নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

ব্লগর ব্লগর - ৮

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪


এক বছর তিন মাসেরও বেশি সময় পর ব্লগে আবার কিছু লিখছি। অনেকদিন পর আবার ব্লগিং করতে ভালো লাগছে কিনা এ প্রশ্ন কেউ করলে থমকে যেতে হবে নিঃসন্দেহে। এখনো ব্লগের ফ্লো ধরে উঠতে পারিনি বিস্তারিত মতামত দেবার জন্য। বরং নিজেকে সেই নতুনের মত লাগছে যখন প্রথম এই ব্লগে এসেছিলাম। অথচ পাঁচ বছর তিন মাস পার হয়ে গেছে আমার এই ব্লগ নিকের।

হুট করেই অযাচিতভাবে এই বিষয়ের সাথে কিছুটা হলেও জড়িয়ে যাবার কারণে ব্লগে এবার আবার আসার কারণগুলোর মাঝে একটা বিশেষ কারণ।

দ্বিতীয়ত, হাতে এখন অনেক সময়। কিন্তু অবাক ব্যাপার যখন কাজ নিয়ে খুব প্রেসারে থাকতাম তখন যেমন ছটফটানি লাগতো ব্লগিং করার জন্য, লেখার জন্য, কাজের চাপেও মাথায় গল্পের লাইন, প্লট ঘুরতো এখন সেটা আর কাজ করে না। তবুও ভাবলাম সময়টা ভালো কিছুতে কাটানো যায় কিনা অন্তত ট্রাই করে দেখি।

তাই নিজের সাথে সাথে কয়েকজনকেও রিকোয়েস্ট করলাম তারাও যাতে আসে আবার ব্লগে। তাই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। কিছু কারণ বের হয়ে এলো তাতে।

১। এক্ষেত্রে যেটা বুঝলাম আইডি আর পাসওয়ার্ড জনিত একটা প্রবলেমে অনেকেই ফেস করেছেন বলে, ব্লগে আসেন না।

২। আজেবাজে কিছু পোস্ট থাকে যা অনেক লেখকদের মানের সাথে যায় না

৩। সিন্ডিকেটবাজি আর মাল্টি নিকের দৌড়াত্ম্য অনেক পুরনো ব্যাপার হলেও কেউ কেউ এসব কাঁদা ছোড়াছুঁড়িকে ভয় পেয়ে সম্মান বাঁচাতে আসেন না ব্লগে।

৪। কেউ কেউ ব্যস্ত

৫। কারো আগ্রহ চলে গেছে ব্লগিং এ কিন্তু মিস করেন। তাও আসেন না।

৬। মডারেটোরদের স্বজনপ্রীতিতে কেউ কেউ আহত নিহত হয়ে নিজের আইডির রিসেট জনিত সমাধানে যেতে চাচ্ছেন না

ইত্যাদি অনেক কারণ।

সে যাই হোক আমি এসেছি এটাই আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার। ব্লগের লেখার মান এবং এখন যারা ব্লগে সরব হয়ে ব্লগিং করছেন তাদের খুঁজে খুঁজে নিচ্ছি।

১। এর মাঝে ভুয়া মফিজ এর ভ্রমণ ব্লগগুলো ভালো লেগেছে।
২। ফয়সাল রকির গল্প ব্লগ এর গল্পের মান ভালো লেগেছে

কবিতা কম পড়ি। চোখে পড়ার মত কবিতা এখনো খুঁজে পাইনি। ল্যাদল্যাদা প্রেমের কবিতা যা আমি তুমিময় সেসব কবিতা পড়তে ভালো লাগে না। আমি যখন নয়া নয়া কবিতা লিখতাম আমিও ল্যাদল্যাদা কবিতা কিছু প্রসব করছিলাম এখন ভাবলেই অস্বস্তি লাগে। আর কবিতা লেখা ভীষণ শ্রমসাধ্য ব্যাপার আমার মতে। তাই আর কিছু বলে কাউকে আহত করতে চাই না। কবিতা পড়লে ভেতর থেকে যে অনুভবটা আসবে তা হতে হবে ব্যাখ্যাহীন, মুখ থেকে বের হয়ে আসবে " বাহ" এমন এক বিশেষণ।

ব্লগে আরো কিছু লেখা ভালো লেগেছে পড়ে, তবে তারা আমার পরিচিত ব্লগার। অনেকদিন ব্লগিং না করে করে কী করে ব্লগ লিংক দিতে হয় আমি ভুলে গেছি, যেটুক মনে আছে তা হচ্ছে গড়পড়তা ভাবে লিংক দেয়ার সিস্টেম।

এই কয়দিনে যা কিছু আমার অব্জার্ভেশন ব্লগ নিয়ে তা হচ্ছে -

১। নির্বাচিত পোস্ট দীর্ঘসময় থাকছে। যা ভালো লক্ষণ। ঘন ঘন পোস্ট নির্বাচিত হলে তা অনেক ভেতরের পাতায় চলে যায়। খুঁজে পেতে সমস্যা হয়।

২। মাল্টি নিকের আনাগোনা কিছুটা কমেছে মনে হয়। তবে চোর বেশি চালাকি করলে তার দুই একটা রেশ রেখে যায়। এমন একটা নিক খুঁজে পেলাম বা বলা যায় চোখে পড়লো। তারে ওয়াচ লিস্টে রাখলাম।

৩। কিছু ফালতু নিকের মানে ফালতু ব্লগারের ব্লগ বাড়ি স্থগিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

৪। পিনড পোস্টের সাবজেক্ট ভালো লেগেছে যাতে অনেকেই আশা করি নিজেদের মতামত দিয়ে ব্লগের বৈচিত্র্য আনতে সাহায্য করবে।

এবার আমার কিছু প্রশ্ন -

১। ব্লগকে আপনারা কেমন দেখতে চান ? কোন কোন ব্যাপার নিয়ে কাজ করলে ব্লগের পরিবেশ ভালো হবে বলে মনে করেন?

২। ভালো লেখার মানদণ্ড কী কী ?

৩। ব্লগের বোরিং ভাব মাঝে মাঝে কাটাতে মাল্টি নিকের আস্ফলনের প্রয়োজন অনুভব করেন কিনা ?

অনেক বড় পোস্ট লিখে ফেলছি আর সেই সাথে গম্ভীর কথা আমি অনেক চাই ফানি কিছু লিখতে কিন্তু ক্যান জানি ফানি ব্যাপার গুলি আনতে পারি না। টিপস দিতে পারেন এজন্য।

সবশেষে আরেকটা প্রশ্ন। ঠিক প্রশ্ন না বলতে পারেন বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ -


বীরের মত যারা মৃত্যুবরণ করেন তাদের এক কথায় কী বলা হয় ?

যে সঠিক উত্তর দিবে তার ব্লগে তিনটা কমেন্ট করবো। এখন বলতে পারেন আমি একটা বা তিনটা কমেন্ট করলেই কী? কোন হেডম আমি!

উত্তর - কিছুই না। যারা বেশি কমেন্ট পাইতে চান তাদের কমেন্ট সংখ্যা বাড়বে। আর যারা অহেতুক কমেন্ট করে ল্যাদায় তাদের খুশির মাত্রা বাড়বে আর কী!

সবাই ভালো থাকেন।

চলবে

মন্তব্য ৭৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:

"২। আজেবাজে কিছু পোস্ট থাকে যা অনেক লেখকদের মানের সাথে যায় না "

-এটা যাঁরা বলেছেন, তাঁরা সঠিক বলেননি; কেহ একদিনে মধুসুদন দত্ত হওয়ার সম্ভাবনা নেই ; এবং মধুসুদন দত্ত মাত্র একজন।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: অন্যান্য পয়েন্ট নিয়েও আলোকপাত করলে খুশী হবো চাঁদগাজী ভাই।

মধুসূদন দত্ত আবার জন্মাবে কিনা জানা নাই কিন্তু রুচির প্রশ্নকেও আপনি বাদ দিতে পারেন না। রোজ রোজ যদি দেখেন ক্যাচাল, যৌনতা নির্ভর পোস্ট প্রথম পাতায় ঘুরতেছে, সেটা কয়জনের ভালো লাগবে! বলতে পারেন ইগ্নোর করলেই তো হয়, সব আসলে ওভারলুক করা যায় না সবসময়! যাই হোক এটা জনৈক ব্লগারের মতামত - আজেবাজে কিছু পোস্ট থাকে যা অনেক লেখকদের মানের সাথে যায় না

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আবার ফিরে আসার জন্য অভিনন্দন।
ভাল বিষয় তুলে ধরেছেন। পড়ে ভাল লাগলো।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার মতামতও জানতে আগ্রহী।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১। ব্লগকে আপনারা কেমন দেখতে চান ? কোন কোন ব্যাপার নিয়ে কাজ করলে ব্লগের পরিবেশ ভালো হবে বলে মনে করেন?

২। ভালো লেখার মানদণ্ড কী কী ?

৩। ব্লগের বোরিং ভাব মাঝে মাঝে কাটাতে মাল্টি নিকের আস্ফলনের প্রয়োজন অনুভব করেন কিনা ?



১। ব্লগকে সুশৃঙ্খল ও লেখালেখির অনুকূল দেখতে চাই। ব্লগের পরিবেশ ভালো রাখাটা একইসাথে ব্লগারদের ও ব্লগ কর্তৃপক্ষের উপর নির্ভর করে। দুই পক্ষ আন্তরিক হলে অবশ্যই ব্লগের পরিবেশ ভালো থাকবে।
২। পাঠকদের কাছে ভালো লাগাই ভালো লেখার মানদণ্ড।
৩। না।

আপনার চতুর্থ প্রশ্নের উত্তর দিতে চাই না। কারণ আপনি কমেন্টের লোভ দেখিয়েছেন। আমার এই লোভ নাই বোন।

ধন্যবাদ অপর্ণা মন্ময়।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি নিজেকে পাঠকের কাতারে দাঁড় করালে কোনটাকে মানদণ্ড হিসেবে দেখেন?

লাস্টের প্রশ্নটা তো মজা করতে লিখলাম।
ভালো থাকেন আবুহেনা ভাই

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোন মন্তব্যে কে লাইক দিয়েছে সেটা দেখার সিস্টেম থাকলে ভাল হত।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: দেখি আপনার সাথে সাথে আমিও যদি জানতে পারি এই প্রশ্নের উত্তর। মডারেটর আসে কিনা এই পোস্টে দেখি।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২২

পাকাচুল বলেছেন: মাল্টিনিক ছাড়া ব্লগ জমে না। মাঝে মাঝে ক্যাচাল খারাপ লাগে না। রিফ্রেশমেন্ট।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

অপর্ণা মম্ময় বলেছেন: মনের কথা কইছেন। আমিও ক্যাচাল ভালু পাই। ব্লগের ম্যাড়ম্যাড়া ভাব কমাইতে মাঝে মাঝে দরকার আছে

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময় ,




এতোদিনে একটি কাজের কাজ করলেন ।
ব্লগর ব্লগর করে অনেক ভালোমন্দ নিরীক্ষনের কথা বলে গেছেন বলে বোঝা গেলো, ভালোবেসে অপর্ণা মম্ময় নিভৃত যতনে ব্লগের নামটি লিখে রেখেছিলেন তার মনের মন্দিরে ।

নতুন করে স্বাগতম । থাকুন ব্লগীয় পরিবেশে , নিজেদের মতো করে ব্লগকে ভরে তুলুন সমৃদ্ধতায় ।
শুভেচ্ছান্তে ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: নতুন করে শুভেচ্ছা নিলাম আহমেদ ভাই। সময় করে আপনার ব্লগের পোস্ট গুলো পড়ে নেব। আর আপনার কমেন্ট আমি খুব পছন্দ করি। আগেও বলেছিলাম

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

জেন রসি বলেছেন: আপনার কবিতা বা গল্প পড়তে আসছিলাম। এসে পাইলাম প্রশ্নপত্র। অনেকদিন পর আপনাকে ব্লগে পাইলাম। যদিও ব্লগ রিলেটেড বেশ কিছু ইস্যুতেই আপনাকে ফেবুতে বেশ অ্যাকটিভ থাকতে দেখেছি। বিশেষ করে ক্যাচাল ইস্যুগুলোতে। বুঝাই যায় আপনি ব্লগে না আসলেও ব্লগের প্রতি আবেগ অভিমান এসব আপনার ছিল।

ভালো পোস্ট, ভালো লেখা এসব আপেক্ষিক বিষয়। যেমন আপনার রুচির সাথে আমার মিলবেনা। আমারটার সাথে আবার অন্য কারো মিলবেনা। সো এসব নিয়ে মতভেদ থাকবেই।

ব্লগে আমার কোন মাল্টি নিক নেই। তবে আমি মাল্টি বিরোধী না। আমি নিকেনা, নিকের কাজে ফোকাস করি। মাল্টি দিয়ে যেমন অসাধারন গল্প কবিতা লেখা যায়, লেখা নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, তেমনি আবার অন্যের পোস্টে পর্ন পিক, চটি গল্পও আপলোড করা যায়। অথবা মাল্টি দিয়ে শুধু ক্যাচালের কাজেও ব্যবহার করা যায়। ব্লগের কিছু সুনির্দিষ্ট নীতিমালা আছে। সেসব ভাঙ্গলে এমনিতেই ব্যান করা হয়। আমার সমসাময়িক বেশ কিছু ব্লগারকেই তাদের ব্যান করায় রাগে ক্ষোভে ব্লগ ছাড়তে দেখেছি।

যাইহোক, আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

ল্যাদাইতে আসছিলাম। কাজ শেষ। ;) শুভ ব্লগিং। :)






১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: বহু কষ্টে একটা গল্প লেখা ধরেছিলাম। মাঝপথে থেমে আছে কারণ আগ্রহ পাচ্ছি না। জোর করে এসব আসে না এটাই প্রমাণ।

ক্যাচাল ইস্যুগুলিতে ফেসবুকে সরব! যারা ব্লগিং করেন অনেকের আইডিই সাথে যুক্ত থাকায় সেসব চোখে পরে যায় আর কী!
তবে মাল্টিবাজি করা হয়নি। যা বলা দরকার নিজের নিকেই বলা যায় আর বলতে না চাইলে এভোয়েড করাটাই ভালো। মাল্টি ব্যান করলে রাগের কিছু নাই যদি না মূল নিক হারায়।

আমিও কয়দিন ব্লগে ল্যাদাচ্ছি। ল্যাদানি হয়ত আবার দুই একদিনের জন্য কমে যাবে।
কমেন্ট করার জন্য থ্যাংকস

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে, আসলে আগের মতো ব্লগে আসা হয় না। আমি ভুল না হলে আপনিই হয়তো সে যিনি নবনীতার ডায়েরি লিখতেন।

ব্লগে আবার ফিরে আসার জন্য অভিনন্দন রইলো।

আসলে লেখা লেখির সাথে জড়িত থেকেই এক পর্যায়ে লেখা সুন্দর হবে, লেখার মানসম্মত হবে। কেউই শুরুতেই ভালো কিছু লিখতে পারবে না। আসলে আপনার ২নং এর কথাটি আমার মতো ছোটখাটো লেখককে লেখার প্রতি অনুৎসাহিত করবে, ভিতি সৃষ্টি করবে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: হ্যা নবনীতার ডায়েরি লিখতাম যে সময়টা তখন ব্লগে নিয়মিত ছিলাম।
দুই নাম্বার পয়েন্টে ভয় পাবার কিছুই নাই। জাস্ট অন্যদের মতামত জানতে চাওয়া এই আর কি। আপনি এখন নিয়মিত ?

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন: ২০১৫ নভেম্বরের পর ২০১৭ তে এসে আবার দুইটা পোস্ট দিসি! আমি ফিরেছি কিনা জানি না। আর এই কিছুদিনে টুকটাক যা পড়েছি অনুসারিত ব্লগ ব্যাতিত যা পড়েছি তাতে আমি পুরোপুরি হতাশ। হয় আমি ভালো পোস্টের সন্ধ্যান পাইনি কিংবা দীর্ঘ বিরতীর কারণে সেভাবে মনোযোগ দিতে পারিনি।

নির্বাচিত পাতা নিয়ে আগেও ক্যাচাল হয়েছে। ভিবিষ্যতেও হবে। হে হে হে!

আমার পোস্টে পরপর তিনটা কমেন্ট করা দরকার নাই। ;)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: তোমার ফেরাকে ফেরা বলে না। ভালো মত ফিরলে ভালো পোস্ট খুঁজে পাইতা। আর ভালো পোস্ট খুঁজে পাইলে আমাকে লিংক দিয়ে যেও। আমিও পড়বো।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

মাগুর বলেছেন: পোস্টে উল্লেখিত ব্লগে না আসার ৬টি কারন অতিক্রম করে যখন ১ বছর ৮ মাস পরে পোস্ট দিলাম সে পোস্ট প্রথম পাতাতেও ঠাঁই পেলো না! সম্ভবত অনেকদিন না আসার কুফল! তবে এতদিন পর মনের মতো বড়সড় একখান পোস্ট লিখতে পেরে আমি নিজেই খুশি!

ইভেন কমেন্ট করতেও মজা লাগছে! শুভকামনা আপু, চলুক ব্লগর ব্লগর আগের মতো! :)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: পাঁচ বছর ৮ মাস আপনার ব্লগের বয়স। প্রথম পাতায় যাইব না ক্যান বুঝলাম না। আপনার পোস্ট এর লিংক ফেবুতে দেখছি। পড়ে ফেলবো। মোডারেটর কে জানানো দরকার বিষয়টা। অবশ্য তারও কাজ কাম থাকে, তাই মনে হয় তার চোখে পড়ে নাই

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬

জুন বলেছেন: আশাকরি আপনার ব্লগর ব্লগর এ দফা আর থেমে যাবে না অপর্না মম্ময়।
শুভেচ্ছা অশেষ ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন। ব্লগর ব্লগর চলবে কতদিন জানা নাই আপু

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

বিলিয়ার রহমান বলেছেন: ফের একটা নতুন পোস্টের জন্য ধন্যবাদ!:)

আপনার আগের ব্লগর ব্লগরের ধারাবাহিকতা এই পোস্টেও যথারিতি বহাল রেখেছেন! আইমিন এটাও একটা প্রশ্নপত্র আরকি!;)


এই পরীক্ষায় ফেল করতে চাই মানে উত্তর পত্র ফাঁকা রাখতে চাই!:)

হ্যাপি ব্লগিং!

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

অপর্ণা মম্ময় বলেছেন: আমি আপনাকেই আশা করছিলাম আমার ব্লগে। এসেছেন খুশি হলাম।
প্রশ্নপত্র দেখে ভয় পাইলে এভোয়েড করেন, নো প্রব্লেম। পাশ ফেলের ব্যাপার নাই :)
আপনার সাবলীল ব্লগিং এর জন্য আপনার ব্লগে সময় দিতে চাই।
ভালো থাকেন। আসতেছি আপনার বাড়িতে।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

অলওয়েজ ড্রিম বলেছেন: ধন্যবাদ, আমাকে ব্লগে টেনে আনলেন বলে।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৬

অপর্ণা মম্ময় বলেছেন: আনার পরেও দায়িত্ব শেষ হয় না নাঈম ভাই।
আপ্নিও নতুন কিছু লিখে আবার শুরু করেন।
বেস্ট অব লাক

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

জাহিদ অনিক বলেছেন:






চোখে পড়ার মত কবিতা এখনো খুঁজে পাইনি।
- একটা কবিতাও পান নি এই এক বছরে, আমি মিন যে এক বছর পরে আপনি লিখছেন ।

কোন কবির কোন কবিতা আপনার কাছে ঠিক কবিতা বলে মনে হয় নি ?

খুবই দুঃখজনক কথা। যতদূর দেখছি এই ব্লগে গত এক বছরের কথাই যদি বলি দুই তিনজন খুব ভাল মানের কবিতা লিখছেন।
এটা অবশ্য আমার দৃষ্টিভঙ্গি।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার সুন্দর সুন্দর মন্তব্যগুলো কয়েকজনের ব্লগে দেখেছি। ভালো লেগেছে আপনার মতামত সেখানে পড়ে।
এক বছর পর এসে সেভাবে সবকিছুতে চোখ পড়েনি। যে কয়টা কবিতা দেখেছি ল্যাদল্যাদাই লেগেছে।
যারা যারা ভালো মানের কবিতা লিখছে তাদের লিংক কাইন্ডলি দেবেন, ভালো কবিতা মিস করতে চাই না।
আপনার ব্লগ বাড়ি ঘুরে দেখার ইচ্ছে আছে। ভালো থাকবেন অনিক।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: লাইভ ফিডব্যাক না পাওয়া যাওয়ার কারনে ব্লগিং এর আগ্রহ কমে গেছে। আমি সাধারণত গভীর রাতে ব্লগে আসার সময় পাই। আমি যে সময় ব্লগিং শুরু করেছিলাম সেই সময় রাত জাগা ব্লগার এর সংখ্যা বেশি ছিল। তখন গভীর রাতেও ব্লগিং করে মজা পেতাম। এখন একটা কমেন্ত এর রিপ্লাই দেয়া কিংবা কমেন্টের উত্তর পেতে হয় দিনের বেলায়। জা আমার জন্য এক দিন পর হয়ে যায় তাই এখন আর আগের মত উৎসাহ পাই না।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: যারা রাত জেগে ব্লগিং করে সেখানে খুঁজলেও আপনার সতীর্থ পাবেন বোধ হয় আব্বাস ভাই। সমস্যা নাই আপনি আপনার সুবিধাজনক সময়ে ব্লগিং শুরু করেন ধীরে ধীরে। আমাদের কাউকে না কাউকে পাবেনই। সামু ব্লগে পোস্ট দিলে বা কমেন্ট করলে ফিডব্যাক তাড়াতাড়িই পাওয়া যায় এটা একটা প্লাস পয়েন্ট।

দুঃখিত কাল সারাদিন ঢাকার বাইরে ছিলাম, ব্যস্ততায়। তাই দেরী হলো রিপ্লাই দিতে।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

এডওয়ার্ড মায়া বলেছেন: রাত জেগে ব্লগে থাকাটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছিল এবং ব্লগে রাতের আড্ডা ছিল জমজমাট।বেশ উপভোগ করার মত।
ক্রিয়েটিভ নিক,গ্রাম্য ভাষার প্রেক্টিস,গালি,যুক্তি।
সবচেয়ে অবাক লাগত ব্লগাদের মনস্তাত্বিক চিন্তা-ভাবনা।একেক জন একেক ভাবে, কি অদ্ভুত চিন্তা নিয়ে লিখে,কমেন্টস করে।
স্যাটায়ার ছিল হিট পোষ্ট।ব্লগীয় মতাদর্শ ভিন্ন হলেও প্রত্যেক ব্লগারদের মধ্যে সম্মান এবং আন্তরিকতা ভার্চুয়ালের বাইরে থেকেও স্পষ্ট বোঝা যেত।
ভাল লিখতে পারতাম না কখনোই ।
প্রিয় ব্লগারদের নিয়মিত পোষ্টে থাকার কারনে যুক্তি-খন্ডনে বেশ মজা পেতাম।
ব্লগে আমি আসি আগের চেয়ে একটু কম।কিন্তু যাদের সাথে ব্লগিং করতাম তাদের কমেন্টসে,লেখায় যে মজাটা পাওয়া যেত,নতুন রা অনেক মেধাবী ব্লগার হলেও তাদের সাথে সেই মজাটা পাওয়া যায় না ।
কেমন জানি মেকি মেকি লাগে :) :) :)
আমার রাত জেগে ব্লগ পড়ার মজার স্মৃতি আছে।অনেক গুলা আছে,আজকে একটা শেয়ার করি।
একদা এক রাতে-ব্লগের জিনিয়াস ব্লগাদের দ্বারা সামু হ্যাক হইছিল।ত সেই হ্যাকার জানা আপার ব্লগে মজার একটা লেখা দিয়ে সোজা পিনড পোষ্ট করে দিছে।ব্লগার
কাসাফাদ্দৌজা নোমান জানা আপার সেই পোষ্টে লিখছে
-হ্যাকার ভাইয়ের দয়ার শরীর।আমার একটা পোষ্ট যদি ষ্টিকি করে দিত।নাতী পুতিরে বলতে পারতাম-এই আজকাল তোরা কি ব্লগিং করিস??জানিস আমার একটা পোষ্ট ষ্টিকি হয়েছিল :) :) :)
কমেন্টস ফানি হলেও,কিছুটা ক্ষোভ ছিল। লেখা নির্বাচিত না হওয়া,ষ্টিকি না হওয়া এসব নিয়ে।
আজকাল নোমান ভাইদের মত ব্লগাদের ষ্টিকি পোষ্ট লাগে না।অনেক পাঠকের কাছে তিনি নিজেই ষ্টিকি।
অনেক আগে জাদিদ ভাই ব্লগ নিয়ে বলছিলেন-আজকাল কেউ ভাল লেখক হতে চায় না,সবাই ব্লগার হতে চায় :)
কথার বাস্তবতা ভাল টের পাইছি।
যাই হোক অফটপিকে হুদাই আজাইরা একটা কমেন্টস করলাম যাহার আগামাথা খোঁজার দরকার নাই।
মূল টপিকে কথা কই-
ভালো লেখার মানদণ্ড কী কী ?
প্রথমে জনপ্রিয়তা আশা না করে, ভাল লেখা উপহার দেয়া।যেন পাঁচ/দশ বছর পরে বলা যায়-এই লেখাটা আমি লিখেছি !
ইহা আমার মৌলিক সৃষ্টি কর্ম।
ধন্যবাদ

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: মোটেও অফটপিকে ফাও প্যাঁচাল পারো নাই। আমি খুব এঞ্জয় করছি তোমার কমেন্ট।
তুমি কবে পোস্ট দিচ্ছ? নাকি দিয়ে ফেলছ দেখা হয় নাই। এক কাজ করো, তুমি অনেক আগের পোস্ট যেগুলি মজার ছিল, কোনো কাহিনী যুক্ত আছে এমন পোস্ট খুঁজে বের করে লিংক জুড়ে দিয়ে পোস্ট দাও। পুরান পোস্ট নিয়ে মজার স্মৃতিচারণ করা যাবে, যারা জানে না তারাও জানবে। আমি নিজেও অনেক কিছু জানি যারা সদর্পে আগে এখানে ব্লগিং করে গেছে তাদের চিন্তা- লেখা ইত্যাদি এসব নিয়ে।
মৌলিক লেখার গুরুত্ব সবযুগেই থাকবে।
নতুন মেধাবী ব্লগারদের চেহারা চিনতে চাই, লিংক দিও। আজকে ভুলে একটা আজব পোস্টে অফলাইনে ঢুকে গেছিলাম। মাথা ধরে গেছে পড়ে। পুরান মদ নতুন বোতলের মত লাগলো।

ভালো থাইকো। পোস্ট লিখো, সবাই মিল্যা ব্লগাই, আনন্দ করি।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৮

কালীদাস বলেছেন: খিদা লাগসে। খাইতে যাওয়ার আগে লাস্ট কমেন্টটা আপনার এইখানেই কর্তাসি। আপনের অবজার্ভেশনের পয়েন্টগুলা ভাল, একমত হৈলাম। এলা উত্তর দেই:

১। ব্লগকে আপনারা কেমন দেখতে চান ? কোন কোন ব্যাপার নিয়ে কাজ করলে ব্লগের পরিবেশ ভালো হবে বলে মনে করেন?
নর্মাল ইন্টারএকশন ঠিক থাকলে এই প্রশ্নটা আসত না। সারা দিন সেটা নিয়েই বকবক করেছি। ছাগু, ছাগবান্ধব মুক্ত ব্লগে সুস্হ ইন্টারএকশন চলবে সিন্ডিকেট ছাড়া: আপাতত এটুকুই। প্রায়র এক্সপেরিয়েন্স এটাকেই সাফিশিয়েন্ট বলে।
২। ভালো লেখার মানদণ্ড কী কী ?
লেখা কিসের উপর তার উপর ডিপেন্ড করবে। মৌলিকতা কমন মানদন্ড হতে পারে অনেক টপিকে।
৩। ব্লগের বোরিং ভাব মাঝে মাঝে কাটাতে মাল্টি নিকের আস্ফলনের প্রয়োজন অনুভব করেন কিনা ?
গত সাতবছর সেফ আছি, আর ব্যান খাইনি। সেকেন্ড টাইম ব্যান খাইলে হয়ত এই কুশ্চেনের উত্তর দেয়ার যোগ্য হমু।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: আপনারে দেখি আজ সারাদিনে দেখলাম না। আবার ব্যস্ততা?

আপনার ১ নাম্বার পয়েন্ট এর সাথে একমত।

২ নাম্বার পয়েন্টে বলতে পারি - আমার কাছে ভালো লেখার মানদণ্ড সেগুলোই যা নিয়ে আমি লেখকের সাথে আলোচনা করতে পারবো, তার লেখা নিয়ে ভাববো এবং আবার তার লেখা পড়ার আগ্রহ প্রকাশ করবো।
মৌলিকতা কমন মানদন্ড হতে পারে অনেক টপিকে -- ভালো লাগলো যুক্তি।

৩ নাম্বার পয়েন্ট - নিজের নিক দিয়ে সবকিছুতে মতামত তুলে ধরতে পারলে মাল্টি নিকের চেয়ে সেটাই অধিকতর গ্রহণযোগ্য।

সময় নিয়ে আসেন। ব্লগ ঘুরেন। ছিমছাম একটা ভ্রমণ পোস্ট দেন অথবা গল্পের। আপনি কি গল্প লেখেন?

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৬

ফেরদৌসা রুহী বলেছেন: ব্লগ নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই।

এখানে নানা রকমের লেখা আসে, যেটা ইচ্ছা হয় পড়লাম, ভালো না লাগলে স্কিপ করে যাই।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগ নিয়ে অনেকেই সিরিয়াস হয়ে সাইকো হয়ে যায় রুহী আপা।
ব্লগ নিয়ে আপনার সিম্পল মতাদর্শ ভালো লাগলো। রিফ্রেশড হচ্ছেন এটাই বড় কথা।

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৬

মলাসইলমুইনা বলেছেন: ব্লগটাকে একটা ওপেন প্ল্যাটফর্ম হিসেবে দেখতেই ভালো লাগবে I অনেকে অনেক ধরণের চিন্তা ভাবনা করবে, মতামত দেবে, মাঝে মাঝে সেগুলো ব্রম্মরন্ধ জ্বলে উঠবে, দলবাজ রাজনীতির পাগলামিমার্কা কথাবার্তা শুনে টম যেমন জেরিকে মাঝে মাঝে মেরে চ্যাপ্টা করে দিতো তেমন নাক চ্যাপ্টা করে দিতে ইচ্ছে করবে, কিছু গল্প -কবিতা পরে বিরহ বিরহভাব হবে এসব নিয়েইতো ব্লগ I ভালো না লাগলে ধ্যাত্তরি বলে লগ আউট করবো I এটাই আমি চাই I নোংরামি ছাড়া কোনো নিয়ন্ত্রণের আমি পক্ষপাতী না I লেখার স্বাধীনতাটা খুবই দরকার অনেক কিছুর শুরু আর শেষ করার জন্য I

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: মলাসইলমুইনা, লেখার স্বাধীনতা তো একেক জনের কাছে একেক রকম। স্বাধীনতা পালন করতে গিয়ে যা নৈতিকতা বিরোধী এবং আরেকজনের মনে অকারণে আঘাতের কারণ তৈরি করে তখন কী করবেন?
ব্লগের মজাই এটা, নানা ধরণের টপিক আসে, কথা বলা যায় এবং ধৈর্য এর পরীক্ষাও হয়।
নোংরামি আসলে কাম্য না বেশীরভাগের কাছেই।
ভালো থাকবেন।

২০| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মডারেটরদের মধ্যে কোন স্বজন প্রীতি নাই। কেননা তাহাদের স্বজনদিগদের কেহই ব্লগে ব্লগার নয়। সুতরাং এই অভিযোগ- স্বজন হইতে না পারিবার স্ফালন মাত্র।

আজেবাজে কিছু পোস্ট থাকে যা অনেক লেখকদের মানের সাথে যায় না - এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য, ব্যক্তিবিশেষের দৃষ্টিভঙ্গিকে সামগ্রিকভাবে দেখার সুযোগ খুবই সীমিত।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো তোমার উপস্থিতি।
কমেন্টে লাইক বাটনে কারা প্রেস করছে জানার অপশন আছে? ডিজলাইক বাটনের ব্যবস্থা করা যায় ?

২১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ভাবনায় ফেলে দিলেন।নানাবিধ প্রশ্নের অবতারণা করেছেন। ভেবেছিলাম অপর্ণা মন্ময় নতুন কোন গল্প অথবা কবিতা নিয়ে উপস্থিত হলেন দীর্ঘদিন পর।
আমি তুমি আমরা আমার বেশির ভাগ কবিতা এই কক্ষপথেই ঘুরাঘুরি করে।

ব্লগে সুস্বাগতম এ বলেই শেষ করছি। দীর্ঘদিন পর ব্লগে আসলেন ব্যাপারটিতে ভালো লাগা দিলাম। আশা করি ব্লগে নিয়মিত হবেন । :)

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি কি ব্লগে নিয়মিত ছিলেন সেলিম ভাই ?
আচ্ছা শুরুটা না হয় আমি তুমি আমরা দিয়েই করেন, সমস্যা নাই। কিংবা আপনার রাজপুত্রকে নিয়েও ব্লগ লিখতে পারেন। আশা করি লিখেও আপনার ভালো লাগবে।

২২| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: ইফ যদি ইজ হয় অয়াট অর্থ কি ?
এত্তগুলা প্রশ্ন করলে উত্তর দিমু কি :P :P
শুভ জন্মদিন আপা

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: উত্তর দেয়া লাগবো না। ভাগো। ফাঁকিবাজ সবটি। সবার মাথায় এত বুদ্ধি ভাবলাম একটু খোঁচাখুঁচি করুম কিন্তু তোমরা সবাই ভদ্র হইয়া গেছো।
হ শুভেচ্ছা লইলাম সারাদিন আর সন্ধ্যা ভরে। ধন্যবাদ তোমাকে

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

শাহেদ খান বলেছেন:
ব্লগে আপনার আগমন!
শুভেচ্ছা! স্বাগতম!

ফিরে এসেছেন, পাশাপাশি আরও ব্লগারদের ফিরিয়ে আনার চেষ্টা করেছেন দেখে ভাল লাগল!

সিজনটাই বোধহয় এমন। আমিও গতমাসে হুট করে ফিরলাম, এবং আরও ক'জনের মাঝে এই ট্রেন্ড দেখছি!

'এক কথায় প্রকাশ' - উত্তরটা জানলেও দিব না! কুইজ না জিতেও পোস্ট দিয়েই আমি কমেন্ট আদায় করে নিব, এ আমার নির্বাচনী ওয়াদা! :-0

যাতায়াতে নিয়মিত হতে চেষ্টা নিব। সবসময়ের শুভেচ্ছা!

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার ব্লগ পোস্ট যেটা নতুন লিখছেন, মোবাইল থেকে এক ঝলক দেখছিলাম। একটু পর আসতেছি।
আন্তরিক ভাবেই চাই যারা যারা অনিয়মিত তারা সবাই সময় বের করে আসুক। সপ্তাহে একদিন হলেও আসুক।
আপনাকেও শুভেচ্ছা

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩০

ভুয়া মফিজ বলেছেন: দুই ব্লগর ব্লগর এর মধ্যে ১ বছর ৪ মানের ব্যাবধান! টু মাচ!!! মাসে অন্ততঃ একটা তো দিবেন! খুব দরকারী কতোগুলো কথা বলেছেন। তবে আপনার পোষ্টে আমার লেখার মন্তব্য দেখে খুশি লাগছে, আবার একটু লজ্জা লজ্জাও লাগছে। একেবারে যাকে বলে টক-মিষ্টি অবস্থা। ৩নং পর্ব দিলাম। এইবার কিন্তু আরো উন্নতির সাজেশান দিবেন, সিনিয়র ব্লগারের কাছে এইটুকু তো চাইতেই পারি!!!

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৬

অপর্ণা মম্ময় বলেছেন: নেক্সট চেষ্টা করবো দেরী করে পোস্ট না দিতে।
আপনার তিন নাম্বার পর্ব পড়া হয়নি। গতকাল বিজি ছিলাম। আজকে দেখবো।

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭

আখেনাটেন বলেছেন: ল্যাদল্যাদা প্রেমের কবিতা যা আমি তুমিময় সেসব কবিতা পড়তে ভালো লাগে না। আমি যখন নয়া নয়া কবিতা লিখতাম আমিও ল্যাদল্যাদা কবিতা কিছু প্রসব করছিলাম এখন ভাবলেই অস্বস্তি লাগে। --- এই ল্যাদল্যাদা শব্দের উপযুক্ত মানে করতে পারছি না। :P যদি খুলে বলতেন।

অাপনার ব্লগ ও কমেন্ট পড়ে মনে হচ্ছে আপনি মজার একজন মানুষ। চলুক ব্লগর ব্লগর নিরন্তর।

এখানে অনেকেই বেশ ভালো কবিতা লিখছে আমার মতে।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

অপর্ণা মম্ময় বলেছেন: ল্যাদল্যাদা মানে লুতুপুতু কবিতা। যাই হোক, এমন কবিতা পেলে আমি আপনাকে লিংক দিবো নে।
আমি সত্যিই মজার মানুষ হতে চাই।
আপনার ব্লগে গেছিলাম। সময় নিয়ে দেখতে হবে আরো। আশা করছি আপনার সাথে ব্লগিং আনন্দময় হবে।

২৬| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


নুহা নবনীতার ডায়েরি ইত্যাদি বাদ দিয়া ব্লগর ব্লগর শুরু করেছিলেন, হেইডাও ঠিকমতো করলেন না! অনেক ব্লগারই এরকম। অবশ্য পাঠক হিসেবে আমি নিরাপদ জায়গায় থাকতেই পারি।

ব্লগরে আর কীভাবে দেখুম? এভাবে অন্তত দেখতে চাই না। ভালো লেখকেরা অন্তত মাসে একটি লেখা পোস্ট দিক। তাতে ভালো লেখার কিছু ধারাবাহিকতা থাকে... এভারেজ লেখকেরা নিজেদের অবস্থান মূল্যায়ন করতে পারেন।

ভালো লেখা মানে ভালো লেখা। পড়তে যা ভালো লাগে, মনে লাগে! যা চিন্তায় এমন কি আচরণে প্রভাব ফেলে... আমার ধারণা এতটুকুই!

বই পড়া বাদ দিয়েছি সেই কবে! সময় পেলে এখন শুধু ঘুমাই। কিন্তু ব্লগের লেখা আজও আমার কাছে আকর্ষণীয়। নতুন পুরাতন পোস্ট মিলে ব্লগ এখনও যৌবন ধরে রেখেছে! ভালো থাকার জন্য নাকি ভালো লাগার বিষয়গুলোতেই মজে থাকতে হয়। সেটিই করি। তবু... কী যেন নেই! কারা যেন নেই!

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনি কবে থেকে নিয়মিত হচ্ছেন ব্লগে, সেটা বলেন। নাকি পোস্ট দিতে গেলে আবার বিদেশ যাওয়া লাগবে?
কী যেন নেই, কারা যেন নেই আমারও এমন লাগে মাঝে মাঝে। নানান ধরণের পোস্ট আসে ব্লগে। সেখান থেকে মনের মত লেখা খুঁজে পড়তে গেলে একটু সময় দিতেই হবে।
ভালো থাকবেন মইনুল ভাই

২৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: আমারো নতুন নতুন লাগতেছে। ব্লগে এবার কি করা যায় ভাবতেছি।

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট দিছ নাকি নতুন কিছু? দাড়াও দেখে আসি
কোনো কবির কবিতা পর্যালোচনামূলক পোস্ট লিখতে পারো অথবা মুক্তগদ্য।

২৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১

বিলিয়ার রহমান বলেছেন: আমাকে আশা করেছিলেন!!:)

জেনে খুশি হলুম আপি!


আর আন কমন প্রশ্ন পড়লে তো স্কিপ করতেই হবে না করে কি উপায় আছে বলেন!:)

অফটপিক: আমাকে অনুসারিত রেখেছেন দেখে ছোট খাট একটা ভিড়মি( শব্দটা ঠিক এটা হবে কিনা সন্দেহ আছে) খেলাম!:)

শুভকামনা!:)

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: অবাক হবার কিছু নাই। ব্লগের রত্ন আপনি, আপনারা। আপনাদের অনুসরণ করলে তো ব্লগের কারেন্ট হালহকিকত বোঝা যাবে তাড়াতাড়ি, অনেক অজানা পোস্ট চোখে পড়বে যা দীর্ঘদিনে পড়া হয়নি অনুপস্থিতির জন্য। ঐ যে পোস্টে লিখছি না মহল্লায় নিজেরে নয়া নয়া লাগে ! হা হা হা।
আপনার জন্য শুভকামনা রইলো। আপনি কি গল্প লিখেন? তাহলে পড়তাম আর কী!

২৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩

ফয়সাল রকি বলেছেন: আমার লেখা ভাল লেগেছে জেনে প্রীত হলাম।
:)

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার অনেক গল্প পড়া হয়নি। পড়ে ফেলবো।

৩০| ১৯ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:১৪

মলাসইলমুইনা বলেছেন: আপনার কথাগুলোর সাথে আমি পুরোই একমত | এটা সত্যিই যে লেখার স্বাধীনতার বিষয়টা বিরাট | অনেকেই অনেক ভাবে এটাকে ব্যাখ্যা করবেন বিষয়টা | কিন্তু নোংরামি বলতে আমি কিন্তু অন্যের ধর্মকে আক্রমণ, সাধারণ দৃষ্টিতে যে কাজগুলো অগ্রহণযোগ্য, "যা নৈতিকতা বিরোধী এবং আরেকজনের মনে অকারণে আঘাতের কারণ তৈরি করে" সেগুলোকেও বুঝিয়েছি | লেখকের খুবই উচ্চ নিয়ন্ত্রণ থাকতে হবে মত প্রকাশে | সেটা আমি সবসময়ই ভাবি | সমালোচনা যেন নোংরামি না হয়ে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে |

১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কমেন্টে লাইক দিলাম।
আমি যখন প্রথম বাংলা লিখতাম আমার বাক্যের শেষের দাঁড়ি গুলো আপনার মতই বড় বড় হতো। অন্য এক ব্লগে এক আপু জিজ্ঞেস করেছিল আমার দাঁড়ি বড় কেন! আমি বুঝতেই পারিনি উনি কী বলেছিলেন। আমি তখন গুগল ট্রান্সলেটরে লেখা বাংলায় ট্রান্সলেট করে লিখতাম। আপনি কোন এপ্স ব্যবহার করেন বাংলা লিখতে, মলাসইলমুইনা?

৩১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ব্লগর ব্লগর অনেক ভাল লাগল।ব্লগে আছি ৯ বছর।
ব্লগে আসি পড়তে।মাঝে মাঝে টুকটাক লিখি।ল্যাদলেদে কবিতাও লিখি।
মাঝে মাঝে ক্যাচাল-ট্যাচাল চোঁখে পড়ে সে গুলো এড়িয়ে চলি।
ব্লগে অনেক ভাল ব্লগার এখনও আছেন।এটি আপনিও ভাল করে জানেন।
ভাল লেখা এখনও প্রতিদিনই পোষ্ট হয় কিন্তু যারা ব্লগে নিয়মিত নয় আবার এসেই চলে যান তারা এই সব কি ভাবে দেখবেন?
সব পোষ্ট ভিষন ভাল হবে তা নয়।আমার কাছে যে লেখটি ভাল মনে হয় সেটি পড়ি যেটি ভাল লাগে না এড়িয়ে যায়।
কিছু লেখা কয়েক লাইন পড়লেই বোঝা যায় ভাল কিনা মন্দ।
ভাল থাকুন।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো পোস্ট যেগুলো চোখে পড়বে, সেগুলো নিয়ে একটা সংকলন করা যেতে পারে। কিংবা প্রতি সপ্তাহে আপনার চোখের সেরা পোস্ট পোস্ট এবং কেন ভালো লেগেছে পোস্ট গুলো সেসব নিয়ে পোস্ট দিতে পারেন। সময় করে আপনার ব্লগ ঘুরে আসবো

৩২| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

মোস্তফা সোহেল বলেছেন: আমার লেখা এই লেখাটি আমার খুবই প্রিয় পড়তে পারেন তাপসীকে লেখা খোলা চিঠি

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫১

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার প্রিয় লেখাটি পড়ে শীঘ্রই মতামত জানাবো

৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকাল পোস্টে আলোচনা খুব কম হয়। মন্তব্যই আসে না পোস্টে। ব্লগে যদি আলোচনা না হয় তাহলে সেটা দুঃখজনক।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: আলোচনা হয় না সেটা পুরোপুরিভাবে ঠিক না হয়ত। এক কাজ করেন আপনি এমন কোনো টপিক নিয়েই লিখুন না যেখানে আলোচনার সুযোগ হয়।
ভালো থাকবেন।

৩৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এতই কম হয় যে সেটা উল্লেখযোগ্য না। কিছু নির্দিষ্ট ব্লগার (তাও কম) এদের পোস্টে আলোচনা হয়। মাঝে মাঝে ভালো পোস্ট চোখে পড়ে কিন্তু সেটায় মন্তব্য খরা খুব তীব্র। লেখা খুব সহজে আমার মাথায় আসে না। মাত্র দুইটা পোস্ট করেছি টেনেটুনে।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: হতাশ হইয়েন্না মুমিন যদি হন! হা হা
কমেন্ট অন্যের ব্লগে করেন বেশি পরিমাণে ; ফান করেন, যৌক্তিক কথা বইলা পরিচিত হন। তারপর আলোচনা টাইপ পোস্ট করেন। দেখবেন খাওন দাওন, গানাবাজনা নিয়ে দলে দলে অনেকেই যোগ দিব।

৩৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১০

কালীদাস বলেছেন: আমার কপালটাই এমন, কখনই রেগুলার হতে পারিনি। এমনিতেই সারাদিনের দৌড়াদৌড়িতে টায়ার্ড এরপর আবার কাজে বসে বিরক্তি লাগছিল সন্ধ্যার পর, তাই ব্লগে ঢোকা। না হলে হয়ত একেবারে উইকেন্ডে আসতাম :(

নাহ, আমি গল্প লেখি না এখন আর; ভবিষ্যতে লেখব এরকম আশাও আর নেই :(( ভ্রমণ পোস্ট একটা লেখা আছে প্রায় ষাট ভাগ, তিন বছর হয় লেখছি; শেষও করা হয়না আর পোস্ট যে করব ব্লগেই তো আসা হয়না :(

বাদ দেন আমার কথা, আমার ব্যাপারে আমার নিজেরই কোন আশা নেই :(( আপনি রেগুলার হন সুযোগ পেলে। ব্লগে অনেকদিন সিরিয়াস বিনোদনের কোন নিক দেখিনা, চরম বিনোদনের পোস্টও দেখিনা তেমন; যেমন জ্বীনের খপ্পড়ে বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক টাইপের পোস্ট আরকি B-))

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: যখন মুড নিয়া বসি ব্লগাবার জন্য, নেট লাইনের গতি দেইখা ধৈর্যে কুলায় না।
বিনোদন মার্কা পোস্ট আমিও খুঁজি, চোখে পড়ে নাই। আপনি আধা ভ্রমণ পোস্টই দেন, সমস্যা নাই। যে কয়দিন / মাস/ বছর বেকার থাকমু, ব্লগিং করব আশা করি। কিন্তু অলস জীবন ভাল্লাগতাছে না আর।

৩৬| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

কথাকথিকেথিকথন বলেছেন:



অনেকগুলো প্রশ্ন ! তাই উত্তর নিয়ে আছি ঝামেলায় ।

তবে বলবো- ব্লগ প্রাণবন্ত থাকুক, সবাই যার যার দক্ষতা অনুসারে লিখুক, সবাই একে অপরের লেখার প্রতি শ্রদ্ধাশীল হোক, সকল প্রকার হিংসে, ক্রোধ, আক্ষেপ ভুলে সবাই লেখালেখি করুক । লেখালেখিকে আমি সুন্দর একটি চর্চা মনে করি, এবং সেটা সবার মধ্যে সুন্দরভাবেই গড়ে উঠুক এই কামনাই করি ।

হ্যাপি ব্লগিং । ভাল থাকুন । সমৃদ্ধিতে থাকুন ।

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথি।
আপনিও ভালো থাকুন। হ্যাপি ব্লগিং

৩৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: অবাক হবার কিছু নাই। ব্লগের রত্ন আপনি, আপনারা।

সম্ভবত এটা একটা নিখাত আয়রনিই ছিলো! ( আমার বিশ্বাস তাই বলছে)

আসলে আমার মতো অরডিনারি অকিবির আবার গল্প!!!
পড়লে আপনার বদ হজম হতে পারে!

অগ্রজ ব্লগার হিসেবে যেহেতু পড়তে চেয়েছেন তাই দেয়ার জন্যই কেবল একটার গল্পের লিংক দিলাম! সুন্দরী পাত্রী এবং একটি ভেজালের গল্প

ভালো থাকুন!:)

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৪

অপর্ণা মম্ময় বলেছেন: সত্যি বলেছি।
গল্পটা পড়ে জানাবো । মোবাইলে কমেন্ট করতে ঝামেলা হচ্ছে

৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম!
মৌ্লিকতা লেখার প্রাথমিক মানদন্ড। লেখকের ও পাঠকের প্রতি সম্মান রেখে মন্তব্য করা বাঞ্ছনীয়।

২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

অপর্ণা মম্ময় বলেছেন: কমেন্টে আর সুচিন্তিত মতামতের জন্য থ্যাংকস

৩৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

রাকু হাসান বলেছেন:
আপনার ব্লগে বোধহয় প্রথম আসলাম আমি । একটি পোস্টে আপনার একটি কমেন্ট আমার ভালো লেগেছে তাই । অভিনন্দন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

অপর্ণা মম্ময় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.