নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

ব্লগর ব্লগর - ৭

১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:২৪

অনেক অনেকদিন পর মনে হয় বাংলায় লিখছি। যেহেতু ব্লগে আসা হচ্ছে না, কমেন্ট দেয়া হচ্ছে না তাই মনে হয় এমনটা মনে হচ্ছে। এতদিন পর এসে নিজের ব্লগেই আবার লিখতে বসে গেলাম। হয়ত ভালো হত এটাই যে সহব্লগারদের ব্লগটা ঘুরে দেখলে। আসলে সেটা করার মত পর্যাপ্ত সময় এই মুহূর্তে নাই। আর অনেকদিন পর মনে হয় এই সময়ে কিছুটা " পারসোনাল" সময় বের করতে পারলাম।

আর মাথায় ইদানিং কাজ, অফিস, নতুন সিজনের অর্ডার কনফার্মেশন, স্যাম্পল, শিপমেন্ট এর বাইরে কিছুই কাজ করে না। ঘরে বা ফোনে সেই একই ব্যাপার নিয়ে রেজিস্টার্ড বন্ধুর সাথেই কথা বার্তা হয় যেহেতু সেও আমার মত একই ট্রেডের মানুষ! অফিস নিয়ে আমার কিছুটা তিক্ততা আছে সেটা এর আগেও শেয়ার করেছিলাম। তবে আমি আমার প্ল্যান আর পলিসি কিছুটা চেঞ্জ করেছি। " রেইজ ইউর ভয়েজ " এই স্লোগানে উদ্দীপ্ত হয়ে আমিও আমার ভয়েজ রেইজ করে স্যালারি বিষয়ক ব্যাপারে কিছুটা সুবিধা পেয়েছি, কাজের ব্যাপারে সুবিধা পেয়েছি। তবে সেই সাথে নতুন জবের ট্রাই আর ইন্টারভিউ ফেস করে যাচ্ছি। দেখা যাক কি হয়!

এবার আপনাদের খবর বলেন?

ফেসবুকে মোবাইল থেকে লগিন করা থাকে বলে সহব্লগারদের টুকটাক কিছু ব্যাপার চোখে পড়ে। মাঝে দেখলাম ব্লগে পাস ওয়ার্ড সংক্রান্ত ব্যাপারে কিছু পরিবর্তন বা লগিন সমস্যা হয়েছে। আজকে তাই চেক করলাম আমার ব্লগে কোনো সমস্যা হলো কি না, ব্লগিং না করতে পারি আমার আইডি হারায় যাবে এইটা তো মানতে পারবো না।

আমাকে ব্লগের কিছু ব্যাপারে একটু আপডেট করেন।

১। নতুন কোনো ব্লগার কি ভালো লিখছে গল্প, এরকম কাউকে কি চোখে পড়েছে ?
২। ব্লগে কি কোনো ক্যাচাল চলছে ? ( ক্যাচাল ভালু পাই )
৩। কবিতা ভালো লিখছে কে এখন ?
৪। জনমদাসী নিয়া নতুন আবার কি হইছে ( ফেবুতে দেখলাম আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে এবং আরো অনেক্কেই দিছে )
৫। এই হাউমাউ খাউ গাজীর গন্ধ পাউ -- এই নিক টা কার ? গাজী ভাইয়ের বিষয় কি ? আবার তার পিছনে কে বা কারা লাগলো ?

৬। ব্লগের সাম্প্রতিক যা যা জানা নাই একটু জানাইয়া আলোকিত করেন

আমার মাথা থেকে লেখালেখি চলে গেছে। পড়াশুনা ( গল্পএর বা কবিতা বা অন্য যে কোনো বিষয়ে ) করি না। কাল ইফতারের পর আমি আর আমার রেজিস্টার্ড বন্ধু রিকশায় করে ফিরছিলাম। হাল্কা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রিকশায় পর্দা ছিল না তাই ছাতা মাথায় দিয়েই ফিরছিলাম। এক সময় ছাতাটাও সে সরিয়ে দিল, বলল হাল্কা ভিজে ভিজে ফিরলে কিছু হবে না। আমি মনে মনে তার রোমাণ্টিসিজম দেখে খুশি হলেও কিছু বললাম না। সে মুহূর্তে মনে হচ্ছিলো ছোট ছোট অনেক সুখের সম্মিলনে জীবনের অনেক বাঁধা একসাথে পার করে ফেলা ব্যাপার না।

এবার আমি বিদায় নেই।
ভালো থাইকেন আপনারা।

মন্তব্য ৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৪

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,




বাহ ................. ভয়েস রেইজ করে আগমনী জানানটা দিয়ে গেলেন !
কাজ আগে ব্লগর.... ব্লগর পরে । ;) রোটি-কাপড়া আওর মকান , সবার আগে ।

আপনার প্রশ্নের উত্তর সৃজনশীলতা দিয়ে খুঁজে নিতে হবে যে ! :(

অনেকদিন পরে ! শুভেচ্ছান্তে ।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: কাজ আগে বলেই রিপ্লাই দিতে দেরি হয়ে গেলো।
আপ্নাকেও শুভেচ্ছা।

২| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৪

অশ্রুকারিগর বলেছেন: আপনার জন্য সবচেয়ে ভাল হবে গেম চেঞ্জারের সামু ব্লগব্লাস্টার সিরিজটা পড়লে। আপনার কেন, যারা একটু ব্যস্ত মানুষ আবার কিছুই মিস করতে চান না তাদের জন্য গেম চেঞ্জারের এই সিরিজটা খুবই কাজের।
পড়তে পারেন মে মাসের ব্লগ ব্লাস্টার।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ। সময় করে ব্লগ ব্লাস্টারটা দেখে নেবো

৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিদায় নেবেন কেনো থাকেন আমাদের সাথেই। শুভেচ্ছা রইল

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

অপর্ণা মম্ময় বলেছেন: বিদায় নিচ্ছি না। ওটা তো পোস্ট শেষ করলাম বলে বিদায় নিয়েছিলাম। এগেইন হাজির হয়েছি দেখছেন না !
আপনাকেও শুভেচ্ছা

৪| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাল ইফতারের পর আমি আর আমার রেজিস্টার্ড বন্ধু রিকশায় করে ফিরছিলাম

রেজিস্টার্ড বন্ধু ভালোই রসিক। বৃষ্টিতে এক আধটু ভিজতে দোষ কী? তিনি তো ঠিকই করেছেন। হাঃ হাঃ হাঃ।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: আষাঢ় তো সবে শুরু হলো , আশা করি বৃষ্টিতে আরো ভেজার সুযোগ হবে।

৫| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

আরমিন বলেছেন: আপনার পোস্ট দেখে লগিন করলাম। :)
অনেকদিন পর ! পুরনো মানুষ না থাকলে ব্লগে ভালো লাগে না।

এসব তো আমিও জানতে চাই! :)

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: আমিও অনেকদিন পর আপনাকে দেখলাম। এর মাঝে ব্লগিং করেছেন কিনা জানা নাই আমার

৬| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

আরমিন বলেছেন: আপনার পোস্ট দেখে লগিন করলাম। :)
অনেকদিন পর ! পুরনো মানুষ না থাকলে ব্লগে ভালো লাগে না।

এসব তো আমিও জানতে চাই! :)

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: এক সাথে একই কমেন্ট তিন বার! শেষেরটা তাহলে মুছে দিলাম। আমি যা যা জানতে চাইলাম কেউ তো আমার এন্সার তেমন করে দিলো না !

৭| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

বিজন রয় বলেছেন: গত একমাসে অনেক কিছু ঘটেছে ব্লগে।
কোনটা রেখে কোনটা বলি।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: একটা একটা করে সব বলেন কি কি হয়েছে

৮| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০০

সুমন কর বলেছেন: সময় করে, একটু একটু সময় ব্লগে দিতে পারেন।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: এই যে সময় করে একটু আসলাম। আশা করি ভালো আছেন এবং ভালো ছিলেন

৯| ১৩ ই জুন, ২০১৬ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যখন সময় পান উঁকি দিয়ে জাবেন , আমরা আছি----

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: এই যে একটু উঁকিঝুঁকি দিয়ে গেলাম

১০| ১৪ ই জুন, ২০১৬ রাত ১২:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: সবচেয়ে বড় ঘটনা হইলো আরণ্যক রাখাল তাঁর (চদ্রবিন্দুটা খেয়াল করেছেন?) নিক ফেরত পেয়েছেন। তাঁকে ছাড়া নাকি সামু মরে যাচ্ছিল!
আমরা ভাল আছি। আপনিও আছেন জেনে ভাল লাগছে

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: কনগ্রাচুলেশন! একটা ইফতার পার্টি হয়ে যাক নিক ফেরত পাবার সুবাদে!

১১| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২৭

কালনী নদী বলেছেন: অনেকদিন পর আপনাকে পেয়ে ভালোলাগা অনিমেস বোন!!
জনমদাসীকে বলছি আমি ফাসির মুক্তি নিক নিয়ে ফিরে আসতে। তার নামটার সাথে মেন্টাল স্লেভারি সেন্টটা ভালো রাগে নাই্।

বাদবাক সবাই অশান্তিতে আছি বোন!!!

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: জনমদাসীর আরেক নিক " ফাঁসির মুক্তি " নাকি? জানতাম না।
এত অশান্তি কীসের ?

১২| ১৫ ই জুন, ২০১৬ রাত ২:০৫

মহা সমন্বয় বলেছেন: মন্তব্যের উত্তর নেই কেনু ...... প্যাঁক প্যাঁক প্যাঁক....... :-P

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধুর মিয়া , পোস্টে কত কিছু জানতে চালাম কিছুই তো কলেন না! তাই দেরি কইরা উত্তর -- পেক পেক পেক

১৩| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:০৪

জুন বলেছেন: বহুদিন পর আসলেন। অবশ্য আমিও লগ হতে পারিনি পাসওয়ার্ড সমস্যার জন্য। এখনো ঠিক হতে পারি নি। মাঝে মাঝে এসে আমাদের উকি দিয়ে দেখে যাবেন এই প্রত্যাশা রইলো অপর্না মম্ময়।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: হাতে বেশি সময় পেলে পরিচিত অপরিচত অনেকের ব্লগেই অবশ্য যেতাম। আপনাকে পেয়েও ভালো লাগলো আপু।
ভালো থাকুন, সুস্থতায় থাকুন

১৪| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:




অনেক মিস করেছিলাম। ভালো হলো যে, সময় করতে পেরেছেন।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: জেনে ভালো লাগলো মিস করেছিলেন। আপনাকে কয়দিন পর পর মানুষজন খুঁচায় ক্যান? কি করছেন আপনি ?
ভালো থাকেন ভাই

১৫| ১৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষ সাড়ে ৭ কোটী থে ১৭ কোটী হয়ে গেছে; জনসংখ্যার বিস্ফোরণ ঘটলে, উহার মাঝে অনেক বিকলাংগ মগজের মানুষ জন্মে; উহারা মুরগীর মত জীবন যাপন করে।

১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: মজা পেলাম আপনার কমেন্ট পড়ে।
ভালো থাকুন

১৬| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪২

সাহসী সন্তান বলেছেন: স্বাগতম......!! ব্লগে ফেরত আসা উপলক্ষ্যে একটা পার্টি-পূর্টি হবে নাকি? বহুদিন কেক্কুক খাই না....!! ;)

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:৪০

অপর্ণা মম্ময় বলেছেন: রোজার মাস শেষ হোক তারপর কেক্কুক খাইয়েন

১৭| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


চ্যাকাল ভালু পেলেও ব্লগের সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারে আলুকিত করতে পারলাম না, কারণ আমিও আপনারই মতো, পুনরায় নতুন! গতকাল হঠাৎ দেখি ব্লগে প্রবেশ করা যাচ্ছে। প্রসঙ্গত বলতে হয়, দেশে থেকে ব্লগে প্রবেশ করা যায় না বলে, বিদেশে গিয়েছিলাম। সেখানে থেকে একটি পোস্ট দিয়েই দেশে ফিরে আসি /:)


রেজিস্ট্রার্ড বন্ধু.... এহেম! B:-/

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: হায় হায় কন কি, লগানের জন্য বিদেশ চলে গেছিলেন! ভালু করছেন। এখন কি দেশে থেকে লগিন করতে পারতেছেন?
কয়দিন হাল্কা ফ্রি আছি দেখি ব্লগ টলগ ঘুইরা নিজেই আলোকিত হইতে পারি কিনা
এহেম এহেম

১৮| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৪০

মানুষ বলেছেন: প্রশ্ন কমোন পড়েনি

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: এর পরের বার প্রশ্ন করার একদিন আগে প্রশ্ন ফাঁস করে দিবো নে ! হাহহাহা

১৯| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: ওয়েলকাম ব্যাক। রেইজ ইওর ভয়েস দিয়ে স্যালারিটাও রেইজ করে নেওয়ার কৌশলটা ভালোই বাৎলে দিয়েছেন। আশাকরি এটা অনেকেরই কাজে লাগবে।
আপনার এই দীর্ঘ অনুপস্থিতির মাঝে আমি "একটি অসম্পূর্ণ গল্পের গল্প" লেখা ট্রাই করেছিলাম। একবার চোখ বুলিয়ে যেতে পারেন সময় করে।
ভালো থাকুন।

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার "একটি অসম্পূর্ণ গল্পের গল্প" লেখাটা এক ঝলক দেখেছি। আশা করছি সময় করে পড়ে ফেলবো।
আপনিও ভালো থাকুন

২০| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৬

পুলহ বলেছেন: নতুনদের ব্যাপারটা বলতে পারি না, তবে আমি 'একলা চলো রে' নামক একজনের লেখার সাথে নতুন পরিচিত হয়েছি। ভালো লেগেছে উনার লেখা। সাবলীল।
পরের প্রশ্নগুলোর বেশিরভাগের ব্যাপারেই কবি আপাততঃ নীরব এবং কী-বোর্ড শব্দহীন।
শত ব্যবস্ততার মাঝে আমার ব্লগ ঘুরে গিয়েছেন দেখলাম, ভালো লাগলো খুব। আপনার মত ২০/২৫ জন যত্নশীল পাঠক পাওয়া গেলেই ব্লগের স্থবিরতা অনেকাংশে দূর করে ফেলা সম্ভব।
ব্যস্ততা কমুক। পবিত্র রমজান মাস কল্যাণ বয়ে আনুক।
ভালো থাকবেন আপু।

২১ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৬

অপর্ণা মম্ময় বলেছেন: একলা চলো রে -- ব্লগারের লিঙ্ক টা দিয়েন। দেখবো নে সময় করে।
ব্লগে স্থবিরতা চলছে নাকি জানা ছিল না। দেখি এর মাঝে ব্লগে কিছুটা সময় টহল দিব তাহলে হয়ত আইডিয়া পাওয়া যাবে।
আপনিও ভালো থাকুন পুলহ

২১| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আপনি ব্লগে অনুপস্হিত থাকাকালীন প্রায় ২/৩ সপ্তাহ আমার পোস্টগুলোতে বিশ্রী ছবি ও গালাগালি সমেত বড় বড় ফাইলকে মন্তব্য হিসেবে পেস্ট করছিল কিছু পুরাতন ব্লগার; কিন্তু উনারা নতুন নিক ব্যবহার করছিলেন; আমি নিজে মুচেছি ২৬০০ কমেন্ট, সামুও মুচেছে ঐরকম সংখ্যক।

ওরা আমার নিকের কাছাকাছি নিক নিয়ে আমার ও অন্যদের পোস্টে বিশ্রী কমেন্ট করছিল।
ওদের অভিযোগ, গত কয়েক বছর আমি নাকি খারাপ কমেন্ট করে উনাদের মন খারাপ করে দিয়েছি।

২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: মানুষের এত সময় ক্যামনে হয় ছবি, কমেন্ট করে ফ্লাডিং করার কে জানে! কে নতুন নিক নিয়া পুরাতন ব্লগার হয়ে কমেন্টায়, নতুন নিক ধারী কে পুরাতন ব্লগার এসব চিন্তাভাবনা করে গবেষণালব্ধ ফল বের করা অনেক সময়সাপেক্ষ বিষয়!
যাই হোক ভালো থাকুন গাজী ভাই

২২| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:৩২

পুলহ বলেছেন: http://www.somewhereinblog.net/blog/mmibapp

উনার ফ্যান্টাসি গল্প কয়েকটা পড়েছি, বেশ ভালো লেগেছে আমার কাছে

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: ওকে আমিও সময় সুযোগ করে উনার লেখা পড়ে নেবো। ধন্যবাদ লিংকের জন্য

২৩| ৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

আমি তুমি আমরা বলেছেন: আন্নে আছেন কেমুন?

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো আছি তা বলবো না। মোটামুটি

২৪| ২০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৮

আমি তুমি আমরা বলেছেন: ব্লগে দেখি আপনার চার বছর হয়ে গেছে। চতুর্থ বর্ষপূর্তির অভিনন্দন :)

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: আর এক সপ্তাহ পর পাঁচ বছর হয়ে যাবে!

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?
কোথায় হারালেন?
নতুন পোস্ট দিন।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০০

অপর্ণা মম্ময় বলেছেন: নতুন পোস্ট খুব শীঘ্রই দিবো।
একটু ব্যস্ত ছিলাম। আপনার খবর কি?

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: অপর্ণা মন্ময়, আপনি কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন?

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনাকে ফেসবুকে দেখি না তো! ব্লগে অনিয়মিত ছিলাম এটা ঠিক। কিন্তু ফেসবুকে তো আমি নিয়মিত। কেমন আছেন ? ২০১৮ এর বইমেলায় কি আপনার নতুন বই আসবে?

২৭| ২৬ শে মে, ২০১৭ ভোর ৫:৪৪

নূরএমডিচৌধূরী বলেছেন: ভালো লাগলো আপু।
ভালো থাকুন, সুস্থতায় থাকুন

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: আপনিও ভালো থাকুন

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নুহার কি অপমৃত্যু হবে? অপর্না মম্ময়?
ইহা কিন্তু জাতি মানবে না X((

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: নুহা নতুন তিন পর্ব লিখছি। একজন বহুত মোটিভেট কইরা লেখাইছে ভাই। এখনো নুহারে মনে রাখছেন দেইখা খুশি হইলাম

২৯| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

সুলতানা সাদিয়া বলেছেন: তুমি কই? নুহার যেই নতুন তিন পর্ব লিখেছো। পোস্ট দাও।

১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: ওরে তুমি আইসা পড়ছ ? আমি মাত্রই ফেবুতে তোমারে নকাইতে নিছিলাম। কবে পোস্টাঈবা? এলাকায় তো নিজেরে নয়া নয়া লাগে

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


মাথায় নিশ্চয় অনেক গল্পের প্লট জমা হয়েছে, লিখুন।

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০১

অপর্ণা মম্ময় বলেছেন: না রে ভাই, লেখালেখি আমাকে ছেড়ে চলে গেছে বহু আগেই। বহু বহু দিন ( আসলে তিন বছর পর ) পর আমি একটা সিরিজ লিখতাম, নাম - নুহা। সেটা আবার লেখা শুরু করেছি। এছাড়া আর নতুন কিছু লেখা হয় নাই, প্লটও ঘুরে নাই মাথায়

৩১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

বিলিয়ার রহমান বলেছেন: বেশ আন্তরিকতা পূর্ণ পোস্ট!


সম্ভবত আমি আপনি ব্লগে অনিয়মিত হবার পরেই নিক খুলেছি! তাই আপনার জানতে চাওয়া প্রশ্নগুলোর উত্তর আমি অল্প জানি অথবা একবারেই জানিনা!:)

যাই হোক আপনি যেহেতু নিজে যেচে কিছু পড়ার বা জানার আগ্রহ প্রকাশ করেছেন তাই সুযোগ বুঝে নিচে আমি একটু আমার নিজের ঢোল পিটিয়ে গেলাম!

আপমার পোস্ট করা কয়েকটা কবিতা আপনি চাইলে পড়ে দেখতে পারেন

১।রোমেরোয়াইনের আমন্ত্রণ

২। অপেক্ষা

৩। যে জীবন তোমার আমার আর বুনো নীড়ের

৪। মুখোশ

৫। ক্ষণপ্রভা

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান। জ্বি দেখব আপনার ব্লগ।
আপনার লেখা নিয়া সমালোচনা করলে রাগ হবেন না তো? ব্লগে ব্লগিং করে সহনশীলতা নামক বিষয়ের সাথে পরিচয় হয়েছে আপনার! আপনি ও পুরনো বা অনিয়মিত ব্লগারদের লেখা খুঁজে পড়তে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.