কোনো কবিতা।
আপনার জন্যও শুভকামনা রইলো

২৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সব মিলিয়ে ভাল।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

২৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১৯

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার !! দারুণ সুন্দর অনুভূতি ।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপু

২৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,



কাল থেকে খসে পড়া ২০১২ কে আবার মসলিন আঁচলে করে তুলে আনলেন ।

তবে কিছু মনে না করলে বলি -----
এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাততবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।
এটুকু নীচের মতো হলে আরও পুরুষ্ট হতো মনে হয় ।
এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাত
তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।


অবশ্য কবিই শেষ কথা বলবেন ।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার সাজেশনটা নিঃসন্দেহে সুন্দর। যেহেতু অনেক আগের লেখা তাই আর বদলালাম না।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।

২৯| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

মাহমুদ০০৭ বলেছেন: শেষের দিকে বেশি ভাল লাগল ।
ভাল থাকবেন আপা।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মাহমুদ।

৩০| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:২০

রাইসুল ইসলাম রাণা বলেছেন: এক কথায় চমৎকার লাগলো

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: শুভেচ্ছা রইলো

৩১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৫

অগ্নি কল্লোল বলেছেন: দারুণ হয়েছে। চালিয়ে গেলে ভাল করতেন।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: চালাতে পারলে আমারও ভালো লাগতো কিন্তু কি আর করা অপেক্ষা করা ছাড়া!

৩২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

ফেরদৌসা রুহী বলেছেন: ফিসফাস শব্দের কথন ভালো লেগেছে।

আবার শুরু করুন কবিতা লেখা।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: মাঝে মাঝে ডায়েরি নিয়ে বসি আপু, লেখা আসে না যে!

৩৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪২

আরাফআহনাফ বলেছেন: কলম চালাতে থাকুন, থামবেন না যেন - আমরা তো আছি - কবিতা হয়ে, কবিতার সাথে।

শুভ কামনা রইল।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১১

অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর করে বললেন কথাগুলো।
আপনার জন্যও শুভকামনা রইলো

৩৪| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:০৬

জ্যোস্নার ফুল বলেছেন: ছ্যাক খাইতে হবে তখন বা হাতরে মনে হবে জীবনান্দ, ডান হাত রবীন্দ্রনাথ, মাথারে মনে হবে দস্তয়ভস্কি :-0

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১২

অপর্ণা মম্ময় বলেছেন: এই বয়সে ছ্যাকা খাইলে ধকল সামলাইয়া উঠতে পারমু না মনে অয় :|

৩৫| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:২৮

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।আবার শুরু করুন কবিতা লেখা প্রিয় লেখক-ব্লগার,তাহলে অন্যান্য সুন্দর লেখার পাশাপাশি কবিতাও পাব আমরা

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ রুদ্র জাহেদ

৩৬| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৫৩

গীতবিতান কাফকা বলেছেন: সুন্দর কাব্য

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ গীতবিতান

৩৭| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:২১

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কাব্য

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার নাম আগে ইংরেজিতে ছিল না? ভালো হয়েছে বাংলা করায়।
ধন্যবাদ আপনাকে।

৩৮| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

আরজু পনি বলেছেন:

হায় হায় জোছনার ফুলের কমেন্ট কপি করতে গিয়ে আমার নিজের মন্তব্যের পুরোটাই গায়েব হয়ে গেছে !

গতকালই পড়েছিলাম।
মনে মনে প্রথমেই আপনাকে অভিনন্দন জানিয়েছি আমাদের সাথে লেখা শেয়ার করার জন্যে।

এই তাড়াটা থাকুক আমাদের জন্যে ।

আপনি বরাবরই দারুণ লিখেন...
যখন লেখার ভাব আসবে না তখন ভাববেন আমাদের মতো অনেকেই আপনার লেখা পড়তে অপেক্ষা করছে...তখন ঠিকই কিছু বেরিয়ে আসবে...


যাই হোক জোছনার ফুলের কথায় কান দিয়ে জীবনটা তেজপাতা করার দরকার নেই...হাহাহাহা

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ।
রোজই ভাবি আজ লিখবোই লিখবো, অনেক ভালো ভালো ইচ্ছেরাও ঘুরপাক খায়। কিন্তু সকালবেলা দিন শুরু করার পর বিভিন্ন কাজে জড়িয়ে গিয়ে আর এই সেই করতে করতে লেখারা সুপ্তই থেকে যায়!
ছ্যাকা খামু ভাবতেই তো কিরাম কিরাম লাগে B-)

৩৯| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪২

পার্থ তালুকদার বলেছেন: বাহ, সুন্দর ।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪০| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

রাজিব হোসেন পানি বলেছেন: অনেক অনূভূতি পূর্ন একটি কবিতা পড়ে ভালো লাগলো ......

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

অগ্নি সারথি বলেছেন: আমিও তো ব্লগেই তো ব্লগাচ্ছি। আমারো একটু কম উপস্থিতি হয়তো কিন্তু নিয়মিত ব্লগেই আছি। :)

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: সেইম সেইম অবস্থা

৪২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

রানার ব্লগ বলেছেন: এখনো স্থির হয়ে আছে তোমাতে - আমাতে ।

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: স্থির হয়েই থাকুক :)

৪৩| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

নুরএমডিচৌধূরী বলেছেন: অসাধারণ। +

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: একবার কমেন্ট করেছিলেন!
আবারো ধন্যবাদ

৪৪| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ভালো লেগেছে।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:০২

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ তাহসিন

৪৫| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

তাসলিমা আক্তার বলেছেন: অসম্ভব ভালোলাগাময় একটি কবিতা। শেষের তিনটি লাইন কানের মধ্যে অনেক দিন বাঁজতে থাকবে আমি নিশ্চিত।
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২০

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন

৪৬| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: স্বল্প পরিসরে সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৭| ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

রাবার বলেছেন: ভালোলাগলো :)

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রাবার

৪৮| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১০

সায়েম মুন বলেছেন: বেশ লাগলো কবিতাটা। আবারও শুরু করুন। লিখতে পারবেন।

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: দেখি কবি সাহেব, শুরু করা যায় কিনা

৪৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:




পুলকিত মন কি এনালাইটিক্যাল হচ্ছে কোন কারণে, কবিতা কেন পথ হারাচ্ছে?

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: যে কোন কিছুতে সাফম্য পেতে গেলে বা মন বসাতে গেলে ধ্যান প্রয়োজন। ধ্যান করতে পারছি না বোধহয়।

৫০| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৩১

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৫১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



এইডা কি আগে কুন সময় পড়ছিলাম ? তোমাতে-আমাতে কথাডা কিমুন জানি মনে হইলো আগেই পড়ছিলাম !

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: এই কবিতাটা অন্য একটা ব্লগে দিছিলাম ৪ বছর আগে। এই ব্লগে পোস্টাই নাই মনে হয়। "তোমাতে-আমাতে" কথাডাই অতিশয় লুমান্টিক তাই কিমুন কিমুন লাগে, বুঝলেন ভাই?

৫২| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৬

আমিই মিসির আলী বলেছেন:
এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাত
তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।


আমি কবিতা লিখতে পারি না।
তবে কবিতা পড়ে খুব সহজেই মুগ্ধ হয়ে যাই।

অনেক ভালো লাগলো।
+++++

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ মিসির আলী

৫৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা একরাশ!

কি অবাক ভাব বিনিময়! ঠোট নড়েনা মুখ নড়েনা
তবু হৃদয় কথা কয়!

কবিতায় এত্তগুলান +++++++++++++++++++

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: সাউন্ড হবে না হৃদয় কথা কইবে ---- হাহহাহা
ভালো থাকবেন বিদ্রোহী ভৃগু

৫৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৪০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: 'এমন এক নীরব সাগরে পৌঁছেছি
যেখানে ফিসফাস শব্দও কম্পন তোলে'

প্রথম স্তবকেই তো আটকে দিলেন। অসাধারন। আগেরমত কবিতা লিখতে পারছেন না জেনে খারাপ লাগছে। চেষ্টা চালিয়ে যান। আপনার মৃদু সুরে লেখা কবিতার অপেক্ষায় রইলাম।

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল

৫৫| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

শেয়াল বলেছেন: সুন্দর লিখেছেন

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার কবিতা। খুব ভালো লেগেছে।
সামান্য একটু উন্মনা হাওয়ায় ,
কাঁধ থেকে খসে পড়া
মসলিন আঁচলের মৃদু গুঞ্জনে
বিকেল আমাদের দিকে ঘুরে যায়
রাত্রির নরম আলোতে
-- + +

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

৫৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১১

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: অনবদ্য

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৫৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮

চন্দ্রনিবাস বলেছেন: বাহ অসাধারণ।

এমনি করে কেটে গেছে
বহু দিন আর রাত
তবু আজো মনে হয়
পৃথিবীর আদি কথা , রহস্যের ঘেরাটোপে
এখনো স্থির হয়ে আছে
তোমাতে - আমাতে ।

এটুকুতেই যথেষ্ট হেটেছি কবিতার আনন্দে। ধন্যবাদ আপনাকে।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: পুরনো লেখা খুঁজে নিয়ে পড়লেন। ধন্যবাদ অনেক

৫৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৭

জাহিদ অনিক বলেছেন:

বাহ বেশ চমৎকার কাব্য।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: থ্যাংকস অনিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.