নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

ব্লগর ব্লগর - ৪

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩



গতকাল অফিস শেষ করে রেজিস্টার্ড বন্ধুটাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। সপ্তাহে দুই দিন এরকম আমাদের ঘুরতে যাওয়া হয়। উদ্দেশ্য হাঁটাহাঁটি, খাওয়াদাওয়া কিংবা কখনো নদীর ঘাটে যাওয়া এবং রিফ্রেশমেন্ট। তার সাথে সময়টা বেশিরভাগ সময়ই ভালো কাটে আমার। গতকাল হাঁটাহাঁটির এক পর্যায়ে দেখলাম সে একজন মেয়েকে ঘুরে ঘুরে বার দুয়েক দেখলো। তারে বললাম -
সে তোমার ভাতিজি বা ভাগ্নি হয়। ( অল্প বয়সী কাউকে আমি তার ভাগ্নি বা ভাতিজি বানিয়ে দেই। এর চেয়ে বেশি বয়সী হলে সে নিজেই তাকে তার বান্ধবী বানিয়ে নেয়। :(( )

সে হাসলো আর স্বভাব সুলভ ভঙ্গীতে গুনগুন করে গান গাইতে লাগলো। সে এমন এমন বাংলা গান গায় যা আমি তেমন শুনিইনি। নিজের পছন্দমত সুর, লিরিক বানিয়ে গাইতে থাকে। আর আমাকে ক্ষেপাবার জন্য বাংলা সিনেমার কিছু গান অবশ্যই গাইবে। এই মুহূর্তে ঐ আজব গানের লাইন আমার মনে আসছে না যদিও। তো সে তার ভাতিজি বা ভাগ্নিকে দেখে আমার কানের সামনে গান ধরলো -

আমি আবার একটা প্রেম করিতে চাই গো সখী... ( অবধারিতভাবে নিজেই নিজের গানের সুর বানিয়েছে )

আমি হাঁটা থামিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করলাম -

আচ্ছা তোমাদের পুরুষদের মাঝে এই ব্যাপারটা কেন হয় বলবা? নিজের গার্ল ফ্রেন্ড বা বউ পাশে থাকলেও তোমাদের ভিতর " রিকিঝিকি" হয় কীভাবে? তোমার কি এই বয়সে এসেও আবার প্রেমে পড়ার মত সম্ভাবনা আছে কিংবা ইচ্ছা করে আবার প্রেম করতে?

সে বললো -

তোমাকে খুশি করতে বলবো নাকি নির্ভয়ে বলবো?

আমার উত্তর -

সত্যিটাই বলো। নির্ভয়ে বলতে না দিলে তো সত্যিটা তো আলোর মুখ দেখবে না।

তার উত্তর -

সত্যি বলতে আমার নতুন করে এই বয়সে এসে প্রেমে পড়ার বা প্রেম করার ইচ্ছা নাই। কিন্তু তার চেয়েও বড় সত্যি কোন পার্টিতে গিয়ে যদি অপজিট সাইড থেকে দেখি কেউ দুষ্টামি করছে বা তাকাচ্ছে বা তোমার ভাষায় " টাংকি" মারছে আমিও যে রেসপন্স করি না তা না। ভালোই লাগে। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ নিতে পারি না। চোখের মধ্যে তোমার বড় বড় করে তাকানো অবাক চোখ আর বাচ্চারা এসে হানা দেয়। তখন ভালো হয়ে যাই। এবার তুমি বলো তোমার এমন হয় না রাস্তায় হ্যান্ডসাম কাউকে দেখলে তাকে দেখতে বা একবারের জায়গায় তিন চারবার ঘুরে ঘুরে তাকাতে, দুষ্টামি করতে?

- না আমার এমন হয় না। সত্যি বলতে ইচ্ছাটাই হয় না। আমার চোখে তুমিই একমাত্র হ্যান্ডসাম ;)
- এমন ইচ্ছে না হওয়ারই কথা। চেহারা সবসময় যেমন সিরিয়াস বানায় রাখো, চোখ মুখ শক্ত করে রাখো আর কেমন একটা মারপিট করার ভঙ্গী নিয়া রাস্তা দিয়ে হাঁটো, কেউ তোমার সাথে যে একটু ফান করব সে সাহস কারো আছে নাকি!
- কিছু করার নাই। এইটা আমার অটো হয়ে যায় জানোই তো
- হুম দুর্ভাগ্য। জীবনের মজাটাই বুঝলা না।
- এমন মজার দরকার নাই
- এই যে আবার সিরিয়াস হয়ে গেলা। তারপর সে তার স্বভাবসুলভ একটা কমন গান গাইলো -

" বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গণ্য হলামমমমমম ..." । চলো চা খাই আর খাইতে খাইতে তুমি আরো সিরিয়াস হওয়ার সুযোগ পাবা।

এটা নিতান্তই আমার ব্যক্তিগত কিছু কথা। তবুও শেয়ার করলাম, শুধু পুরুষ বলেই না, নারীদের মাঝেও এমনটা হয়। নিজের সঙ্গী থাকার পরেও কেন অন্য দিকে তাকিয়ে একটু মজা করতে হয়; হোক সেটা ফান। আসলে কি এমন রহস্য আছে এর মাঝে আমি নিজেও বুঝি না। এটা কোন সিরিয়াস জিজ্ঞাসা না বা সিরিয়াস পোস্ট না। হাল্কা পোস্ট।

ব্লগর ব্লগর আরো চলবে ...

মন্তব্য ৯৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

বিজন রয় বলেছেন: ব্লগর ব্লগর আরো চলবে.... চলুক।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: চলবেই

২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
LuLami is our basic instinct ;)
tobe seta short term er jnnoi hoy

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: ছিঃ ছিঃ মুন কি বলেন এইসব? আপনারা কভু ল্যুল হইতে পারেন!!! :P

৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

মাহবুব আলী বলেছেন: ভালো লিখেছেন।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে দেখলাম মাহবুব ভাই

৪| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

আমিই মিসির আলী বলেছেন: মানুষ সুন্দরের পূজারী!
আর কিছু কৈয়াম না :-P

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: হ কথা সইত্য B-)

৫| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোঝেন না, আপনি বোঝেন না... :P

আমার এক বন্ধু দম্পতি আছে, ওরা রিকশা করে ঘুরে বেড়ানোর সময় একজন আরেকজনের জন্য বয়ফ্রেন্ড/ গার্লফ্রেন্ড চয়েস করে। নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না, কি সিরিয়াস ভঙ্গীতে বলবে, 'দেখ, দেখ, তোমার সাথে খুব মানাবে...ব্ল্যা..ব্ল্যা..ব্ল্যা।' =p~

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: এই ডায়ালগ আমি প্রায় রোজই শুনি " আমি নাকি কিছুই বুঝি না !"

হুম আজকাল অনেক দম্পতিরা এমন করে শুনছি। কিন্তু এই ব্যাপারে আমি খুবই নির্দয় তাই তো শুনতে হয় " আমি নাকি রোম্যান্টিক না "

৬| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫২

টোকাই রাজা বলেছেন: ব্লগর ব্লগর ভালোই

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রাজা সাহেব

৭| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

একলা ফড়িং বলেছেন: ইমরাজ কবির মুনের মতে 'লুলামি ইজ দেয়ার বেসিক ইন্সটিংক্ট!' এবং ঘটনা সত্য!

মেয়েদের ক্ষেত্রে এটা খুব কম বলেই মনে হয় আমার। মেয়েরা একবার সিরিয়াসলি কাউকে ভালবাসতে শুরু করলে অন্যদিকে মনযোগ দেয় না। ফান করেও না। প্রেমিকা আছে এমন ছেলে বন্ধুদের দেখতাম ক্যাম্পাসে অন্যান্য ব্যাচ বা জুনিয়রদের সাথে ফ্লার্ট করতে, প্রেমিকার অনুপস্থিতিতে! মেয়েদের মাত্রাটা একটু কম। তবে এখনকার ওভার আপডেট জেনারেশনের কথা আলাদা!

ব্যক্তিগত গল্প পড়তে ভাল্লাগছে :) :)

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: এটা ঠিক, মেয়েদের মাঝে মনে হয় এই বিষয়টা কম। কিন্তু ঘন ঘন হৃদয় দেয়া বা একই সময়ে একাধিক সম্পর্ক মেনটেইন করতেও কয়েকজন মেয়েকে দেখেছি। কিন্তু তাদের সংখ্যা খুব বেশি না।
আপনার প্রোপিকটা সুন্দর।

৮| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

সাহসী সন্তান বলেছেন: আমি তো শেষের দিক থেকে প্রথম হইলাম, চা কি পাওয়া যাবে? ;)

ব্লগার ব্লগার ভাল পাইলাম। তবে আপনার এই হাল্কা পোস্টটাই আমার কাছে যেন মনে হচ্ছে পাথরের মত ভারি! চলতে থাকুক ব্লগার ব্লগার, সঙ্গেই আছি!

আরজ গুজারঃ "বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গণ্য হলামমমমমম ..."

গানটার ইউটিউব লিংকটা দিলে কানে ইয়ার ফোন দিয়া একটু শুনতাম! গানটাকে বড্ড বেশি মনে পড়ছে আমারও!
শুভ কামনা আপু!

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: চা চু এর জন্য আলাদা পুস্ট দেয়ার ইচ্ছা আছে। সাথে কর্নেলিয়া আইসক্রিমও B-) আর সেই সাথে এক দুঃখিনীরেও মনে করা হবে যাকে আপনারা ভালো থাকতে দিলেন্না। হাহহাহা

এত সহজ ভাবে ছোট করে পোস্ট লিখলাম তাও এমন ভার ভার লাগে কেন?
গানের লিংকু টিংকু দিতে পারবো না। আহা কাউকে মনে পড়ে গেলো নাকি? ;)
আপনার জন্যও শুভকামনা রইল।

৯| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

আরজু পনি বলেছেন:

শুধু পুরুষ বলেই না, নারীদের মাঝেও এমনটা হয়। নিজের সঙ্গী থাকার পরেও কেন অন্য দিকে তাকিয়ে একটু মজা করতে হয়; হোক সেটা ফান।

এই ব্যাপারটা তেমন আসে না...তবে ভালো লাগা কাউকে নিয়ে সাহিত্য রচনা করতে ভালো লাগে...(দম ফাটানো হাসির ইমো)।

ব্লগর ব্লগর ভালো লেগেছে...
রিকিঝিকি শব্দটা পছন্দ হইছে ;)
আর রেজিস্ট্রার্ড বন্ধুর অনেস্টলি স্পিকিংয়ের ঢংটাও...।

শুভেচ্ছা রইল...কর্তৃপক্ষের কাছে আবেদন করছি আরো ইমো দিতে 8-|

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: তারে নিয়া সাহিত্য রচনা করে যখন পড়তে দেই, আগে পাতা গুনে দেখে আর বলে- আমি আমজনতা। সাহিত্য বুঝি না।
রিকঝিকি শব্দটা বুদ্ধদেব গুহর " মাধুকরী" বইতে পড়েছিলাম।
রেজিস্ট্রার্ড বন্ধু তার অনেস্টলি স্পিকিং নিয়া বহুত ফাঁপরের মধ্যে থাকে। হাহাহহা

১০| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

প্রীতম বলেছেন: আপনার কথাগুলো হালকা ভাবে নিয়েই লিখছি। কারণ সিরিয়াসলি নিলেতো আপনাকে নির্ভয়ে লিখতে পারবোনা।
ব্লগে অনেকেই লেখে। ভালোমন্দ মিলিয়েই লেখে। সে লেখাগুলো আমরা কিছু মনোযোগ দিয়ে কিছু অমনোযোগ দিয়ে পড়ি। মাঝে মাঝে লিংগ মনোযোগের উপর প্রভাব ফেলে আবার মাঝে মাঝে সময়। বিপরীত লিংগের প্রতি কিছুটা আকর্ষন সব সময়ই থাকে। কম অথবা বেশি। তবে এটা পুরোটা মিথ্যা নয় যে ভালো লেখাগুলো পড়তে কোন লিংগ বৌষম্য মানেনা।
এই ধরুন আপনার এ লেখাটায় মন্তব্য করছি।
ভালোলাগা আর প্রেম এর মধ্যে সম্ভোবত অ-নে-ক ফারাক।
ভালো থাকবেন এবং সুন্দর ও সময়উপযোগি লেখার জন্য ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কাজ করে জানি। ভালোলাগা আর প্রেম সে এক বিশাল জটিল ব্যাপার!
আপনিও ভালো থাকবেন। এটা সময় উপযোগী লেখা কিনা কে জানে!!!

১১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অল্প বয়সী কাউকে আমি তার ভাগ্নি বা ভাতিজি বানিয়ে দেই। এর চেয়ে বেশি বয়সী হলে সে নিজেই তাকে তার বান্ধবী বানিয়ে নেয়।

-সব দোষ কি পুরুষ মানুষের? মেয়েদের কোন দোষ নেই? পঁচিশ পয়সা মিনিটের দিনেও আপনারা যে ফোনে খালি মিসকল দেন সেইটা কোন দোষ না? :(

যাউকগা, এত ভারি পোস্টু খানারে হাল্কা কইলেন কেন বুঝবার পারলাম না! তয়, ব্লগর ব্লগর খুউউউউউউউব ভাল্লাগলো আপুমনিইইইইইইইইইইই! :`>

রিকিঝিকি রিকিঝিকি কইরা চলতে থাউক আপনার ব্লগর ব্লগর! আমরা না হয় আপনার পিছ পিছ দৌড়াইলাম!

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: হু সেইড আমি পুরুষ মানুষরে দোষাইলাম? নির্দোষ কুশ্চেন করছি শুধু! আজকাল কেউ মিস্কল দেয় নাকি! মিস্কলের কথা শুইনা পুরান দিনের কথা মনে পড়লো!

১২| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: আমার কখনোই এমন হয়না। চলতি পথে যাদের সাথেই কথা, হয়, দেখা হয়, মনে হয় সেই বেস্ট।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি দুষ্টুমি করেন আপু? অন্য কাউকে দেখতে ভালো লাগে? B-)

১৩| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৯

আবু শাকিল বলেছেন: লুলীয় স্বভাব সবার মধ্যেই আছে।
কেউ আড়ালে কেউবা খালি ময়দানে।
মেয়েদের লুলামির আরেক নাম মিচকা শয়তান :)
তাহাদের লুলামি অপ্রকাশিত।
রেজিস্টার্ড ছেলে মেয়ে যখন একসাথে হাটে।হঠাৎ রাস্তায় দেখা কোন সুন্দরী কে দেখে ছেলের ক্রাশ/উষ্টা খাওয়া স্বাভাবিক।ঠিক তখনি রেজিস্টার্ড মেয়ের কড়া নজরদারী থাকে ছেলের চোখের দিকে।ক্রাশ খাওয়া স্বাভাবিক হলেও ছেলে আর ক্রাশ খাইতে পারেন না।
ঝাড়ি খায় :)
আবার রেজিস্টার্ড মেয়ে যখন রাস্তায় হ্যান্ডসাম, শার্টের বোতাম খোলা বডি বিল্ডার কে দেখে তার চোখ প্রথমে সাথে থাকা রেজিস্টার্ড ছেলেকে দেখে তারপর গোপনে চোখ ঐ হ্যান্ডসাম কে দেখে।
ইহা মেয়েরা স্বীকার করুক আর নাই করুক।
(প্রমাণিত সত্য)

আপনার ব্লগর ব্লগরে দিল খোলা প্রকাশ ভঙ্গি ভাল্লগছে।
ব্লগর ব্লগর চলুক :)

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: ল্যুলীয় স্বভাব সবার মধ্যে আছে, বলেন কি???
মেয়েরাও ল্যুলামি করে আই নো। তখন ভাবি আমি কি তাইলে পিছাইয়া পড়লাম? ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় কেউ কেউ ফলো করে বাসা পর্যন্ত চলে আসতো আর পারলে দৌড়াইয়া দৌড়াইয়া ঘরে ফেরার চেষ্টা করতাম আর আমার চেয়েও জুনিয়র মেয়েগুলো টিফিন টাইমে বারান্দায় দাঁড়াইয়া তাদের ভক্তদের সাথে যে রকম ইশারা ইঙ্গিত করতো, রুমাল উড়াতো আমি আর আমার ফ্রেন্ডরা ভয়ে ভয়ে দেখতাম সেসব!!!
আমি কড়া নজরদারীতে রাখি না সে নিজ থেকেই বলে দেয় কি দেখল, কারে ভালো লাগলো, সামনে বসে বসেও দেখে, আমি না থাকলেও যে দেখে সেটা তো বলার অপেক্ষাই রাখে না। হাহহাহা
রেজিস্টার্ড মেয়েরাও যে দেখে হ্যান্ডসাম আর বডি বিল্ডার জানাতাম না। দেখি ট্রাই করা লাগবে।
ভবিষ্যতেও ব্লগর ব্লগরের ইচ্ছা আছে

১৪| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: লুমান্টিক!

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: জি অয় লুমান্টিক :)

১৫| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

জেন রসি বলেছেন: আধুনিক সন্ন্যাসীরা বলে থাকেন যে, বর্তমান মুহূর্তটাই সব! ;) তাই যারা অতীত কিংবা ভবিষ্যৎ ভুলে বর্তমানে বুঁদ হয়ে থাকতে পারে তারা আসলে সময়ের আরাধনা করে! ;) সময় যেহেতু একটা বিমূর্ত ব্যাপার, তাই পাশে থাকা মানুষটাই মূর্ত হয়ে যায় আরকি! :P

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: খুব চমৎকার বলেছেন। বিশেষ করে এই লাইনটা পড়ে অনেক হাসছি -- আধুনিক সন্ন্যাসীরা বলে থাকেন যে, বর্তমান মুহূর্তটাই সব!

১৬| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ডট কম ০০৯ বলেছেন: পড়লাম এবং মিলায়ে দেখলাম। ;)

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: মিলায়ে কি পাইলেন বললেন না তো B-)

১৭| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষের মন দুনিয়ার সবচেয়ে দুর্বোধ্য ও জটিল জিনিষ। আপনার মানুষটির ব্যাপারে বলবো, তাঁর মতো অজস্র পুরুষ মানুষ এই জগতে আছে।
ধন্যবাদ অপর্ণা মন্ময়।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: জি ভাই ঠিক বলছেন মানুষের মন আসলেই রহস্যময়। যা জানি বলে দাবী করি সেটা অনেক সময় ঠিক নাও হতে পারে!

১৮| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: ব্লগর ব্লগর ভালো লাগল।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ ভাই

১৯| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মাহমুদ০০৭ বলেছেন: কি কমু বুঝতাছিনা। :D তাই কই টিউ টিউ :P

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: প্যাক প্যাক

২০| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৯

ঢাকাবাসী বলেছেন: অবচেতন মনে বিপরিত লিঙ্গের সে যেই হোকনা কেন, আকর্ষন অবধারিত। ভাল লিখেছেন।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: নর-নারী অনেক রহস্যময়তায় ব্যাপার।

২১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

অগ্নি সারথি বলেছেন: সত্যি বলতে আমার নতুন করে এই বয়সে এসে প্রেমে পড়ার বা প্রেম করার ইচ্ছা নাই। কিন্তু তার চেয়েও বড় সত্যি কোন পার্টিতে গিয়ে যদি অপজিট সাইড থেকে দেখি কেউ দুষ্টামি করছে বা তাকাচ্ছে বা তোমার ভাষায় " টাংকি" মারছে আমিও যে রেসপন্স করি না তা না। ভালোই লাগে। কিন্তু এই ভালো লাগা বেশিক্ষণ নিতে পারি না। চোখের মধ্যে তোমার বড় বড় করে তাকানো অবাক চোখ আর বাচ্চারা এসে হানা দেয়। তখন ভালো হয়ে যাই। - প্রত্যেক পুরুষেরই মনে হয় ইরাম হয়। আমারো হয়। মাঝে মাঝে সুযোগ পেলে তীব্র হয়। আবার দমন ও হয় খানিক ভেবেই। ব্লগর ব্লগরে ভালোলাগা।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: হুম কেউ কেউ আছে সুযোগের অভাবে ভালু মানুষ। তাগো আবার দুঃখ বেশি এইটা নিয়া। ব্যাপার্না। কিছু কিছু নির্দোষ আনন্দ মানুষ পাইতেই পারে

২২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮

গেম চেঞ্জার বলেছেন: কি বলব ঠিক করতে পারছি না। এদিকে আপনি সিরিয়াস মানুষ!! :|

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

অপর্ণা মম্ময় বলেছেন: আমি মজা করতে পারি না সেটা কিন্তু না। কেউ মজা করলে খুব হাসতে পারি। কিন্তু সমস্যা হইল আমি নিজে মজার কিছু লিখতে পারি না আর কথা বললেও সেটা কেমন মজার শোনায় না। এইটা আমার দুঃখ :(

২৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:


দুইতিনবার মন্তব্য লিখলাম আবার মুছে দিলাম। /:) আর কিছু লিখবো না। :|

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: দুইতিনবার মন্তব্য লিখলেন আর মুছলেন ক্যান? লিখে ফেলেন কি বলতে চাইছিলেন!

২৪| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:২০

বিজন রয় বলেছেন: আপনি খুব সাহসী।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: এরকম মনে হচ্ছে কেন ?

২৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: তাকালেই দোষ?
ধুর!

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: হায় হায় কে বললো তাকালেই দোষ? আমি তো লিখছিলাম -- আসলে কি এমন রহস্য আছে এর মাঝে আমি নিজেও বুঝি না। এটা কোন সিরিয়াস জিজ্ঞাসা না বা সিরিয়াস পোস্ট না। হাল্কা পোস্ট। । এটা তো কৌতূহল!

২৬| ১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: মাঝে মাঝে রিকিঝিকি হওয়াটা ভালো , অনেকটা হাওয়া বদলের মত , বেশ স্বাস্থ্যকরও বটে । :P
আমার কথা হলো ছেলেরা দুষ্টামির ছলে মজা নিতে পারলে মেয়েরা কেন পারবে না । আমি ভাই সমতায় বিশ্বাসী , তাই মাঝে মধ্যে ......।। B-)

কিছু মনে করেন না , আমি আবার ভীষণ দুষ্টা , মাঝে মধ্যে দুষ্টামি , বাঁদরামি করতে মজা পাই , মন ভালো থাকে ... :D

চলুক ব্লগর ব্লগর , ভালোই তো জমেছে ।

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: মাঝে মধ্যে দুষ্টামি , বাঁদরামি করতে মজা পেলে করেন নু পব্লেম। আমিও আমার জনকে জিজ্ঞেস করছিলাম - " এমন করো কেন বা দেখতে ভাল্লাগে কেন" । তার উত্তর ছিল -- ভালো লাগে তাই করি। কেউ যদি নিজ থেকে সেধে তার নাম্বার , ইমেইল আইডি নেয় দেয় বা দেশে, দেশের বাইরে যাবার সময় পাশের সীট যদি কোনো সুন্দরী রমনীর পড়ে আমি কি করবো! এই তো কিছুদিন আগেও ঢাকার বাইরে যাবার সময় পাশের সীটে একজন মেয়ে বসছিল। সে একটু পর পর চুল বাঁধে আর খোলে। চুল উড়ে উড়ে তার মুখে পড়ছিল আর সে বিরক্ত হচ্ছিলো। আর ঐ মেয়ে " এক্সকিউজ মী ভাইয়া, এক্সকিউজ মী ভাইয়া ভাইয়া " করছিল। আমি জিজ্ঞেস করলাম ভালোই তো। মজা পাইছো নিশ্চয়ই? বলল - এবার মজা পাই নাই। একেতো রাতের জার্নি তার উপর মেয়ের চুলের গন্ধ খারাপ, চোখে মুখে চুল এসে পড়ছিল তারচেয়েও বড় ভয়ের ব্যাপার সে ঘুমের মধ্যে আমি ভেবে ঐ মেয়ের হাত কোলে নিয়া ঘুমায় পড়ে কিনা এই ভয়ে ছিল যেহেতু হাত কোলে নিয়া ঘুমাবার অভ্যাস আমার :P

ব্লগর ব্লগর করে আমিও মজা পেলাম

২৭| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৬

আরজু নাসরিন পনি বলেছেন:
"রিকিঝিকি" শব্দটা একেবারেই মনে নেই...অথচ মাধুকরী পড়া আছে। যদিও সেই আদ্যিকালে...
মনে হচ্ছে অনেক বই আবার নতুন করে পড়তে হবে।

শুভেচ্ছা রইল, প্রিয় অপর্ণা।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: আমি মাধুকরী পড়েছিলাম ইন্টারমিডিয়েটে থাকতে। এখন বই পড়লে কয়দিনের মাঝেই কাহিনী ভুলে যাই। বয়স বাড়ার লক্ষণ :(
আপনার জন্যও শুভেচ্ছা পনি।

২৮| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

অলওয়েজ ড্রিম বলেছেন: ব্লগর ব্লগর ভালো লাগল। চলতে থাকুক।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ নাইম ভাই

২৯| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৭

অন্তঃপুরবাসিনী বলেছেন: ব্লগর ব্লগর ভালো লেগেছে আপু :)

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩০| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২

রানার ব্লগ বলেছেন: সেই পুরানা কাসুন্দি, ছেলেদের লিচু খাওয়ার অভ্যাস খানা তুলে ধরা আর মেয়েদের কে একক ভাবে পতিব্রতা দেখানোর অপচেষ্টা। আপনারা মেয়েরাও যে আড়ালে আবডালে চোখের চাহুনি আর ঠোটের কারসাজিতে ছেলেদেরকে খাঁদে ফেলেন না তা কিন্তু নয়।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১০

অপর্ণা মম্ময় বলেছেন: পুরানা কাসুন্দি মানে কি? মেয়েদের কে একক ভাবে পতিব্রতা দেখানোর অপচেষ্টা কখন করলাম ভাই ? এটা নিতান্তই আমার ব্যক্তিগত কিছু কথা। তবুও শেয়ার করলাম, শুধু পুরুষ বলেই না, নারীদের মাঝেও এমনটা হয় -- এই লাইনটা চোখে পড়েনি আপনার? এখানে কারো দোষ দেখানো হয় নাই। কৌতূহল প্রকাশ করা হইছে কেন এমন ইচ্ছেটা নারী-পুরুষের মাঝে হয়। নাথিং সিরিয়াস।

কিছু মেয়েরাও ভীষণ দুষ্টু হয় সেটা তো সবাই জানে :P

৩১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

মহা সমন্বয় বলেছেন: চেহারা সবসময় যেমন সিরিয়াস বানায় রাখো, চোখ মুখ শক্ত করে রাখো আর কেমন একটা মারপিট করার ভঙ্গী নিয়া রাস্তা দিয়ে হাঁটো, কেউ তোমার সাথে যে একটু ফান করব সে সাহস কারো আছে নাকি!

এটাইডা কিন্তু সত্যিই কাজে দেয়। বিশেষ করে হিজড়া দের উৎপাত থেকে রাক্ষা পেতে উক্ত ফর্মুলা ভাল কাজে লাগে:D :D
দুইদিন আগে আমি এই ফরমুলা কাজে লাগিয়ে হিজড়ার থাক থেকে বাঁচছি।

হিজড়াদের উৎপাত থেকে রক্ষা পওয়ার পদ্ধতি নিয়ে আমি একটা পোষ্ট করব ভাবছি, যার সবই বস্তব ঘটনা।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: তৃতীয় লিঙ্গের কবলে এখনো পড়ি নাই। পড়লে কি হইবো কে জানে! আমি নিরীহ প্রাণী , মানুষজন সবই ভাই ভয় পাই আমার হিসাবের বাইরে চলে গেলে, অপরিচিত ব্যবহার দেখলে :|
ওকে পোস্ট করেন, পড়বো।

৩২| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১

রবাহূত বলেছেন: সহজ সুনদর!

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ রবাহূত

৩৩| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

লাবনী আক্তার বলেছেন:
ব্লগর ব্লগর ভালো লাগছে । :D

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ লাবনী

৩৪| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

হাসান মাহবুব বলেছেন: রেজিস্টার্ড বন্ধু ভালা নাম দিছেন তো!

টাংকি মারাটা খারাপ না, যদি না পড়ি ধরা B-))

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: রেজিস্টার্ড বন্ধু মইনুল ভাইয়ের এক পোস্টে পাইছিলাম। ভালা শব্দ।
হ চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা

৩৫| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা মানুষ ইহা চীরন্তন সত্য যেমন আমাদের এই ভান্ত্রিগুলোও থাকাও শ্রেয় । পুরুষরা এই ব্যাপারে বেশি উদাসিন । মেয়েরা ছোটকালথেকে রক্ষণশীলতার কারনে নিজের মধ্যে নিজেকে লোকানোর একটা অভ্যাস তৈরী থাকে তাই মেয়েদের লোকাতে কষ্ট হয়না কিন্তু পুরুষ বেটা একদম খোলা মেলা ....।

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: মাইয়ারা তো তাইলে দেখা যায় বহুত দুষ্টু, মিচকা বিলাই।

৩৬| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১

সায়ান তানভি বলেছেন: ব্লগর ব্লগর ভাল লেগেছে, গল্প কবিতার মাঝে একটু অন্যরকম লেখাই ভাল লাগে।

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: হুম এতে ব্রেইনের রেস্ট হয় অবশ্য

৩৭| ১৬ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

বন্যলোচন বলেছেন: লুলামি নিয়া অভিজ্ঞতা হৌক। তারপর বলব 8-|

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: কনকি এখনো ল্যুলামির অভিজ্ঞতা হয় নাই!!! হাহাহা

৩৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

উল্টা দূরবীন বলেছেন: ব্লগর ব্লগর ভালো হৈছে।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: আপনাকে ধন্যবাদ দূরবীন

৩৯| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

সুলতানা রহমান বলেছেন: এইটা পুরুষদের সাথে বেশি যায়, কিন্তু মেয়েরা এ ব্যাপার গুলো ভাবার কমই সুযোগ পায়, বিয়ের পর থেকেই তাদের এত এত দায়িত্ব থাকে !

ব্যক্তিগত ভাবে কারো বাইরের সৌন্দর্য আমি আকৃষ্ট হই না।

তবে এখানে একটাই ব্যাপার সেটা হচ্ছে বিয়ের পর আস্তে আস্তে সঙ্গীকে বোঝা হয়ে যায়, ফলে মজা -আকর্ষণ যাই বলেন না কেন তা আর হয়তো বেশি করা হয় না। অচেনা আর অজানা আমাদের টানে।

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: নিজেকে দিয়ে বুঝি যতই সময় গিয়েছে বা যাচ্ছে সঙ্গীর প্রতি আকর্ষণটা বোরিং বা কমে যাচ্ছে এমন কখনো মনে হয়নি। তাই যতটা ভুল বুঝাবুঝি বা ভুল কিছু হতে পারে বলে মনে হয়েছে সেটা কথা বলে ঠিক করে নেয়াটা যুক্তিযুক্ত মনে হয়েছে। অভিমান বা ভুল ধারণা পোষণ এসব মনের মাঝে জিইয়ে রাখলে দূরত্ব বেড়ে যাওয়ার অনেকখানি সম্ভাবনাও থাকতে পারে।

বাইরের সৌন্দর্য এর ভূমিকা কিছু না কিছু তো থাকেই। অস্বীকার করা যাবে না। তবে মেয়েরা বিয়ের পর দায়িত্বের মাঝে পড়ে এসব ভাবার সুযোগ কম পায় সেটা কিন্তু না। নারী পুরুষ উভয়ের মাঝেই এরকম ব্যাপার আছে সেটাই বলেছিলাম।

৪০| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫০

শান্তির দেবদূত বলেছেন: ওয়াও, আপনার মত এত সিরিয়াস ব্লগারের কাছ থেকে এমন চমৎকার আর সহজ সরল লেখা পাব আশা করিনি। জটিল কুটিল জ্ঞানগর্ভ কোন লেখা পড়র এমন আশা নিয়ে ব্লগে ডুকেছিলাম। যাই হোক, মজা পেয়েছি।

লেখার টপিকের ব্যাপারে বললে, আসলে এই সব ছোট খাট খুনশুটী, দুষ্টুমি জীবনেরই অংশ, শুধু মাত্রাজ্ঞান বজায় রাখতে পারলেই হল। হোয়াই সো সিরিয়াস :)

২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: আমারে নিয়া আপনাদের মাঝে এমন সিরিয়াস চিন্তা "আমি সিরিয়াস ব্লগার"!!! আমি কত হাসিখুশি মানুষ আপনি জানেন? হাহহাহা
আমি এখন সহজ সরল হয়ে গেছি B-) B-) B-)
দুষ্টামি নিয়া মোটেও সিরিয়াস না। আমারই ব্যর্থতা আমি দুষ্টামি করতে শিখলাম না। :P

৪১| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

এস কাজী বলেছেন: কবে যে এরকম একটা রেজিস্টার্ড বান্ধবী হপে আমার :'(
আমি খুব ভাল ছেলে। আপনের রেজিস্টার্ড বন্ধুর মত তাঙ্কি মারিনা। তবে পাখ পাখালী দেখি মাঝে মাঝে। =p~

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: খালাম্মা খালুর কন্টাক্ট নাম্বার দিয়েন, আমরা বড়রা দায়িত্ব পালন করে দিবোনে B-)
পাখ-পাখালি, গাছ-গাছালি দেখা ভালু। চোখের আরাম হয় :P

৪২| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,




আপনার এই ব্লগর ব্লগর সিরিজটি মনে হয় বেশ জমে উঠেছে । এখানে আপনার " আপনি "কে দেখা যাচ্ছে বাস্তব ভঙ্গিমায় ।

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: জমে উঠেছে কিনা জানি না কিন্তু আমার লিখতে ভালো লাগে। এর জন্য আলাদা কোনো প্ল্যানিং নাই, থীম বাইর করা লাগে না।
আর বাস্তব আমি ? ছিটেফোঁটা চলেই আসে লিখতে গেলে।
আশা করবো আপনি ভালো ছিলেন এবং আছেনও।
শুভকামনা রইলো

৪৩| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: রেজিস্টার্ড বন্ধু্‌... হাহাহা =p~ =p~

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪৪| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: এটা কোন সিরিয়াস জিজ্ঞাসা না বা সিরিয়াস পোস্ট না। হাল্কা পোস্ট। - এ রকমের মজাদার হাল্কা পোস্ট পেলে সিরিয়াস পোস্ট আর কে চায়, অপর্ণা মন্ময়? আপনার ব্লগর ব্লগর চলতেই থাকুক!
সে এমন এমন বাংলা গান গায় যা আমি তেমন শুনিইনি। নিজের পছন্দমত সুর, লিরিক বানিয়ে গাইতে থাকে। আর আমাকে ক্ষেপাবার জন্য বাংলা সিনেমার কিছু গান অবশ্যই গাইবে। - বাহ, তুমুল মজার ব্যাপার তো!
যাদের মন্তব্য পড়েও মজা পেলাম, লাইক করলামঃ
ইমরাজ কবির মুন (২), আমিই মিসির আলী (৪, এবং আপনার উত্তরটাও), একলা ফড়িং (৭্ + উত্তর), আরজু পনি (৯ +উত্তর), প্রীতম (১০), ১১ নং উত্তর, ফেরদৌসা রুহী (১২), আবু শাকিল (১৩, বিশেষজ্ঞ অভিমত), জেন রসি (১৫), ২১ নং উত্তর, গুলশান কিবরীয়া (২৬ + উত্তর) এবং ৪১ নং উত্তর।
রিকঝিকি শব্দটা বুদ্ধদেব গুহর " মাধুকরী" বইতে পড়েছিলাম -- এত বড় বই থেকে মাত্র একটা শব্দ, এতদিনেও মনে রেখেছেন? অবশ্য শব্দটা আমারও খুব ভালো লেগেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: দেরীতে উত্তর দেয়ায় অনেক দুঃখিত।
মন্তব্যের জন্য শুভেচ্ছা রইলো আপনাকে

৪৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

মহামহোপাধ্যায় বলেছেন: আপা, গতদিন তোমার পোস্টে কমেন্ট করবার পর মাঝখানে আবার বহুদিনের জন্য ডুব দিয়েছিলাম এটা সত্য :) তাই আগে ভাগে কারণ দর্শাই, এবার বাড়িতে গিয়ে বিশাল একটা সফর দিয়ে এলাম। তবে কাজের মাঝে কাজ করেছি যে তোমার গত পোস্টে উল্লেখ করা "রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসে নি" বইটা পড়ে ফেলেছি। মোটামুটি লেগেছে। ভালোই।


টাংকি মারার ব্যাপারে আমার অভিজ্ঞতা একেবারেই ভালু না :( আমি তো টাংকি মারতেই চাই। কিন্তু আমার বন্ধুদের কাছে কমপ্লিন যায়, আমি নাকি বেশি ভাব ধইরা থাকি :( :( এই দূঃখ কই রাখি :(( :((

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: এই বয়সে টাংকি না মারলে কবে মারবি ? তাত্তাড়ি লাইনে আয় :P

৪৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৭

আলোরিকা বলেছেন: আপু লেখাটা পড়ে কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি হল - মনের উপর দিয়ে এক পশলা হালকা বাতাস বয়ে গেল । সবার সম্পর্ক গুলোই যদি এমন স্বচ্ছ , সুন্দর ও সহজ হত !

এমনি ভাবেই ভাল থাকুন সবসময় । অনেক অনেক শুভ কামনা :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: শুভকামনার জন্য অনেক ধন্যবাদ আলোরিকা।
আপনিও ভালো থাকুন।

৪৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

কালীদাস বলেছেন: হা হা =p~
আসলেই হালকা পোস্ট, তবে রেজিস্টার্ড ফ্রেন্ড টার্মটা এবং তার সাথে পোলাদের মন ধরতে পারার জন্য আপনার চেষ্টাটা উপভোগ্য ছিল :)

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: আমার চেষ্টা এখনো অব্যাহত আছে। জীবনে কোনোদিন স্পেশাল বা অনেক গুণের অধিকারী কাউরে চাই নাই। সাধারণ ছিমছাম মানুষি আমার পছন্দ। কিন্তু আমার রেজিষ্টার্ড বন্ধু প্রতিনিয়ত আমারে দৌড়ের উপর রাইখা জীবনের মানে খুঁজতে খুঁজতে আমারে ব্যস্ত রাখে। এই জীবনে তার ভেতরের রহস্য ভেদ করা সম্ভব না। আর সে যদি স্পেশাল গুণের কেউ হইত আমার খবর আছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.