নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমিনা

আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস,. দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।

ইমিনা

Just because I liked something at one point in time doesn’t mean I’ll always like it, or that I have to go on liking it at all points in time as an unthinking act of loyalty to who I am as a person, based solely on who I was as a person. To be loyal to myself is to allow myself to grow and change, and challenge who I am and what I think. The only thing I am for sure is unsure, and this means I’m growing, and not stagnant or shrinking ...

ইমিনা › বিস্তারিত পোস্টঃ

তাক লাগানো বুদ্ধির জোর (ফানপোস্ট)

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৪





-) নেইল পলিশ কিনতে কিনতে বা কিনে দিতে দিতে পকেটের টাকা শেষ হবার মতো অবস্থা? বিকল্প কিন্তু নান্দনিক দিক টা একবার চিন্তা করেন তো। হ্যা, দোকান থেকে স্ট্যাম্প কিনে নখের আকৃতি অনুযায়ী তা কেটে নিন। তারপর পছন্দমতো আঠা লাগিয়ে নখে লাগিয়ে নিন। এবার লক্ষ্য করে দেখুন যে, প্রিয় মানুষ তো বটে ই, অন্যেদের ও চোখের দৃষ্টি আপনার নখ থেকে সরছে না ।







-) বাসায় মেহমান আসছে। খাবার খেতে দেবার মুহূর্তে হরেক রকম চামচ, হাত মোছার রুমাল টেবিলে দিতে হবে। এগুলো যে সুন্দর একটা বক্স বা খুপরী করে দিবেন,তাও প্রয়োজনীয় সময়ে হাতের কাছে পাচ্ছেন না। চিন্তা নেই। ভাইয়ামনিদের প্যান্ট কেটে সেই পকেটে ই হরেক রকম চামাচ আর রুমাল রেখে খাবার টেবিলে রাখুন। এবার মেহমানদের অভিব্যাক্তি দেখুন । কি চমৎকার, তাই না?





-) বই পড়তে গেলে দু'দিকের পৃষ্ঠা খুব জ্বালাতন করে? যেই হাতে বই রেখে পড়বেন সেই হাতের বৃদ্ধা আঙ্গুলির মাপ মতো একটা পেজ হোল্ডার বানানোর জন্য কাঠের দোকানে আজই অর্ডার দিয়ে আসুন।





-) পুরনো রঙ্গিন রঙ্গিন কলমগুলো সংগ্রহ করে রাখতে চাচ্ছেন কিন্তু উপযুক্ত জায়গার অভাবে রাখতে পারছেন না? প্রয়োজন মতো একটা কার্টন বক্স সংগ্রহ করুন। টয়লেট পেপারের কিছু কাগজের মোটা হোল্ডার উক্ত কার্টন বক্সে রেখে তার মধ্যে এবার কলমগুলো রাখতে পারেন। তবে ওখান থেকে প্রয়োজনীয় কলম সহজেই যেন সংগ্রহ করতে পারেন সে জন্য টয়লেট পেপারের কাগজগুলো ভিন্ন ভিন্ন উচ্চতায় কেটে রাখতে পারেন।





-) আটা/ময়দা, চাল/ডাল কিংবা তেল/চিনি প্যাকেটে কিংবা বোতলে রাখার জন্য যে কক ব্যবহার করেন ঠিক সেটাতে পেরেক ঠুকে দেয়ালে আটকিয়ে দিন। এবার ওর উপর ই আপনার পেশাকটি ঝুলিয়ে দিতে পারেন সহজে।







-) চপস্টিক দিয়ে খাবার খাওয়ার ব্যাপারে আপনার হয়তো কৌতুহলের অভাব নাই কিন্তু এটা দিয়ে খাবার খাওয়ার বিদ্যাটা আপনার আয়ত্বে নাই বিধায় কিছু করতে পারছেন না। মন খারাপ করে বসে থাকার দরকার নেই আর। কাপড় আটকানোর ক্লিপের লোহার আংটা টা চপস্টিকে ভালোমতো জড়িয়ে নিন। দেখুন তো এখন জাপানিদের মতো খাবার খাওয়া কত্তো সহজ !







-) পড়ালেখা করার সময় যদি ম্যাগাজিন পড়তে থাকেন তবে তো অভিবাবকরা আপনার পিঠে দু'একটা বেত্রাঘাত করতেই পারে। খুবই স্বাভাবিক। কিন্তু আপনার ও তো ঠিক ওই সময়টাতে প্রযোজনীয়/ শৌখিন কোন ম্যাগাজিন পড়া চাই। প্রতিকারের পথ বলে দিচ্ছি। বড় সাইজের একটা বইয়ের মলাট সংগ্রহ করে তাতে ভেতর থেকে ভালো মতো ম্যাগাজিন আটকে নিন। বসে বসে নিশ্চিন্তে পড়তে থাকুন আর আপনার অভিবাবক ও ভাববে " ইস, আমারা ছেলেটা/মেয়েটা কতো লক্ষী, সারাদিন লেখাপড়া করে"।







-) খালিপায়ে সকালে যখন হাটাহাটি কিংবা দৌড়ঝাপ করেন, হয়তো ঐ অবস্থাতেই সাইকেলে চড়ার প্রেকটিস টা ও সারতে চাইছেন। এক কাজ করেন। সাইকেলের পা রাখার ছোট্ট স্পেসটাতে আয়তন মতো ফোম কেটে নিন এবং তা ওইটার সাথে সেটে দিন। আপনার পা দুইটা এবার বুঝবে আরাম কাকে বলে।







-) বাসায় ড্রিল মেশিনের কাজ চলছে। সেই আওয়াজে বেঁচে থাকা দায়। এক কাজ করুন। বাসায় ছোট্ট যে টেনেস বল আছে তা সমান দুই ভাগে কেটে হালকা রকমের কোন লোহার পাতের দুই প্রান্তে শক্ত করে আটকে হেডফোনের মতো কানে লাগিয়ে বসে থাকেন। আওয়াজের তীব্রতা কমে আসতে বাধ্য। পরিবারে ঝগড়া চলাকালেও এই বুদ্ধি বেশ কাজ দিবে।







-) আইসক্রিম খাবেন ভালো কথা কিন্তু এর ক্রমাগত পানি ভেসে পড়ায় আপনি বিরক্ত। এক কাজ করুন। মোট একটা কাগজ গোল করে কেটে তা হালকা সমতল রেখে তারপর উপরমুখ করে বাকা করে দিন। এবার শান্তি মতো আইসক্রিম খেতে থাকুন।





-) প্লাস্টিকের কাটাচামচটি প্রয়োজন মতো কেটে তার মাঝের দু্ইটি কাটা ফেলে দিন আর এখন তা মুখের উপরের মাড়িতে আটকে দিয়ে ভয় দেখিয়ে দিতে পারেন যে কাউকে। বলার অপেক্ষা রাখে না যে আপনি এখন আসলেই রক্তচোষা ড্রাকুলা ।







বিশেষ ভাবে বলে রাখা প্রয়োজন যে, এই রকম বুদ্ধির পরিচয় দিতে গিয়ে যদি কোন নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হন, তবে তার জন্য আমি দায়ী নই।

মন্তব্য ১৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

নীল-দর্পণ বলেছেন: মজার তো :)

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ইমিনা বলেছেন: হু, কিছু দিনের মধ্যেই ড্রাকুলা দাঁত বানিয়ে ছবি তুলবো :D :D :D

২| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

পথহারা নাবিক বলেছেন: ভালৈ তো!

২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

ইমিনা বলেছেন: হা হা হা ...
বাস্তবায়ন করাই জরুরী :) :)

৩| ২১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

সীমানা ছাড়িয়ে বলেছেন: বাহ, খুবই মজার। নেইল পলিশটা বেশ মজার।

আমার বস প্রতিদিন ড্রেসের সাথে ম্যাচ করে নেইল পলিশ লাগায় অফিসে আসে। কিভাবে যে মেইনটেইন করে অবাক লাগে।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:০১

ইমিনা বলেছেন: আপনার বস কে আরো সাশ্রয়ী আর আনকমন হওয়ার জন্য সুযোগ বুঝে এই বুদ্ধিটা দিয়ে দিবেন ,
তারপর আপনার পদোন্নতি আর আটকায় কে :P :P

৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৬

মামুন রশিদ বলেছেন: বাহ, এত বুদ্ধি!

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

ইমিনা বলেছেন: হু, বুুদ্ধি থাকলে নাকি তেল কিনে বস্তায় ও রাখা যায়। আমি এটা শুনিছি মাত্র, পরীক্ষা করে দেখি নাই :) :)

৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ বেশ সুন্দর পোষ্ট ।

২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৮

ইমিনা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) :)
সুন্দর লেগেছে শুনিয়া ভালো লাগছে।
ভালো থাকবেন ।।

৬| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১১

উদাস কিশোর বলেছেন: মজা পেলুম :)

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০০

ইমিনা বলেছেন: হা হা হা ...
আমি তো ছবিগুলো দেখি আর হাসি।
তবে বাস্তবায়ন করা ও কিন্তু খুব সহজ B-) B-) B-)

৭| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৭

দি সুফি বলেছেন: স্কুল-কলেজ লাইফে ম্যাগাজিন স্টাইলে লুকিয়ে প্রচুর উপন্যাস পড়তাম! B-)) B-))
আর সাইকেলের যেটা বললেন, ওভাবে সাইকেল চালাতে গেলে কষ্ট বেশি হবে। কারন আপনাকে পেডালিং করতে বেশি বল প্রয়োগ করতে হবে (পরীক্ষিত)।

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৪

ইমিনা বলেছেন: কখনোও সাইকেল চালাই নি । তাই সাইকেলের বুদ্ধিটাতে সিওর ছিলাম না। এখন আপনার কথা শুনে মনে হলো যে আপনার কথাই সত্য। তাহলে সাইকেল বুদ্ধিতে মাইনাচচচচচচ :P :P
আপনার প্রোপিকের এই অবস্থা কেনো? ভয়ংকর ভয়ংকর ভাব :( :(

৮| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো বুদ্ধি, ক্রিয়েটিভ

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৮

ইমিনা বলেছেন: কুনোব্যাঙ এর কথায় দারুন সুখ পেলাম।
মনে হয় বুদ্ধিগুলো আসলেই ক্রিয়েটিভ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে :) :)

৯| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫১

নাছির84 বলেছেন: আমার শৈশবের খুব বড় একটা অংশ জুড়ে আছে, পড়ার বইয়ের ভেতর গল্পের বই...............এজন্য কত মার খেয়েছি তার কোন ইয়ত্তা নেই। ধরা পড়ার ভয়ে অনেক সময় বই কোমরে গুঁজে সোজা 'নিষ্কাশন রুমে' !
নেইলপলিশের বুদ্ধিটা দারুন লেগেছে। ছোট বোনকে বুদ্ধিটা বাতলে দিতেই সে আমার প্রশংসায় খানিকক্ষন পঞ্চমুখ, তারপর ঢং করে বললো-‌'এরকম আরো কিছু বুদ্ধি জড়ো করে একটা বিউটি পার্লার খুলে বসলেই তো পার।'
যদিও এটা বলিনি-বুদ্ধিটা আসলে কপি-পেষ্ট। শুধু বললাম তোর এত ঢং কেন ? জবাব আসলো-বুদ্ধিমতীরাই ঢং করতে জানে। দেখিস কিছুদিন পর ঢং করাকে শিল্প হিসেবে ঘোষনা করা হবে !
অথচ জানতাম, ঢঙ্গী বললে উনারা অখুশী হন। কিন্তু আজ বুঝলাম-ঢঙ্গীদের বুদ্ধি পেটভর্তি :P :P !

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০

ইমিনা বলেছেন: আরে আপনার সাথে একটা দারুন মিল আছে আমার। স্কুল বা কলেজের বইয়ের ভেতর গল্পের বই নিয়ে প্রতি রাত্রে পড়তাম। তখন আমার এস.এস.সি'র টেস্ট এক্সাম। রাত্রে মশার কামড় খেয়ে ওয়াশ রুমে সুনীলের "প্রখম আলো" শেষ করেছিলাম। কি যে মজা ছিল ঐ ভাবে লুকিয়ে লুকিয়ে বই পড়ার মাঝে। আর এখন লুকিয়ে পড়তে হয় না, বই পড়ার সেই ভালো লাগাটা ও নেই । কেমন যেন হয়ে গেছি :( :(

১০| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩০

দি সুফি বলেছেন: এই লোক মোটেও ভয়ঙ্কর কেউ নয়! তবে সে যে কাজ করে সেটা আসলেই অনেক ভয়ঙ্কর একটা কাজ! :-/

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪৯

ইমিনা বলেছেন: ভয়ংকর কাজ যে করতে পারে সে ই ভয়ংকর মানুষ |-) |-)

১১| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

দি সুফি বলেছেন: ভয়ঙ্কর কাজ করলেই মানুষটা ভয়ঙ্কর হয়ে যায়না। বরং তাকে অন্যদের চেয়ে বেশি সাহসী বলা যায়! |-) |-)

দেখুনতো নিচের সুদর্শন যুবককে কোনভাবেই কি ভয়ঙ্কর বলে মনে হয়?

২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

ইমিনা বলেছেন: হায়, হায় ...
আপনার প্রোপিকের সাথে দেখি এই ছেলেটার চেহারার মিল ৯৮% #:-S #:-S

১২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৬

দি সুফি বলেছেন: একজন আলোকচিত্রের কার্টুন ভার্সন, আরেকজন সরাসরি আলোকচিত্র - দুজন মিলে সেই একজন মানুষই! ৯৮% কেন হবে? পুরো ১০০% ই মিল!

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৫

ইমিনা বলেছেন: হু, সেটাই দেখছি :-* :-*

১৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২১

হাসান মাহবুব বলেছেন: ব্যাপক! বিশেষ করে ড্রাকুলা সাজারটা সেরম পছন্দ হৈসে।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৮

ইমিনা বলেছেন: ড্রাকুলা সাজার টেকনিকটা অবশ্য আমার ই জন্য।
পরে মনে হলো যে ড্রাকুলা অনুরাগীদের মধ্যে ও এটা ছড়িয়ে দেওয়া উচিত ।
আপনার পছন্দের জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

১৪| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪২

বোকামানুষ বলেছেন: আইডিয়াগুলা মজা লাগছে :)

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৬

ইমিনা বলেছেন: আইডিয়াগুলো দেখার জন্য এবং সেই সাথে ভালো লাগা জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

১৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :D

টেনিস বলের আইডিয়াটা সবচেয়ে ভালো লেগেছে।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩১

ইমিনা বলেছেন: হু, চারদিকে যে হারে শব্দদূষন বাড়ছে তাতে কিছুদিন পর ই রাস্তা-ঘাটে টেনিস বলের আইডিয়ার বাস্তবায়ন দেখলে অবাক হবো না :P :P
ভালোলাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

১৬| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

তারছেড়া লিমন বলেছেন: সেরম হৈসে।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩২

ইমিনা বলেছেন: হা হা হা ...
অনেক অনেক ধন্যবাদ :) :)
শুভকামনা রইলো ।।

১৭| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: কত বুদ্ধিরে মানুষের মাথায়!

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫১

ইমিনা বলেছেন: অভি ভাইয়া, মানুষের মাথায় যে আরো কতো কতো বুদ্ধি আছে তার পরিচয় পেলে হয়তো আপনি ঘুমের ঘোরেও হাসবেন ।।
আচ্ছা, সেই ব্যবস্থা করবো ই ইনশাআল্লাহ :P :P

১৮| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১:২২

ক্ষুদ্র খাদেম বলেছেন: B-) :-B B-)) =p~

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭

ইমিনা বলেছেন: =p~ =p~ =p~

১৯| ২২ শে মার্চ, ২০১৪ রাত ২:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
:) :)

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৭

ইমিনা বলেছেন: B-) :-B :D :) =p~

২০| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩২

আমিনুর রহমান বলেছেন:




ইহা কেমতে ফান পোষ্ট হইল B:-)
ইহাতো অতি দরকারী কাজের পোষ্ট :)
আমার কলমহোল্ডারটা পছন্দ হইছে ...
পোষ্ট প্রিয়তে এবং জোরছে +++

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

ইমিনা বলেছেন: এতো ইতিবাচক সমর্থন পাবো জানলে তো "ফান পোস্ট" লিখতাম না ।
লিখতাম "ক্রিয়েটিভ পোস্ট" :|| :||
পোস্ট প্রিয়তে নিয়েছেন জেনে অনেক ভালো লাগছে ।
অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই :) :)

২১| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বালা পুস্ট।

এই পোস্ট পইড়া আমার বুদ্ধি বাইরা গেছেগা।

থ্যাংকু।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৫৫

ইমিনা বলেছেন: তারপর সেই বুদ্ধির জোরে উন্নতি করলেন নাকি অবনতির মুখে পতিত হলেন - তা কিন্তু আমাকে জানাবেন। নিজের পোস্টের একটা বাস্তব মূল্যায়ন থাকা চাই যে !!
পোস্টের সমর্থনে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

২২| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বিরাট উন্নতি হইছে।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্টের জন্য।

২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

ইমিনা বলেছেন: বলেন কি !! এতো তাড়াতাড়ি এই পোস্টের সার্থকতা !!!
আমার অবস্থা তো পুরা ই "থ" B:-) B:-)
আবার ও ধন্যবাদ না জানিয়ে পারছি না । ধন্যবাদ, ধন্যবাদ :) :)

২৩| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

রোহান খান বলেছেন: এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমান কিভাবে...? গবেষনার বিষয়।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

ইমিনা বলেছেন: মাথার উপর বালিস রেখে ঘুম দেই যেন বুদ্ধিরা খুব বেশী জ্বালাতন করতে না পারে :P :P

২৪| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২১

সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: কাজের জিনিস দিয়েছেন ভাই,
যেমন বই পড়তে গেলে পৃষ্ঠা দুইটা আসলেই অনেক জ্বালাতন করে।

আমি তো একটা কলম ঐ জায়গায় রেখে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখি... :P

আর নেইল পলিশ, টেনিস বল, কাঁটা চামচের আইডিয়াগুলাও চমৎকার।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪১

ইমিনা বলেছেন: বই পড়ার সময় দুই পাশের পেজগুলো নিয়ে আমার ও বেশ ঝামেলা লাগে । তাই ভেবেছি যে জিঞ্জিরা গিয়ে এই রকম প্লাস্টিকের পেজ হোল্ডারের অর্ডার দিয়ে আসবো :P :P
আমার লেখাটা পড়ার জন্য এবং ভালোলাগাটুকু রেখে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

২৫| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

বশর সিদ্দিকী বলেছেন: ভাল বুদ্ধি তো। পছন্দের তালিকার রাখতেছি। কাজে লাগবে। অনেক ধন্যবাদ।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৭

ইমিনা বলেছেন: কিছু কিছু বুদ্ধির পার্শ্বপ্রতিক্রিয়া ও আছে কিন্তু :P :P
তাই বুঝে বুঝে কাজে লাগাতে হবে ।
ভালোলাগাটুকু জানিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)

২৬| ২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৫

দালাল০০৭০০৭ বলেছেন: মজার তো হা হা ভালই লাগল।

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৯

ইমিনা বলেছেন: হু, আমার তো হাসি থামতে চাইছে ই না :) :)
দেখা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।

২৭| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

বৃতি বলেছেন: কত বুদ্ধি ইমিনা আপুর!!!

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩০

ইমিনা বলেছেন: সব আপনাদের দোয়া বৃতি আপুনি :) :)

২৮| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:



ক্রিয়েটিভ চিন্তাধারা। অনেকগুলোই পছন্দ হয়েছে।


পোষ্টে+++++++

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩১

ইমিনা বলেছেন: পছন্দটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
এখন কাজ হলো বুদ্ধিগুলো বাস্তব জীবনে এপ্লাই করা :P :P

২৯| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, মজার পোস্ট ||

২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু, থ্যাঙ্কু :) :)
অনেকগুলো থ্যাঙ্কু :D :D

৩০| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৫

অপু তানভীর বলেছেন: উপরের কেবল নেইল পলিশের টা বাদ দিয়ে সব গুলো পছন্দ হইছে !
:):)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৯

ইমিনা বলেছেন: ওকে, নেইল পলিশটা বাদ । ওইটার দিকে তাকানো ই আর দরকার নাই :P :P
বাকিগুলো পছন্দ হয়েছে বলে আপনার পছন্দকে অনেক অনেক ধন্যবাদ :) :)

৩১| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

একলা ফড়িং বলেছেন: হাহাহ! সবগুলাই জোস! =p~ =p~ ভাইয়াদের প্যান্টে এখন থেকে আর কোন পকেট থাকবে না :D :D

আর এইভাবে চুরি করে তিন গোয়েন্দা পড়তে গিয়ে যে কতো ধরা খেতাম আম্মুর কাছে /:) /:)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

ইমিনা বলেছেন: হু, প্যান্ট পাইলেই বুদ্ধির বাস্তবায়ন :P :P
হিহ হিহ হি ...
আমি ও আপনার মতো লুকিয়ে লুকিয়ে বই পড়তে গিয়ে কতো যে ধরা খেয়েছি তার হিসাব নাই। তখন এইরাম বুদ্ধি দেওয়ার কেউ ছিল না আপুনি :( :(

৩২| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৩

একজন আরমান বলেছেন:
হাহা
দারুন জিনিস পড়লাম তো। :)

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৪

ইমিনা বলেছেন: :) :) :)
বাস্তবায়নযোগ্য ও বটে।

৩৩| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

মোঃ বেলাল হোসাইন বলেছেন: ক্রিয়েটিভ চিন্তাধারা যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশকে সামনের দিবে নিয়ে যেতে সাহয্য করবে।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৮

ইমিনা বলেছেন: হু, কথা সইত্য :) :)

৩৪| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মাথায় এত বুদ্ধি!!!

সবগুলোই দারুণ, বিশেষ করে টেনিস বলেরটা ;)


২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

ইমিনা বলেছেন: ব্লগের ভাইয়া আর আপুনিরা ই বুঝলো। আর কেউ ই বুঝলো না আমার মাথার বুদ্ধির কখা :( :(
বাসা খুজে টেনিস বের করে বানিয়ে ফেলুন আজই :P :P

৩৫| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৮

গৃহ বন্দিনী বলেছেন: আইডিয়া গুলো ইন্টারেস্টিং । পেন স্ট্যান্ড আর টেবিল ম্যাটের আইডিয়া দুটা দারুন লাগলো ।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৭

ইমিনা বলেছেন: আর দেরী নয়। পছন্দের জিনিস দুটো আজই বানিয়ে ফেলুন :) :)

৩৬| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪২

তাসজিদ বলেছেন: হা হা । ভালই তো। !!!!!!!!!!!!!!!!

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮

ইমিনা বলেছেন: হিহ হিহ হি ...
ভালোলাগার জন্য অনেকগুলো ধন্যবাদ :) :)

৩৭| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:০২

চিরতার রস বলেছেন: বিশেষ ভাবে বলে রাখা প্রয়োজন যে, এই রকম বুদ্ধির পরিচয় দিতে গিয়ে যদি কোন নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হন, তবে তার জন্য আমি দায়ী নই।

বুদ্ধি যেহেতু আপনার দেওয়া, সেক্ষেত্রে আপনাকেই দায়ি করা হবে B-)) B-)) :-B :-B

বাইদ্যাওয়ে, সুপার পোস্ট।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

ইমিনা বলেছেন: নাআআআআআআ ...
আমি ভালো মানুষ। আমাকে কোন অবস্থাতেই দায়ী করা যাবে না :( :(
আর হ্যা, সুপার পোস্ট তকমা পেয়ে এতোগুলো খুশি :) :)
ধন্যবাদ ধন্যবাদ ।।

৩৮| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৩

কালোপরী বলেছেন: চমৎকার

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৭

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)

৩৯| ২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৬

ইমিনা বলেছেন: have tried but unable till now to make any comment to others post or make response at my post from my mobile. Ee Ee Ee ( its a type of innocent crying) :( :( :(

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬

ইমিনা বলেছেন: আমার মোবাইলটার যেন কি হয়েছে। ওইটা থেকে বাংলায় লেখা যায় না আবার কমেন্টের রেস্পন্স ও করা যায় না। এর উপ্রে কোন বুদ্ধি খাটাতে পারছি না :( :(

৪০| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: বৃতি বলেছেন: কত বুদ্ধি ইমিনা আপুর!!!

আমিও তাই বলি :D :D :D

অনেক ক্রিয়েটিভ আইডিয়া ! শেষের টা বেশি ভালো ।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৬

ইমিনা বলেছেন: থ্যাঙ্কু অদ্বিতীয়া আপু, প্রশংসা পেয়ে আমার বুদ্ধির কনফিডেন্স বেড়ে গেছে অনেক :) :)
আসুন , একদিন আমরা সবাই মিলে ড্রাকুলা সাজি :P :P

৪১| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কত্ত বুদ্ধি আন্নের মাথায়?




ধন্যবাদ। সুন্দর হয়েছে লেখাটি।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৪

ইমিনা বলেছেন: হুম, এক দম সত্য কথা,
আজকাল অনেকের ই নজর পড়েছে আমার মাথার উপ্রে :P :P
এ্যানিওয়ে, ভালোলাগাটুকু জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ :) :)
ভালো থাকবেন ।।

৪২| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন সব ক্রিয়েটিভ বুদ্ধি। কিছু অবশ্য আগেও দেখেছি, কিন্তু আপনার চমৎকার প্রেজেন্টেশনে নতুনের মতই লাগল।

শুভেচ্ছা রইল।

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

ইমিনা বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
অনেক অনেক ধন্যবাদ :) :)

৪৩| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২১

ধলা বিলাই বলেছেন: ব্যাপক বিনুদ পাইলাম. B-) B-) B-)

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

ইমিনা বলেছেন: শুধুই বিনুদ পা্ইলেন? B:-)
কিছু শিখেন নাই B:-) B:-)

৪৪| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৫

নাছির84 বলেছেন: তেল কিনে বস্তায় রাখা খুব সোজা ! আগে বস্তার মাপের একটা পলিথিনের ব্যাগে তেল ঢালুন, তারপর পলিথিনের ব্যাগটা বস্তার মধ্যে চালান করে দিন.......ব্যস পেয়ে গেলেন এক বস্তা তৈল।
এতসব বুদ্ধিবাজির দাপটে কবিতাগুলো হারিয়ে যাচ্ছে। ফেরানো প্রয়োজন ?

২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৪

ইমিনা বলেছেন: আরে, আমি তো সেই ছোট কাল থেকেই তেল কিনে বস্তায় রাখার ব্যাপারটা জানি। বুদ্ধিমতি মেয়ে বলে কথা :P :P
ওহ হ্যা, কবিতারা আর আসে না, আমায় একলা করে ওরা সবাই চলে গেছে :(( :((

৪৫| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৫

ইখতামিন বলেছেন:
হুম.. সেফ হবার আগে সবাই কবিতা লেখে... সেফ বা জেনারেল হবার পর তারা নাকি কবিতা ভুলে যায়.. ;)

পোস্ট সুপার্ব

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৬

ইমিনা বলেছেন: তাই নাকি? আর কে কে সেফ বা জেনারেল হবার পূর্বে কবিতা লিখতো প্লিজজজজ?
পোস্ট পছন্দ করার জন্য আপনার পছন্দকে অনেক অনেক ধন্যবাদ :) :)

৪৬| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

শ্রাবণমেহেদী বলেছেন: কেন জানি ভাল লাগছে

২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২০

ইমিনা বলেছেন: হাহ হাহ হা, ভালো লাগার কারনটা ও খুঁজে পাচ্ছেন না?
কারনটা খুঁজে বের করার চেষ্টা করুন তাহলে :P :P :P

৪৭| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৯

ইখতামিন বলেছেন:
আমার সঠিক জানা নেই... তবে শুনেছি অনেকেই নাকি এমনটা করে থাকে।
সিরিয়াসলি নেবার কোনও কারণ নেই। জাস্ট ফান করে বলেছিলাম :)

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২০

ইমিনা বলেছেন: হু, ফান করেছেন ঠিক আছে। তবে কথাটা মধ্যে সত্যি সত্যি একটা ধোঁয়া পাচ্ছি। ওকে, সবার ওয়াল ঘুরে ঘুরে দেখে আসবো ব্যাপারটা :-B :-B

৪৮| ২৪ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০২

সায়েদা সোহেলী বলেছেন: বুদ্ধি! বুদ্ধি! !আর বুদ্ধি! !! :)

.চপস্টিকের টা ট্রাই করতে হবে , আমি চপস্টিক ইউজ করতে পারিনা দেখে আমার মেয়েরা বলে মাম্মি কিছুই পারেনা :(

http://m.youtube.com/watch?v=4N3N1MlvVc4
.তোমার পোস্ট এ প্লাস হিসেবে

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

ইমিনা বলেছেন: সায়েদা আপুনিইইইইইইই্ ...
অনেক দিন পর দেখতে পেলাম।
কি যে ভালো লাগছে :) :) :) :) :) :) :) :) :)

৪৯| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৮

মরদেহ বলেছেন: মজার তো!
প্রিয়তে...

২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:১৩

ইমিনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :) :)
শুভকামনা রইলো।।

৫০| ২৮ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৩

শায়লা িসিদ্দক বলেছেন: ক্রিয়েটিভ !!! :)

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৬

ইমিনা বলেছেন: পোস্ট টা পড়েছেন বলে অনেক ধন্যবাদ শায়লা আপুনি :) :)
অনেক অনেক ভালো থাকবেন ।।

৫১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:২২

হাতীর ডিম বলেছেন:

আপনার এতো বুদ্ধু B:-)

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

ইমিনা বলেছেন: আল্লাগো, কতো সুন্দর বাবু হাতী :D :D
জীবরে এই পরথম বাবু হাতীর জন্য আদর আদর লাগছে :) :)
অনেক গুলো কারনে আপনাকে অনেকগুলো ধন্যবাদ হাতীর ডিমের মালিক :P :P

৫২| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৬

টুং টাং বলেছেন: জানলাম।

ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩

ইমিনা বলেছেন: অনেকগুলো ধন্যবাদ তোমার জন্য ও টুং টাং:) :)
ভালো থেকো সবসময় ।।

৫৩| ৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: দারুন !!

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১০

ইমিনা বলেছেন: হিহ হি হি ...
উপকারী বুদ্ধি মনে হইলে আজই এপ্লাই করে ফেলতে পারেন।
আর আমি ও কিঞ্চিত সাহায্য করতে পারবো :) :)

৫৪| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

এহসান সাবির বলেছেন: বেশ......

নতুন কবিতা কই?

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

ইমিনা বলেছেন: কবিতা'রা আমায় ছেড়ে চলে গেছে। যেই আমি সেই আমি ই একলা হয়ে বসে আছি :( :(

৫৫| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৮

শুঁটকি মাছ বলেছেন: আপু আপনার পোস্টটা তো দারুন!!!!!!!!!!!!

০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৩

ইমিনা বলেছেন: তাই নাকি ভাইয়ামনি?
তাহলে পোস্টের সবগুলো বুদ্ধি দিয়ে দিলাম

৫৬| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

অদৃশ্য বলেছেন:






খুবই মজারতো... ম্যাকগাইভারের কথা মনে পড়ে গেলো কয়েকটি দেখে... হাহ হাহ হাহ...



শুভকামনা...

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১

ইমিনা বলেছেন: আরে আপনি ?
খুব ভালো লাগছে আপনাকে দেখে :) :)
এই পোস্টের কারনে কেউ মজা পেলে আমার দারুন লাগে ।
সব সময় ভালো থাকবেন ।।

৫৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এবার শান্তি মতো আইসক্রিম খেতে থাকুন। B:-/

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪০

ইমিনা বলেছেন: হু, এই গরমে আইসক্রিম এর বিকল্প খুব কম ই আছে :P
শুভকামনা সব সময়।।

৫৮| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০

আম্মানসুরা বলেছেন: বাহ!!! দারুন পোস্ট।

অনেক বুদ্ধিই এপ্লাই করা যাবে!

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ইমিনা বলেছেন: জ্বী আপুনি, বুদ্ধির বাস্তবায়ন করে এখন ই চারদিকে তাক লাগিয়ে দিন :) :)
অনেক শুভকামনা রইলো ।।

৫৯| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫

মহামহোপাধ্যায় বলেছেন: :-B :-B :-B :-B :-B


ব্যপক বুদ্ধি !! কিন্তু স্টিকারকে ডাকটিকেটের বিকল্প হিসেবে কি ব্যবহার করা যায় ??

আমার আসলে ডাকটিকেটের প্রতি একটা আলাদা ভালোলাগা কাজ করে, ছোট বেলায় জমাতাম কিনা !! সেই এলবাম এখনো আছে B-)

বাকি গুলো অনেক জোশিলা বুদ্ধি B-) B-)

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩১

ইমিনা বলেছেন: স্টিকারকে কিন্তু আরো ভালো ভাবে ডাকটিকেটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। আপনার তো দেখি অনেক বুদ্ধি !!!
আমি ও পিচ্ছি কালে ডাকটিকেট জমাতাম। কেউ ১০/২০ টাকা দিলেই দোকানে দিতাম ছুট। ও দোকানীর কাছে ছিল হরেক দেশের ডাকটিকেট। তার নিজের ডাকটিকেট জমাবার শখ শেষ বলে বিক্রয় করে দিত আমাদের কাছে। আমার মতো ক্রেতারা ওখানে তাই হুমড়ি খেয়ে পড়তো। একটা ছেলে গ্রুপের সাথে ছিল এই ডাকটিকেট জমাবার প্রতিযোগীতা। সবাই সবার বাসায় গিয়ে গিয়ে সবার সংগ্রহ দেখে আসতাম। ওই শয়তানগুলো যখন আমার ডাকটিকেটগুলো দেখতো তখন আমার চোখ ফাকি দিয়ে কিছু কিছু ডাকটিকেট সুকৌশলে তাদের পকেটে চালান করে দিত। দিন দিন আমার সংগ্রহ এভাবে খারাপের দিকে যেতে থাকায় মনের দুঃখে দিলাম তা বন্ধ করে। এ এক কষ্টের ইতিহাস :( :(
ছেলেরা আসলে ভালু না /:) /:)

৬০| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০১

দূলভ বলেছেন: ব্যপক বুদ্ধি !!

২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

ইমিনা বলেছেন: তা কি আর বলতে ?
হা হা হা ...
আমার ব্লগে স্বাগতম। আর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভ কামনা সব সময়।
ভালো থাকবেন ।।

৬১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭

মহামহোপাধ্যায় বলেছেন: "যা কিছু হারায় গিন্নী বলে কেষ্ট ব্যাটাই চোর"

অথবা "যত দোষ নন্দ ঘোষ"

:|| :( :( :((

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

ইমিনা বলেছেন: আমার কাছে যথেষ্ট প্রমান পত্রাদি আছে কিন্তু কাকতাড়ুয়া।
সবগুলান চোরকে গলায় দড়ি দিয়ে উপস্থিত করতে পারবো :) :)

৬২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

নমিতা নায়ান বলেছেন: অ্যাই ট্রাইড দ্যা চপস্টিক মেথড বাট ইট ডিডনট ওয়ার্ক সো গুড। নাউ অ্যাই নিড ইউর হেল্প আপি ;) ;)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১১

ইমিনা বলেছেন: হায়, হায়।
আমি তো এখন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলাম আপি ;( ;(

৬৩| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১২

সুমন জেবা বলেছেন: ওমা ..আপনি তো তাক লাগিয়ে দিলেন । শুভময় কামনা ..

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:২৩

ইমিনা বলেছেন: গুড, লেইট করে হলেও তাক লাগিয়ে দিতে পেরেছি। চিন্তা করছি নেক্সট টাইমে কিভাবে মানুষ ই মেরে ফেলতে পারি :P

৬৪| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৮:২৫

বটের ফল বলেছেন: এইবার দেখবো, কে আমাকে বোকা বলে !!!!! X(( :P


হাহাহাহাহাহা

++++++++++++

০৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৪০

ইমিনা বলেছেন: জ্বী, এই বার যে আপনাকে বোকা বলবে তাকে বটগাছে ঝুলিয়ে দিব :-B

৬৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬

(উৎপল) বলেছেন: কি বুদ্ধি রে, মাইরি!!!!! :o


সবগুলোই দারুন! :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

ইমিনা বলেছেন: পছন্দ করার জন্য অনেক ধন্যবাদ :)
শুখকামনা সব সময়।



ভাইয়া কি কোলকাতার নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.