নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

ছবিতে সুন্দর দেখায় না? লাইনে দাড়াতে হবে না, এমনি এমনি নিয়ে যান দরকারী টিপস এবং ট্রিকস

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৭





আমার বন্ধু রাসেল। চেহারা দেখতে টম ক্রুজের মতো হলেও ছবি তুলতে বললেই সে আর এই দুনিয়াতে নাই। বেচারার ই বা কি দোষ? ছবিতে তার চেহারার যে প্রতিচ্ছবি আসে তাতে আজকাল মান বাঁচানো দায়। আর আশেপাশের ঘাটুবাবু / লাটুবাবুদের চেহারা বা চেহারার অভিব্যাক্তি যেমন তেমন হলেও ছবিতে এক্কেবারে টম ক্রুজ কিংবা আমাদের জলিল বন্ড ফেইল।



শুধু রাসেল ই নয়, এমন অনেকেরই এই ব্যাপারে অভিযোগ রয়েছে যে তারা বাস্তবে যতটা সুন্দর ছবিতে ততোটা সুন্দর দেখায় না। তাদের জন্য আজকের এই পোস্ট। নিজের যৌক্তিক চিন্তা-ভাবনাগুলোর লিখিত রুপ এবং ইন্টারনেটে খুঁজে খুঁজে প্রাপ্ত তথ্যের সমন্বয়ে এই লেখাটি কিছু ভালো ছবি পেতে সহায়ক হবে বলে বিশ্বাস করছি।



-) আয়না হতে পারে আপনার সব চেয়ে ভালো বন্ধু। আয়নার সামনে গিয়ে হাসুন এবং বের করুন কোন হাসিটাতে আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগছে অথবা ফোন বা ক্যামেরা দিয়ে নিজেই হাসি দিয়ে ছবি তুলতে থাকুন আপনার সিগ্নেচার স্মাইলটি খুজে না পাওয়া পর্যন্ত আর পরবর্তীতে যখনই ছবি তুলবেন আপনার সিগ্নেচার স্মাইলটি দিতে ভুলবেন না যেন।



-) মুখ থেকে কিছুটা নীচের পজিশনে ক্যামেরা রেখে কোন ছবি তুলে দেখবেন আপনার চেহারার সৌন্দর্যটাই ধরা পড়েনি ঠিকমতো। এর কারণ খুব সোজা, যখনই তেমন পজিশনে ছবি তোলা হয় তখন নাক এবং থুতনির আকার ক্যামেরার লেন্সে খুব বড় হয়ে ধরা পড়ে। এই সমস্যা এড়াতে ক্যামেরা সবসময় নিজের মুখ থেকে একটু উপরের দিকে রেখে ছবিটা তুলবেন। ছবি সুন্দর আসবে।





-) ছবি তোলার সময় একটি কথা মাথায় রাখবেন যে পেছন থেকে আপনাকে কেউ দেখছে না, সুতরাং পেছনের সব চুল সামনে আনুন। এতে করে চুল আরও ঘন দেখাবে এবং ছবিও সুন্দর আসবে আর স্টুডিও ফটোশুটের ক্ষেত্রে ড্রেস যদি ভালো মতো ফিট না থাকে তাহলে ড্রেসের পেছনে ক্লিপ লাগিয়ে নিজের পছন্দমত ফিট করে নিন ( শুধুমাত্র আপুনিদের জন্য এটা প্রযোজ্য)।





-) ছবি তোলার সময় ক্যামেরার সামনে একেবারে সোজাসুজি হয়ে দাড়াবেন না। এতে আপনার মুখের ও শরীরের সমস্যাগুলো সরাসরি প্রকাশ পাবে এবং ফেসিয়াল এক্সপ্রেশনে একটা কনফিউজ্ড লুক আসবে। ক্যামেরার সামনে সরাসারি দাড়ালে আপনার কাঁধ ছবিতে যতোটা চওড়া দেখা যাবে একটু আশপাশে এঙ্গেল হয়ে দাড়ালে তার চেয়ে কম চওড়া মনে হবে।





-) আপনার চোখের দৃষ্টি যদি সরাসরি ক্যামেরার দিকে না দিতে চান তবে অন্য দিকে তাকিয়ে থাকার মুহূর্তে আপনার চোখের মনি/তারা এমন ভাবে রাখবেন যেন ক্যামেরার ফ্রেমে চোখের সাদা অংশের আধিক্য না দেখা যায়। এতে আপনার অভিব্যাক্তিতে ফ্যাকাশে ভাব চলে আসবে।





-) আপনি যদি আপনার ডানপাশ/ডানপার্শ্ব বা বামপাশ/বামপার্শ্ব থেকে ছবি তুলতে চান এবং আপনার হাতের উপর অংশ যদি খুব বেশী দৃশ্যমান হয় তবে এক্ষেত্রে আপনার হাতটি শরীরের সাথে খুব বেশী চেপে না রেখে সামান্য ভাবে আলতো করে রাখুর। যখনই আপনি আপনার হাতটি শরীরের সাথে চেপে রাখবেন কিংবা জড়ো করে রাখবেন, আপনার হাত তখন স্বাভাবিক সময়ের চেয়ে বেশী মোটা মনে হবে।





-) ছবি তোলার ক্ষেত্রে আপনার দাঁড়ানোর স্টাইলটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি যেটি ফলো করা হয় সেটি হচ্ছে এক পায়ের সাথে আরেক পা কিছুটা আড়াআড়ি করে রেখে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেয়া। এতে করে দাঁড়ানোর ভঙ্গিটাও সাবলীল হয় এবং ছবিতেও সুন্দর দেখায়। তবে লক্ষ্য রাখতে হবে পা দুটি যেন খুব বেশী আড়াআড়ি করে রাখা না হয়। এতে দাড়ানোর ব্যাপারটা ই দৃষ্টিকটু মনে হবে।





-) অনেকেকেই দেখা যায় দুই হাত সমান করে দাঁড়িয়ে যান ছবি তুলতে। এতে আপনার চেহারায় একটা বোকা ভাব তো চলে আসেই সাথে সাথে ছবিতে শরীরের আকারটাও বোঝা যায় না ঠিকমতো। তাই ছবি তোলার সময় হাত দুটো শরীরের সাথে সমান করে না রেখে একটু দূরে রাখুন বা হাত কোমরে রেখে নিজের স্টাইলে পোজ দিন। কোমরে হাত রাখলে হাতের আঙুল গুলো ছড়িয়ে রাখবেন না। এতে করে ছবিতে নিজের চাইতে আঙুলগুলো বেশি দৃষ্টিগোচর হবে।





-) ডাবল চিন জনিত সমস্যার কারনে অনেক সুন্দর ফেসিয়াল এক্সপ্রেশন ও ছবিতে দৃষ্টিকটু মনে হয়। সে ক্ষেত্রে আপনি যদি আপনার মুখটি সোজাসুজি রাখেন তবে ক্যামেরাটি সামান্য উপরে নিয়ে এবং তা থেকে ছবি তুলে ডাবল চিনের সমস্যা এড়াতে পারেন।





-) আপনার নাক বরাবর সরলরেখা থেকে আপনার চোখের চাহনী যেন খুব বেশী বাঁকা বা over-rotat না হয় সে দিকে খেয়াল রাখবেন। এরকম অতিরিক্ত বাঁকা চাহনীর কারনে ছবিতে আপনার অভিব্যাক্তি কুটবুদ্ধি সম্পন্ন ও মনে হতে পারে ।





-) একটা ব্যাপার নিশ্চয় আপনি লক্ষ্য করেছেন যে আপনার মুখমন্ডলের ভিন্ন ভিন্ন পার্শ্ব থেকে ভিন্ন রকম লুক আসে। এই যেমন: আমার ডানপার্শ্ব থেকে বামপার্শ্বের ছবি অনেক বেশী জীবন্ত ও সাবলীল আসে। এর কারন ও বিভিন্ন রকম হতে পারে। হয়তো মুখমন্ডলের কোন এক পার্শ্বে আপনার সুন্দর এটা তিল আছে যা আপনার অভিব্যাক্তিতে একটা ইতিবাচক ও ভিন্ন মাত্রা নিয়ে আসে। আবার কারো কারো হয়তো মুখমন্ডলের কোন পার্শ্বে বিভিন্ন ধরনের স্পট আছে যা সে ছবিতে লুকাতে চাইবে। তাই আপনি ই খুঁজে বের করুন আপনার সাবলীল ফেুসয়াল সাইড এবং সে অনুযায়ী ছবি তোলার সময় সে দিকটিকে প্রাধান্য দিন।





সবশেষে যে কথাটি বলতে চাই তা হলো ক্যামেরার সামনে আপনার অভিব্যাক্তি যেন একদম ন্যাচারাল হয়। ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন - এমন কৃত্রিম ভঙ্গী যেন না দেখা যায় সে দিকটি খেয়াল রাখুন । আর হ্যা, ক্যামেরার সামনে দাড়ালেই মন থেকে হাসবেন। হাসি না আসলে আপনার জীবনে ঘটে যাওয়া মজার কোন ঘটনা ভেবে হাসুন। মনে রাখবেন, ন্যাচারাল একটি হাসি হাসি মুখ ই সুন্দর ছবি/ফটোর আসল রহস্য।

মন্তব্য ১৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি আয়নার সামনে দাড়ালে এক রকম লাগে, ছবি তুললে ওখানে অন্যরকম লাগে। :-&
আপনার পোস্ট মুখস্থ করে রাখতে হবে।
নেক্সট ছবি তোলানোর সময় আপনার বলা পন্থা গুলা ফলো করবো।যদি ঠিকঠাক আসে তাহলে ওবামা কে দিয়ে আপনার কাছে ১টা টিফিন বিস্কুট পাঠাবো !

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৩

ইমিনা বলেছেন: ওবামা কে দিয়ে পাঠাতে হবে না, আপনার ছবি ঠিকঠাক মতো হলে এবং তা জানতে পারলে আপনার জন্য বেশ কিছু টিফিন বিস্কুট পাঠিয়ে দিব ...
জানেন ই তো, শ্রম সার্থক হইলে মানুষ অনেক উদার হয়ে যায় :-B :-B :-B

২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪১

মামুন রশিদ বলেছেন: দারুণ টিপস!

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে :) :)
ভালো থাকবেন। শুভ কামনা রইলো ।।

৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪২

একজন ঘূণপোকা বলেছেন: মামুন রশিদ বলেছেন: দারুণ টিপস!

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০০

ইমিনা বলেছেন: আপনার কি তাহলে এগুলোকে দারুণ মনে হয় নি ? :( :(

৪| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬

দালাল০০৭০০৭ বলেছেন: বাহ সুন্দর হইসে আপু।


তোমাকে এতগুলা(১০০০) লাইক

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

ইমিনা বলেছেন: এতগুলো লাইক না, আপনার দেওয়া একটা লাইক ই অনেক অনেক লাইকের চেয়েও বেশী মূল্যবান ।
আর আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো :) :)

৫| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৫

মরদেহ বলেছেন: সুন্দর করে লেখা কাজের পোষ্ট। +++

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

ইমিনা বলেছেন: জী, এটা যে কাজের পোষ্ট তা বুঝতে পারার জন্য ধন্যবাদ
আর ভালো লাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা রইলো :) :)

৬| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক গবেষনামূলক পোস্ট... :)

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

ইমিনা বলেছেন: হাহ্ হা , তা বলতে পারেন । তবে রিলেটেড পিকচার পাওয়ার জন্য ইন্টারনেটের আলগলিতে বহু ঘুরতে হয়েছে ।।
মন্তব্য করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ :)

৭| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২১

বৈরী বসন্ত বলেছেন: ট্রাই করিতে হইবে...... +++++

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

ইমিনা বলেছেন: হু, জলদি ট্রাই করেন। জানেন ই তো : লেইট করলে দেরী হয়ে যায় :) :)

৮| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৩

আম্মানসুরা বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
আমি আয়নার সামনে দাড়ালে এক রকম লাগে, ছবি তুললে ওখানে অন্যরকম লাগে

একমত। আমারও একি অবস্থা।

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

ইমিনা বলেছেন: আপনাকে এবং ইমরাজ কবির মুন কে দাওয়াত দিলাম আমার বাসায় আসতে । তারপর আপনাদের দুই জনের ছবি আয়নায় দেখতে পাওয়া চেহারার মতো করে তুলে দিব ।
অার হ্যা, আসিবার সময় আইসক্রিম নিয়ে আইসেন কিন্তু :) :)

৯| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
না আমি টিফিন বিস্কুট খাবোনা, ডেলিশিয়া পাঠাবেন ||

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

ইমিনা বলেছেন: প্রথমে আমাকে বিস্কুট দেওয়ার কথা ছিল ..
তারপর আমি আমার উদারতার কারনে আপনাকে টিফিন বিস্কুট দেয়ার প্রস্তাব রাখলাম ...
এখন দেখি আমার কাছেই আরেক ধরনের বিস্কুট দাবী করা হচ্ছে :( :(
ঠিক আছে, সব কথা বাদ। আপনার প্রথম কথাই ঠিক।
আমাকে টিফিন বিস্কুট দিতে হবে ।।

১০| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ই ভাল একটা পোস্ট দিয়েছেন, আমার জুনিয়ার টিমকে শেখাতে হবে ।

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

ইমিনা বলেছেন: আপনার জুনিয়র টিম কি ফটোগ্রাফি এন মডেলিং এ খুব আগ্রহী ? তাহলে ভালই হলো :) :)

১১| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

বেকার সব ০০৭ বলেছেন: ব্যাপক গবেষনামূলক পোস্ট... :)

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

ইমিনা বলেছেন: তাই না ?
এখন কারো কাজে আসলেই পোস্ট লেখা সার্থক হবে ।
শুভকামনা রইলো :) :)

১২| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫

সোহেল সি এস ই বলেছেন: প্রিয়তে

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪

ইমিনা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :) :)
ভালো থাকবেন ।

১৩| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক আলহামদুলিল্লাহ! এত দিনে আমার একটা গতি হইল। কিন্তু ছড়াকার অনিক খান আমার চেয়েও বড় রসিক। আমাদেরকে চুড়ান্ত অপমান করে তিনি বলেছেন,

হে ফেসবুক তুমি মোরে বানাইলে মিথ্যুক!
পেঁচার মত মুখ দেখেও বলি ওয়াও কি সুন্দর মুখ।

:(( :(( :(( :((

তাই আর ছবিই তুলি না। :(

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১২

ইমিনা বলেছেন: কোন এক অনিক খান এর কথা শুনিয়া ছবি তোলা বন্ধ করা বুদ্ধিমানের কাজ নয় । ঐ লোকের ছবি পেঁচার মতো হয় বোধহয় ।
আশা করি আমার কথায় অনেক অনেক অণুপ্রানিত হয়ে ছবি তোলা শুরু করে দেবেন :P :P

১৪| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২

জীবনইসলাম বলেছেন: খুব ভাল লাগল।

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৫

ইমিনা বলেছেন: ভালোলাগা জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
শুভকামনা রইলো ।।

১৫| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্লগে এই কয় বছরে চোরা-ফোরা ব্লা ব্লা সহ অনেক কিসু শুনসি, এ প্রথম একজন কেউ বাসায় দাওয়াত দিলো !! :#) আহহা মেয়েটা যে এত্ত ভাল আমি সেটা অবশ্যি আগেই বুঝসিলাম।
ওবামাকে দিয়ে একটা টিফিন বিস্কুটের সাথে একটা আইসক্রীমও পাঠায়ে দিবো ||

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

ইমিনা বলেছেন: আহ্, সব ই আপনার মহান হৃদয়ের নমুনা :)
ভাগ্যিস আপনার দেখা পেয়ে গেছি :P :P

১৬| ১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৬

সংগ্রামী বালক বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট

১৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩

ইমিনা বলেছেন: জানিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ :) :)
শুভকামনা রইলো ।।

১৭| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

দি সুফি বলেছেন: ন্যাশনাল আইডি কার্ড করানোর আগে পোষ্টটা দিলে কামে লাগত! :||

১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

ইমিনা বলেছেন: কোন সমস্যা নাই। আগারগাও গিয়ে ছবি পরিবর্তনের জন্য ফরম পূরণ করে ছবি তুলে ফেলুন। আমি নিজে ঐখানে গিয়ে দেখে এসেছি ওদের ক্যামেরা ও ছবি তোলার পরিবেশ বেশ ভালো :) :)

১৮| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

দুঃখী__ বন্ধু বলেছেন: পোস্ট পড়ে মুগ্ধ । সোজা প্রিয়তে নিয়ে রাখি । এত কাজের পোস্ট সামুতে আজকাল কম দেখি । অনেক ধন্যবাদ এত কষ্ট করে পোস্ট রেডী করে দেয়ার জন্য ।

১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ইমিনা বলেছেন: অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আর পোস্ট প্রিয়তে নিয়েছেন জেনে আরো ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে :) :)

১৯| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৭

আদম_ বলেছেন: কমেন্ট লেকতে হাত বিষ করে তবু, তবু লেকলাম থ্যাংকু দিবার জন্য। পুস্টু প্রিয়তে

১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৭

ইমিনা বলেছেন: হাতে ব্যাথা পাবার সম্ভাবনাকে অগ্রাহ্য করে ধন্যবাদ দিয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এই শুভকামনার জন্য আর কোন দিন ই কমেন্ট করতে গিয়ে হাত বিষ করবে না :) :)

২০| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

নাছির84 বলেছেন: চুলের জন্য কোন টোটকা হবে কি ? আমার চুল আর শজারুর কাঁটা , এক কথা! মুখের গড়নটা পার্বত্যভূমির চেয়ে কম কিছু নয়। টিঙটিঙে লম্বা। তাই আপনার টিপস এবং ট্রিকস হয়তো আমার কোন কাজে আসবে না। তবুও প্রিয়তে। গুরুজনেরাই তো বলে গেছেন-কাজের জিনিষ সবসময় যত্নে রাখতে হয়।
ভাল থাকবেন। শুভ কামনা।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৭

ইমিনা বলেছেন: উপযুক্ত জায়গাতে ই সমস্যার সমাধান চেয়েছেন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সমাধানের রাস্তা পেয়ে যাবেন। এর মধ্যে কোন রুপ চিন্তা করবেন না। জানেন ই তো :বিশ্বাসে মিলায় মুক্তি,তর্কে বহুদূর :P :P

২১| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:




:P :P :P

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৫

ইমিনা বলেছেন: পিক দুটা দেখে মনের মধ্যে যে কি ভাবনা আনা উচিত তা ই তো ভুলে গেলাম । শুধু মাত্র কনফিউজড লুক নিয়ে তাকিয়ে আছি :( :(

২২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

রবি কিরণ বলেছেন: পোস্টটি সেভ করে রাখলাম। আপনি ত অনেক জিনিয়াস। গবেষণা মুলক পোস্টের জন্য ধন্যবাদ।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

ইমিনা বলেছেন: ছবি তুলতে তুলতে বিষয়গুলো এখন পানি ভাত।
কিন্তু ভাইয়া, যে ভাবে প্রশংসা করলেন তাতে খানিকটা লজ্জা পেয়ে গিয়েছি মনে হচ্ছে :P :P
ভালো থাকবেন ।।

২৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন ভাবনা আনার দরকার নাই, সব ভাবনা আমার :P :P :!>

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

ইমিনা বলেছেন: সেই জন্যই ভাবনার ক্ষেত্রে কোন রিস্ক নেই নি স্বর্ণা আপু :P :P

২৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫

নাছির84 বলেছেন: আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অব চিন্তা। দ্যাটস দ্য রিয়েল ল্যাক অব মাই অনুর্বর মস্তিস্ক। সো স্টিল নাউ ট্রাষ্ট ইজ ডাষ্ট, অ্যান্ড তর্ক ইজ স্টেপিং অ্যাহেড। :-P
আপনার এই পোষ্টটা নিয়ে অফিসের এক কলিগের সঙ্গে আলাপ করছিলাম। সে গোটা লেখাটা পড়ার পর আমাকে বললো-রোমেল ভাই, একটা প্রিন্ট দেন তো ?
-ক্যান, চন্দ্রিমায় ফটোশূট আছে নাকি ?
-আরে দুর মিয়া, বউয়ের লগে কয়েকটা ছবি তুলমু। তাই লেখাটা দরকার।
-সে তো ভাল কথা। কিন্তু তাই বলে একেবারে ব্যাকরন মুখস্ত করে পোজ হবে নাকি ? ছবি খারাপ আসলে বউ তো আর পালিয়ে যাবেনা। সে তো ঘরের লক্ষী।
- ভাইরে, ওসব বুঝবেন না। আপনার বয়স হয় নাই।
মাঝে-মধ্যে ভাবি আর কত বয়স হলে এসব হৃদয়ঘটিত ব্যাপার-স্যাপার মাথায় ঢুকবে ? বোধহয় চুল পাকার পর।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪১

ইমিনা বলেছেন: আপনার নাম বুঝি "রোমেল"?
আর হ্যা, আপনার কলিগকে বলবেন আমি তাহার আগ্রহে খুশি হয়ে আর একটা ভিন্ন রকম লেখা জমা দিব। ততোদিন যেন অপেক্ষায় থাকে :) :)

২৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৯

রবি কিরণ বলেছেন: একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে?
DSLR দিয়ে ছবি তুললে ত দেখি সবই ভাল মনে হয়।
ক্যামেরা কি একটি বড় নিয়ামক ?

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৪

ইমিনা বলেছেন: ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরা অবশ্যই একটি বড় নিয়ামক। তবে এই ক্ষেত্রে ক্যামেরার চেয়েও বেশী পাওয়ারফুল হলো Imagination. আমি এটাই বিশ্বাস করি ।

২৬| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আরে বাহ! এভাবে কেউ ভাবতে পারে এটাই ভাবিনি! সুন্দর পোষ্ট!

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

ইমিনা বলেছেন: ধন্যবাদ :) :)
আপনারা যতো কম ভাবতে পারবেন , আমার ভাবনার রাস্তাটা আরো প্রশস্ত হইবে =p~ =p~
ভালো থাকবেন ।।

২৭| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:১৭

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার পোষ্ট
তয় খালি মাইয়াগো ফুডু এডাইছেন ক্যালা ? :|
আমাগো জইল্লা বন্ড রুপবান কুনু পোলা পান নাই নাকি ? অঁ !

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮

ইমিনা বলেছেন: না ভাই,
আমাগো জইল্লা বন্ডের মতো রুপবান কুনু পোলা পান নাই :( :(
কুনুদিন যদি অমন পোলা পান, তাইলে আমারে জানাইয়েন ।।

২৮| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার পোস্ট। আমার অবশ্য ফটো-ফেইস ভালই। বরং সেই তুলনায় আমার চেহারা-সুরত খারাপ :D

পোস্ট প্রিয়তে।

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫

ইমিনা বলেছেন: উদাস কিশোর জিজ্ঞাসা করেছিলেন কেন আমি ছেলেদের ফটো দেই নি। আপনার ফটো-ফেইস এর কথা জানলে আপনাকে ই মডেল বানিয়ে পরিশ্রম কম করার সুযোগ নিতাম। সমস্যা নাই, মডেল হতে রাজী থাকলে নেক্সট টাইম আপনাকে ডাকবো !:#P !:#P !:#P

২৯| ১৮ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

একজন ঘূণপোকা বলেছেন: মামুন রশিদ বলেছেন: দারুণ টিপস!

১৮ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১০

ইমিনা বলেছেন: ঘটনা কিন্তু কিছুই বুঝলাম না :( :(

৩০| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪০

ডট কম ০০৯ বলেছেন: এরপর যারে দিয়া ছবি তুলব তারে আগে আপনার এই পোষ্ট পড়ামু তারপর ক্যামেরা দিয়া কমু যেইভাবে কইছে সেইভাবে ছবি তোল। :D

তারপরো যদি ছবি ভাল না হয় তাইলে আপনার দুষ। X(

জরিমানাও গুনিতে হইবে আপনার। ;)

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৬

ইমিনা বলেছেন: এম্মা, অন্যের অক্ষমতার দোষ কেন আমার উপর চাপাবেন?
তারচেয়ে সহজ সমাধান হলো: আমাকে দাওয়াত দেন, আমি ই আপনার আপনার টম ক্রুজ মার্কা ছবি তুলে দিব :-B :-B :-B

৩১| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

হাসান রেজভী বলেছেন: ধন্যবাদ :)

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪

ইমিনা বলেছেন: আরে নাহ্, ধন্যবাদ তো আমি আপনাকে দিব।
পোস্টে এসে সুন্দর একটা হাসি কয়জন ই বা দিতে পারে ?
শুভ কামনা রইলো :) :)

৩২| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

উপপাদ্য বলেছেন: আপাদমস্তক গবেষনামুলক পোস্ট।


কিন্তু দারুন ............

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

ইমিনা বলেছেন: ভালোলাগাটুকু জানিয়ে গিয়েছেন বলে অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন :) :)

৩৩| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

হেডস্যার বলেছেন:
চমৎকার টিপস !!
খুব ভালো লাগ্লো....কাজে লাগবে।
+++++ :)

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮

ইমিনা বলেছেন: মাননীয় হেডস্যার, আপনার ভালোলাগার কথা শুনে তো আমি ধন্য হয়ে গেলাম।
অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা রইলো :) :)

৩৪| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪০

নাছির84 বলেছেন: জ্বে, আমার নাম রোমেল। আমার কলিগকে বলিয়া দিয়াছি। এসব ব্যাপারে তাহার আগ্রহে কখনোই ভাটা পড়িতে দেখি নাই। সে অপেক্ষা করিতে এক পায়ে খাড়া.......

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৩

ইমিনা বলেছেন: হা হা হা,
এক পায়ে দাড়িয়ে থেকে কষ্ট করতে হবে না। আমি কিছু দিনের মধ্যেই উনার পছন্দসই লেখা হাজির করছি :) :)

৩৫| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার পোষ্ট! তবে সুন্দর হলো কিনা এই ঈগোতে আমি ভুগিনা।






ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

ইমিনা বলেছেন: অতো খুঁতখুঁতে স্বভাবের না হওয়া ই ভালো। তাতে আর যাই হোক না কেন, মন থেকে শান্তি পাওয়া যায়।
কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
ভালো থাকবেন ।।

৩৬| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

হাসান মাহবুব বলেছেন: আপনার এই পোস্টের কারণে অনেকেই ধরা খাবে।

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯

ইমিনা বলেছেন: আরে বাহ্, তাহলে তো ভালোই =p~ =p~
নিজের অজান্তে কি চমৎকার কাজ করে ফেলেছি :P :P :P

৩৭| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৩

আদম_ বলেছেন: ওফ!!! যাক বাবা বাচা গেলো। হাত বিষ থেকে তো বাচলাম। আমার একটা ফটুক তুইলা দিবেন.......দিলে বড় খায়েশ ছিলো জীবনে অন্তত একটা ভালো ছবি উঠার :(( :(( :(

১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

ইমিনা বলেছেন: ওকি,ডকি ...
ছবি তুলে ইচ্ছাপূরণ করা কোন ব্যাপার না।
ফটুক তোলার জন্য রেডী থাইকেন ।।

৩৮| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

চিরতার রস বলেছেন: হাসান মাহবুব বলেছেন: আপনার এই পোস্টের কারণে অনেকেই ধরা খাবে।

=p~ =p~ =p~ =p~

এমনিতেই ফটোসপের কারণে পুলাপান পুরাই বিপদে আছে, তার উপ্রে এই টিপস্ এপ্লাই করলে যে কতো পুলাপান দেবদাস হইবো তার ইয়ত্তা নাই B-)) B-)) B-))

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩০

ইমিনা বলেছেন: হি হি হি ...
পুলাপাইন দেবদাস হইলে ক্ষতি নাই। চিরতার রস নামে যেই রেড ওয়াইন দেখতে পাইতেছি তা ঐ দেবদাসগুলোর হাতে ধরিয়ে দিব নি :P :P
আইডিয়া নিশ্চয় খারাপ না। আপনার অবস্থা তো তখন পুরাই বৃহ:স্পতি :) :)

৩৯| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৬

বশর সিদ্দিকী বলেছেন: আমার এই অবস্থা হইছিল। ছবি তুলি মাগার চেহারা দেইখা দুঃখের চোটে কাইন্দা দেই। পরে এইরকম সামান্য কিছু বিষয় এপ্লাই করলাম। এখন দেখি ভাল কাজে আসে। আপনার লেখাটায় অনেক নতুন কিছু জানতে পারলাম। তয় হামা ভাই কিন্তু দারুন একটা কথা কইছে।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:২২

ইমিনা বলেছেন: এই পোস্টের লেখায় কিছু জানাতে পেরেছি শুনিয়া খুব ভালো লাগছে ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে :) :)
আর হামা ভাইয়ের কথা দারুন হয়েছে বলে আসুন সবাই ওই কথায় লাইক দিয়ে দেই ।।

৪০| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪০

একলা ফড়িং বলেছেন: আমার অবস্থাও ইমরাজের মতো! :| আয়নায় একরকম, ছবিতে পুরাই আরেকরকম! আর ছবি তোলায়ও আমার ব্যাপক অ্যালার্জি। এমনিতে তো তুলিই না, আর ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে বাধ্য হয়ে যেসব গ্রুপ ছবি তুলতে হয় সেগুলাতে চিপা চাপা খুঁজে এমনভাবে দাঁড়াই যে ছবিতে আমাকে খুঁজে পাওয়াই দুরূহ ব্যাপার!! 8-| 8-|

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫

ইমিনা বলেছেন: এই জন্য ই তো বলি আপনার প্রোপিকের মেয়েটি এমনভাবে মুখ লুকিয়ে রাখে কেন?
সব রহস্যের সমাধান পেয়ে গেলাম আজ !!!
:P :P :P

৪১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৯

তুষার মানব বলেছেন: চ্রম পুস্ট :D :D

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৭

ইমিনা বলেছেন: চরম পোস্ট হওয়ার পর ও তো নির্বাচিত পোস্টে আসলো না ।
এই দুঃখ মডুদের কেমনে বুঝাই :( :( :(

৪২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

গৃহ বন্দিনী বলেছেন: ছবি তুলতে সময় এত কিছু মনে রাখতে হবে ?
উহ ,এত ধর্য্য কুলায় না ।
স্মাইল - ক্লিক ক্লিক - শ্যাষ

B-) B-)

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৮

ইমিনা বলেছেন: এই স্মাইল - ক্লিক ক্লিক এর মাঝে ই সব জ্ঞানের বহিপ্রকাশ করতে হপে :P :P

৪৩| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো পোস্ট।

এখন থেকে ছবি তোলার শখ জোরালো করতে হবে।

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩১

ইমিনা বলেছেন: ওকে, শখটা জোরালো করার পর যে রেজাল্ট আসবে, তা আমাকে জানাবেন কিন্তু :P :P

৪৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪২

অস্পিসাস প্রেইস বলেছেন: দারুণ টিপস! ভালো পোস্ট।

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

ইমিনা বলেছেন: আচ্ছা, ভালো লাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

৪৫| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯

অ্যামাটার বলেছেন: শিখলাম অনেক কিছু! :)

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৮

ইমিনা বলেছেন: হু, এবার ছবি তোলার পালা :) :)

৪৬| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৫

এ্যাংগরী বার্ড বলেছেন: হুম্‌ B:-)

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২২

ইমিনা বলেছেন: হুম ...
ভালো থাকবেন ।।

৪৭| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বাহ! বাহ! জেনারেল হয়ে গেছেন, দেখছি...
সেফ হতে কত দেরী পাঞ্জেরী... :P ;)
নিকটার প্রায় জন্মলগ্ন থেকেই নিরবে দেখে যাচ্ছি...
যেমন নিকের মালিকও দেখে যাবার ইশারাই দিচ্ছেন... ;)
আর আজ ??
সময় করে বসে, প্রথম ভালোলাগা জানিয়ে গেলাম নাহয়... B-)
সেই সাথে, ওই ইশারাতেই জানিয়ে গেলাম নাহয় আরো একটা শু সংবাদের অগ্রিম শুভেচ্ছা... ;)
ভালো থাকবেন অবশ্যই এবং অবশ্যই...

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

ইমিনা বলেছেন: বলেন কি, শুভ সংবাদ?
এখন ই বলে যান প্লিজজজজজ,
কতো দিন যাবত কোন শুভ সংবাদ পাই না :( :(

৪৮| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: একটা সত্যিকারের কাজের পোস্ট , চমৎকার
আমি ছবি তুল্লেই প্যাঁচার মত হয় , :(

কিন্তু এত নিয়ম কিভাবে মনে রাখবো , :-* আমি সব কিছু ভুলে যাই ।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

ইমিনা বলেছেন: অদ্বিতীয়া আপু, নিয়মগুলো মনে রাখতে হবে না কিন্তু। এই নিয়মগুলো যদি একবার বিশ্বাসের মধ্যে গেথেঁ যায় তবে ছবি তোলার মুহূর্তে কেউ পিস্তল তাক করলে ও টিপসগুলো মানতে ভুল হবে নাহ্ :P :P
আপনাকে দেখে আনেক আনেক ভালো লাগলো আপু :) :)

৪৯| ২০ শে মার্চ, ২০১৪ ভোর ৪:২৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: লেখক বলেছেন: উদাস কিশোর জিজ্ঞাসা করেছিলেন কেন আমি ছেলেদের ফটো দেই নি। আপনার ফটো-ফেইস এর কথা জানলে আপনাকে ই মডেল বানিয়ে পরিশ্রম কম করার সুযোগ নিতাম। সমস্যা নাই, মডেল হতে রাজী থাকলে নেক্সট টাইম আপনাকে ডাকবো

হেহেহে, পেমেন্ট লাগপে কিন্তুক।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩

ইমিনা বলেছেন: কিন্তু আমি যে সামু তে আপনাকে অর্থাৎ আপনার চেহারা-সুরত এর ব্র্যান্ডিং করবো এর জন্য কে আমাকে পেমেন্ট দিবে কে?
#:-S #:-S #:-S

৫০| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

আমিনুর রহমান বলেছেন:




বাহ ! দারুন তো।


পোষ্ট প্লাস ও প্রিয়তে।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৪

ইমিনা বলেছেন: আমিনুর ভাই !!!
কেমন আছেন?
পোস্ট টা আপনার ভালো লেগেছে জেনে দারুন লাগছে :) :)
আর প্লাস ও প্রিয়তে নেয়ার জন্য এতোগুলো ধন্যবাদ ও ভালোলাগা ।।

৫১| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

অদৃশ্য বলেছেন:






আপনার এই লিখাটি গতপরশু পড়ে গেছি... তার পর থেকেই ভাবছিলাম কিছু ছবি তুলে পরিচালকদের ঠিকানাতে পাঠাই... এমন ছবি যা দেখলে মনে হয় ফারফেক্ট ভিলেন, বা পারফেক্ট লুইছ ভিলেন ...

সবাই চায় ছবিতে সে দেখতে নায়ক বা নায়িকার মতোই হোক... আমারো আগে তেমন মনে হতো... এখন মনে হয় ছবিটা ভিলেন টাইপের হলেই বেশি ভালো...

ভালো কিছু দিকইতো ছুলে ধরলেন সুন্দর ফটোর জন্য...
শুভকামনা...

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩০

ইমিনা বলেছেন: আরেহ্, আপনার ইচ্ছার সাথে তো আমার ইচ্ছা মিলে গেলো !!!
আমার ও ডাকু রানী, ডাইনী, জাদুকরী টাইপের কিছু ছবি তোলার পরিকল্পনা আছে ।
আপনার জন্য ও একটা স্যাম্পল ছবি দিয়ে দিচ্ছি:

৫২| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

অদৃশ্য বলেছেন:





আচ্ছা আপনার ইচ্ছাও আমার সাথে মিলে গেলো... ভালো তো...

হুমম... মোটামোটি...

শুভকামনা...

২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪

ইমিনা বলেছেন: আপনার জন্য ও শুভকামনা :) :)

৫৩| ২০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৩

চুক্কা বাঙ্গী বলেছেন: বহু চেষ্ট করছি! তারপরও হয়না। চেহারার ডাইজ নাই। কিছুই করার নাই। নিজের ফটু বাদ দিয়া অন্যের ফটু তুলি তাই!! :-&

২১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

ইমিনা বলেছেন: হি হি হি ...
ব্যাপক মজা পাইলাম । যদিও দুঃখ দুঃখ ভাব নেওয়া উচিত ছিল :( :(
...
আচ্ছা, এখন যাদের ফটু তুলেন তাদের চেহারার বুঝি খুব ডাইজ আছে?
:P :P :P

৫৪| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

ডাকাতীয়া বলেছেন: চমৎকার লিখেছেন।
আমি যখন নিজে কারো ছবি তুলি তখন এই সবকিছুই ক্ষেত্রবিশেষে তার চাইতে বেশি কিছু ফলো করি কিন্তু যখন কেউ আমার ছবি তুলে.........
নাহ সেই গল্প আরেকদিন বলবো। ডিজাস্টার। ... :(

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:০১

ইমিনা বলেছেন: আপনি বলেছের ঠিক আমার মনের দুঃখটা।
অন্যদের একটা সুন্দর ছবির জন্য আমার মেধা এবং প্রচেষ্টার অভাব নেই কিন্তু আমার নিজের ছবির ক্ষেত্রে দুনিয়া শূন্য :( :(

৫৫| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

ইখতামিন বলেছেন:
আমার ছবি বাস্তবেও ভালো না.. ক্যামেরার ভেতরে আরও খারাপ দেখায় :(

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪২

ইমিনা বলেছেন: আমি ই পারি আপনার ছবি সংক্রান্ত সমস্যা দূর করে দিতে :P :P
ছবি বিশেষজ্ঞ হাজির :-B :-B

৫৬| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৯

ইখতামিন বলেছেন:
তাহলে করেন দেখি.. :) :P

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৫

ইমিনা বলেছেন: আইচ্ছা, রেডি থাইকেন ।।
:P :P

৫৭| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ইখতামিন বলেছেন: আমিতো রেডিই...

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:২১

ইমিনা বলেছেন: ওকে, রেডি থাইকেন সব সময়। যে কোনদিন হুট করে একটা ফটুক তুলে ফেলবো ;) ;)

৫৮| ২৮ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

ইখতামিন বলেছেন: রেডি হয়ে বসে থাকতে থাকতে পিঠ ব্যথা করছে তো..

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪

ইমিনা বলেছেন: পিঠব্যথার ঔষধ খেয়ে নেন :P :P

৫৯| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৬

হাতীর ডিম বলেছেন: কাজের পোষ্ট তো :-B

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

ইমিনা বলেছেন: তাইলে জলদি কাজে লাগিয়ে ফেলেন :P :P

৬০| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৬

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: এইজন্যই বুঝি আপনার ছবি সুন্দর দেখায় : :) :D

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৪

ইমিনা বলেছেন: উহুুহ, আসল কথা এখানে ফাঁস না করে দেওয়াই মঙ্গলজনক :P :P

৬১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২২

মহামহোপাধ্যায় বলেছেন: ব্যপক গবেষণা দেখি !! তবে কাকতাড়ুয়া ভঙ্গি পাত্থরজ B-) B-)

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

ইমিনা বলেছেন: এক্সাম শেষ।
কি মজা, কি মজা !!!
কাকতাড়ুয়ার বন্ধু ও বেজায় খুশি , বেজায় খুশি :P :P

৬২| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

ইখতামিন বলেছেন:
ব্যথার ঔষধ পাচ্ছি না তো.. :P

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩

ইমিনা বলেছেন: বিপদে ফেলে দিলেন।
থাক ঔষধ না পেলে বাহির থেকে একটু ঘুরাঘুরি করে আসেন। মনটা ফ্রেশ হয়ে যাবে :) :)

৬৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫২

মাথা ঠান্ডা বলেছেন: আমার তো কেমেরা মোবাইলই নাই ফুটু তুলুম কেমতে? |-) |-) |-) |-)

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৪

ইমিনা বলেছেন: তাহলে আপনার আর ছবি তুলতে হবে না। আর ছবির ব্যাপারে অন্যদের ফ্রি উপদেশ দেওয়া শুরু করেন (ঠিক আমার মতো)। মন থেকে ব্যাপক শান্তি পাইবেন :P :P
শুভ কামনা রইল।।

৬৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪১

ময়নামতি বলেছেন: ভাল লাগল +++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯

ইমিনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ময়নামতি :) :)
এই পোস্টের মাধ্যমে যদি কারো সামান্য উপকার করতে পারি তবে খুব ই খুশি হব।
অনেক শুভ কামনা রইলো ।।

৬৫| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুশকিল হলো, ছবি তোলার সময় যদি কাউকে বলেন, একটু ডাইনে ঘুরেন, একটু মাথা নিচু করেন, মানুষ বিরক্ত হয়। যদিও সে চায় তাকে যেন সব চেয়ে সুন্দর লাগে। হাঃ হাঃ হাঃ

ধরেন অটোতে না তুলে যদি ম্যানুয়েল এ তুলেন, একটু দেরি হতে পারে, লোকজনের ধৈর্য্য ধ্বসে যাবে। অথচ একটা ছবি তোলার জন্য কত কিছু মাথায় রাখতে হয়, লাইট, স্পেস, এপার্চার, আই এস ও, স্পিড এরপর পজিসন। আমার তো মাথা আউলায় যায়।

এর জন্য অনভ্যাস দায়ী। পোস্ট অনেক সুন্দর হয়েছে। যদিও এই সবই জানি। কিন্তু ছবি তোলার সময় সব কিছু মাথায় থাকেনা।

১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩

ইমিনা বলেছেন: "পোস্ট অনেক সুন্দর হয়েছে। যদিও এই সবই জানি। কিন্তু ছবি তোলার সময় সব কিছু মাথায় থাকেনা"
...
তাহলে তো আপনার সেই জানার কোন দাম থাকলো না :P :P
আমার অবশ্য এগুলো ঠিক ঠিক মনে থাকে ;) ;)
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।।

৬৬| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

তুিহনরানা007 বলেছেন: বাহ খুব ভালো তো..........

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০

ইমিনা বলেছেন: আমার ব্লগে স্বাগতম :)
মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা সব সময় ।।

৬৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৫

অতঃপর জাহিদ বলেছেন: আপু উন্নত মানের একটা ডিএসএলআর থাকলেই ভালো ফটোগ্রাফার হওয়া যায়, আমার ধারণা কি ভুল?

২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১

ইমিনা বলেছেন: ছবির বিষয় বস্তু যদি হয় মানুষ তবে ডিএসএলআর এর ভূমিকা খুব বেশী নয়। কেননা মানুষের প্রতিটি ফিজিক্যাল এক্সপ্রেশন আলাদা আলাদা এবং ইউনিক। ধরুন, চোখের চাহনীর ভাষায় হাজার রকমের অর্থ জড়িত। এ ক্ষেত্রে আপনি শুধু মাত্র চোখের ভাষা দিয়ে একটি মানুষ/ গল্প/ জীবনী/ সময়ের কোন প্রতিচ্ছবি টি ধারণ করতে চাইছেন তা সর্বপ্রথমে বুঝতে হবে। তারপর সেই বুঝটি সংশ্লিষ্ট ব্যাক্তি বা ব্যাক্তিবর্গের সাথে কমিউনিকেট করার জন্য দরকার প্রচন্ড কমিউনিকেশন স্কিল। সেই সাথে লাইটিং, কালার এন্ড এনভায়রন্টমেন্ট জ্ঞান অপরিসীম।
ঠিক বলেছি তো ভাইয়া?

৬৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার জন্য মহা প্রয়োজনীয় একটা পোস্ট এটা। আমার চেহারা এমনিতেই ভাল না, তার উপর ছবিতে আরো খারাপ আসে। :( আপনার এই পোস্ট মুখস্ত করে রাখতে হবে। B-))



আপনাকে অনেক অনেক ধন্যবাদ। B-) B-)

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

ইমিনা বলেছেন: আমার ব্লগে স্বাগতম :) :)
জ্বী, এখন ই মুখস্ত করতে বসে যান। আর নিয়মিত চর্চা করতে হবে। না হয় ভুলে যাবার সম্ভাবনা ১০০%
:P :P
ভালো থাকবন সব সময়।।

৬৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

আরিফুল আমির বলেছেন: দুষ্প্রাপ্য এবং অতি প্রয়োজনীয় টিপস গুলো জানিয়ে আমার জ্ঞান নেত্র বিকশিত করার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি ।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১২

ইমিনা বলেছেন: ধন্যবাদ গ্রহন করিলাম ভাই।
মন্তব্য পেয়ে ভালো লাগলো।
:) :)
ভালো থাকবেন সব সময়।
শুভ কামনা ।।

৭০| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৩৪

লিমন আজাদ বলেছেন: প্রায় সবই তো আপুদের টিপস। আমাদের কি হবে? একটা ছেলে পা পেচিয়ে বা কোমর/মুখে হাত দিয়ে ছবি তুললে কেমন দেখাবে ভাবতেও পারছি না ! :P

০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৪৪

ইমিনা বলেছেন: না, ভাইয়া, কথা কিন্তু সত্য না।
তবে দু' একটা ছবি পোজ হয়তো ছেলেদের মানাবে না। কিন্তু কিছু কিছু ছেলেদের আবার সব পোজের ছবিতেই সুন্দর হতে দেখেছি। ওদের ক্ষেত্রে কেন এমন টা হয় তা বুঝতে পারি নাহ্ :(
শুভ কামনা ।।

৭১| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ভাল্লাগসে ! প্রিয়তে !

১২ ই মে, ২০১৪ সকাল ১১:০২

ইমিনা বলেছেন: জ্বী ভাইয়া, অপনাকে অনেক অনেক ধন্যবাদ
:) :) :)
ভালো থাকবেন সব সময় ।।

৭২| ১৫ ই মে, ২০১৪ রাত ২:৩২

শ্রাবণ জল বলেছেন: double chin er problem ache, kal apnar tips follow kore pic tola hobe. kaj hole thanks janie jabo! :D

১৫ ই মে, ২০১৪ সকাল ৯:৪১

ইমিনা বলেছেন: আর কাজ না হলে মৃদু বকা দিয়ে ও যেতে পারেন। আমি কিছু মনে করবো নাহ্ :P

৭৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রিয়তে নিয়া গেলাম।

কামে লাগব। পোস্টে++++++

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৬

ইমিনা বলেছেন: এতো দিন পর এই পোস্টের খোঁজ পেলেন ;)

এই পোস্ট যদি উপকারেই আসে তবে মিষ্টি খাওয়াইতে ভুইলেন না।
............
ভালো থাকবেন। শুভ কামনা সব সময়।।

৭৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ধইন্যা। :)

তাই তো বলি , আমার ছবি এত্ত খারাপ আসে কেন ? =p~ :P

দেখেন না, এই কারণেই আজ পর্যন্ত প্রোপিক দেবার সাহসই হয় নি ! ট্রাই করতে হবে উপদেশগুলো ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

ইমিনা বলেছেন: হা হা হা ..
আপনার ছবি না দেখে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে আপনার ছবি এত্ত খারাপ আসে। তাই প্রথমেই আপনার একটি ছবি দেখার সুযোগ দিন আপু ;)

৭৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

ইমরান হক সজীব বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:একজন ঘূণপোকা বলেছেন: মামুন রশিদ বলেছেন: দারুণ টিপস!

আমার নাম সহ খেয়াল করে দেখেন, সবাই বলেছেন দারুন টিপস । অন্যের মন্তব্যের সাথে মিলে গেলে এভাবে কপি করে নিজের অভিমত জানানো সামুর বহুত পুরান ঐতিহ্য

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৬

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া, তখন ব্লগে নতুন ছিলাম বলে অনেক কিছুই বুঝতে পারতাম না। তারপর আপনাদের সহযোগীতায় অনেক কিছুই জানতে পারি।

শুভকামনা সব সময়।।

৭৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

সায়েম মুন বলেছেন: পোস্টটি প্রিয়তে নিলাম। অনেক কাজে দিবে। ধন্যবাদ ইমিনা।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

ইমিনা বলেছেন: নিজের পোস্ট অন্য কারো ব্লগ বাড়ীতে গিয়ে দেখতে পারার পর যে সুখ অনুভূত হয় তার মতো সুখ আর কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ।

আপনার কাজে আসলেই আমার পোস্টের সার্থকতা। ভালো থাকবেন।
শুভকামনা।।

৭৭| ২১ শে মার্চ, ২০১৫ ভোর ৪:১৮

shaontex বলেছেন: Agami kalkei try korbo ')

৭৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

কথিত নীলাম্বরী বলেছেন: আমার একটাই দূঃখ। ছবি মোটামোটি ভালোই উঠে। কিন্তু মজার বিষয় হলো কি আমার একেক ছবি একেকদিন একেক রকম উঠে।
অনেকের মন্তব্য আমি নাকি তাদের পাশ দিয়ে গেলে তারা আমাকে ছিনবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.