নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের কোথাও একটি ছাপ রেখে যেতে চাই

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময়

চিত্রদীপ জ্বেলে রেখো ময়ূখ পিদিম; রাত্রি-কথায় বেঁধে নেবো ভোরের খোঁপা।

অপর্ণা মম্ময় › বিস্তারিত পোস্টঃ

নো ম্যানস ল্যান্ড

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২


... রাত্রি বাড়ছে। রাত্রির পায়ে পায়ে বেড়ে চলেছে আমার নির্ঘুম রাতের হিসেব। আমার সাথে সাথে জেগে রয় আরও একজন। ও হাত বাড়ালেই আমি ওর কাছে চলে যাই। কোনো এক অমোঘ টানে সে রাত্তিরের মতো উত্থালপাথাল ঝড়ের মাঝে এক ছাতার নিচে দু'জনে হাঁটতে হাঁটতে চলে যাই নো ম্যানস ল্যান্ড নামক কোনো জায়গায়; দিগন্তের শেষে ---- যার পর আর পা ফেলার জায়গা থাকে না। 

আমরা কল্পনা করে নেই কোনো স্বর্গীয় শিশুর হাসি, তার হাতছানি। বড্ড মায়াময় সে হাসি। আমাদের কানে ভাসে তার উদাত্ত আহবান, হাতছানি - এসো আমার কাছে। তোমরা চলে এসো না আমার কাছে। 

আমরা তাকে উপেক্ষা করতে পারি না। তাকে ভুলতে পারি না। সে স্বর্গীয় শিশু জানে তার বাবামায়ের নিঃসঙ্গতা। বাবা-মাও জানে তাদের শিশুটির নীলচোখের কাতরতার ভয়ার্ত কম্পন।

( অসমাপ্ত একটা লেখা, এর পেছনের গল্পটা লিখতে ইচ্ছে করে না । )

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:


গল্পটা না বলার পরও, অনেক আবেগ ছড়িয়ে আছে ছোট্ট পোষ্টে; সময় মতো, গল্পটাও একদিন লিখে দিয়েন।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: এমনিতে লেখালেখি এখন ভাল্লাগে না কিন্তু রোজ চার পাচ লাইন হলেও দিনকার রোজনামচা আমি মেইলে লিখে রাখি। পরে হলেও নিজের কাছে পড়তে ভাল্লাগে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার গল্পগুলো সব সময়েই সমাদর পেয়ে এসেছে; সুতরাং পাঠকেরা বুঝে নেবেন আপনাযকে।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: আমার একটা অসমাপ্ত লেখা আছে, এখানে ২৫ পর্ব পর্যন্ত দিইয়ে আর দেইনি। এখনো লেখাটা অসমাপ্ত। খুব ইচ্ছে ছিল এ বছর শেষ করব। আপনি আগে পড়েন নি। লিংক দিচ্ছি, সময় পেলে পড়বেন, আমাকে একটু তাড়া দিবেন লেখাটা শেষ করার জন্য।

লিংক - Click This Link

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


লিংক পেয়েছি, পড়বো

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: ঠিক আছে

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

জুল ভার্ন বলেছেন: মানুষের জীবন আটকে যায় নো ম্যানস ল্যান্ডে.... তাই নো ম্যানস ল্যান্ড বললেই অব্যক্ত থাকে জীবনের না বলা অনেক কথা!
লেখা ভালো লেগেছে। লাইক।

০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

অপর্ণা মম্ময় বলেছেন: থ্যাংকুউ

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: গল্পটা শেষ করুন। দয়া করে আলসেমি করবেন না।

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৮

মলাসইলমুইনা বলেছেন: চাঁদগাজী সাহেবের মন্তব্যটার সাথে পুরো একমত হলাম আপনার এই লেখা সম্পর্কে । খুব ব্যক্তিগত কোনো খারাপ লাগা না জড়িয়ে থাকলে প্লিজ এই লেখাটা শেষ করুন । এই রকম একটা পেছনের গল্প আমার আছে কিন্তু আমি জানি আমার কখনোই সেটা লেখা হবে না । তাই কেন জানি আপনার শক্ত গল্পের হাত থেকে এই গল্পটার না বলা শেষটা পড়তে ইচ্ছে করছে ।কেন জানিনা মনে হচ্ছে আপনি যখন বলবেন তখন আমার গল্পটাই হয়তো বলবেন আর আমি সেই একই আবেগ নিয়ে সেটা পড়বো । কোনো নির্জন সন্ধ্যায় সেই গল্প পড়ে মন বিষন্ন হবে , হয়তো চোখে খানিক পানিও আসবে । আসুক চোখে পানি, হোক মন বিষন্ন সেই সন্ধ্যায় তবুও সম্ভব হলে লিখুন এই পেছনের গল্পটা ।

ইদানিং আপনি খুবই অনিয়মিত । ব্যস্ততা বুঝতেই পারছি ।কিন্তু তবুও মাঝে মাঝে এসে লিখুন অল্প হলেও ।আপনার গল্প সব সময়ই ব্লগে আমাদের অনেক ভালোলাগার ।

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

অপর্ণা মম্ময় বলেছেন: সকালে অফিসের জন্য রেডি হতে হতে আপনার কমেন্টটা পড়লাম। এত আপ্লুত হয়েছি এত ভালবাসাময় একটা কমেন্ট পড়ে! ফ্রি হয়ে আসছি আবার।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধন্যবাদ

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা মম্ময়,




অনেকদিন পরে ফিরেছেন যথারীতি সেই সময় স্বল্পতা নিয়ে।
না লেখা গল্পটির গল্প হয়তো আঁচ করা যায় যা লিখেছেন তা থেকে। তবুও অনুমান বলে কথা! শেষটা লেখিকাই হয়তো ভালো বলতে পারবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: মোটামুটি এই মাস ফ্রি আছি মানে কাজের প্রেশার একটু কম। আশা করছি রেগুলার থাকবো। এত এত পোস্ট, আর মান যাচাই করতে গেলেও পড়তে হয়, নতুন নতুন ব্লগার দেখছি। লম্বা গ্যাপ নিয়ে ফিরে আসলে প্রতিবারই নিজেকে মহল্লার নতুন আবুল মনে হয় B-)
নতুন কোন লেখাই আসলে লেখি নাই। অল্প কিছু লেখাই নতুন পড়ছি। দেখি সেসব নিয়েই না হয় লিখব।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৪

আমি তুমি আমরা বলেছেন: অনেকদিন পর আপনার ব্লগে আসলাম। গল্পটা শেষ করবেন আশা করি।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩১

অপর্ণা মম্ময় বলেছেন: কিছু কিছু হয়ত অসমাপ্তই থেকে যায়

১১| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২১

খায়রুল আহসান বলেছেন: যেটুকুই লিখেছেন, বড় চমৎকার লিখেছেন। 'নো ম্যানস ল্যান্ড' - শিরোনামটাই যেন অনেক গল্প বলে যায়।
পোস্টে ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.